প্রচন্ড গরমে মুরগিকে হিট স্ট্রোক প্রতিরোধে খাবার বন্ধের বিকল্প নাই।
#poultry #poultryfarmer #poultryfarm #heatstress #veterinary
প্রচন্ড এ গরমে আপনার ফার্মের মুরগিকে হিট স্ট্রেস জনিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ফিড রেস্ট্রিকশন বা দিনের নির্দিষ্ট সময় খাবার দেয়া থেকে বিরত থাকুন।
আবহমান গ্রামবাংলার চিরায়ত রূপ।
© Mr. Traveller
অতিরিক্ত গরমে পর্যাপ্ত পানি সরবরাহের জন্য এটি একটি ভালো সিস্টেম।
পরিবেশক বললেন, ডাক্তার সাব একটা নতুন খামারে ১০০০ বাচ্চা দিয়েছি। একটু ভিজিট করে আসেন।
বিকেলে অনেক খোঁজ খবর নিয়ে খামারে গেলাম। খামারে গিয়ে দেখি একদম হ-য-ব-র-ল অবস্থা।
কোন হোভার নাই,চিকগার্ড নাই।
একহাজার বাচ্চার জন্য মাত্র ৪টা লাইট চার জায়গায় ঝুলিয়ে দিছেন।
মাত্র ৪টা ছোট পানির পাত্র।
মাত্র তিনটা লম্বা ফিডার।
চারদিন ধরে পেপারের উপর খাদ্য ছিটিয়ে দিচ্ছেন।
এ খামারের ভবিষ্যৎ কি?
অথচ, এরকম অনেক খামারিকেই দেখি মন চাইলো আর বাচ্চা তুলে ফেললো। পরে এক ব্যাচ করেই ধরা খান।
এমনিতেই বাজারে অবস্থা ভালো না। এই বাড়ে, এই কমে। একেবারেই অস্থিতিশীল বাজার ব্যাবস্থা। তার উপর যদি ম্যানেজমেন্ট এর অবস্থা এমন হয় তাহলে অবস্থা তো আরো খারাপ হবেই।
তাই, যারা নতুন খামার শুরু করেন বা করবেন তার আগে জানেন, শুনেন, পরামর্শ নেন তারপর চিন্তা করে সিদ্ধান্ত নিন।।।
ক্রোনিক ম্যাস্টাইটিস।
কোয়াক কর্তৃক ১৫দিন যাবত চিকিৎসা চলছে কোন পরিবর্তন নাই।
চিকিৎসা দিয়ে আসলাম।
গবাদিপশুর যেকোনো সমস্যায় প্রথমেই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন।
#হ্যাপি_ফার্মিং
ক্রোমিয়াম মানবদেহের জন্য ক্ষতিকর মানলাম।
কিন্তু, গবেষক তো এক কথায় বলে দিলো যে ট্যানারির বর্জ্য দিয়ে ফিড বানায়।
কোন কোন ফিড ট্যানারির বর্জ্য দিয়ে বানায়?
উনি কোন জায়গা থেকো ফিড নিয়ে পরিক্ষা করলেন?
গবেষনায় কি পেলেন?
কোন কোন ক্ষতিকারক উপাদান কতটুকু পেলেন?
কোন তথ্য উপাত্ত পেশ করলেন না।
এটা কি ধরনের গবেষণা????
এর আগেও একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল নামের এক গবেষক এধরনের গবেষনা করেছিলেন।
আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের চেয়ে আর ভালো গবেষক নাই?
এগুলো গবেষণা নাকি পোল্ট্রি শিল্প ধ্বংসের পায়তারা?
মুরগি ধরার দারুণ কৌশল!
🐓🐓🐓
যদি গরুর হাটে যান,
তবে সাবধানে থাকবেন।
সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা!
কথায় আছে,
'সঙ্গদোষে লোহা ভাসে'।
Tame bird.
So much adorable!