Ullapara Peace Association

Ullapara Peace Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ullapara Peace Association, Village: Ullapara, Post: Udgari. Upazila: Kazipur, Sirajganj.

04/04/2019
আচ্ছা যদি এমন হতআমারা যে দলের ভক্ত সেই দলের পতাকা না বানিয়ে পথশিশুদের জন্য জামা-কাপর বানাইলাম সাথে দিয়ে দিলাম আমাদের দলে...
01/06/2018

আচ্ছা যদি এমন হত

আমারা যে দলের ভক্ত সেই দলের পতাকা না বানিয়ে পথশিশুদের জন্য জামা-কাপর বানাইলাম সাথে দিয়ে দিলাম আমাদের দলের লোগো

আমাদের ভক্তগিরি ও ঠিক থাকলো, পথশিশুরাও খুশি হলো।

আবার আর্জেন্টিনা - ব্রাজিল প্রতিযোগিতাও হলো।

আমাদের যমুনা নদীর অফুরন্ত স্বাদযুক্ত বিভিন্ন প্রজাতির মাছ।
27/05/2018

আমাদের যমুনা নদীর অফুরন্ত স্বাদযুক্ত বিভিন্ন প্রজাতির মাছ।

Working time
15/05/2018

Working time

18/12/2017

বিখ্যাত মনীষীদের ১০০ বাণীঃ যা আপনার জীবনকে বদলে দিতে পারে

1) যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও, তবে মানুষের নিকট হাত পাতা (অন্যের ওপর ভরসা করা, ভিক্ষা করা) বন্ধ করে দাও।
__হযরত মোহাম্মদ সাঃ

2) প্রেম হল সিগারেটের মতো, যার আরাম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিনতি ছাইয়েতে ”
__জর্জ বার্নার্ড শ

3) অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
_শেক্সপিয়র

4) ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে,
আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন”।

_রেদোয়ান মাসুদ

5) “ যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না ”
__মাদার তেরেসা

6) অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।
_গোল্ড স্মিথ

7) মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী।
_হজরত সোলাইমান(আঃ)

8) কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা
মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।
_হুমায়ূন আহমেদ

9) স্বপ্ন তাকে নিয়েই দেখ যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখ না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে
যায়”।
_রেদোয়ান মাসুদ

10) শক্তিশালী সে , যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
_হযরত মোহাম্মদ সাঃ

11) আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি
জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়।
_হেনরি ডেভিড থিওরো

12) আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
_শেখ সাদী

13) কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব
কোনদিন হারায় না
_উইলিয়াম শেক্সপিয়র

14) মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে |
_কাজী নজরুল ইসলাম

15) আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে
_চেষ্টারফিল্ড

16) আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
_মাইকেল জর্ডান

17) স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।
_এ পি জে আব্দুল কালাম

18) যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন।
_হযরত মোহাম্মদ সাঃ

19) “ সর্বদা ভাল সৎগুণ সম্পন্ন লোকের সহবাসে থাক তাহলে তোমার নিজের সুনাম রক্ষা হবে । কুসঙ্গ অপেক্ষা
সঙ্গীবিহীন থাকা অনেক ভালো। ”
__জর্জ ওয়াশিংটন

20) একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।
_জর্জ লিললো

21) “ বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না ”
_হযরত আলী (রাঃ)

22) একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান
_ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]

23) একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।
_কার্লাইল

24) পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলোঃ
মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায়
আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়”।
_রেদোয়ান মাসুদ

25) পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা
যায় না, শুধু সহ্য করে নিতে হয়।
_হুমায়ূন আহমেদ

26) কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
_সিসেরো

27) অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে। ”
__গোল্ড স্মিথ

28) কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
_প্লেটো

29) কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়”।

_রেদোয়ান মাসুদ

30) কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ ।
_এডিসন

31) কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।
_অজানা

32) কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।
_আবদুল্লাহ আবু সাঈদ

33) কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
_রবার্ট লুই স্টিভেন্স

34) গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।
_হিন্দি প্রবাদ

35) গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।
_আরবি প্রবাদ

36) যে থাকবেনা তাকে যত ভাবেই আটকে রাখতে চাওনা কেন কোন লাভ হবে না, কারন সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া
ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালবেসে
ফেলেছ যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ। আসলে এ স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট
দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না”।
_রেদোয়ান মাসুদ

37) ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।
_অজানা

38) জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।
_চীনা প্রবাদ

39) জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।
_অজানা

40) জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।
_ক্রিনেট

41) জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না
_সি. এইচ. স্পারজন।

42) জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি
_ হুইটিয়ার

43) তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস
করে”।
_রেদোয়ান মাসুদ

44) বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

_হুমায়ূন আহমেদ

45) দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে
_মার্ক টোয়েন

46) দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই
_অ্যারিস্টটল

47) দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ
_টমাস ক্যাম্পবেল।

48) ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান
_ড্রাইডেন

49) “ প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। ”
__এরিস্টটল

50) কাউকে কখনও বেশি আপন করে নিও না,
তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।”
_রেদোয়ান মাসুদ

51) নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়
_টমাস মুর।

52) আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই
দুঃখের কারণ হয়ে দাঁড়ায়
_উইলিয়াম শেক্সপিয়র

53) জন্মদিনের উৎসব করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সে জন্যে অনুতাপ করাই উচিত। ”
__নরম্যান বি.হল

54) নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু
_জ্যাক দেলিল ১৭৩৮-১৮১৩], ফরাসী কবি

55) প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক
_আব্রাহাম লিংকন।

56) পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়
_এডওয়ার্ড ইয়ং।

57) বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না
_হেনরী ওয়ার্ড বিশার

58) স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
_বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

59) বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ
_ডেমোক্রিটাস।

60) বন্ধু কি ? এক আত্মার দুইটি শরীর।
_এরিস্টটল

61) বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।
_কার্লাইল

62) বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
_উইড্রো উইলসন

63) বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে ।
_প্লেটো

64) বুলেট ব্যতীত বিপ্লব হয় না
_চে গুয়েভারা।

65) বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।
_কাজী নজরুল ইসলাম

66) বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।
_জন ম্যাকি

67) যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
_শেরে বাংলা এ. কে. ফজলুল হক

68) ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।
_জন ল্যাক হন

69) ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।
_ইলা অলড্রিচ

70) ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
_শেক্সপীয়ার

71) মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা
_লেডি বার্নার্ড।

72) “যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে
আর সেই কথা মনে করে দু’জনেই কাদে,
সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা”।
_রেদোয়ান মাসুদ

73) মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী
_ওরসন স্কোরার ফাউলার

74) মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।
_অজানা

75) যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।
_মাদার তেরেসা

76) যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
_আইনস্টাইন

77) যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না ।
_সিনেকা

78) যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।
_জন সার্কল

79) যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে ।
_লাভাটাব

80) যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।
_আলফ্রেড টেনিস

81) কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী;
প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী ”
_কাজী নজরুল ইসলাম

82) যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।
_জন লিভগেট

83) ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ”
_রবীন্দ্রনাথ ঠাকুর

84) যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
_জন এন্ডারসন

85) মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী।
__হজরত সোলাইমান(আঃ)

86) যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!
_হযরত আলী (রাঃ)

87) যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে ।
_ফ্রান্সিস বেকন

88) যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।
_লাউতজে

89) যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!
_শেখ সাদী

90) যে সম্পদ কারো চোখে পড়ে না তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে
_বেকন।

91) যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই
_উইলিয়াম ল্যাংলয়েড

92) রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।
_সেফটিস বারী

93) শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।
_ওল পিয়ার্ট

94) শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি
_এরিস্টটল।

95) শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল ।
_টিপু সুলতান

96) সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।
_ডেমিক্রিটাস

97)যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে,
তোমার কপাল নয়॥ ”
_ডঃ লুৎফর রহমান।

98) _সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।
জুভেনাল

99) _সবচে’ জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা ।
জে এবট

100) _সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন ।
মার্ক টোয়াইন

101)কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে।
_রেদোয়ান মাসুদ

102) সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়
_বেকেন বাওয়ার

103) হ্যাঁ’ এবং ‘না’ কথা দুটো সবচে’ পুরনো এবং সবচে’ ছোট । কিন্তু এ কথা দু’টো বলতেই সবচে’ বেশি ভাবতে হয়।
_পীথাগোরাস

104) সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু ।
_জর্জ হার্বাট

105) সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়॥
_হুমায়ূন আজাদ।
106) আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত।
জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়॥ ”
_মার্ক জুকারবার্গ

107)আইন ভাঙ্গার জন্যই তৈরী হয় ।
_জন উইলসন।

108) আমার দোষ তুমি আমাকেই বল।
_ইমাম গাজ্জালী

109) “ যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি ”
_অ্যালবার্ট আইনস্টাইন

110) অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না
_আবুল ফজল

111) কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়
_শেখ সাদী।

112) এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের
জন্যই পৃথিবী ধ্বংস হবে
_আইনস্টাইন

113) নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য
_হযরত আলী (রা)

114) নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না
_কাজী নজরুল ইসলাম

115) বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না ”
__হযরত আলী (রাঃ)

116) কুৎসিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য কেড়ে নেয় ”
__লটমাস নুন

117) প্রত্যেককে বানানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য এবং প্রত্যেক হৃদয়ে সেই কাজটি করার আকাঙ্ক্ষাও দিয়ে দেওয়া হয়েছে।
__জালাল উদ্দিন রুমি

118) অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।
_হোমার

119) সংশোধন করতে জানলে কোনো ভুল হয়ে দেখা দেয় না ”
__রবার্ট ব্রাউনিং

120) ভাই বড়ো ধন, রক্তের বাঁধন
যদি ও পৃথক হয়, নারীর কারন। ”
__ক্ষণা
সম্পাদনাঃ ইসরাত জেরিন রুমা, আমেরিকা প্রবাসী বাংলাদেশী

71’র মহান মুক্তিযুদ্ধে সর্বজন গৃহীত সিরাজগঞ্জের ‘‘শত্রুমুক্ত অঞ্চল’’ ঘোষনার তারিখ সমূহ ।তথ্য : জেলা প্রশাসকের ওয়েবসাইট
13/12/2017

71’র মহান মুক্তিযুদ্ধে সর্বজন গৃহীত সিরাজগঞ্জের ‘‘শত্রুমুক্ত অঞ্চল’’ ঘোষনার তারিখ সমূহ ।
তথ্য : জেলা প্রশাসকের ওয়েবসাইট

12/12/2017

১৪৩টি গুরুত্বপূর্ণ ইংরেজি বানান এবং বানান মনে রাখার কৌশল (বাংলা অর্থ সহকারে):

1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। Question nai re ➫ কোশ্চেন নাই রে।
5. Assessment ➫ কর নির্ধারণ। Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Miscellaneous ➫ বিবিধ। Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।
কিছু প্রয়োজনীয় ইংরেজি বানানঃ
1) Accommodation(বাসস্থান)
2) Brilliant(মেধাবী)
3) Bulletin(বুলেটিন)
4) Burglar(চোর)
5) Challenge(চ্যালেন্জ)
6) Cigarette(সিগরেট)
7) Colonel(কর্নেল)
8) Commission(কমিশন)
9) Committee(কমিটি)
10) Guerrilla(গেরিলা যুদ্ধা)
11) Leisure(অবসর)
12) Maintenance(ভরণপোষণ)
13) Millennium(সহস্রাব্দ)
14) Misspell(ভুল বানান করা)
15) Questionnaire(প্রশ্নমালা)
কতিপয় গুরুত্বপূর্ণ ইংরেজি বানান,যেগুলো আমরা প্রায়ই ভুল করি…….
16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ
17) Accessory ➫ অপরাধের সহযোগী
18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই
19) Amateur ➫ শৌখিন/অপেশাদার
20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার
21) Anaemia ➫ রক্তাল্পতা
22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন
23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান
24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ
25) Assassin ➫ গুপ্তঘাতক
26) Avaricious ➫ লোলুপ/লোভী
27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা
28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক
29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ
30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য
31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান
32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল
33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান
34) Commencement ➫ সূচনা/আরম্ভ
35) Commodity ➫ পণ্যদ্রব্য
36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী
37) Contemporaneous ➫ সমকালীন/সমসাময়িক
38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়
39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা
40) Counterfeit ➫ জাল/নকল
41) Curriculum ➫ পাঠ্যসূচি
42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম
43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন
44) Disciplinarian ➫ কঠোর শাসক
45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম
46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ
47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা
48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ
49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত
50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ
51) Etiquette ➫ নম্র আচরণ/শিষ্টাচার
52) Exaggerate ➫ অতিরঞ্জিত করা
53) Factitious ➫ অস্বাভাবিক/কৃত্রিম
54) Flicker ➫ মিট মিট করা
55) Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয়
56) Grandeur ➫ মহিমা/বিশালতা
57) Gymnasium ➫ শরীরচর্চা কেন্দ্র
58) Hereditary ➫ বংশানুক্রমিক/কৌলিক
59) Hippopotamus ➫ জলহস্তী
60) Homogeneous ➫ সমজাতীয়
61) Honorary ➫ অবৈতনিক/সম্মানসূচক
62) Humorous ➫ রসিকতাপূর্ণ
63) Hyacinth ➫ কচুরিপানা
64) Idiosyncrasy ➫ স্বভাব বৈশিষ্ট্য/আচরণ
65) Inapplicable ➫ অপ্রযোজ্য/অনুপযুক্ত
66) Incorrigible ➫ অশোধনীয়/অপ্রতিকার্য
67) Infinitesimal ➫ অতিক্ষুদ্র/অনীয়ান
68) Inheritance ➫ উত্তরাধিকার
69) Interruption ➫ ব্যাঘাত/বিঘ্ন/বাধা
70) Irreconcilable ➫ বিসঙ্গত/অসদৃশ
71) Irresponsible ➫ দায়িত্বহীন/বেপরোয়া
72) Irreversible ➫ অপরিবর্তনীয়
73) Itinerant ➫ পরিভ্রমী/ভ্রমণশীল
74) Jewelry ➫ রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র
75) Magniloquent ➫ বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন
76) Malediction ➫ অভিশাপ
77) Manoeuvre ➫ কৌশল
78) Masquerade ➫ ভান বা ছদ্মবেশ ধারণ করা
79) Mediterranean ➫ ভূমধ্যসাগরীয়
80) Mellifluous ➫ সুমধুর/সুললিত
81) Mellifluous ➫ সুমধুর/সুললিত
82) Mercenary ➫ ভাড়াটে সৈনিক বা কর্মী
83) Millennium ➫ সহস্রাব্দ/বর্ষসহস্রক
84) Millionaire ➫ কোটিপতি/অতি ধনাঢ্য ব্যক্তি
85) Monotonous ➫ একঘেয়ে/বৈচিত্র্যহীন
86) Multifarious ➫ নানাবিধ/বিচিত্র
87) Nauseous ➫ বিতৃষ্ণাজনক
88) Omelet ➫ ডিম ভাজা/মামলেট
89) Omission ➫ বর্জন/বাতিল
90) Opprobrious ➫ অশোভন
91) Orthodoxy ➫ গোঁড়ামি
92) Oscillate ➫ দোলানো/আন্দোলিত করা
93) Palliate ➫ প্রশমন/লাঘব করা
94) Pedagogue ➫ স্কুলশিক্ষক/পণ্ডিতপ্রবর
95) Peevish ➫ বিরক্তিকর
96) Phthisis ➫ যক্ষ্মারোগ
97) Physique ➫ দৈহিক গঠন
98) Pomegranate ➫ ডালিম
99) Predecessor ➫ পূর্বসূরী
100) Procession ➫ মিছিল/শোভাযাত্রা
101) Prodigious ➫ অতিবৃহৎ
102) Prolegomenon ➫ গ্রন্থাভাষ/ভূমিকা
103) Pseudonym ➫ ছদ্মনাম
104) Pulchritude ➫ দৈহিক সৌন্দর্য
105) Questionnaire ➫ প্রশ্নাবলী
106) Receipt ➫ প্রাপ্তি
107) Recommendation ➫ সুপারিশ/পরামর্শ
108) Reconciliation ➫ সামঞ্জস্যবিধান/মীমাংসা
109) Reconnaissance ➫ তথ্যসংক্রান্ত অভিযান
110) Referendum ➫ গণভোট
111) Regeneration ➫ আধ্যাত্মিক পুনর্জম্ম/নবজন্মলাভ
112) Reminiscence ➫ স্মৃতিচারণ
113) Rendezvous ➫ মিলনস্থল
114) Rhinoceros ➫ গণ্ডার
115) Sanatorium ➫ স্বাস্থ্যকেন্দ্র
116) Scissors ➫ কাঁচি
117) Shaggy ➫ রুক্ষ/মোটা ও অপরিপাটি
118) Simultaneous ➫ যুগপৎ/সমকালীন
119) Sobriety ➫ আত্মনিয়ন্ত্রণ/সংযম
120) Souvenir ➫ স্মৃতিচিহ্ন
121) Stereotype ➫ গৎবাঁধা/অপরিবর্তনীয়
122) Successive ➫ ক্রমাগত/পারস্পরিক
123) Superiority ➫ শ্রেষ্ঠতা/উৎকৃষ্টতা
124) Superstition ➫ কুসংস্কার/অন্ধবিশ্বাস
125) Thesaurus ➫ ভাব-অভিধান
126) Transliterate ➫ ভিন্ন ভাষায় রূপান্তর করা
127) Unparalleled ➫ অতুলনীয়/অদ্বিতীয়
128) Vehement ➫ প্রবল/ব্যগ্র/উদ্দাম
129) Vendetta ➫ বংশানুক্রমিক প্রতিহিংসা
130) Veterinary ➫ পশুচিকিৎসক
131) Vicissitude ➫ উত্থানপতন পরিবর্তন

তরুন প্রজন্মই পারে সকল সংকীর্নতার উর্ধে উঠে সমাজকে বদলে দিতে।তারই বাস্তব প্রমান যশোরের এই ৫৬ তরুন।যাদের উদ্যোগে তৈরি হল ...
10/12/2017

তরুন প্রজন্মই পারে সকল সংকীর্নতার উর্ধে উঠে সমাজকে বদলে দিতে।তারই বাস্তব প্রমান যশোরের এই ৫৬ তরুন।যাদের উদ্যোগে তৈরি হল নদীর উপর ভাসমান ব্রিজ।

আমাদের সাইনবোর্ড।
10/12/2017

আমাদের সাইনবোর্ড।

03/12/2017

আলহামদুলিল্লাহ্‌

আমরা আমাদের সংঘঠনের প্রথম কাজ করেছিলাম জবে আপার মেয়ের বিয়েতে কিছু আর্থিক সাহায্যদান এর মাধ্যমে আর তখন আমাদের গ্রামের সবাই আমাদের সহযোগিতা করেছিলেন।

এরপর আমরা আলোকিত উল্লাপাড়া প্রজেক্ট হাতে নেই আর সেই সুবাদে আমরা ২ জায়গায় আলোর ব্যবস্থা করেছি এবং আরো ১০ জায়গায় আলোর ব্যবস্থা করবো ইনশা-আল্লাহ।

গত শুক্রবারে মাদ্রাসার সভাকে কেন্দ্র করে মিটিং এ আমাদের ডেকেছিল এবং আমরা গিয়াছিলাম, সেই সভার মুরুব্বিদের পরামর্শ অনুযায়ী আমরা টাকা ও চাল কলেকশন করার দায়িত্ব নেই।

আপনাদের সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করি

অনুরোধক্রমে

ফজলে রাব্বী
প্রতিষ্ঠাতা সভাপতি
উল্লাপাড়া শান্তি সংঘ

20/11/2017

Address

Village: Ullapara, Post: Udgari. Upazila: Kazipur
Sirajganj
6712

Alerts

Be the first to know and let us send you an email when Ullapara Peace Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ullapara Peace Association:

Videos

Share