28/02/2024
🔶 ACV (Apple Cider Vinegar)🔶
পোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক ভিটামিন, মিনারেল, নিউট্রিয়েন্টস এবং অন্যান্য পদার্থ থাকে ACV তে, যা পাখিদেরকে গুরুত্বপূর্ণ এনজাইম, মিনারেল যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন, ফসফরাস, আয়রন, সিলিকন ইত্যাদি সরবরাহ করে থাকে। ভিটামিন এর মধ্যে থাকে এ, সি, ই, বি1, বি2, বি6, পি।
এক কথায় বলতে গেলে, এটা একটা মাস্টার মেডি*সিন। যেটায় প্রায় সমস্ত কিছুই বিদ্যমান।
🟥প্রয়োজনীয়তাঃ
১. ACV একটি প্রাকৃতিক এন্টিবায়োটিক যা একই সাথে প্রোবায়োটিক এবং জীবাণুনাশকের কাজ করে।
২. এটা পাখির শরিরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ গুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে। মুখে ও গলায় ঘা বা কাংকার হওয়া থেকে মুক্ত রাখে।
৩. এটি পরিপাক তন্ত্র সম্পর্কিত রোগের সমাধান করে। পেট, যকৃত, কিডনী, লিভার, অন্ত্র ইত্যাদী অঙ্গ কে সুস্থ-সবল রাখে। শরীরে কোন ক্ষত তৈরি হলে তা দ্রুত শুকাতে সাহায্য করে।
৪. সফটফুডের সাথে অল্প পরিমানে acv মিক্স করে দিলে অনেকটা সময় সফট ফুড পাখির খাচায় রাখা যায়, তখন ফাংগাস বা ব্যাকটেরিয়া সহজে গ্রো করতে পারেনা। স্প্রাউট তৈরিতেও acv কাজে আসে।
৫. অতিরিক্ত শীত বা গরমে পাখিকে ACV খাওয়ালে আবহাওয়ার সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। হঠাৎ বৃষ্টি হলেও ACV দেয়া উচিত।
৬. পাখিদের শরীরে pH লেভেল ঠিক রেখে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও পাখিদের শরীরের ইমিউন সিস্টেম কে বুস্ট করে।
৭. পাখিদের শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে হার্ট ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
৮. পাখির পালকের সমস্যা, চুলকানি, স্কিন, কাটা, পোড়া জায়গায় ব্যবহার করলে ইনফেকশন কমে এবং দ্রুত সেরে উঠতে সহায়তা করে।
🟥ব্যবহারবিধিঃ
✅ ১০ ml ACV ১ লিটার বিশুদ্ধ পানিতে মিক্সড করে দিয়ে হবে। চাইলে সারাদিন রাখতে পারেন। যেহেতু এটা এন্টিফাংগাল, সেহেতু এটা নষ্ট হয়না এতো সহজে।
তবে ১ লিটার পানিতে ৫ এমেল এসিভি করে দেয়ার পরামর্শ থাকলো।
✅ প্রতি মাসে মিনিমাম ৪ দিন দিতে হবে। (প্রতি সপ্তাহে ১ দিন করে)
✅ ACV অবশ্যই ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে রাখা সর্বোত্তম।