Bushra Aviary BD

Bushra Aviary BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bushra Aviary BD, dhaka, Savar.

মাশাআল্লাহ শ্রম দিতে ভালো লাগে যদি তার সফলতা আল্লাহ তাআলা দান করেন।
11/10/2024

মাশাআল্লাহ
শ্রম দিতে ভালো লাগে যদি তার সফলতা আল্লাহ তাআলা দান করেন।

"আপনার ভবিষ্যতের সিক্রেটা আপনার ডেইলি রুটিনের মধ্যেই লুকিয়ে আছে" - উক্তিটি যেন কার 😀😀😀। কারো জানা থাকলে জানাবেন প্লিজ।
11/07/2024

"আপনার ভবিষ্যতের সিক্রেটা আপনার ডেইলি রুটিনের মধ্যেই লুকিয়ে আছে" - উক্তিটি যেন কার 😀😀😀। কারো জানা থাকলে জানাবেন প্লিজ।

ব্যর্থতা তো অবশ্যই ছিল। কিন্তু সেখান থেকে ফিরে আসার ধৈর্য সবার থাকে না। আলহামদুলিল্লাহ।
02/07/2024

ব্যর্থতা তো অবশ্যই ছিল। কিন্তু সেখান থেকে ফিরে আসার ধৈর্য সবার থাকে না। আলহামদুলিল্লাহ।

ফ্যালোর যুগে এগুলো চলে???????
01/07/2024

ফ্যালোর যুগে এগুলো চলে???????

"সকালের নাস্তা"
30/06/2024

"সকালের নাস্তা"

মাশাআল্লাহ "বুঝলাম না কেমনে কি "১০০ গ্রাম ওজনের একটি পাখি এত দাম হয় কিভাবে। 😀🥰😀🥰🧜‍♀️💃💕🤗
29/06/2024

মাশাআল্লাহ
"বুঝলাম না কেমনে কি "
১০০ গ্রাম ওজনের একটি পাখি এত দাম হয় কিভাবে। 😀🥰😀🥰🧜‍♀️💃💕🤗

মাশাআল্লাহ, যাকে যেমন সুন্দর যে ফুটিয়ে তোলার দরকার আল্লাহ তায়ালা তাকে সেরকম সৌন্দর্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাদার...
29/06/2024

মাশাআল্লাহ, যাকে যেমন সুন্দর যে ফুটিয়ে তোলার দরকার আল্লাহ তায়ালা তাকে সেরকম সৌন্দর্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাদার ভিতরে কালো ও নীল। মাশাআল্লাহ।

04/06/2024

আসছালামু আলাইকুম। ১-১.৫ বছরের এক পিস ফিমেল লুটিনো ককাটেল প্রয়োজন। কেউ দিতে পারলে জানাবেন। আশুলিয়া সাভার ঢাকা। ফোন: ০১৯১৮-৩৮০৩২৫.

30/05/2024

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই।

মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত কতোই না সুন্দর। আলহামদুলিল্লাহ।
25/05/2024

মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত কতোই না সুন্দর। আলহামদুলিল্লাহ।

আসছালামুআলাইকুম। নিশ্চয়ই আল্লাহ সর্বময় ক্ষমতা অধিকারী। চলার পথে প্রতিবন্ধকতা থাকবেই। বাধাগুলো দূর করার চেষ্টা করে সামনে ...
19/05/2024

আসছালামুআলাইকুম। নিশ্চয়ই আল্লাহ সর্বময় ক্ষমতা অধিকারী।

চলার পথে প্রতিবন্ধকতা থাকবেই। বাধাগুলো দূর করার চেষ্টা করে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ধৈর্যশীলকে আল্লাহতালা পছন্দ করেন ও সফলতা দান করেন। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।

আসছালামুআলাইকুম, সর্বময়ক্ষমতার মালিক মহানআল্লহ।গরমে আমার পাখিকে আল্লাহ ভালো রেখেছেন। সুন্নাত হিসেবে আমি যা যা অনুসরণ করি...
24/04/2024

আসছালামুআলাইকুম, সর্বময়ক্ষমতার মালিক মহানআল্লহ।

গরমে আমার পাখিকে আল্লাহ ভালো রেখেছেন। সুন্নাত হিসেবে আমি যা যা অনুসরণ করি।

১. আমি পাখির ঘরের তাপমাত্রা ২৫°-৩০° মদ্ধে রাখি। কিন্তু কোন খাছা ফ্যান ব্যবহার করি নাই। আমি একটা এক্সজাস্ট ফ্যান ব্যবহার করি।

২. রুমের ভিতরে বালতিতে পানি রাখি।

৩. আমি আমার বাসার ছাদ দিনে দুইবার ভিজিয়ে দেই। সকালে রৌদ্র ওঠার আগে ও বিকালে।

৪. হ্যাম্পসিড ও মধু ব্যবহার বন্ধ। এছাড়া সব আগের মতোই আছে (তেল জাতীয় বিজ)।

৫. আমি প্রত্যেক একদিন পর পর হোমিও গ্লোনইন-২০০ ব্যবহার করি।

৬. প্রত্যেক দিন দুপুরে কলমির শাক ব্যবহার করি।

৭. প্রত্যেক দিন সকালে সফফুড দিই।

আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পাখিগুলোকে ভালো রেখেছেন।

বি:দ্র: নিজস্ব মতামত। অভিজ্ঞরা দয়াকরে পরামর্শ দিবেন যদি আমার কোন ভুল থাকে।

14/04/2024

কেমনে সম্ভব-🤔🤔🤔🤔🤔
৩৬ ইঞ্চি = ১ গজ
উভয়পক্ষকে ৪ দিয়ে ভাগ দিলাম,
৯ ইঞ্চি = ১/৪ গজ
উভয়পক্ষে বর্গমূল করা হলো
√৯ = √১/৪
তাহলে দাড়ায়
৩ = ১/২
অর্থাৎ 6 ইঞ্চি = ১ গজ
🥰🥰🥰🥰🥰

গরীবের এগফুড 😁😄😊😝🤔
26/03/2024

গরীবের এগফুড 😁😄😊😝🤔

ছবিটা সংগ্রহীত।আসছালামুআলাইকুম, শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি আসমান ও জমিনের মধ্যে সর্বময় ক্ষমতা অধিকারী। কবিতা যা...
19/03/2024

ছবিটা সংগ্রহীত।

আসছালামুআলাইকুম, শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি আসমান ও জমিনের মধ্যে সর্বময় ক্ষমতা অধিকারী।

কবিতা যারা ভালোবাসেন তাদের জন্য। 😁😁😁😁

যদি হাত বাড়ালেই না পাই তোমার হাত
যদি যুগল চোখের না বোঝা অবুঝ ভাষা
যদি না মুছে আমার, চোখের ক্লান্তির রেখা
তোমার স্নিগ্ধ রুমালে, তবে থাকুক শূন্যতা- এম এ রহমান।

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,.......... এই শূন্য ঘরে, এই নির্বাসনে কতকাল,
আর কতোকাল! - মহাদেব সাহা

আমাদের বিচ্চেদটা হয়তো ভীষণ করুণ ছিল
কিন্তু আমাদের স্মৃতিগুলো তো মধুর ছিলো
আচ্ছা তোমার কি মনে আছে?
খুব সেজেগুজে তোমার সামনে গিয়ে অপেক্ষা করতাম, তোমার মুখে নিজের ছোট একটু প্রশংসা শোনার জন্য - রুহানী রীদি।

আসছালামুআলাইকুম, শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি আসমান ও জমিনের সর্বময় ক্ষমতার অধিকারী। পাখির বাচ্চা বাচানোর উপায় কি...
16/03/2024

আসছালামুআলাইকুম, শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি আসমান ও জমিনের সর্বময় ক্ষমতার অধিকারী।

পাখির বাচ্চা বাচানোর উপায় কি?

নিশ্চয়ই আল্লাহর হাতে প্রত্যেকের প্রান। তবে আপনি সুন্নত হিসেবে কয়েকটি নিয়ম মেনে চল্লে ইনশাল্লাহ উপকৃত হবেন।

১. ব্রিডিং পেয়ারকে ক্যাংকারের হাত থেকে রক্ষা করুন।
২. বাচ্চা ফোটার পরে পাখির হজম শক্তি বৃদ্ধি করুন।
৩. যে পাখির থেকে আপনি আশাবাদী যে তার বাচ্চাকে সে ঠিক ভাবে লালনপালন করবে সে কি তার বাবা-মার থেকে সঠিকভাবে লালিতো পালিতো হয়েছে। মানে আমি বলতে চাচ্ছি বাংলা প্রবাদ- বাপকে বেটা সিপাইকে ঘোড়া / মা ভালো তার ঝি ভালো ইত্যাদি।

আপনি পাখি কেনার আগে বাচ্চার বাবা মার সম্পর্কে খবর নেন। আশা করি ঠকবেন না। নিশ্চয়ই আল্লাহতালা উত্তম প্রতিদানকারি।

ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দরভাবে দেখেবেন আশাকরি।

27/02/2024

আসছালামুআলাইকুম।
আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক।

নতুন পাখি পালকদের জন্য কিছু পরামর্শ এবং অভিজ্ঞরা পরামর্শ দিবেন যদি গুরুত্বপূর্ণ কিছু বাদ পরে।

এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে। সুতরাং আপনার পাখির দিকে খেয়াল রাখুন। কারণ আবহাওয়া পরিবর্তনের সময় পাখি সহ অনান্য প্রানি অসুস্থ বেশি হয়। এখন আপনার পাখিকে ৫-৭ দিন মাল্টিভিটামিন দিতে পারেন।

সামনে যেহেতু গরমের সময় তাই আজকে গরমে করনিয় নিয়ে আলোচনা করবো।

"গরমে পাখির যন্ত"

১. সিড মিক্স যেহেতু পাখির প্রধান খাবার তাই সিড মিক্স থেকে তেল জাতীয় খাবার কমিয়ে দেওয়া (সূর্যমুখি, কেনারি, হ্যামসিড ইত্যাদি)।

২. পাখিকে বড়ো বাটিতে পানি দেওয়া।

৩. সপ্তাহে তিন দিন স্প্রে করা।

৪. পাখিকে শাক সবজি ও পানি জাতীয় ফল দেওয়া।
৫. দুপুরের সময় যদি সম্ভব হয় তবে সিলিং ও মেঝে ভিজিয়ে দেওয়া।

৬. পাখির ঘরে ফ্যান দেওয়া। কিন্তু গায়ে যেন সরাসরি বাতাস না লাগে সেদিকে খেয়াল রাখা।

৭. এই সময় ব্রিডে না দেওয়া।

৮. যে সকল সাফলিমেন্ট পাখির গা গরম করে সেগুলো দেওয়া থেকে বিরতো থাকা।

৯. পানিতে স্লাইন, লেবু, এ্যালোভেরা ও ডাবের পানি দেওয়া।

ধন্যবাদ সবাইকে!
আমার ও আমার পাখির জন্য দোয়া করবেন।

মাশাআল্লাহ
22/02/2024

মাশাআল্লাহ

Address

Dhaka
Savar
1341

Telephone

+8801918380325

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bushra Aviary BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bushra Aviary BD:

Videos

Share