Dr. Moslem Uddin, DVM

Dr. Moslem Uddin, DVM Veterinarian
BVC Reg: 5592
(3)

আজ বিশ্ব ডিম দিবস।স্লোগানঃ'ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’।
11/10/2024

আজ বিশ্ব ডিম দিবস।
স্লোগানঃ
'ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’।

তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করনীয়ঃ
05/06/2023

তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করনীয়ঃ

05/06/2023

প্রচন্ড এ গরমে আপনার ফার্মের মুরগিকে হিট স্ট্রেস জনিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ফিড রেস্ট্রিকশন বা দিনের নির্দিষ্ট সময় খাবার দেয়া থেকে বিরত থাকুন।

    ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে বৈশ্বিক খাদ্য ...
01/06/2023




২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্তকরণে উৎসাহিত দিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।

24/05/2023

আবহমান গ্রামবাংলার চিরায়ত রূপ।

© Mr. Traveller

গরুকে আমরা সহজসরল এবং বিনয়ী প্রাণী হিসেবেই জানি। কিন্তু এর বাইরেও এর কিছু অবাক করা বৈশিষ্ট্য আছে যা আপনাকে সত্যিই অবাক ক...
16/05/2023

গরুকে আমরা সহজসরল এবং বিনয়ী প্রাণী হিসেবেই জানি। কিন্তু এর বাইরেও এর কিছু অবাক করা বৈশিষ্ট্য আছে যা আপনাকে সত্যিই অবাক করবে। যেমন-

➤ অবাক মনে হলেও আমাদের মত গরুরও আছে বেস্ট ফ্রেন্ড। গরু তার পছন্দের অন্য গরুর সাথে সময় কাটাতে পছন্দ করে। তার পছন্দের গরুর সাথে বিচ্ছেদ ঘটলে সে কষ্ট পায়, হতাশ হয়।

➤ গরু প্রায় ৬ মাইল দূর থেকে গন্ধ শনাক্ত করতে পারে। এই শক্তিশালী ঘ্রাণশক্তির মাধ্যমে তারা বিভিন্ন গাছ, খাবার এমনকি শিকারির অবস্থান নিশ্চিত করতে পারে।
গরু প্রায় ৫০ এর অধিক গন্ধ মনে রাখতে পারে।

➤ গরু খুব শক্তিশালী সাঁতারু এবং এক সাথে কয়েক মাইল এরা সাঁতার কাটতে পারে। উদাহরণস্বরূপ ২০২১ সালে একটি নেদারল্যান্ডস গরু বন্যার পানি থেকে বাঁচতে ৬২ মাইল (১০০ কিলোমিটার) সাঁতার কাটে।

➤ গরু হচ্ছে কিউরিয়াস এনিমেল যারা নতুন কিছু এক্সপ্লোর করতে এবং ইনভেস্টিগেট করতে পছন্দ করে। গরু সবসময় তার আশেপাশে নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করে।

➤ একটা গরু প্রায় ২০-৪০ গ্যালন পর্যন্ত লালা উৎপন্ন করতে পারে। অতিরিক্ত স্যালাইভা পরিপাকতন্ত্রের পিএইচ নিয়ন্ত্রণ এবং ফারমেন্টেশনে সহায়তা করে। এছাড়াও অতিরিক্ত লালা গরুর জাবর কাটতে সাহায্য করে।

➤ গরু দিনে ১৪ ঘন্টা পর্যন্ত বিশ্রামের জন্য শুয়ে থাকে, কিন্তু এই ঘন্টার মধ্যে মাত্র চার ঘন্টা ঘুমিয়ে কাটায়। এত বড় প্রাণীদের জন্য, এটি আশ্চর্যজনক যে প্রাপ্তবয়স্ক গরুর মানুষের তুলনায় অর্ধেক ঘুমের প্রয়োজন।

➤ গরুর মধ্যে ক্ষোভ থাকে যা কখনো কখনো সারাজীবন ধরে থাকে।একটি গরু যদি একটি নতুন স্থানে স্থানান্তরিত হয়, বিশেষ করে যদি তার বন্ধুদের কাছ থেকে দূরে সরে যায় তবে তার মালিকদের বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে।

➤ গরুর প্রায় ৩৬০ ডিগ্রির প্যানোরামিক দৃষ্টি থাকে কারণ তাদের চোখ তাদের মাথার পাশে থাকে। দৃষ্টিশক্তির এই বিস্তৃত পরিসর তাদের মাথা নড়াচড়া না করেই তাদের চারপাশে প্রায় সব দেখতে দেয়।

➤ গরু লাল রং দেখতে পায় না বরং এটাকে হলদে-ধূসর মনে হয়। গরু লাল দেখতে পারে না কারণ তাদের এই রঙের জন্য রেটিনা রিসেপ্টর নেই।

15/05/2023

অতিরিক্ত গরমে পর্যাপ্ত পানি সরবরাহের জন্য এটি একটি ভালো সিস্টেম।

বিশ্ব ভেটেরিনারি দিবসের শুভেচ্ছা আজ ২৯ এপ্রিল, শনিবার "বিশ্ব ভেটেরিনারি দিবস"। এবছর দিবসের প্রতিপাদ্য বিষয়--  "Promoting...
29/04/2023

বিশ্ব ভেটেরিনারি দিবসের শুভেচ্ছা

আজ ২৯ এপ্রিল, শনিবার "বিশ্ব ভেটেরিনারি দিবস"।

এবছর দিবসের প্রতিপাদ্য বিষয়--

"Promoting Diversity,Equity and Inclusiveness in the Veterinary Profession"

"ভেটেরিনারি পেশায় বৈচিত্র,সমতা এবং অন্তর্ভুক্তি প্রচার করা"।


تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِআল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবুল করুন।সবাইকে পবিত্র ...
21/04/2023

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ

আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবুল করুন।

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবনের সাথে অতিষ্ঠ গবাদি পশু-পাখির জীবনও।বিশেষ করে ব্রয়লারে এই সময় হিট স্ট্রেসের কারনে স্ট্রোক...
18/04/2023

গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবনের সাথে অতিষ্ঠ গবাদি পশু-পাখির জীবনও।
বিশেষ করে ব্রয়লারে এই সময় হিট স্ট্রেসের কারনে স্ট্রোকজনিত মৃত্যুহার বেড়ে যায়।
তাই হিট স্ট্রেস থেকে মুরগিকে রক্ষা করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়া যেতে পারে।
যেমন-

১. মুরগির সংখ্যা কমিয়ে রাখতে হবে।
২. স্বাভাবিকের তুলনার খাদ্য ও পানির পাত্র ৫% বাড়িয়ে দিতে হবে।
৩. বারবার পানি পরিবর্তন করে দিতে হবে।
৪. প্রয়োজনে ইলেক্ট্রোলাইট ও ভিটামিন সি দিতে হবে।
৫. দুপুরবেলা মুরগিকে কোনরকম বিরক্ত করা যাবে না।
৬. পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
৭. তীব্র গরমে দুপুর বেলা খাবার প্রদান থেকে বিরত থাকতে হবে।
৮. অতিরিক্ত গরমে শেডের চালে পানি দিতে হবে অথবা ভেজা চটের বস্তা রাখতে হবে।
৯. পানির ট্যাংক থাকলে তার উপর চালের ব্যবস্থা করতে হবে
১০. সিলিং ফ্যানের পরিবর্তে পেডেস্টাল (স্ট্যান্ড) ফ্যান ব্যবহার করতে হবে।

*** ছবিতে তীব্র গরমে শেড ঠান্ডা করার জন্য পানি দেয়া হচ্ছে।

খামার ব্যবস্থাপনা নিয়ে কথা বললেই কিছু খামারি বলে, এগুলো নিয়ে কথা বলার কি আছে? আমরা এগুলো জানিই। এত এত বছর ধরে খামার করি।...
29/01/2023

খামার ব্যবস্থাপনা নিয়ে কথা বললেই কিছু খামারি বলে, এগুলো নিয়ে কথা বলার কি আছে? আমরা এগুলো জানিই। এত এত বছর ধরে খামার করি।
ইত্যাদি, ইত্যাদি।

অতঃপর যখন খামারে যাই তখন যা দেখি...
না আছে স্প্রে, না পানির পাত্র পরিষ্কার না খাদ্যের পাত্র, শেডের বাইরেও যেমন অপরিষ্কার তেমন ভেতরেও।

দীর্ঘদিন পর্যন্ত প্রোডাকশন ঠিক রাখতে এবং ফ্লকের সুস্থতা বজায় রাখতে উত্তম ম্যানেজমেন্ট এর কোন বিকল্প নাই।

“সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে। অনেককে জোর করে সফল বানানো হয়। কিন্তু যে নিজের চেষ্...
24/01/2023

“সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে। অনেককে জোর করে সফল বানানো হয়।
কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় – সেই প্রকৃত সাফল্য অর্জন করে।”

বছরের শেষ কর্মদিবস। বছরের শেষদিকটা পোল্ট্রি খামারিদের জন্য ভালো ছিল না।নতুন বছরটা ভালোভাবে শুরু হোক।
31/12/2022

বছরের শেষ কর্মদিবস।
বছরের শেষদিকটা পোল্ট্রি খামারিদের জন্য ভালো ছিল না।
নতুন বছরটা ভালোভাবে শুরু হোক।

28/12/2022

পরিবেশক বললেন, ডাক্তার সাব একটা নতুন খামারে ১০০০ বাচ্চা দিয়েছি। একটু ভিজিট করে আসেন।
বিকেলে অনেক খোঁজ খবর নিয়ে খামারে গেলাম। খামারে গিয়ে দেখি একদম হ-য-ব-র-ল অবস্থা।

কোন হোভার নাই,চিকগার্ড নাই।
একহাজার বাচ্চার জন্য মাত্র ৪টা লাইট চার জায়গায় ঝুলিয়ে দিছেন।
মাত্র ৪টা ছোট পানির পাত্র।
মাত্র তিনটা লম্বা ফিডার।
চারদিন ধরে পেপারের উপর খাদ্য ছিটিয়ে দিচ্ছেন।

এ খামারের ভবিষ্যৎ কি?

অথচ, এরকম অনেক খামারিকেই দেখি মন চাইলো আর বাচ্চা তুলে ফেললো। পরে এক ব্যাচ করেই ধরা খান।

এমনিতেই বাজারে অবস্থা ভালো না। এই বাড়ে, এই কমে। একেবারেই অস্থিতিশীল বাজার ব্যাবস্থা। তার উপর যদি ম্যানেজমেন্ট এর অবস্থা এমন হয় তাহলে অবস্থা তো আরো খারাপ হবেই।
তাই, যারা নতুন খামার শুরু করেন বা করবেন তার আগে জানেন, শুনেন, পরামর্শ নেন তারপর চিন্তা করে সিদ্ধান্ত নিন।।।

ধানক্ষেতের রূপ কেড়ে নিয়েছে দিগন্তজোড়া সরিষাক্ষেত।
13/12/2022

ধানক্ষেতের রূপ কেড়ে নিয়েছে দিগন্তজোড়া সরিষাক্ষেত।

সোনালী এবং কক মুরগি পালনকারী খামারিরা কৃমির ডোজ নিয়ে অবহেলা করেন। অনেকে কোন ডোজই করান না।অথচ আপনার মুরগি কৃমি দ্বারা আক্...
12/12/2022

সোনালী এবং কক মুরগি পালনকারী খামারিরা কৃমির ডোজ নিয়ে অবহেলা করেন। অনেকে কোন ডোজই করান না।
অথচ আপনার মুরগি কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে।
এতে
- মুরগি ধীরে ধীরে শুকাবে,
- বয়স অনুযায়ী বৃদ্ধি হবে না,
- দীর্ঘদিন ধরে ডায়রিয়া হতে পারে।

তাই, ৩৪/৩৫ দিন বয়স হলেই সঠিকভাবে কৃমিনাশক দিয়ে কৃমির ডোজ করতে হবে।
প্রথম ছবিঃ ৪৮ দিন বয়সী সোনালী মুরগি
দ্বিতীয় ছবিঃ ৪২ দিন বয়সী ব্রাউন কক মুরগি

Layer farm visit at Sadar,Jamalpur.
06/12/2022

Layer farm visit at Sadar,Jamalpur.

শীতকালীন খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা।
24/11/2022

শীতকালীন খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা।

পরামর্শ পেয়ে এবার খামারী খুব খুশি। ফার্ম ভিজিটের পর খুব জোরাজোরি মুরগি নিয়ে আসতে হবে। রাজি না হওয়ায় আমি চলে আসার পর ৩০ ক...
20/11/2022

পরামর্শ পেয়ে এবার খামারী খুব খুশি। ফার্ম ভিজিটের পর খুব জোরাজোরি মুরগি নিয়ে আসতে হবে।
রাজি না হওয়ায় আমি চলে আসার পর ৩০ কিমি দূরে এসে ডাক্তারসাবরে মুরগি দিয়ে গেল।
এগুলোই ভালোবাসা, একদম নিখাঁদ এবং নির্ভেজাল!

গভীর সাগরের বিরল মাছ- শিপহেড (Sheep Head)অদ্ভুত দর্শন মাছটি ধরা পড়েছে বঙ্গোপসাগরে। দুবলার চরের জেলেদের জালে। মাছটি গভীর ...
15/11/2022

গভীর সাগরের বিরল মাছ- শিপহেড (Sheep Head)

অদ্ভুত দর্শন মাছটি ধরা পড়েছে বঙ্গোপসাগরে। দুবলার চরের জেলেদের জালে। মাছটি গভীর সাগরের। তাই সচরাচর ধরা পড়ে না। পিরানহার মতো শক্ত দাঁত আছে। মাছটিও বেশ শক্ত। খাওয়া নিরাপদ নয়।

সাগরের জেলেদের জালে প্রায়ই বিরল প্রজাতির মাছ ধরা পড়ে।
তথ্য: জেলা মৎস্য কর্মকর্তা, বাগেরহাট
© Mohsin ul Hakim

এক ডিলার সকালে ফোন দিয়ে বললো, এক খামারির ১৫০০ দেশি মুরগির খামারে বাচ্চা মারা যাচ্ছে। খামারি দোকানে আসছে। এখন কি মেডিসিন ...
05/11/2022

এক ডিলার সকালে ফোন দিয়ে বললো, এক খামারির ১৫০০ দেশি মুরগির খামারে বাচ্চা মারা যাচ্ছে। খামারি দোকানে আসছে। এখন কি মেডিসিন দিব?

আমি খামারিকে বললাম, ভাই আমি কাছেই আছি (মাত্র ৭-৮ কিমি দূরে)। আপনি খামার থেকে কিছু মুরগি নিয়ে ঐখানেই আসেন। আমি এসে পোস্টমর্টেম করে দেখে পরে মেডিসিন দেই।

তারপরও, খামারির একই কথা না,স্যার। আপনি মেডিসিন দেন।
আমি বললাম, ভাই আমি এত ভালো ডাক্তার হই নাই যে না দেখেই মেডিসিন দিয়ে দিব।
এরপর তার আর খোঁজ নাই।

অথচ, তার ফার্মে গিয়ে দেখলেও আধাঘন্টা লাগতো না।

কিছু কিছু খামারী আছে এরা এর-ওর কথায় অনেক মেডিসিন খাওয়ায় কিন্তু ভেট ডাক্তার দেখিয়ে মেডিসিন খাওয়াবে না।

তাই বলি প্রথমেই ডাক্তার দেখান খামার ভালো রাখেন, আর আপনিও ভালো থাকুন।।।

প্রতিনিয়তই কেবল শিখছি এবং শিখেই যেতে চাই।।।
01/11/2022

প্রতিনিয়তই কেবল শিখছি এবং শিখেই যেতে চাই।।।

মজার ঘটনা....ঘটনাঃ০১এক খামারীর ৭২০টা মুরগি, বয়স ৭দিন। বললাম, রাণীক্ষেত ভ্যাকসিন করছেন? খামারী বললো না, গামবোরো ভ্যাকসিন ...
30/10/2022

মজার ঘটনা....
ঘটনাঃ০১
এক খামারীর ৭২০টা মুরগি, বয়স ৭দিন। বললাম, রাণীক্ষেত ভ্যাকসিন করছেন?
খামারী বললো না, গামবোরো ভ্যাকসিন করছি।
অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কয়দিনে করছেন?
বললো ৪দিনে। মানে ৪র্থ দিনে রানীক্ষেত না দিয়ে গামবোরো ভ্যাকসিন করছে।

ঘটনাঃ ০২
তার পাশে আরেক খামারি মুরগি তুলছে ১২০০। সে ৪র্থ দিনে রানীক্ষেত ভ্যাকসিন করছে ১০০০ ডোজ। মানে তার ২০০ ডোজ শর্ট। তাই সে প্রথম খামারি থেকে ২০০ ডোজ গামবোরো ভ্যাকসিন অবশিষ্ট মুরগিরে দিছে।

শেষে বললো, স্যার এখন কি করবো?
বললাম, আল্লাহ ভরসা!
এজন্যই বলি যেকোনো পরামর্শের জন্য রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন।

আচ্ছা, এদের ভবিষ্যৎ কি????

Address

Araiani Bazar, Nalitabari
Sherpur
2110

Telephone

+8801835985348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Moslem Uddin, DVM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Moslem Uddin, DVM:

Videos

Share

Category