Taqwa Agro - তাকওয়া এগ্রো

Taqwa Agro - তাকওয়া এগ্রো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taqwa Agro - তাকওয়া এগ্রো, Urban Farm, Rangpur.

আবহাওয়া আপডেট
24/10/2023

আবহাওয়া আপডেট

আপনার পরিচিত কৃষকদের মাঝে পৌঁছে দিন আগামী ১ সপ্তাহের কৃষ্টি আবহাওয়া পূর্বাভাস। কৃষকদের কাছে সময় মতো আবহাওয়া সম্পর্কিত তথ...
16/10/2023

আপনার পরিচিত কৃষকদের মাঝে পৌঁছে দিন আগামী ১ সপ্তাহের কৃষ্টি আবহাওয়া পূর্বাভাস।

কৃষকদের কাছে সময় মতো আবহাওয়া সম্পর্কিত তথ্যের সরবরাহ পৌঁছালেই শুধুমাত্র অর্থ ও শ্রমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সর্বোচ্চ পরিমাণের কৃষি উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এই কাজটি করা সম্ভব হলেও একই সাথে কৃষক পরিবারের আর্থিক উন্নয়ন ও ভোক্তা পর্যায়ে কৃষি পণ্যের মূল্য কমিয়ে আনা সম্ভব।
© মোস্তফা কামাল পলাশ

সুন্দরবন এর অর্গানিক প্রাকৃতিক চাকের মধু আছে অল্প পরিমাণে, সাথে আছে কালোজিরে ফুলের মধু। আজ/কাল কুরিয়ার এ বুকিং দিব ইনশাআ...
18/09/2023

সুন্দরবন এর অর্গানিক প্রাকৃতিক চাকের মধু আছে অল্প পরিমাণে, সাথে আছে কালোজিরে ফুলের মধু। আজ/কাল কুরিয়ার এ বুকিং দিব ইনশাআল্লাহ।

 ানের_বাদামী_গাছ_ফড়িং বা কারেন্ট পোকা দমনে কৃষক ভাইদের করণীয়:✡️সম্মানিত আমন ধান চাষী ভাইয়েরা বর্তমানে আমন ধানের সবচেয়ে ম...
06/09/2023

ানের_বাদামী_গাছ_ফড়িং
বা কারেন্ট পোকা দমনে কৃষক ভাইদের করণীয়:

✡️সম্মানিত আমন ধান চাষী ভাইয়েরা বর্তমানে আমন ধানের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর পোকা হচ্ছে বাদামী গাছ ফড়িং (বিপিএইচ) বা "কারেন্ট পোকা" নিয়ে খুব চিন্তিত।

এ পোকাকে কৃষক ভাইয়েরা বিভিন্ন নামে ডাকে যেমন--

🔺Brown Plant hopper (BPH)
🔺বাদামি গাছ ফড়িং
🔺কারেন্ট পোকা
🔺গুনগুণী পোকা নামে পরিচিত।

#কারেন্ট পোকা খুবই ছোট আকৃতির মারাত্মক ক্ষতিকর পোকা। এরা লম্বায় প্রায় ৪ মি:মি: হয়। দেখতে বাদামি রঙের হয়। তবে বাচ্চা অবস্থায় প্রথমত সাদা রঙের হয়ে থাকে। এরা ধান গাছের গোড়ায় বা খোলে দলবদ্ধ ভাবে অবস্থান করে থাকে। ধানের ক্ষেতে প্রবেশ করলে গায়ে ছিটকে পড়তে দেখা যায়। এরা বাচ্চা থেকে পূর্ণবয়স্ক হতে ৫ বার খোলশ পরিবর্তন করে, তাই গাছের গোড়ায় মৃত খোলসও দেখা যায়।

#আক্রমণের_উপযুক্ত_পরিবেশ:

👉বাতাস চলাচল করে না
👉স্যাঁতস্যাঁতে ও ছায়াযুক্ত জায়গা
👉আর্দ্র ও গরম আবহাওয়া, "গুমট অবস্থায়" অথবা
👉পানি জমে আছে এমন জমিতে এরা দ্রুত বংশবিস্তার করে।
👉এ পোকা ছায়াযুক্ত জায়গায় থাকতে এরা পছন্দ করে।
👉দিন ও রাতের তাপমাত্রা ১৮-২৫ ডিগ্রী সে: আর্দ্রতা ৮০% হলে। যে স্থানে ধান গাছ হেলে পড়ে সে সব জায়গায় এদের উপস্থিতি বেশি দেখা যায়।
👉অতিরিক্ত ইউরিয়া সারের প্রয়োগ, কুঁশি বেশি হয় এমন জাত অথবা ঘন গাছ এদের জন্য অনুকূল পরিবেশ।

#কিভাবে_ক্ষতি_করে
👉সাধারণত কাইচ থোড় থেকে ফুল বের হওয়ার সময় থেকেই এ পোকার আক্রমন বেশি লক্ষ্য করা যায়-

👉এরা ধান গাছের গোড়ায় দলবদ্ধ ভাবে আক্রমন করে
👉দৈনিক তাদের শরীরের ওজনের ১০-২০ গুন পর্যন্ত রস শোষন করতে পারে।
👉এতে গাছ দুর্বল, হলুদ হয়ে যায়, পরে গাছ শুকিয়ে মারা যায়।
👉এদের সংখ্যা এতো বেড়ে যায় যে আক্রান্ত খেতে বাজ পড়ার মতো হপারবার্ণ এর সৃষ্টি হয়।
👉এদের আক্রমনে মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়ে যায়। ২০% থেকে ১০০% পর্যন্ত ফসল নষ্ট হয়ে যায়।
👉বাচ্চা এবং পূর্ণবয়স্ক উভয় অবস্থায় এরা ক্ষতি করে থাকে।

#আক্রমনের আগে করনীয় কি?
👉দেরিতে/বিলম্বে ধানের চারা রোপন করবেন না।
👉যে সব এলাকায় সব সময় বাদামী গাছে কারেন্ট পোকার হয় সে সব এলাকায় আগাম জাতের ধান রোপন করলে এদের ক্ষতি থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়।
👉ধানের চারা লাইনে রোপন করতে হবে।
👉দশ লাইন পরপর এক লাইন ফাঁকা করে রোপন করতে হবে
👉সঠিক দুরত্বে চারা রোপন করতে হবে৷
👉এলোমেলো ভাবে চারা রোপন করা যাবে না।
👉ঘন করে ধানের চারা রোপন করা যাবে না।
👉ক্ষেতের আগাছা ও জমির আইল পরিস্কার রাখতে হবে।👉জমিতে সুষম মাত্রায় ইউরিয়া, ডিএপি, এমওপি (পটাশ) সার প্রয়োগ করতে হবে৷
👉বিশেষ করে মাত্রাঅতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।

#জমিতে আক্রমণ হওয়ার পরে করনীয় কি?

👉আক্রান্ত জমিতে ২-৩ হাত পর পর ফাঁকা করে দিয়ে সুর্যের আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
👉আক্রান্ত জমির পানি সরিয়ে ফেলতে হবে৷
👉আক্রান্ত জাতিতে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।
👉আক্রান্ত ক্ষেতের ফসল কাটার পর নাড়া পুড়িয়ে ফেলতে হবে।

⏩যদি কোন কৃষককের জমিতে কারেন্ট পোকা আক্রমণ করে থাকে তাহলে পরবর্তী মৌসুমে ধানের চারা লাইনে (উত্তর-দক্ষিণ) সঠিক দুরত্বে রোপন করার মানসিক প্রস্তুতি নিতে হবে।

▶️আক্রমনের মাত্রা বেশি হলে দ্রুত অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রা অনুযায়ী স্প্রে করতে হবে।
🔺🔺পাইমেট্রোজিন+নিতেনপাইরাম) গ্রুপের কীটনাশক যেমন-
🔺পাইরাজিন, লকডাউন, ওয়ারিয়র, কারেন্টশট, রানমেট ৭০ ডাব্লিউডিজি
অথবা---
🟥পাইমেটিকস, স্প্লেনডর তড়িৎ, সাবা, রাইজিন, আম্ফান, পিনাক, ফুলস্টপ, রুথার, সিমটেন, ফড়িং, শিখা, ইউনিশট, পাহাড়, নাইটেনজিন, কারেন্সি, রাইটার, ইষ্টভেনিশ, ক্যানবেরা, ইউনিটেন, লকডাউন, গুনগুন, নাইজিন, পেদা টিং টিং, রাউটার ৮০ ডাব্লিউডিজি প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
অথবা---
🔺আইসোপ্রোকার্ব গ্রুপের কীটনাশক যেমন-
মিপসিন, সপসিন, সানসিন, ওয়াপ্রোকার্ব, স্মুথ, উইন্ড, ছবি-৭৫ ডাব্লিউপি প্রতি লিটার পানিতে ২.৬ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
অথবা---
🔺পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক যেমন-
প্লেনাম, পাইটাফ, কোটান, এগ্রিকন, মেট্রোজিন, সাইট্রোজিন, হপারশট ৫০ ডাব্লিউডিজি প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

মোঃ নাজমুল আকন্দ
উপ-সহকারী কৃষি অফিসার
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

01/09/2023

#আমন ধান আবাদে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের সময় সূচী :

#প্রথম পর্যায়ে-
#প্রতিকারের #চেয়ে #প্রতিরোধ #উত্তম

ধানের চারা রোপনের ৪০-৪৫ দিনেঃ
#মাজরা পোকা+পাতা মোড়ানো পোকার আক্রমণ হলে বা সম্ভাবনা থাকলে নিচের যে কোন একটি কীটনাশক
বেল্ট এক্সপার্ট/
ইনসিপিও/
মাইনেকট্রো এক্সট্রা যে কোন একটি কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন। #অথবা
#সানসালফন ২০ ইসি/
#মারর্শাল ২০ ইসি/
#এডভান্টেজ ২০ ইসি প্রতি লিটার পানিতে ৩ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন #অথবা
#কারটাপ গ্রুপের কীটনাশক
#ব্রাভো ৫০ এসপি
#সানটাপ ৫০ এসপি
ফরাটাপ ৫০ এসপি
কার্টাপ ৫০ এসপি
মিমটাপ ৫০ এসপি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

#সাথে খোলপোড়া ও পাতা ব্লাষ্ট দমনের জন্য আগাম প্রতিষেধক হিসেবে স্ট্রবিন জাতীয় ছত্রাকনাশক যেমন-
#এজোক্সিস্ট্রোবিন+সিপ্রোকোনাজল) গ্রুপের ছত্রাকনাশক যেমন:
#কারিশমা/
#নাভারা/
#তারেদ/
#এসিবিন/
টিপঅফ ২৮ এসসি প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। #অথবা

#এজোক্সিস্ট্রোবিন+ডাইফেনাকোনাজল) গ্রুপের ছত্রাকনাশক যেমন: #এমিস্টার টপ/এমিকোর/এমিস্কোর সানজক্সি/এজকর/ এনডোভার ৩২.৫ ইসি প্রতি লিটার পানিতে ১ এমএল হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।

#দ্বিতীয় পর্যায়ে:
চারা রোপনের ৪৫-৫০ দিনে ধানের ফলন বৃদ্ধির জন্য প্রতি লিটার পানিতে কুইকপটাশ ৫ গ্রাম, সলুবর বোরন ১.৫০ গ্রাম ও চিলেটেড জিংক ০.২৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

#তৃতীয় পর্যায়ে:
এছাড়াও জাতভেদে চারা রোপনের ৫০-৯০ দিনের মধ্যে যদি বোরো ধানের পাতার কিনারা হলুদ হয়ে যায়/ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া (বিএলবি) রোগ দেখা যায় তাহলেঃ

#করণীয়:
ক) জমির পানি বের করে দিয়ে জমি ভেদে ৭-১০ দিন শুকনো রাখতে হবে।
খ) রোগাক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি (৩৩ শতাংশ) ৫-৭ কেজি এমওপি (পটাশ) সার উপরি প্রয়োগ করতে হবে।

গ) এ সময় ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।

এবং
প্রতি লিটার পানিতে ৫ গ্রাম সালফার (থিয়োভিট/কুমুলাস/ফসলভিট/সালফেক্স/গেইভেট/হাদিয়াভিট/ম্যাকসালফার/ মাইক্রোথিয়ল স্পেশাল ৮০ ডাব্লিউপি) সাথে+

প্রতি লিটার পানিতে ৫ গ্রাম কুইক পটাশ/ফাষ্ট পটাশ সার এবং +
প্রতি লিটার পানিতে চিলেটেড জিংক ০.২৫ গ্রাম (১০ লিটারে ২.৫ গ্রাম) হারে একত্রে মিশিয়ে স্প্রে করতে পারেন।

তাপরও যদি রোগের আক্রমণ না কমে। বরং রোগের আক্রমন বেশি হয় তাহলে করণীয়:

#বিসমাথিওজল গ্রুপের ব্যাকটেরিয়ানাশক - ব্যাকট্রোবান, ব্যাকট্রল, রাদি, অটোব্যাক, বিসমাজল ২০ ডাব্লিউপি যে কোন একটি প্রতি লিটার পানিতে ৪ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। তারপরে

#চতুর্থ পর্যায়ে:

ধানের চারা রোপনের ৭০-৮০ দিনের মধ্যেঃ
#মাজরা পোকা+গান্ধী+লেদা পোকা+পাতা মোড়ানো পোকা দমনের জন্যঃ

#সানটাপ প্লাস ৫০ ডাব্লিউ পি/বেল্ট এক্সপার্ট/ওয়ান স্টপ/ এইম গোল্ড/ কমরেড/আলটিমা প্লাস অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন
#অথবা

( #এসিটামিপ্রিড৩%+কারটাপ৯২%) গ্রুপের কীটনাশক যেমন
#কার্টাপ্রিড ৯৫ এসপি/
#বাতির ৯৫ এসপি/
#এসিপ্রিড প্লাস ৯৫ এসপি/
#ক্যাপ্রিড ৯৫ এসপি/
প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। #সাথে

#নেক ব্লাষ্ট+লক্ষির গু/খোল পঁচা রোগের আক্রমণ হলে বা আগাম প্রতিষেধক হিসেবে
#স্ট্রমিন ৭৫ ডাব্লিউ পি
#নাটিভো৭৫ ডাব্লিউ পি
#টেকোবিন ৭৫ ডাব্লিউ পি
#ম্যাকভো ৭৫ ডাব্লিউ পি
#ব্লাষ্টিন ৭৫ ডাব্লিউ পি প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

#এছাড়া
উল্কা/সিলেক্ট প্লাস/ ফিলিয়া/সানজোল/বীর/নীলাজল/সেলটিমা/ ফলিকুর/টপসিন এম/হেডলাইনটিম/সানফাইটার/সাজোলী/কেমোজল অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন।

#পঞ্চম পর্যায়েঃ
অক্টোবর মাসে কারেন্ট পোকা আক্রমণের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করে তাই ঐ সময়ে নিয়মিত জমি পরিশর্দন করতে হবে। যদি করেন্ট পোকা আক্রমণ করে থাকে। তাহলে
জমির পানি বের করে দিবেন
দুই হাত পর পর ফাঁকা/বিলি কেটে দিবেন।

#পাইমেট্রোজিন+নিটেনপাইরাম গ্রুপের কীটনাশক
#পাইরাজিন ৭০ ডাব্লিউ পি
#নাইজিন ৮০ ডাব্লিউ পি
#স্পেলেনডর ৮০ ডাব্লিউ পি
#পেদা টিং টিং ৮০ ডাব্লিউ পি
#ফড়িং ৮০ ডাব্লিউ পি
#তড়িৎ ৮০ ডাব্লিউ পি
#পাহাড় ৮০ ডাব্লিউ পি
#সাবা ৮০ ডাব্লিউপি প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
আরো বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করতে পারেন
বিশেষ দ্রষ্টব্য:
প্রতি শতক জমিতে ২ লিটার পানি স্প্রে করতে হবে।
স্প্রে শেষ বিকেলে করতে হবে।
সঠিক মাত্রায় মিশিয়ে স্প্রে করতে হবে।

মো: নাজমুল আকন্দ
উপ-সহকারী কৃষি অফিসার
ভূ্রুঙ্গামারী, কুড়িগ্রাম ।

09/08/2023
আসসালামু আলাইকুম। একটি জন সচেতনতা মূলক পোস্ট। এখন আমন ধান লাগানোর মৌসুম চলছে। অনেকে ধানের চারা মুল জমিতে লাগিয়ে ফেলেছেন।...
08/08/2023

আসসালামু আলাইকুম।
একটি জন সচেতনতা মূলক পোস্ট।
এখন আমন ধান লাগানোর মৌসুম চলছে।
অনেকে ধানের চারা মুল জমিতে লাগিয়ে ফেলেছেন। অনেকে আবার বৃষ্টির অপেক্ষায় ছিলেন। এখন মোটামুটি প্রায়ই জেলা তে বৃষ্টি হচ্ছে। তাই দেরি না করে জমি চাষ করে চারা লাগিয়ে ফেলুন। জমির ধরন বুঝে জমিতে চাষ কম বেশি হতে পারে। শেষ চাষে ৩৩ শতাংশ জমিতে টি এস পি কমপ্লেক্স ২৫ কেজি/ এম ও পি ১৫ কেজি/ থাই জিপসাম ১০ কেজি / ইউরিয়া ১০ কেজি / দানা বিষ ১ কেজি এক সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে। ভালো করে মই দিয়ে জমি সমান করে নিয়ে পরের দিন চারা লাগিয়ে দিবেন। লাগানোর ৪ থেকে ৫ দিনের মধ্যে আগাছা নাশক স্প্রে অথবা অল্প পরিমাণে ইউরিয়া সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিন। যে -এমন পেটিলাক্লোর / বুটাক্লোর/ অক্সাডায়াজন। এর মধ্যে খেয়াল রাখবেন যেনো জমির পানি কোন ভাবেই শুকিয়ে না যায়। ১৫ থেকে ২০ দিনের মধ্যে ১৫ কেজি টি এস পি কমপ্লেক্স + ১৫ কেজি ডি ও পি / ইউরিয়া ১৫ কেজি/ এম ও পি ১৫ কেজি/গন্ধক সালফার ১ কেজি/ বোরন ১ কেজি/ মাজরা পোকার জন্য বিষ? আপনার এলাকায় যেটা ভালো চলে সেটাই দিবেন। এগুলো নিয়ে জমির কাঁদা মাটি একটু নেড়ে দিলে খুব দ্রুত ধানের কুশির সংখ্যা বৃদ্ধি পাবে। ৪০ দিন বয়সে ২০ কেজি ইউরিয়া জিংক দস্তা ২ কেজি মাজরা পোকার জন্য বিষ একসঙ্গে সারের সঙ্গে মিশিয়ে অথবা স্প্রে করে দিবেন। পরবর্তী তে ধানের গাছের অবস্থা বুঝে ব্যাবস্থা নিবেন।।ধন্যবাদ গ্রুপের এডমিন পেনেল সহ সকল সদস্য কে। বিশেষ দ্রষ্টব্য ঃ- জমির উর্বরতা উপর নির্ভর করে সার কম বেশি হতে পারে।
সংগৃহীত

দুইদিন এর ভাড়ি বর্ষনে জমি জমা ডুবে খাল হয়ে গেছে।
08/08/2023

দুইদিন এর ভাড়ি বর্ষনে জমি জমা ডুবে খাল হয়ে গেছে।

02/08/2023

#অনাবৃষ্টি/তীব্র খরায় আমন ধানে কৃষক ভাইদের করণীয়:

#চলমান অনাবৃষ্টি ও তীব্র খরায় আমন ধানের জমিতে সপ্তাহে কমপক্ষে দুটি সেচ দিতে হবে।

#জমির আইল ভালো করে শক্ত ও উচু করে বেঁধে দিয়ে পানি সেচের পানি ধরে রাখতে হবে।

#জমির আইল শক্ত ও উঁচু করে রাখতে হবে যেন বৃষ্টির পানি দীর্ঘ সময় আটকে থাকে। বেরিয়ে না যায়।

#আমন ধানের জমি শুষ্ক অবস্থায় সার উপরি প্রয়োগ না করাই উত্তম। প্রয়োজনে সেচ দিয়ে ইউরিয়া সার শেষ বিকেলে উপরি প্রয়োগ করতে পারেন।

#খরা অবস্থায় ইউরিয়া সারের সাথে আগাছানাশক ছিটিয়ে প্রয়োগ করা যাবে না (কার্যকর হয় না)। প্রয়োজনে সেচ দিয়ে আগাছানাশক প্রয়োগ করতে পারেন।

#অনাবৃষ্টি/খরায় আগাছার উপদ্রব বেশি দেখা দিলে চারা রোপনের ৩০ দিনের মধ্যে গ্রানাইট ২৪০ এসসি প্রতি লিটার পানি ০.২৫ মিলি হারে অথবা ১৬ লিটার পানিতে ৪ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। অথবা

#আমন ধানের চারা রোপনের ২৫-৩০ দিন বয়স হলে
টপহিট ৪৮ এসএল/
ফিল্ডার ৪৮ এসএল/
এমাইন গোল্ড ৪৮ এসএল/
বনমারা ৪৮০ এসএল/
উইডক্লিন ৪৮০ এসএল/
২.৪-ডি উইডার যে কোন একটি আগাছানাশক প্রতি লিটার ৫ মিলি হারে মিশিয়ে সাথে প্রতি লিটার পানিতে থিয়োভিট/কুমুলাস ৬ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

#যেহেতু পটাশ খরা প্রতিরোধে সহায়তা করে তাই পটাশ সার ছিটানোর পরিবর্তে জমিতে প্রতি লিটার পানিতে ৬ গ্রাম (এমওপি) পটাশ ঘুলানো পানি অথবা কুইক পটাশ প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

#বৃষ্টির আশায় অনেক কৃষক ভাইয়েরা সেচ নালা রাখে নাই।
তাই ফিতা পাইপ/প্লাস্টিকের পাইপ দিয়ে সেচ দিতে পারেন। এতে পানি সাশ্রয় হবে।

এ সময়
#পাতামোড়ানো পোকা ও #মাজরা পোকার আক্রমণ হতে পারে। তাই পাতা মোড়ানো ও মাজরা পোকার আক্রমণ হলে #করনীয় :

#কারটাপ গ্রুপের কীটনাশক
ব্রাভো ৫০ এসপি/
কার্টাপ ৫০ এসপি
ফসলটাপ ৫০ এসপি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ২.৮ গ্রাম হারে মিশিয়ে অথবা

#কারটাপ+অ্যাসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক যেমন-

#বাতির ৯৫ এসপি
#কার্টাপ্রিড ৯৫ এসপি/
#এসিপ্রির্ড প্লাস ৯৫ এসপি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে অথবা

#কার্বোসালফান গ্রুপের কীটনাশক- মারশাল, বেনিফিট, বাইসালফান ২ মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে।

#এ সময় আমন ধানের জমিতে #খোলপোড়া রোগ দেখা দিতে পারে। খোলপোড়া আক্রান্ত হলে
এজোক্সিস্ট্রোবিন+সিপ্রোকোনাজল) গ্রুপের ছত্রাকনাশক যেমন:
#কারিশমা ২৮ এসসি/
#নাভারা ২৮ এসসি/
#তারেদ ২৮ এসসি/
#এসিবিন ২৮ এসসি/
#টিপঅফ ২৮ এসসি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। অথবা

#এজোক্সিস্ট্রোবিন+ডাইফেনাকোনাজল) গ্রুপের ছত্রাকনাশক যেমন:
#এমিস্টার টপ ৩২.৫/
#সানজক্সি ৩২.৫ এসসি
এমিস্কোর ৩২.৫ ইসি
এনডোভার ৩২.৫ এসসি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ১ এমএল হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।

#প্রতিদিন বিকেল বেলা নিয়মিত ভাবে আপনার ফসলের জমি পরিদর্শন করে কোন সমস্যা পেলে সাথে সাথে আপনার নিকটস্থ উপ সহকারী কৃষি কর্মকর্তা/উপজেলা কৃষি অফিস এ যোগাযোগ করে পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

©মোঃ ফরিদুল ইসলাম
উপ সহকারী কৃষি অফিসার
ব্লক: ভোটমারী, কালিগঞ্জ, লালমনিরহাট।

নিউ এরাইভেল....সুন্দরবন এর অর্গানিক প্রাকৃতিক চাকের মধু। সাথে আছে কালোজিরা ফুলের মধু। নিতে চাইলে জলদি ইনবক্সে খোচা দিয়েন...
30/07/2023

নিউ এরাইভেল....
সুন্দরবন এর অর্গানিক প্রাকৃতিক চাকের মধু। সাথে আছে কালোজিরা ফুলের মধু। নিতে চাইলে জলদি ইনবক্সে খোচা দিয়েন, আজকেই বুকিং দিব ইনশাআল্লাহ।

এই সিজন এর ফ্রেশ & ভালো মানের কালোজিরে ফুলের মধু স্টকে এসেছে। হাফ কেজি বোতল প্রতি ৫০০ টাকা সাথে কুরিয়ার খরচ এড হবে মিনিম...
12/04/2023

এই সিজন এর ফ্রেশ & ভালো মানের কালোজিরে ফুলের মধু স্টকে এসেছে। হাফ কেজি বোতল প্রতি ৫০০ টাকা সাথে কুরিয়ার খরচ এড হবে মিনিমাম ১২০ টাকা ৪ বোতল পর্যন্ত সেম খরচ।

Address

Rangpur
5751

Telephone

+8801722094762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Agro - তাকওয়া এগ্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa Agro - তাকওয়া এগ্রো:

Share

Category