
25/03/2024
♦ ফ্রেঞ্চ মো*ল্টিং নিয়ে Mobassir Sattar কতৃক বিশ্ব বরেণ্য বাজরিগার ব্রিডার Daniel Luetolf এর অভিজ্ঞতা নিয়ে কথোপকথনের বাংলা অনুবাদ By Ali M Hasan ♦
★ শুরুতেই আমাদের দর্শক/silent শ্রোতাদের জন্য ফ্রেঞ্চ*মোল্টিং নিয়ে বেসিক কিছু তথ্য, প্রশ্ন ও এর উত্তরঃ
১) ফ্রেঞ্চ মোল্টিং কি দ্রত ছড়িয়ে পড়ে?
উত্তরঃ হ্যা, এই ফ্রেঞ্চ*মোল্ট রো*গ ব্যাপকভাবে এক এভিয়ারি হতে অন্য এভিয়ারিতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
২) ফ্রেঞ্চ মোল্টিং কি খুবই নির্মম/নিষ্ঠুর একটি ঘা*তক ব্যা*ধি?
উত্তরঃ এক্ষেত্রে নির্মম বাস্তবতা হলো যে, এখন পর্যন্ত এই রো*গের কোনো প্রতিষে*ধক/ঔ*ষধ হয়নি..... তো অবশ্যই এটি বাজরিগার বা অন্য যেকোনো প্রাণীর জন্য খুবই ভ*য়ংকর একটি ব্যা*ধি।
৩) কোন ধরনের ভাই*রাস হতে এই ফ্রেঞ্চ*মোল্ট রো*গের উৎপত্তি?
উত্তরঃ ফ্রেঞ্চ*মোল্ট এর জীবানু হলো একধরনের 'Polyomavirus' যা পাখির immune সিস্টেমের (রো*গ প্রতিরোধ ব্যবস্থাপনা) উপর ব্যাঘাত সৃষ্টি করে পাখির পালকে একধরনের ক্ষ*তের সৃষ্টি করে। যার ফলে পাখির পালকে ঝরে যায় এবং এটি একটি অনিয়াময় যোগ্য ব্যা*ধিতে পরিণত হয়।।।
মোবাশ্বের সাত্তারঃ
হ্যালো ড্যানিয়েল, আয়ারল্যান্ডের এক ভদ্রমহিলা Declan Mullaly এর ফ্রেঞ্চ*মোল্ট নিয়ে একটি প্রশ্ন আছে তোমার জন্য.........যদি তুমি (ড্যানিয়েল) কখনো ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত বেবি ব্রিড করে থাকো এবং সেগুলো যদি পুরাপুরি সুস্থ না হয়, তাহলে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল/পরিচালনা কর?
ড্যানিয়েলঃ খুবই ভালো একটি প্রশ্ন এটি....সর্বপ্রথমে বলতে চাই ফ্রেঞ্চ*মোল্ট হলো এমনই একটি টপিক যার জন্য এবছর কমবেশি প্রায় সকলকেই ভুক্তভোগী হতে হয়েছে। আমি খুবই সৌভাগ্যবান যে, এ পর্যন্ত প্রায় সকল নতুন বাচ্চাকাচ্চা এই রো*গ হতে মুক্ত আছে। কিন্তু এরপরেও যদি ফ্রেঞ্চমোল্ট দ্বারা আক্রান্ত হয়েই যাই তাহলে সর্বপ্রথমেই আমি ব্রিডিং বন্ধ করে দিবো। ফ্রেঞ্চ*মোল্ট একটি মারা*ত্মক ভাই*রাস এবং তুমি কোনোভাবেই এই ভাই*রাসের বিরুদ্ধে লড়ে সফল হতে পারবে না.....যতক্ষণ না পর্যন্ত তুমি একটি ব্রেক নিবে/ ব্রিডিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে এবং পাখিদের শরীরের Immune সিস্টেম(রো*গ প্রতিরোধ ব্যবস্থাপনা) এই ভাই*রাস হতে নিরাপদ হয় বা রক্ষা পায়। ***তবে হ্যা আমার ব্রিডিংয়ের জন্য বাছাইকৃত দলে এই মুহূর্তে ২টি পাখি আছে যার একটি ইয়েলো ফেইস কোবাল্ট এবং গ্রে-গ্রীণ।তুমি(মোবাশ্বের) ইতিপূর্বে এই গ্রে-গ্রীণ পাখিটা দেখেছিলে....এরা ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত ছিলো(মোটামুটি রিকভার হওয়াতেই পরীক্ষানিরীক্ষার জন্য বাছাইকৃত) তারা ব্রিড করে ও অন্যান্য সব ইয়াংস্টার পাখিরাও কমপ্লিট করেছে ব্রিডিং। এদের মাঝে নির্দিষ্ট কিছু পাখিকে দেখে মনে হয়েছে যে এরা আরো অধিকতরভাবে ফ্রে*ঞ্চমোল্ট ভাই*রাস ছড়িয়ে দিতে পারে, আবার কিছু পাখি দেখে মনে হয়েছে তাদের শরীরে এই ভাই*রাসের উপস্থিতি উধাও হয়ে গেছে। আমি Marcel Brookley এর সাথে যোগাযোগ করেছিলাম...... আমি যথাসাধ্য তার উপদেশ অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছি। তার উপদেশগুলো এমন যে....সে (Marcel) মনে করে নির্দিষ্ট সংখ্যক কিছু ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত( এখানে আক্রান্ত বলতে যেগুলো মোটামুটি রিকভার করেছে সেগুলোকে বুঝানো হয়েছে) পাখি রাখা ভালো কারণ এরা অন্যান্য পাখির শরীরের immune সিস্টেমে( রো*গ প্রতিরোধ ব্যবস্থাপনা) এক প্রকার immunization( প্রতি*ষেধক/টিকা) তৈরি করতে সহায়তা করতে পারে। ইহা একপ্রকার প্রাকৃতিক একটি উপায়ে (ওই নির্দিষ্ট পাখিগুলো আ*ক্রান্ত হয়েও তাদের immune সিস্টেম রিকভার করেছে) টিকা/প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে তাই এইজন্যই আমি ওই বাছাইকৃত ২টি পাখিকে ব্রিডিং টিমে রেখেছি।
মোবাশ্বের সাত্তারঃ তারমানে তুমি কি তাদের ব্রিড করাতে চাও?
ড্যানিয়েলঃ এই গ্রে-গ্রীণ আর ইয়েলো ফেইস কোবাল্ট হতে আমি ২০টির অধিক বাচ্চাকাচ্চা পেয়েছি এবং এদের কেউই ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত নয়। কিন্তু আমি মনে করি একটা পাখির এভাবে পরিপূর্ণ সুস্থ হবার সম্ভাবনা কম/বেশি থেকেই যায় এবং এদেরকে ব্রিডিংয়ের ব্যবহার না করার কোন কারণ দেখি না। এখন দেখা গেলো তুমি মনে করছো ২টা পারফেক্ট পাখি, সবকিছু ঠিকই আছে........তুমি ২ রাউন্ড ব্রিডিং করিয়ে ১০ টা বাচ্চাকাচ্চাও পেয়ে গেলে। কিন্তু দেখা গেলো এদের ৮টা বা ৯টা বাচ্চাই ফ্রেঞ্চ*মোল্ট আক্রান্ত এবং এই ভাইরাস কিভাবে বা কোথা হতে আসলো তুমি তার কিছুই জানো না???
আমি মনে করি, এটা আসলেই প্রশ্ন এসে যায় Immune সিস্টেম নিয়ে.......এবং এটাও ঠিক যে এই ফ্রেঞ্চ*মোল্ট ভাই*রাস genetical (জিনগতভাবে) কারণে হয়ে থাকে না যা আমি ১০০% ভাগ নিশ্চিত।।।