নুর পাখির মেলা

নুর পাখির মেলা এখানে সব ধরনের বিদেশী পোষা পাখি ক্রয় বিক্রয় করা হয় Our shop specializes in a wide variety of birds, from colorful parrots to charming canaries.

Welcome to Nur Pakhir Mela! 🐾

At Nur Pakhir Mela, we are passionate about pets and dedicated to providing the best for your feathered friends! Whether you’re looking for a lively companion or a beautiful addition to your home, we have the perfect pet for you. We prioritize the health and happiness of our birds, offering top-notch care and nutrition. Our knowledgeable staff is here to guide you in

choosing the right pet and provide tips on their care. Join our community of bird lovers! We also offer accessories, toys, and food to ensure your pets thrive. Connect with us for expert advice and special offers.

📞 For inquiries, call us at 01717524562.
📧 Email: [email protected]

Follow our page for updates, promotions, and adorable bird photos! Thank you for choosing Nur Pakhir Mela—where every bird finds a loving home! 🕊️✨

♦ ফ্রেঞ্চ মো*ল্টিং নিয়ে Mobassir Sattar   কতৃক বিশ্ব বরেণ্য বাজরিগার ব্রিডার Daniel Luetolf  এর অভিজ্ঞতা নিয়ে কথোপকথনের ...
25/03/2024

♦ ফ্রেঞ্চ মো*ল্টিং নিয়ে Mobassir Sattar কতৃক বিশ্ব বরেণ্য বাজরিগার ব্রিডার Daniel Luetolf এর অভিজ্ঞতা নিয়ে কথোপকথনের বাংলা অনুবাদ By Ali M Hasan ♦

★ শুরুতেই আমাদের দর্শক/silent শ্রোতাদের জন্য ফ্রেঞ্চ*মোল্টিং নিয়ে বেসিক কিছু তথ্য, প্রশ্ন ও এর উত্তরঃ

১) ফ্রেঞ্চ মোল্টিং কি দ্রত ছড়িয়ে পড়ে?

উত্তরঃ হ্যা, এই ফ্রেঞ্চ*মোল্ট রো*গ ব্যাপকভাবে এক এভিয়ারি হতে অন্য এভিয়ারিতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

২) ফ্রেঞ্চ মোল্টিং কি খুবই নির্মম/নিষ্ঠুর একটি ঘা*তক ব্যা*ধি?

উত্তরঃ এক্ষেত্রে নির্মম বাস্তবতা হলো যে, এখন পর্যন্ত এই রো*গের কোনো প্রতিষে*ধক/ঔ*ষধ হয়নি..... তো অবশ্যই এটি বাজরিগার বা অন্য যেকোনো প্রাণীর জন্য খুবই ভ*য়ংকর একটি ব্যা*ধি।

৩) কোন ধরনের ভাই*রাস হতে এই ফ্রেঞ্চ*মোল্ট রো*গের উৎপত্তি?

উত্তরঃ ফ্রেঞ্চ*মোল্ট এর জীবানু হলো একধরনের 'Polyomavirus' যা পাখির immune সিস্টেমের (রো*গ প্রতিরোধ ব্যবস্থাপনা) উপর ব্যাঘাত সৃষ্টি করে পাখির পালকে একধরনের ক্ষ*তের সৃষ্টি করে। যার ফলে পাখির পালকে ঝরে যায় এবং এটি একটি অনিয়াময় যোগ্য ব্যা*ধিতে পরিণত হয়।।।

মোবাশ্বের সাত্তারঃ
হ্যালো ড্যানিয়েল, আয়ারল্যান্ডের এক ভদ্রমহিলা Declan Mullaly এর ফ্রেঞ্চ*মোল্ট নিয়ে একটি প্রশ্ন আছে তোমার জন্য.........যদি তুমি (ড্যানিয়েল) কখনো ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত বেবি ব্রিড করে থাকো এবং সেগুলো যদি পুরাপুরি সুস্থ না হয়, তাহলে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল/পরিচালনা কর?

ড্যানিয়েলঃ খুবই ভালো একটি প্রশ্ন এটি....সর্বপ্রথমে বলতে চাই ফ্রেঞ্চ*মোল্ট হলো এমনই একটি টপিক যার জন্য এবছর কমবেশি প্রায় সকলকেই ভুক্তভোগী হতে হয়েছে। আমি খুবই সৌভাগ্যবান যে, এ পর্যন্ত প্রায় সকল নতুন বাচ্চাকাচ্চা এই রো*গ হতে মুক্ত আছে। কিন্তু এরপরেও যদি ফ্রেঞ্চমোল্ট দ্বারা আক্রান্ত হয়েই যাই তাহলে সর্বপ্রথমেই আমি ব্রিডিং বন্ধ করে দিবো। ফ্রেঞ্চ*মোল্ট একটি মারা*ত্মক ভাই*রাস এবং তুমি কোনোভাবেই এই ভাই*রাসের বিরুদ্ধে লড়ে সফল হতে পারবে না.....যতক্ষণ না পর্যন্ত তুমি একটি ব্রেক নিবে/ ব্রিডিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে এবং পাখিদের শরীরের Immune সিস্টেম(রো*গ প্রতিরোধ ব্যবস্থাপনা) এই ভাই*রাস হতে নিরাপদ হয় বা রক্ষা পায়। ***তবে হ্যা আমার ব্রিডিংয়ের জন্য বাছাইকৃত দলে এই মুহূর্তে ২টি পাখি আছে যার একটি ইয়েলো ফেইস কোবাল্ট এবং গ্রে-গ্রীণ।তুমি(মোবাশ্বের) ইতিপূর্বে এই গ্রে-গ্রীণ পাখিটা দেখেছিলে....এরা ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত ছিলো(মোটামুটি রিকভার হওয়াতেই পরীক্ষানিরীক্ষার জন্য বাছাইকৃত) তারা ব্রিড করে ও অন্যান্য সব ইয়াংস্টার পাখিরাও কমপ্লিট করেছে ব্রিডিং। এদের মাঝে নির্দিষ্ট কিছু পাখিকে দেখে মনে হয়েছে যে এরা আরো অধিকতরভাবে ফ্রে*ঞ্চমোল্ট ভাই*রাস ছড়িয়ে দিতে পারে, আবার কিছু পাখি দেখে মনে হয়েছে তাদের শরীরে এই ভাই*রাসের উপস্থিতি উধাও হয়ে গেছে। আমি Marcel Brookley এর সাথে যোগাযোগ করেছিলাম...... আমি যথাসাধ্য তার উপদেশ অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছি। তার উপদেশগুলো এমন যে....সে (Marcel) মনে করে নির্দিষ্ট সংখ্যক কিছু ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত( এখানে আক্রান্ত বলতে যেগুলো মোটামুটি রিকভার করেছে সেগুলোকে বুঝানো হয়েছে) পাখি রাখা ভালো কারণ এরা অন্যান্য পাখির শরীরের immune সিস্টেমে( রো*গ প্রতিরোধ ব্যবস্থাপনা) এক প্রকার immunization( প্রতি*ষেধক/টিকা) তৈরি করতে সহায়তা করতে পারে। ইহা একপ্রকার প্রাকৃতিক একটি উপায়ে (ওই নির্দিষ্ট পাখিগুলো আ*ক্রান্ত হয়েও তাদের immune সিস্টেম রিকভার করেছে) টিকা/প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে তাই এইজন্যই আমি ওই বাছাইকৃত ২টি পাখিকে ব্রিডিং টিমে রেখেছি।

মোবাশ্বের সাত্তারঃ তারমানে তুমি কি তাদের ব্রিড করাতে চাও?

ড্যানিয়েলঃ এই গ্রে-গ্রীণ আর ইয়েলো ফেইস কোবাল্ট হতে আমি ২০টির অধিক বাচ্চাকাচ্চা পেয়েছি এবং এদের কেউই ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত নয়। কিন্তু আমি মনে করি একটা পাখির এভাবে পরিপূর্ণ সুস্থ হবার সম্ভাবনা কম/বেশি থেকেই যায় এবং এদেরকে ব্রিডিংয়ের ব্যবহার না করার কোন কারণ দেখি না। এখন দেখা গেলো তুমি মনে করছো ২টা পারফেক্ট পাখি, সবকিছু ঠিকই আছে........তুমি ২ রাউন্ড ব্রিডিং করিয়ে ১০ টা বাচ্চাকাচ্চাও পেয়ে গেলে। কিন্তু দেখা গেলো এদের ৮টা বা ৯টা বাচ্চাই ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত এবং এই ভাইরাস কিভাবে বা কোথা হতে আসলো তুমি তার কিছুই জানো না???

আমি মনে করি, এটা আসলেই প্রশ্ন এসে যায় Immune সিস্টেম নিয়ে.......এবং এটাও ঠিক যে এই ফ্রেঞ্চ*মোল্ট ভাই*রাস genetical (জিনগতভাবে) কারণে হয়ে থাকে না যা আমি ১০০% ভাগ নিশ্চিত।।।

18/03/2024

Sultan babu advice
সহজ, সহজ ও সহজ পদ্ধতিতে বাজেরিগার পালন-

®-৩ টি বড় কেইজ( একটিতে ছেলে পাখি,মেয়ে পাখি ও আরেকটাতে বাচ্চা পাখি)।

® শুধু ব্রীডিং -এর সময় ১৮*১৮*১৮ সাইজ কেইজে পাখি,ব্রীডিং শেষ হলে রেষ্ট সেই তিন কেইজে!

®®প্রতিদিন ট্রে পরিষ্কার।

®®বিশুদ্ধ খাবার পানি যা আপনি খান তা দিনে দুইবার চেঞ্জ করে দিবেন।

®নতুন পাখি পালক হলে অবশ্যই ৫ জোড়া ৩-৫ মাসের বাজেরিগার নিয়ে, সেই ৩ কেইজে রেখে, ১০-১২ মাস হলে ব্রীডিং কেইজে।

® সীডমিক্সের পাশাপাশি মানে আমরা ভাতের সাথে যেমন ভাজি,তরকারী, মাংস খাই,ঠিক তেমনই তাদেরকে এগফুড, ক্যাটেল ফিসবোন,মিনারেল ব্লক,ভিটা ব্লক ও প্রাকৃতিক হার্বস খেতে দিবেন।যা নেট থেকে পড়াশুনা করে বের করবেন।

®® একজন ওস্তাদ এই পাখি পালনে অনেক দরকারী।মানুষ তার কথা ও ব্যবহারে মানুষকে আকৃষ্ট করতে পারে।

®®আপনার যদি ১০ পেয়ার বাজেরিগার থাকে, তাহলে ৫ পেয়ার ব্রীডিং-এ থাকবে আর বাকী ৫ পেয়ার রেষ্ট।ব্রীডিং শেষ হলে রেষ্টে যাবে, যারা রেষ্টে ছিল তারা ব্রীডিং-এ দিন।

®রোগের আগে পাখিকে ফিট রাখতে প্রাকৃতিক জিনিসের জুড়ি নাই,বেশী অসুস্থ হয়ে গেলে পাখিকে প্রসিদ্ধ এভিয়ান ভেটের পরামর্শ নিন।আমাদের বিএসবি'র ডাক্তার ভাই Dr-Salahuddin Shakil - 01711191485.

®®® নেট ও ইউটিউব ঘাটতে হবে।

®®®®®® পরিশেষে বলতে চাই,আপনার শীত ও গরম অনুভব হলে আপনার পাখিরও তাই,এই কমন সেন্স মাথায় থাকলে আপনি সফল।

03/03/2024

কুনরের মেটিং টাইম

17/02/2024
এখন আপনাদের হাতের নাগালে নূর পাখির মেলাতেই পাওয়া যাচ্ছে
17/02/2024

এখন আপনাদের হাতের নাগালে
নূর পাখির মেলাতেই পাওয়া যাচ্ছে

14/01/2024

Green fesar lovebirds breeding

09/01/2024

yalow fesae lovebirds

02/09/2023

Full active & fresh

25/08/2023

নুর ভাই প্রচন্ড জ্বরে আক্রান্ত, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করেন!

Cockateil, lovebirds mix
19/08/2023

Cockateil, lovebirds mix

My Princess birthday ❤️❤️❤️❤️সবাই দোয়া করবেন ওর  উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ইমানি জীবন যাপনের জন্য, আল্লাহ তোমার দীর্ঘায়ু দ...
28/07/2023

My Princess birthday ❤️❤️❤️❤️
সবাই দোয়া করবেন ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ইমানি জীবন যাপনের জন্য, আল্লাহ তোমার দীর্ঘায়ু দান করুন love ❤️❤️you mamoni

16/05/2023

Available NOW

12/05/2023

WHAT A WIN BANGLADESH ❤️❤️❤️❤️
VS
IRELAND

22/04/2023

রিংনেক প্যরট

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when নুর পাখির মেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share