Sylhet Veterinary Services

Sylhet Veterinary Services One Stop Veterinary Service
Care || Compassion || Commitment
(1)

World Veterinary Day 2024 will be celebrated with the theme ‘Veterinarians are essential health workers'.
25/04/2024

World Veterinary Day 2024 will be celebrated with the theme ‘Veterinarians are essential health workers'.

20/04/2024
প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪।সিলেট সদর উপজেলা। গরু, ছাগল, মহিষ, বিভিন্ন রকমের পাখি, ঘোড়া, পোষা প্রাণিদের নিয়ে প্রাণিসম্পদ ...
18/04/2024

প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪।
সিলেট সদর উপজেলা।

গরু, ছাগল, মহিষ, বিভিন্ন রকমের পাখি, ঘোড়া, পোষা প্রাণিদের নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুন্দর আয়োজন।

অসাধারণ উদ্যোগ।
08/02/2024

অসাধারণ উদ্যোগ।

ভারতীয় বর্ষীয়ান শিল্পপতি রতন টাটার বিভিন্ন দাতব্য কর্মকাণ্ড ও জীবনযাপন মুগ্ধ করে আট থেকে আশি সবাইকে। একজন সফল ব্...

Poultry Lesion Scoring Event with Kemin International TeamThanks Paragon Group
06/02/2024

Poultry Lesion Scoring Event with Kemin International Team
Thanks Paragon Group

Best wishes for the New Executive Committee of Sylhet Private Vet Association.
24/01/2024

Best wishes for the New Executive Committee of Sylhet Private Vet Association.

18/01/2024

মৌলভিবাজার জেলার, জুড়ী উপজেলায় একটি গাভীর পেটে ৪ দিন ধরে বাচ্চা আটকে থাকার পর সিজারিয়ান সেকশন (অপারেশন) করে পেট থেকে মৃত বাচ্চা বের করা হয়েছে। বর্তমানে গাভীটি সম্পূর্ণ সুস্থ আছে। আলহামদুলিল্লাহ।

অপারেশন করেছেন:

1. Dr. Md Mahbubul Hasan Rony (Chief Surgeon)
2. Vet DR. Md. Anisur Rahman (Assistant Surgeon)

যে-কোন প্রাণীর যে কোন রকমের অপারেশন এর জন্য আমাদের অভিজ্ঞ ভেটেরিনারিয়ান সার্জন টিমের সাথে যোগাযোগ করুন।
মোবাইল: 01756-584556

"একসময় শহরে হাঁসের মাংসের বেচাকেনা তেমন চোখে পড়ত না। হাঁসের মাংস ও ডিম দুটোরই দেখা মিলত শুধু গ্রামে। কিন্তু গত কয়েক বছরে...
05/01/2024

"একসময় শহরে হাঁসের মাংসের বেচাকেনা তেমন চোখে পড়ত না। হাঁসের মাংস ও ডিম দুটোরই দেখা মিলত শুধু গ্রামে। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি অনেকটা বদলে গেছে। শীতের মৌসুম আসতেই শহরের বাসাবাড়ি তো বটেই, ভাতের ছোট হোটেল থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁয় হাঁসের মাংসের চাহিদা বেড়ে যায়। কখনো কখনো শীত উদ্‌যাপনে পিঠাপুলি আয়োজনেও অনুষঙ্গ হয়ে ওঠে ‘হাঁস পার্টি’। সব মিলিয়ে দেশে দিন দিন হাঁসের মাংসের বাজার দ্রুত বাড়ছে।"

ছবি: আনিস মাহমুদ ভাই। Prothom Alo

https://www.prothomalo.com/business/ex8clqwkn8

Best wishes for the New Executive Committee of Sylhet Private Vet Association ✅✅
31/12/2023

Best wishes for the New Executive Committee of Sylhet Private Vet Association ✅✅

একজন ভেটেরিনারিয়ান হিসাবে প্রাণির সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব।  আপনার গবাদি প্রাণির যে-কোন সমস্যায় চিকিৎসা এবং পরামর...
27/12/2023

একজন ভেটেরিনারিয়ান হিসাবে প্রাণির সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব। আপনার গবাদি প্রাণির যে-কোন সমস্যায় চিকিৎসা এবং পরামর্শ পেতে যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে।

ডা: মো: আনিসুর রহমান
ডিভিএম, এম.এস (মেডিসিন)
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
সি.টি. আসাম কৃষি বিশ্ববিদ্যালয়, গোয়াহাটি, ভারত।
মোবাইল (WhatsApp): 01756584556

20/12/2023

প্রতি ১৫-৩০ দিন অন্তর অন্তর দুধের গরুতে সাবক্লিনিকাল ম্যাস্টাইটিস আছে কি না জানার জন্য স্ক্রিনিং টেস্ট করলে ম্যাস্টাইটিস হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমানো যায়।

বিভিন্ন গবেষণার সূত্রমতে বাংলাদেশের প্রায় ৭০-৮০℅ দুধের গরুতে সবক্লিনিকাল ম্যাস্টাইটিস রয়েছে। যা পরবর্তীতে ক্লিনিকাল ম্যস্টাইটিসে রুপ নেয়। সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিলে অনেকাংশেই এই রোগ হতে মুক্ত থাকা যায় এবং ফার্মের দুধের গরুর দুধ উৎপাদন বৃদ্ধি করা যায়।

এ ব্যাপারে বিস্তারিত জানতে এবং আপনার ফার্মের দুধের গরুর দুধে সাবক্লিনিকাল ম্যাস্টাইটিস আছে কি না তা পরীক্ষা করতে যোগাযোগ করুন আমাদের সাথে।

01756-584556

গাভীর হিটে না আসার সমাধান!!বিস্তারিত জানতে এবং পরামর্শ পেতে যোগাযোগ করুন:01756584556
14/12/2023

গাভীর হিটে না আসার সমাধান!!

বিস্তারিত জানতে এবং পরামর্শ পেতে যোগাযোগ করুন:
01756584556

Calf Milk Replacer 🍼🍼ছাগলের বাচ্চা এবং  #বাছুরের_দুধ  #ইউরোলাক গ্রীন Eurolac GreenSave Milk , Safe Calfপণ্যের নাম: ইউরোল...
10/10/2023

Calf Milk Replacer 🍼🍼
ছাগলের বাচ্চা এবং #বাছুরের_দুধ #ইউরোলাক গ্রীন
Eurolac Green
Save Milk , Safe Calf

পণ্যের নাম: ইউরোলাক গ্রীন
পণ্যের ওজন : 1 কেজি

পণ্যের বিবরণ : ১০০% প্রোটিন ভিত্তিক বাছুর এবং ছাগলের বাচ্চার দুধ রিপ্লেস করে থাকে।

পণ্যের উপকারিতা:

এটি ছাগলের বাচ্চার জন্য পারফেক্ট ১০০% দুগ্ধ প্রোটিন এটি ছাগলের রুমেন ডেভেলপমেন্ট করবে, কোন উদরাময় বা পাতলা পায়খানা হয় না, সুন্দর সাস্থ্য গঠনে সহয়তা করবে।এছাড়া FMD Disease হওয়ার ফলে বাছুর তার মায়ের দুধ খেতে পায়না / দুধের বিকল্প সেক্ষেত্রে এই মিল্ক রিপ্লেচার খুবিই জরুরি এবং অাদর্শ খাবার।

এছাড়া আপনার গরুর বাছুর কে দুধ পান করাতে পারবেন। এবং বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাছুরের সাদা উদারাময় পায়খানা, এবং বদহজম এসব হয় না। বাছুরের রুমেন দ্রুত ডেভলাপ করে। এই পন্যটি বাছুরের স্বাস্থ্য বৃদ্ধি করতে সাহায্য করে।বাছুরের মৃত্যুহ্রাস সাহায্য করে।

প্রোটিন : ২০%
চর্বি:১৬%
মিনারেল: ১০.৫%
খনিজ : ১০.৫
ক্রুড ফাইবার : ০.২%
ভিটামিন ''এ" :২৫০০০ iu
ভিটামিন "ডি" :৩-৫০০০ iu
ভিটামিন সি : ১০০ মিলি গ্রাম
ভিটামিন ই : ১০০ মিলিগ্রাম

তৈরি করার প্রক্রিয়া :
বাছুরের জন্য: ১৬০ গ্রাম পাউডার সাথে ১ লিটার গরম পানি মিশিয়ে দিনে চার বার করে ১ মাস খাওয়াতে হবে।

ছাগলের বাচ্চার জন্য: ৫০ গ্রাম ইউরোলাক গ্রিণ এর সাথে ১ লিটার হাল্কা কুসুম গরম(৪২-৪৫°) পানিতে মিশিয়ে দিনে ২-৩ বার খাওয়াতে হবে।

অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।

আপনি জানেন কি??❌ বাংলাদেশের ৪৫—৭৫% গবাদি প্রাণি ম্যাস্টাইটিস আক্রান্ত!!❌ এর মধ্যে ৪০—৪৫% ক্লিনিকাল ম্যাস্টাইটিস*❌ এবং ৬০...
20/09/2023

আপনি জানেন কি??

❌ বাংলাদেশের ৪৫—৭৫% গবাদি প্রাণি ম্যাস্টাইটিস আক্রান্ত!!
❌ এর মধ্যে ৪০—৪৫% ক্লিনিকাল ম্যাস্টাইটিস*
❌ এবং ৬০—৭৫% সাবক্লিনিকাল ম্যাস্টাইটিস**
❌ বাংলাদেশের লাইভস্টক সেক্টরে ১২২০ কোটি টাকা প্রতি বছর ক্ষতি শুধু ম্যাস্টাইটিসের জন্য*

আপনার দুধের গরুতে সাবক্লিনিকাল ম্যাস্টাইটিস আছে কি না এটা আপনি সাধারণ একটি টেস্টের মাধ্যমে করে নিশ্চিত হয়ে যেতে পারবেন। এতে করে আগে থেকেই প্রতিরক্ষা মূলক ব্যবস্থা নিলে আপনার দুধের গরুটি ক্লিনিকাল ম্যাস্টাইটিস আক্রান্ত হওয়া থেকে রেহাই পাবে।

ম্যাস্টাইটিস টেস্টের এই সুবিধা নিতে এবং সঠিক পরামর্শ নিতে আজই আমাদের বিশেষজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

মোবাইলঃ 01756-584556

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।আপনার বাসার পোষা প্রাণীর যেকোনো শারীরিক অসুস্থতা কিংবা গৃহপালিত গবাদী পশুর সক...
19/09/2023

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
আপনার বাসার পোষা প্রাণীর যেকোনো শারীরিক অসুস্থতা কিংবা গৃহপালিত গবাদী পশুর সকল ধরনের চিকিৎসায় শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে Sylhet Veterinary Services।
সিলেট নগরীর প্রাণকেন্দ্র, মদিনা মার্কেট এলাকায় শীঘ্রই উদ্বোধন হবে আমাদের এই সেবা প্রতিষ্ঠান। ☺️

আপনার প্রয়োজনে যোগাযোগ করুন।
14/09/2023

আপনার প্রয়োজনে যোগাযোগ করুন।

🐟 মনোসেক্স তেলাপিয়া 🐟১। মনোসেক্স তেলাপিয়া প্রতিকুল পরিবেশে বেচে থাকতে পারে এবং দৌহিক বৃদ্ধি সঠিক থাকে।২। মনোসেক্স তেলাপি...
03/08/2023

🐟 মনোসেক্স তেলাপিয়া 🐟

১। মনোসেক্স তেলাপিয়া প্রতিকুল পরিবেশে বেচে থাকতে পারে এবং দৌহিক বৃদ্ধি সঠিক থাকে।
২। মনোসেক্স তেলাপিয়া মাছ সর্বভোজী, যার ফলে এ মাছের উৎপাদন খরচও অন্যান্য মাছের তুলনায় অনেক কম।
৩। মনোসেক্স তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল বলে অল্প সময়ে বাজারজাত করা সম্ভব।
৪। আমাদের দেশের প্রায় সব রকম পুকুরে এ মাছের চাষ করা যায়। ফলে যে কেউ চাইলেই তাদের পুকুরে এ মাছের চাষ করতে পারেন।
৫। মনোসেক্স তেলাপিয়া মাছ কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায়। ফলে মাছ চাষে অধিক লাভবান হওয়া যায়।
৬। মনোসেক্স তেলাপিয়া মাছ মিঠা ও স্বল্প লোনা পানিতে চাষ করা যায়। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এ মাছের প্রচুর চাহিদা রয়েছে।

মনোসেক্স তেলাপিয়া পোনার জন্য যোগাযোগ করুন:
01756-584556

Weekend mornings be like! 🐅Pictured here is an exquisite tiger, at Ranthambore National Park.   : Tigers are the world’s...
30/07/2023

Weekend mornings be like! 🐅

Pictured here is an exquisite tiger, at Ranthambore National Park.

: Tigers are the world’s largest wild cats! Weighing up to 363 kg and measuring up to 3.3 meters, this animal does truly belong to the Big Cat family.

from Instagram | Camilla Malvestiti 📸

মোবাইল কোর্ট!!!আজ ০৪.০৬.২০২৩ ইং ছিল বাগেরহাট সদরে আমার শেষ কর্মদিবস। প্রচন্ড ব্যস্ততার মাঝেও ভেটেরিনারি পেশা ও প্রাণিসম্...
05/06/2023

মোবাইল কোর্ট!!!

আজ ০৪.০৬.২০২৩ ইং ছিল বাগেরহাট সদরে আমার শেষ কর্মদিবস। প্রচন্ড ব্যস্ততার মাঝেও ভেটেরিনারি পেশা ও প্রাণিসম্পদ দপ্তরের প্রতি অগাধ ভালবাসার বহিঃপ্রকাশে জেলা প্রশাসন, বাগেরহাটের সহযোগিতায় আজ ০২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রথমে জনাব জিল্লুর রহমান, ডেমা ইউনিয়নের ব্র্যাক কৃত্রিম প্রজননকর্মীকে নামের আগে চিকিৎসক লেখায় ও অবৈধভাবে ডাক্তারি করায় হাতেনাতে ধরা হয় এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ এর ধারা ৩৮(১)(গ),(ঘ) অনুযায়ী মাত্র ১৫দিনের জেল ( ছবি প্রকাশ করছি না) এবং ৫০০০টাকা জরিমানা (অনাদায়ে আরও ২দিনের জেল) প্রদান করা হয়।

পরবর্তীতে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রির অপরাধে কাকলি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০০টাকা জরিমানা করা হয়।

পেশার স্বার্থ সমুন্নত রাখার স্বার্থে এবং এপিএ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ০১.০৬.২০২৩ ইং তারিখে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩ পালনের পরে প্রায় ৭/৮টি খাদ্যের দোকানে প্রাণিসম্পদ দপ্তরের লাইসেন্স ব্যতীত খাদ্য বিক্রি করার দায়ে "মৎস্য ও পশুখাদ্য আইন ২০১৩" অনুযায়ী অভিযান পরিচালনা করে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে এসব অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে সচেতনতা বৃদ্ধি করা হয়।

প্রচারে: সিলেট ভেটেরিনারি সার্ভিসেস।

04/06/2023

সিলেট শিবের বাজার গরুর হাট... 🐮🐮🐂🐂

ডাঃ ইমরান আমাদের ভেটেরিনারিয়ানদের গর্ব। কোয়াক দমনে পেশার স্বার্থে ডাঃ ইমরানের কাজকে আমরা বাহবা জানাই এবং আমরা ডাঃ ইমরান ...
02/06/2023

ডাঃ ইমরান আমাদের ভেটেরিনারিয়ানদের গর্ব। কোয়াক দমনে পেশার স্বার্থে ডাঃ ইমরানের কাজকে আমরা বাহবা জানাই এবং আমরা ডাঃ ইমরান এর বদলি আদেশ প্রত্যাহার করে তাকে বর্তমান কর্মস্থলে রাখার জোড় দাবি জানাচ্ছি। সেই সংগে এই ব্যাপারে আমাদের প্রাণের প্রতিষ্ঠান বিভিএ এবং বিভিসি এর দৃশ্যমান ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে,
ডাঃ জাকির হোসেন
সভাপতি
এবং
ডাঃ মোঃ মাহফুজুর রহমান
সেক্রেটারি
সিলেট প্রাইভেট ভেটেরিনারি এসোসিয়েশন, সিলেট।

মুন্নি 🤓🤓🌽🍂🤎🤎
23/05/2023

মুন্নি 🤓🤓🌽🍂🤎🤎

ইয়ন সাইলেজ। 🌽🌽🌽
12/05/2023

ইয়ন সাইলেজ। 🌽🌽🌽

সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অসহায় প্রাণিদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় ডা: মাহবুবুল হাসান রনি ভাই। আপনার গব...
10/05/2023

সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অসহায় প্রাণিদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় ডা: মাহবুবুল হাসান রনি ভাই।

আপনার গবাদি এবং পোষা প্রাণির যেকোন চিকিৎসার জন্য সেবা পেতে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে।

ডা: মাহবুবুল হাসান রনি।
মোবাইল: +8801319003393

আসসালামুয়ালাইকুম। সিলেট শহর সহ সমস্ত সিলেট বিভাগের প্রাণি প্রেমিদের জন্য অনেকদিন থেকেই আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহ...
19/07/2022

আসসালামুয়ালাইকুম।

সিলেট শহর সহ সমস্ত সিলেট বিভাগের প্রাণি প্রেমিদের জন্য অনেকদিন থেকেই আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সিলেটে যেকোনো প্রাণি চিকিৎসার জন্য এখন থেকে নিয়মিত আমরা হোম ভিজিট করবো ইনশাআল্লাহ।

♻️ কি কি সেবা পাওয়া যাবে?

✔️ রেগুলার হেলথ চেকাপ
✔️ ডিওয়ার্মিং এবং ভ্যাকসিন প্রদান
✔️ চিকিৎসা সেবা
✔️ প্রাণির ডায়েট সাজেশন
✔️ ফার্মের ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং কনসাল্টেন্সি সেবা।

♻️ ভিজিট ফি কত?

✔️ সিলেট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে ৫০০/=
✔️ সিলেট সিটি কর্পোরেশন এলাকার বাইরে ২০-৩০ কিঃমিঃ এলাকার মধ্যে ১০০০/=
✔️ সিলেট জেলার বাইরে (সুনামগঞ্জ, বিয়ানীবাজার) ২৫০০/=
✔️ সিলেট জেলার বাইরে (হবিগঞ্জ, মৌলভিবাজার) ৩৫০০/=

♻️♻️ যেকোনো ভিজিট এর জন্য ৩-৪ দিন আগে ফোনে এপয়েন্টমেন্ট নিতে হবে। ইমার্জেন্সি ক্ষেত্রে ফোনে জেনে নিতে হবে করণীয়।

জরুরি প্রয়োজনেঃ 01756-584556

ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতাল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ...
30/06/2022

ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতাল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক বন্যাদূর্গত গোয়াইনঘাট এর নন্দীরগাঁও ইউনিয়ন এর দশগাঁও নওয়াগাঁও স্কুল এন্ড কলেজ মাঠে সফলভাবে এক হাজারের অধিক গবাদিপ্রানির বিনামূল্যে ভেটেরিনারি মেডিক্যাল সেবা প্রদান সম্পন্ন হয়েছে। ধন্যবাদ জানাই অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. এম রাশেদ হাসনাথ স্যারকে তার সার্বিক তত্তাবধানের জন্য। আরো ধন্যবাদ জানাই সকল কলাকুশীলবদের বিশেষ করে ডাঃ জামাল খান ও অনুষদীয় মাস্টার্স ও ফাইনাল ইয়ার এর সকল শিক্ষার্থীদের যাদের জন্য আজকের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ জানাই সকল কোম্পানিকে (স্কয়ার, হিপ্রা, ইয়ন, একমি, এসকেএফ) যারা আমাদেরকে সহযোগিতা করেছেন।

14/06/2022

সুনামগঞ্জের পাথারিয়া বাজারের মঙ্গলবারের গরুর হাট।

কাদাকনাথ 🐓🐓
05/06/2022

কাদাকনাথ 🐓🐓

বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ 🥛🥛🥛
01/06/2022

বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ 🥛🥛🥛

মহিষ 🐃অতিরিক্ত মুনাফার আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারা দেশে ধোঁকা দিয়ে ভোক্তাদের কাছে প্রতারণা করে মহিষের মাংসকে গরু...
27/05/2022

মহিষ 🐃

অতিরিক্ত মুনাফার আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারা দেশে ধোঁকা দিয়ে ভোক্তাদের কাছে প্রতারণা করে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করে আসছে। কারণ মহিষের মাংসের দাম আমাদের দেশে তুলনামূলক গরুর মাংসের চেয়ে কম হওয়ায় ভোক্তাদের অনেকের মধ্যে মহিষের মাংস সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। যদিও গুণে ও মানে গরুর চেয়ে মহিষের মাংস ও দুধের পুষ্টিগুণ অনেক বেশি ও বেশ স্বাস্থ্যসম্মত। হয়তো এ কারণে চট্টগ্রামের কিছু কিছু এলাকায় মহিষের মাংস বেশ জনপ্রিয় এবং অনেকে গরুর পরিবর্তে মহিষ দিয়ে কোরবানিও দিতে পছন্দ করে।

মহিষের মাংসে কোলেস্টেরলের পরিমাণ মুরগির চেয়েও কম। এতে ক্যালরি ও প্রয়োজনীয় চর্বিজাতীয় উপাদান গরুর দুধের তুলনায় অনেক বেশি। এ ছাড়া গুরুত্বপূর্ণ খনিজ এবং ভিটামিনের উপস্থিতির কারণে মহিষের দুধ গরুর তুলনায় বেশি স্বাস্থ্যসম্মত। মহিষের দুধের ফ্যাটের পরিমাণ গরুর দুধের প্রায় দ্বিগুণ। একারণে মহিষের দুধের তৈরি দই এর স্বাদ অনেক বেশি।

ছবি তুলেছেনঃ ডাঃ মোঃ আনিসুর রহমান। দরবস্ত, জৈন্তাপুর, সিলেট এর বাজার থেকে।

Address

Bandhon D/10, Noapara, Kalibari Road
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801756584556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Veterinary Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Veterinary Services:

Videos

Share

Category


Other Veterinarians in Sylhet

Show All