United Agro

United Agro দেশি নিজস্ব ফার্মের টার্কির বাচ্চা নিয়ে খামার করুন, লাভবান হোন ।
(4)

04/04/2020
31/12/2019

Doni

17/11/2019

Age 12 Month

14/11/2018
NewBorn Calf
24/10/2018

NewBorn Calf

সুলভ মুল্যে ৫০ পিচ ডিম পারা রানিং টার্কি বিক্রয় হবে। ৩০ টি মুরগি ২০ টি মোরগ । রানিখেত ও কলেরা ভ্যাক্সিন করা আছে।৫০ পিস এ...
22/10/2018

সুলভ মুল্যে ৫০ পিচ ডিম পারা রানিং টার্কি বিক্রয় হবে। ৩০ টি মুরগি ২০ টি মোরগ । রানিখেত ও কলেরা ভ্যাক্সিন করা আছে।

৫০ পিস একসাতে নিলে প্রতি পিস ১০০০ টাকা
২৫ পিস একসাতে নিলে প্রতি পিস ১১০০ টাকা
এ ছাড়া যে পরিমাণ নিলে প্রতি পিস ১২০০ টাকা

যোগাযোগ করুন:
০১৭১৯২৪৫৭৭৩

মো: রাহুল কবীর (পরশ)
ব্যাবস্থাপনা পরিচালক, ইউনাইটেড টার্কি ফার্ম
রোড নং-০২। বাসা-১৫। ৬ষ্ঠ তলা।
নিউ শালবন - চেয়ারম্যান গলি, রংপুর-৫৪০০

মানুষ সোজা পথে চলতে চায় না আর বাকা পথে সবারই আগ্রহ বেশি।সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,আর দুধ বিক্রেতাকে ব...
10/08/2018

মানুষ সোজা পথে চলতে চায় না আর বাকা পথে সবারই আগ্রহ বেশি।
সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,
আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননিতো,
অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায়।
ফজরের আজান শুনে ঘুম ভেঙে নামাজে যায়,
আর এখন রাত ভর জেগে থেকে আজান শুনে ঘুমায়।

ব্রয়লার মুরগি শরীরের পক্ষে ক্ষতিকর এবং এই মুরগির মাংস খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। তাই...
12/07/2018

ব্রয়লার মুরগি শরীরের পক্ষে ক্ষতিকর এবং এই মুরগির মাংস খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। তাই চিকিৎসকরা ব্রয়লার মুরগির পরিবর্তে দেশি মুরগির খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

চলুন জেনে নেয়া যাক ব্রয়লার মুরগির কিছু ক্ষতিকর দিক:

১। বিশেষজ্ঞের মতে, মাত্রাতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধা পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

২। কাঁচা মাংসে প্রচুর মাত্রায় ব্যাকটেরিয়া থাকে। আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে এক সঙ্গে রাখা হয় তাতে দু-পাঁচটার শরীরে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি প্রবেশ করে। যখন মুরগি কাটা হয় তখনও জীবিত মুরগির শরীর থেকে কাঁচা মাংসে ব্যাকটেরিয়া চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আর এই জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে একাধিক রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে।

৩। পোলট্রিতে বড় করার সময় ব্রয়লার মুরগির অ্যান্টি বায়োটিক ইনজেকশন দেওয়া হয়। ফলে এমন ধরনের মুরগি বেশি খেলে আমাদের শরীরেও অ্যান্টি-বায়োটিক রেজিস্টেন্স তৈরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিসটেন্সের হার বাড়ার পেছনে ব্রয়লার মুরগির অবদান যেকোনো অংশে কম নেই।

হাল ছেড়োনা বন্ধু, কন্ঠ ধরো জোরে।
11/07/2018

হাল ছেড়োনা বন্ধু, কন্ঠ ধরো জোরে।

বিভিন্ন বয়সের সিল্কি মুরগ বিক্রয় করা হবে। কেউ চাইলে নিতে পারেন ক্রস করার জন্য। Video Link - https://www.youtube.com/wa...
22/06/2018

বিভিন্ন বয়সের সিল্কি মুরগ বিক্রয় করা হবে। কেউ চাইলে নিতে পারেন ক্রস করার জন্য।

Video Link - https://www.youtube.com/watch?v=7krR6DQGAGY&feature=youtu.be

যোগাযোগ করুন:
০১৭৩৭৯৮৮৮৮৯ অথবা ০১৭১৯২৪৫৭৭৩

মো: রাহুল কবীর (পরশ)
ব্যাবস্থাপনা পরিচালক, ইউনাইটেড টার্কি ফার্ম
রোড নং-০২। বাসা-১৫। ৬ষ্ঠ তলা।
নিউ শালবন - চেয়ারম্যান গলি, রংপুর-৫৪০০

15/06/2018

জীবনে আমাদের খারাপ সময় আসতেই পারে, তাই বলে হতাশ হলে চলবে না।

ভ্যাকসিন করা ৪৫ দিন বয়স এর টার্কি'র বাচ্চা বিক্রয় করা হবে, নিজে এসে নিয়ে জেতে হবে।Video Link- https://www.youtube.com/w...
10/06/2018

ভ্যাকসিন করা ৪৫ দিন বয়স এর টার্কি'র বাচ্চা বিক্রয় করা হবে, নিজে এসে নিয়ে জেতে হবে।

Video Link- https://www.youtube.com/watch?v=v7kmwWR9rIw

এছাড়াও ডিম বিক্রয় ও ইনকিউবেটর ভাড়া নিতে যোগাযোগ করুন:
০১৭৩৭৯৮৮৮৮৯ অথবা ০১৭১৯২৪৫৭৭৩

মো: রাহুল কবীর (পরশ)
ব্যাবস্থাপনা পরিচালক, ইউনাইটেড টার্কি ফার্ম
রোড নং-০২। বাসা-১৫। ৬ষ্ঠ তলা।
নিউ শালবন - চেয়ারম্যান গলি, রংপুর-৫৪০০

10/06/2018
07/06/2018
02/06/2018
13/05/2018
এমন অনেক জন্তু আছে, যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহই রিযিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্...
13/05/2018

এমন অনেক জন্তু আছে, যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহই রিযিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

- সূরা আল আনকাবুত (আয়াত-৬০)

12/05/2018

আমাদের নতুন ১৫০০ ক্যাপাসিটি ইনকিউবেটরে পরীক্ষামূলক ৯ টি টার্কির ডিম দিয়েছিলাম, আলহামদুল্লিয়াহ ৯ টি ডিম এর মধ্যে ৮ টি ফুটছে।

আপনারা যারা টার্কির ডিম বিক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনার টার্কি, তিথির এর ডিম আমাদের ইনকিউবেটরে ফুটিয়ে নিতে পারেন।

ডিম বিক্রয় ও ইনকিউবেটর ভাড়া নিতে যোগাযোগ করুন:
০১৭৩৭৯৮৮৮৮৯ অথবা ০১৭১৯২৪৫৭৭৩

মো: রাহুল কবীর (পরশ)
ব্যাবস্থাপনা পরিচালক, ইউনাইটেড টার্কি ফার্ম
রোড নং-০২। বাসা-১৫। ৬ষ্ঠ তলা।
নিউ শালবন - চেয়ারম্যান গলি, রংপুর-৫৪০০

আপনারা যারা টার্কির ডিম বিক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন।আপনার টার্কি, তিথির এর ডিম আমাদের ইনকিউবেটরে ফুটিয়...
07/05/2018

আপনারা যারা টার্কির ডিম বিক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনার টার্কি, তিথির এর ডিম আমাদের ইনকিউবেটরে ফুটিয়ে নিতে পারেন।

ডিম বিক্রয় ও ইনকিউবেটর ভাড়া নিতে যোগাযোগ করুন:
০১৭৩৭৯৮৮৮৮৯ অথবা ০১৭১৯২৪৫৭৭৩

মো: রাহুল কবীর (পরশ)
ব্যাবস্থাপনা পরিচালক, ইউনাইটেড টার্কি ফার্ম
রোড নং-০২। বাসা-১৫। ৬ষ্ঠ তলা।
নিউ শালবন - চেয়ারম্যান গলি, রংপুর-৫৪০০

20/04/2018

Our New Incubator

Our new Incubator capacity 1512 Turkey or 2112 Hen. :)
20/04/2018

Our new Incubator capacity 1512 Turkey or 2112 Hen. :)

1.5 month silkie
09/04/2018

1.5 month silkie

28/03/2018

5 days old silkie chick

18/03/2018

Silkie 25 days

15/03/2018

United Agro Dairy & Cattle

02/03/2018

**নতুন খামারিদের জন্য কিছু পরামর্শ ***
কারোর উন্নতি দেখে বা ইউটিউবে উন্নয়ন মূলক ভিডিও দেখে অনুপ্রানীত হয়ে কোন প্রকার খামার করতে যাবেন না।মনে রাখবেন যারা আজ সফল তারা একদিনেই উন্নতির চুড়ায় আসতে পারে নি।তাদের সফলতার অন্তরালে আছে হাজার ব্যার্থতার গল্প।।। অন্যকে দেখে অনুপ্রানীত নয় আগে নিজের মনকে স্থির করে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর অন্যকে লক্ষ্য করুন নিজেকে অভিজ্ঞ(খামার বিষয়ক সকল জ্ঞান অর্জন) করার জন্য।
১/ খামার করার সিদ্ধান্ত নেয়ার আগে খামারের গন্ধ গায়ে মাখার অভ্যাস করুন।।অর্থাৎ খামারের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কি না,সঠিক পরিচর্যা করতে পারবেন কি না,কতটুকু শ্রম দিতে পারবেন,এসব নিয়ে একটু গভীর চিন্তা করে নেবেন।
বাস্তবিক অবস্থা:- আমরা কৌতুহল বসত খামার করে কিছু দিন পর আগ্রহ হারিয়ে ফেলি।
২/ নিজে খামার করার আগে যত বার সম্ভব অন্যের খামারে যান,অভিজ্ঞ মানুষের মতামত নিন তাদের সাথে খামারের সকল বিষয় নিয়ে আলোচনা করুন।মনে রাখবেন অভিজ্ঞতা এমন এক মূল্যবান জিনিস যা টাকা দিয়ে পাওয়া যায় না।আর খামার করার জন্য অভিজ্ঞতা সবচেয়ে বেশি জরুরি।। আপনি যত অভিজ্ঞ হবেন আপনার খামারের ফ্লক তত বেশি নিরাপদ থাকবে।
বাস্তবিক অবস্থা:- অভিজ্ঞতা ও সচেতনতা না থাকার দরুন খামার করে লসের সম্মুখিন হতে হয়।
৩/ খামার করার আগে উক্ত প্রাণীর রোগ সম্পর্কে আগে জানুন।কারন আপনার খামারের উন্নতির পেছনে রোগ হলো প্রধান অন্তরায়।
বাস্তবিক অবস্থা:- আমরা খামার করি কিন্তু রোগ/ব্যাধি সম্পর্কে না জানার কারনে ফ্লক কোন রোগে আক্রান্ত হয়েছে বা কোন রোগের লক্ষ্যণ দেখা দিলে বুঝতে পারি না।এবং সঠিক নিরাময় ব্যাবস্থা নিতে পারি না।
৪/ লাভের মনোভব নিয়ে নয়,মনো তৃপ্তি এবং নিজের মনো ইচ্ছাকে প্রাধান্য দিয়ে খামার করার সিদ্ধান্ত নিন।কারন খামারে যে আপনার সবসময় লাভ হবে তেমন না।তবে হ্যা,বিপদের সময় অভিজ্ঞতা ও শ্রম আপনার লোকশানের পরিমান লাঘব করবে।
বাস্তবিক অবস্থা:- খামার করার আগেই আমরা লাভ কত হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি।ফলে কয়েক বার লস হলেই আমাদের খামার বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়।
যতটা পারেন নিজের খামারকে স্বংয়সম্পূর্ন করে গড়ে তোলার চেষ্টা করুন।তাহলে খামারের লস হওয়ার সম্ভবনা অনেক অংশেই কমে আসবে।

আজ আপনার সঠিক সিদ্ধান্ত মোতাবেক সঠিক কর্মই হবে আগামিতে অন্যের জন্য অনুপ্রেয়না।।।
ধন্যবাদ।

Address

Ful Aamtola Road, Tapodhan
Rangpur
5400

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 15:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

01737988889

Alerts

Be the first to know and let us send you an email when United Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to United Agro:

Videos

Share

Category

Our Story

গড়ে তুলুন আপনার নিজের টার্কি খামার, স্বাবলম্বী হন মাত্র ১ বছরে।

নতুন খামারের জন্য টার্কি বাচ্চার বুকিং দিন।

১ দিন বয়সের বাচ্চা ২৫০ টাকা পিস, ১৫ দিন বয়সের বাচ্চা ৩০০ টাকা পিস এবং ৪০ দিন বয়সের বাচ্চা ৫০০ টাকা পিস। (একদর)