Prani Bandhob - প্রাণী বান্ধব

Prani Bandhob - প্রাণী বান্ধব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prani Bandhob - প্রাণী বান্ধব, Animal Rescue Service, Savar Dairy firm, Savar.

গাভীর ড্রাই পিরিয়ড বা শুষ্ককাল:* ড্রাই পিরিয়ড কী?- একটি গাভীর প্রজনন চক্রের যে সময়টিতে দুধ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যা...
20/02/2024

গাভীর ড্রাই পিরিয়ড বা শুষ্ককাল:
* ড্রাই পিরিয়ড কী?
- একটি গাভীর প্রজনন চক্রের যে সময়টিতে দুধ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সে সময়টিকে গরুর ড্রাই পিরিওড বা দুগ্ধহীন সময় বা শুষ্ককাল বলা হয়। সর্বোচ্চ দুধ উৎপাদন, ম্যাসটাইটিস ও মেটাবোলিক রোগ নিয়ন্ত্রনে গাভীর ড্রাই পিরিওড ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়।
* গাভীর ড্রাই পিরিয়ড বা দুধবিহীন সময়টি কেন গুরুত্বপূর্ণ?
- গাভী গরুর এই দুধবিহীন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কেননা এই সময়ে গাভী নিজেকে পরবর্তী ল্যাকটেশনের জন্য তৈরি করে। এসময় গাভী দুধ উৎপাদন বন্ধ করে পরবর্তী প্রজনন সম্পন্ন করার জন্য সকল দরকারি ঘাটতি পুরণ করে। এতে-
১) গাভীর ওজন বৃদ্ধি পায়;
২) শরীরের দরকারি পুষ্টি ঘাটতি পূরণ হয়;
৩) নবজাতক বাচ্চার সঠিক ওজন ও বৃদ্ধি নিশ্চিত হয়;
৪) গাভীর ওলান বিশ্রাম পায়;
৫) ওলানের টিস্যুগুলো নতুভাবে গঠিত হওয়ার সুযোগ পায়;
৬) গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পায়।
* গাভীকে ড্রাই পিরিয়ড বা দুধবিহীন সময় না দিলে কী হয়?
১) ম্যাসটাইটিসের সম্ভাবনা বেড়ে যায়;
২) পরবর্তী প্রজননচক্রে হিটে আসতে দেরি হয়, অর্থাৎ ৬০-৭৫ দিনের বেশী হয়ে যায়;
৩) গাভীর দুধ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়;
৪) গাভীর বাচ্চা ধারণ কঠিন হয়ে পড়ে;
৫) বিভিন্ন মেটাবলিক রোগ যেমন দুগ্ধজ্বর, কিটোসিস, গ্রাস টিটানি বা ডাউনার্স কাউ সিনড্রোম দেখা দেয়।
* গাভীর ড্রাই পিরিয়ড কত দিনের হয়?
- সাধারণত এই সময়টি পুনরায় বাছুর প্রসবের ৪৫-৬০ দিন পূর্ব থেকে বাছুর প্রসব পর্যন্ত হয়। অর্থাৎ গাভীর সম্ভাব্য বাচ্চা প্রদানের দিন থেকে ৪৫-৬০ দিন আগের সময়টাই গাভীর ড্রাই পিরিওড।
আমাদের দেশি গাভীর ক্ষেত্রে দেখা যায় সাধারণত ২-৩ মাস আগে দুধ বন্ধ হয়ে যায়। কিন্তু অধিক উৎপাদনশীল গাভীগুলোর ক্ষেত্রে দেখা যায় ১ মাস অথবা ১৫ দিন আগে দুধ বন্ধ হয় যা গাভী ও নবজাতক বাছুরের জন্য পর্যাপ্ত নয়। কিছু ক্ষেত্রে দেখা যায় দুধ বন্ধই হয় না। বাচ্চা প্রদানের আগের দিনেও ৫-৭ লিটার দুধ প্রদান করে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ড্রাই কাউ থেরাপি দিতে হবে। যেমন, টিট সিলেন্ট।
গবেষণায় দেখা গেছে গাভীর ড্রাই পিরিওড ম্যানেজমেন্ট সঠিকভাবে সম্পন্ন না হলে গাভীর শরীর, দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতার অবনতি ঘটে।
ড্রাই পিরিয়ডের সময় পরবর্তী দুগ্ধকালে দুধ উৎপাদনের পরিমাণ
৪৫- ৬০ দিন ৯৫০-১০০০ লিটার বাড়ে
৩৫-৪০ দিন ২৫০-৩০০ লিটার বাড়ে
২৫-৩৫ দিন ১০০-২৫০ লিটার বাড়ে
২০ দিনের কম ৩০০ লিটার কমে
৯০ দিনের বেশী ২৫০ লিটার কমে
* অধিক দুগ্ধ উৎপাদনকারী সংকর জাতের গরুর জন্য এই হিসাব প্রযোজ্য। নির্দিষ্ট গরুর উৎপাদন ভেদে এই পরিমাণ কম বা বেশি হবে।
তাই উপরের তালিকা থেকে দেখা যায়, ৪৫-৬০ দিনই গাভীর ড্রাই পিরিয়ড রাখতে হবে। এর কম রাখলেও সর্বোচ্চ পরিমাণ দুধ উৎপাদন সম্ভব হবে না। আর এই সময়ের বেশি ড্রাই পিরিওড রাখলেও দুধ উৎপাদন কমে যাবে।
* গাভীর ড্রাই পিরিয়ডের সময় কি গাভীর আলাদা যত্ন নিতে হবে?
- অনেকেই মনে করেন, গাভী যেহেতু দুধ দিচ্ছে না তাই এর আবার আলাদা যত্নের কী দরকার। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল আমাদের খামারীদের। কারণ এই সময়ের যত্নের উপর ভিত্তি করেই পরবর্তীতে গাভীর দুধ উৎপাদন বাড়ে ও সুস্থ বাচ্চার জন্ম হয়। গাভীর ড্রাই পিরিয়ডের প্রথম ৪০ দিন ধকল (যেমন অতিরিক্ত গরম বা ঠাণ্ডা) নিয়ন্ত্রণ করতে হবে ও সঠিক পরিমাণ খাবার দিতে হবে। শেষ ২০ দিন পর্যাপ্ত পুষ্টিযুক্ত খাবার দিতে হবে, কারণ এই শেষ ২০ দিনে বাচ্চার ওজন ২৫০-৫০০ গ্রাম বৃদ্ধি পায় ও ওলান দুধ দেয়ার জন্য প্রস্তুত হতে থাকে। যদি সঠিকভাবে ব্যবস্থাপনা নেয়া না যায় তবে বাচ্চা দেয়ার পূর্বেই কিটোসিস রোগ দেখা দেয়।
তাই বলা যায় ড্রাই পিরিয়ডের সময় ৪৫-৬০ দিন রাখলে গাভী তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং পরবর্তী বাছুরের জন্য নিজের দেহকে সুষ্ঠুভাবে তৈরি করতে পারবে। আজ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গাভীকে ড্রাই পিরিয়ড পেলে তার দুধ উৎপাদন বাড়ে।
লিখেছেন,

ডাঃ মোঃ তারিকুল ইসলাম
অপারেশন্স কো-অর্ডিনেটর, এম লাইভস্টক
এম পাওয়ার সোস্যাল এন্টাঃ লিঃ

ছাদ কৃষির সমাধান!!!'"জিসান এগ্রো '"কৃষকের সহায়ক|সাভার বাস স্ট্যান্ড (ডিম পট্টি) সাভার ঢাকা বি:দ্র: অনলাইনে অর্ডার নেয়া হ...
19/09/2023

ছাদ কৃষির সমাধান!!!

'"জিসান এগ্রো '"
কৃষকের সহায়ক
|
সাভার বাস স্ট্যান্ড (ডিম পট্টি)
সাভার ঢাকা

বি:দ্র: অনলাইনে অর্ডার নেয়া হয়।

#প্রানীবান্ধব

#জিসানএগ্রো

07/09/2023

সন্তানের জন্ম দিয়েছে বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। বন দপ্তর সূত্রের খবর, দিন সাতেক আগেই রিকা সন্তানের জন্ম দিয়েছে। তাদের ওপর কড়া নজর রাখছেন বনকর্মীরা। দেখুন ভিডিও...
সোর্স :উত্তরবঙ্গ সংবাদ!


#প্রানীবান্ধব

সেপ্টেম্বর মাসে চাষযোগ্য ফসলের তালিকা!!!  #জিসানএগ্রো    #প্রানীবান্ধব
05/09/2023

সেপ্টেম্বর মাসে চাষযোগ্য ফসলের তালিকা!!!

#জিসানএগ্রো

#প্রানীবান্ধব

19/08/2023

Do exercise!! 😉


#প্রানীবান্ধব

19/08/2023

খুব সাবধানে!!!


#প্রানীবান্ধব

করোসল(Corossol)!!!ক্যান্সার প্রতিরোধক গাছ এখন পাওয়া যাচ্ছে জিসান এগ্রো  তে। বিভিন্ন চিকিৎসক বিজ্ঞানীরা বলেছেন, এ গাছে রয়...
17/08/2023

করোসল(Corossol)!!!

ক্যান্সার প্রতিরোধক গাছ এখন পাওয়া যাচ্ছে জিসান এগ্রো তে। বিভিন্ন চিকিৎসক বিজ্ঞানীরা বলেছেন, এ গাছে রয়েছে অয়ানোনাসিয়াম অয়াস্টোজেনিন নামের এক ধরনের যোগ। যা ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করে।


#প্রানীবান্ধব
#জিসানএগ্রো

06/08/2023

কোন কিছুই অসম্ভব না!!

#প্রানীবান্ধব

বাড়ির আংগিনা,  বাড়ির ছাদে বা বানিজ্যিক ভাবে লাল ঢেড়শ চাষাবাদ করতে চাচ্ছেন।ভাল মানের বীজের জন্য আজই যোগাযোগ করুন। আপনার ব...
16/07/2023

বাড়ির আংগিনা, বাড়ির ছাদে বা বানিজ্যিক ভাবে লাল ঢেড়শ চাষাবাদ করতে চাচ্ছেন।ভাল মানের বীজের জন্য আজই যোগাযোগ করুন। আপনার বিশস্ত প্রতিষ্ঠান!

#জিসানএগ্রো

#প্রানীবান্ধব

তেলা কুচি পাতা (আঞ্চলিক ভাষায়)   #প্রানীবান্ধব
14/07/2023

তেলা কুচি পাতা (আঞ্চলিক ভাষায়)


#প্রানীবান্ধব

আধুনিক ছাদ কৃষিতে কেন জিও ব্যাগ ব্যবহার করবেন #জিসান_এগ্রো  # এটা পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, টেকসই এবং পুনরায় ব্যবহারযোগ্...
11/07/2023

আধুনিক ছাদ কৃষিতে কেন জিও ব্যাগ ব্যবহার করবেন
#জিসান_এগ্রো
# এটা পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, টেকসই এবং পুনরায় ব্যবহারযোগ্য।
# অত্যাধুনিক ভার্জিন উপাদানে তৈরি তাই কোন ধরনের মাইক্রো প্লাস্টিক দূষণ এর সুযোগ নেই।
# পানিতে নষ্ট হয় না এবং আধুনিক পানি নিস্কাশন ব্যবস্থার ফলে বৃক্ষকে পানি জমাট সমস্যা হতে রক্ষা করে।
# পর্যাপ্ত বায়ূ সঞ্চালনের মাধ্যমে শিকড়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শুক্ষ শুক্ষ ছিদ্র দিয়ে বায়ূ পরিশোধনের মাধ্যমে শিকড় দ্বিগুণভাবে বৃদ্ধি পায়।
# মাটির ময়েশ্চার ধরে রাখে ফলে পানি সেচ ও সার কম লাগে।
# পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়তা করে।
# ওজনে হালকা এবং হাতল থাকায় সহজেই স্থানান্তর যোগ্য ও ব্যবহার করা যায়।
# ফ্লোরে দাগ পড়ে না এবং এই ব্যাগ কোন ভাবেই পঁচনশীল নয়।
# আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ফ্লেক্সিবিলিটি অনেক এবং মাটিটাকে ভালো রাখে।
# সব ঋতুতে তাপমাত্রার ভারসাম্যতা রক্ষা করে ফলে গ্রীষ্মকালে গাছকে শীতল রাখে এবং শীতকালে উষ্ণ রাখে।
# তাপমাত্রার চরম উঠা–নামার ফলে কখনো ক্র্যাক করেনা বা নষ্ট হয়না।
# ৬০০ জিএসএম এর মোটা ফেব্রিক্স হওয়ায় ব্যাগ ছেদ করে শিকড় বের হওয়ার কোন সম্ভাবনাই নেই।
# বৃক্ষের গুনগতমান উন্নয়নের মাধ্যমে বড় আকারের বৃক্ষায়নে সাহায্য করে।
# এয়ারেশন অত্যান্ত ভালো ভাবে হয়, ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে, মাটিস্থ অনুজীবীয় কার্যক্রম বাড়ে, ফলে গাছের জন্য পুষ্টি উপাদান সমূহ আরও গ্রহণ উপযোগী হয়।
# অফ হোয়াইট ও গ্রে কালার ব্যাগে কখনোই পরজীবি টাইপের উদ্ভিদ,শেওলা বা ছত্রাক দ্বারা আক্রান্ত হয় না,বরং প্রতিরোধ করে।


#প্রানীবান্ধব
#জিসানএগ্রো

05/07/2023

#প্রানীবান্ধব

05/07/2023

Tongue rolling is generally seen as a sign of frustration or can stem from a lack of grazing forage. It's seen most often in dairy cattle who spend the majority of their lives off pasture and managed intensively. Often they will not only tongue roll.but you will find they lick everything and will sometimes lap water instead of drinking.

#প্রানীবান্ধব #গবাদিপশু_পাখিচিকিৎসা

29/06/2023

Eid mubarak 🥲

Sifat Agro-Eid ul adha 2023 Achieving health and safety environment Booking going on-Birulia,Khagan bazar,Savar,DhakaCon...
28/06/2023

Sifat Agro-Eid ul adha 2023
Achieving health and safety environment
Booking going on-
Birulia,Khagan bazar,Savar,Dhaka
Contact-01924779147, 01826432000

#প্রানীবান্ধব

#

19/06/2023

যেমন কর্ম তেমন ফল!!!

২০২৩-২০২৪ যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ আবেদন ফরম১.গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক ...
15/06/2023

২০২৩-২০২৪ যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ আবেদন ফরম

১.গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সঃ

আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০৩ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে ১০০.০০ (একশত) টাকা ভর্তি ফি এবং জামানত হিসেবে ১০০.০০ (একশত) টাকা (ফেরৎযোগ্য) জমা দিতে হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে মাসিক ৪৫০০.০০ ( চার হাজার পাঁচশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করে থাকে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

২.পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্সঃ

অনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০৩ মাস। এ প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য প্রশিক্ষণার্থীকে ৫০/-(পঞ্চাশ) টাকা ভর্তি ফি দিতে হয়। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। প্রশিক্ষণার্থীকে ১০০/(একশত) টাকা প্রতি কর্মদিবসে উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ভাতা দেয়া হয়।

৩. ব্লক, বাটিক ও স্ক্রিন প্রিন্টিং প্রশিক্ষণ কোর্সঃ

অনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০৪ মাস। এ প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য প্রশিক্ষণার্থীকে ৫০/-(পঞ্চাশ) টাকা ভর্তি ফি দিতে হয়। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। প্রশিক্ষণার্থীকে ১০০/(একশত) টাকা প্রতি কর্মদিবসে উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ভাতা দেয়া হয়।

৪. মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সঃ

অনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৬ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে ৫০০/-(পাঁচশত) টাকা ভর্তি ফি দিতে হয়। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ. এস. সি. পাশ। প্রশিক্ষণার্থীকে ১০০/(একশত) টাকা প্রতি কর্মদিবসে উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ভাতা দেয়া হয়।

৫. প্রফেশনাল গ্রাফিক্স ডিজািইন কোর্সঃ

অনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৬ মাস। এ কোর্সে প্রশিক্ষণের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১০০০/- টাকা কোর্স ফি প্রদান করতে হয়। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ,এস,সি পাশ এবং কম্পিউটার বেসিক কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে।

৬. কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্সঃ

অনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৬ মাস। এ কোর্সে প্রশিক্ষণের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১০০০/- টাকা কোর্স ফি প্রদান করতে হয়। কম্পিউটার বেসিক কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ,এস,সি পাশ।

৭. ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্সঃ

অনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৬ মাস। এ কোর্সে প্রশিক্ষণের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৩০০/- টাকা কোর্স ফি প্রদান করতে হয়। ইলেকট্রনিক্স কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস,এস,সি পাশ।

৮. ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং কোর্সঃ

অনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৬ মাস। এ কোর্সে প্রশিক্ষণের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৩০০/- টাকা কোর্স ফি প্রদান করতে হয়। ইলেকট্রিক্যাল এ- হাউজ ওয়্যারিং কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

৯. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কোর্সঃ

অনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৬ মাস। এ কোর্সে প্রশিক্ষণের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৩০০/- টাকা কোর্স ফি প্রদান করতে হয়। রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস,এস,সি পাশ।

যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কর্মসূচিঃ

বেকার যুবক ও যুবমহিলাদের গবাদিপশু, হাঁস-মুরগী পালন, মৎস্যচাষ ও কৃষি বিষয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কলাকৌশল সম্পর্কিত ০৩মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ প্রদান এবং তাদেরকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করাই এ সমাপ্ত প্রকল্প ও রাজস্ব কর্মসূচির উদ্দেশ্য । যুবদেরকে প্রশিক্ষণের পাশাপাশি প্রকল্পের সম্পদ সংরক্ষণের জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও জ্ঞানদান করা হয়। প্রতি ব্যাচে ৬০ জন বেকার যুবক ও যুবমহিলাকে আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। দেশের ৬৪ জেলায় একটি করে আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যমান ৬৪টি যুব প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ৩১টি ইতোমধ্যে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছে । অবশিষ্ট ৩৩টি কেন্দ্র ‘‘ছাবিবশটি নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’’ শীর্ষক প্রকল্প এবং "১৮টি নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়-০৮টি কেন্দ্র)" শীর্ষক প্রকল্পের আওতায় স্থাপন করা হয়েছে। আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রসমূহ সর্বনিমণ ১.৫০ একর হতে ৭.০০ একর ভূমির উপর জেলা সদরে স্থাপন করা হয়েছে। প্রতিটি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে অফিস কাম একাডেমিক ভবন, কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থান, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, ডাক কাম পোল্ট্রি শেড, কাউ শেড, মৎস্য হ্যাচারী, পুকুর, নার্সারি ইউনিট এবং খেলার মাঠ রয়েছে। যুব প্রশিক্ষণ কেন্দ্রসমূহ দেশে মৎস্য ও পোল্ট্রি শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচিঃ

এ কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলা ও ৪৯৮টি উপজেলায় (১০টি মেট্রোপলিটন ইউনিট থানাসহ) কার্যক্রম রয়েছে। এ কর্মসূচির আওতায় জেলা সদরে উপ-পরিচালকের কার্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে। এসব প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ১ মাস হতে ৬ মাস পর্যন্ত। এছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদানের জন্য ৪৯৬টি উপজেলায় স্বল্প মেয়াদি অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। দেশব্যাপি পরিচালিত যুবদের আত্মকর্মসংস্থান ও আয় সঞ্চারণমূলক কর্মকা- বেকার সমস্যা সমাধান এবং দারিদ্র্য বিমোচনে উলেস্নখযোগ্য অবদান রাখছে। এ কর্মসূচির আওতায় প্রশিক্ষিত বেকার যুবদেরকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক/ অপ্রাতিষ্ঠানিক ট্রেডে একক (ব্যক্তিকে) ঋণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক ট্রেডে একজন প্রশিক্ষিত যুবক/যুবমহিলাকে ৬০,০০০/- থেকে ১,০০,০০০/- টাকা পর্যন্ত এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৪০,০০০/- থেকে ৬০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। জেলা ও উপজেলায় দুটি কমিটির মাধ্যমে যথাক্রমে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ঋণ অনুমোদন করা হয়। ঋণ প্রাপ্তির জন্য একজন ঋণ গ্রহিতাকে ১ জন জামিনদার নিশ্চিত করতে হয় এবং প্রাতিষ্ঠানিক/ অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক। গ্রেস পিরিয়ড অর্থাৎ ঋণ পরিশোধের প্রস্ত্ততি সময় অতিক্রম করার পর বিভিন্ন ট্রেডের জন্য নির্ধারিত মেয়াদে মাসিক কিস্তিতে ঋণের অর্থ আদায় করা হয়। মঞ্জুরকৃত ঋণ পাওনার উপর ৫% (ক্রমহ্রাসমান) হারে সার্ভিস চার্জ আদায় করা হয়। এখানে মাসিক কিস্তিতে পরিশোধিত আসলের উপর পরবর্তীতে আর কোন সার্ভিস চার্জ আদায় করা হয় না বিধায় মেয়াদ শেষে গড় সার্ভিস চার্জের হার প্রকৃত হিসেবে ২.৫% দাঁড়ায়। তবে মনে রাখা প্রয়োজন যাঁরা সময়মত মাসিক কিস্তি পরিশোধ করেন তারাই সার্ভিস চার্জের ক্ষেত্রে বর্ণিত ৫% এর সুযোগ পেয়ে থাকেন। এ কর্মসূচির ক্রমপুঞ্জিত ঋণ আদায়ের হার ৯৫%।

সংগৃহীত!

#প্রানীবান্ধব

#বেকার_যুবসমাজ
#যুবউন্নয়ন
#গবাদিপশু_পাখিচিকিৎসা
#ব্লক_বাটিক
#ইলেকট্রনিক্স
#রেফ্রিজারেশন

Address

Savar Dairy Firm
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prani Bandhob - প্রাণী বান্ধব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prani Bandhob - প্রাণী বান্ধব:

Videos

Share


Other Animal Rescue Service in Savar

Show All