সখিপুরের শৌখিন মানুষ, Arif Hasan ভাই এর দুইটা বাবু ও তাদের সাম্রাজ্য । মাশাআল্লাহ । মানুষের দুঃখ-ক্লান্তি দুর করার মেশিন এই কিউটের ডিব্বা গুলো।
30 th Second. আখ মারে, ও লেড়কা আখ মারে ।
He is just flirting somone with eye. 😉😉
সখিপুরে, গ্রামের রাস্তা ধরে বাইকে যাচ্ছিলাম,
হঠাৎ দেখি তিনি রাস্তার একপাশ দিয়ে আভিজাত্যের সহিত হেটে যাচ্ছে ।
ডাক দিলাম আর কাছে চলে আসলো। একটু আদর করে দিলাম।
মাশাল্লাহ.!!!! সেও ডাক্তার চিনে।
#AdoptPost
এই কিউটের ডিব্বাগুলো অ্যাডপ্ট দেওয়া হবে।
লোকেশন: শরিফ ভেটেরিনারি, পার্কের বাজার, টাঙ্গাইল
অসম্ভব সুন্দর এই "ল্যাব্রাডর" বাবুকে কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিন করিয়ে দিয়েছি।
প্রাণির যে কোন সমস্যায় ও Vaccine এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে
Nagor Pets & Vets
অথবা 01521116801
Like/Follow, share
মিটুর বংশটাই উৎসর্গ করা হলো।
সার্জারিতে ছিলাম Dr. Pabitra Dada ও আমি( Roknuzzman Md )। আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে ভবিষ্যত ডাক্তার Abir Ahmed ও Zobayer Rasel .
প্রাণির যেকোন সমস্যা ও অপারেশনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ।
01521116801,
অথবা ইনবক্স করুন Nagor Pets & Vets
Like/Follow, share করে পাশে থাকুন ।
এই ফরেইন কুকুরগুলোর রুটিন চেকআপ ও চিকিত্সা দেওয়া হলো।
Follow & like @ Nagor Pets & Vets
প্রাণির যে কোন সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে
01521116801
বিড়ালের পায়ের গ্যাংগ্রিনের অপারেশন ।
বিল্লির পায়ে গ্যাংগ্রিন হয়ে পোকা হয়েছিল। এই অবস্থায় Tangail Animal Society ও Samanta Haque Tamanna আপু রেসকিউ করেছিলেন । কয়েকদিন ড্রেসিং এর পরে আজকে Leg Amputation সার্জারি করা হলো। সবাই বিল্লির জন্যে দোয়া করবেন ।
প্রাণির যে কোন সমস্যায় যোগাযোগ করুন।
Nagor Pets & Vets
01521-116801
সমগ্র বাংলাদেশ ।
অবলা প্রাণিরও যে খুশি হওয়ার উপলক্ষ থাকে, সেটা ট্রিটমেন্ট করতে এসে বুঝতে পেরেছি। টাস/ঝিন্জি/UPF সমস্যায় হাটাচলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল😢😢।
অপারেশনের পর খুশিতে শুধু হেটেই চলেছে। থামতেই চাচ্ছেনা😀😀😀
Like/Follow, Invite @ Nagor Pets & Vets .
প্রাণির যে কোন সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে #01521116801.
UPF/ ঝিন্জি/ ঝংকা/টাস লাগা/শিরটানা এর সফল অপারেশন ।
👉এই UPF/ঝিন্জি/টাস্/শিরটানা/ঝংকা রোগে অনেক খামারী ভয়ে আর্থিক ক্ষতিতে গরু বিক্রি করে দেয় ।
👉আলহামদুলিল্লাহ, আমার 125 তম এই রোগের সফল সার্জারি।
👉দেশের যেকোন প্রান্ত থেকে, প্রাণির যে কোন সমস্যায় Nagor Pets & Vets এর সাথে যোগাযোগ করুন।
👉Like/Follow, Invite, share করুন। অন্যদের মাঝেও সচেতনতা ছড়িয়ে দিন।
Happy World Veterinary Day!!!
👉একসঙ্গে একাধিক কুকুর পালনের ক্ষেত্রে বিশেষ করে মেটিং এর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে।
যেন একজন আরেকজনকে বিরক্ত না করে।
মেটিং-এর সময় বিরক্ত করলে, ডগ অনেক বেশি এগ্রেসিভ হয়ে যায় ।
Pet Corner এর কালিয়া(ফ্রেন্স ম্যাস্টিফ)-কে কামড় দিয়েছে কেনেলেরই আরেকটা গোল্ডেন রিট্রায়ভার কাপল।
অপরাধ, বিরক্ত করা।
একদিন পরে যখন বুঝতে পেরেছে, ততক্ষণে ক্ষতস্থানে ইনফেকশন হয়ে মাংস পচে গেছে। ড্রেসিং পচা মাংস কেটে বের করা হলো।
প্রাণির যে কোন সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে, Follow/Like @
Nagor Pets & Vets .
Share করে অন্যদের মাঝেও সচেতনতা বৃদ্ধি করুন।
যেসব পেট প্যারেন্টস্ পার্সিয়ান বিড়াল পালন করতেছেন,
*অবশ্যই এই গরমে পশম/চুল ট্রিম করিয়ে নিন।
এতে প্রচন্ড গরমে ঘাম থেকে বিভিন্ন স্কিন ডিজিজ ও ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যাবে 90%।
*পর্যাপ্ত বিশুদ্ধ পানি খেতে দিন।
*মাঝে মাঝে স্যালাইন খেতে দিন। গরমে ঘামের সাথে শরীরের মিনারেল আয়ন গুলো বের হয়ে যায় । এই আয়নের ঘাটতি পূরণ হবে।
*সপ্তাহে অন্তত একবার গোসল করিয়ে দিন।
*যেকোন সমস্যায় দ্রুত রেজিস্টারড ভেট দেখান।
প্রাণির যে কোন সমস্যায় যোগাযোগ করুন ।
01521116801
Like/Follow, Invite & inbox @
Nagor Pets & Vets
চারিদিকে শুধু ভাইরাস আর ফ্ল!!!! Virus এবংDog flue, Cat Flue মহামারী শুরু হয়েছে!!
আপনার আদরের বাবুটিকে দ্রুত ভ্যাকসিন করিয়ে নিন।
যাদের পেট্-এর ফ্লু হয়েছে, তারা জানে, একবার ফ্লু হলে ভ্যাকসিনের চেয়েও কয়েকগুণ বেশি খরচ হয় এবং সাথে টেনশন। তবু অঘটনের রিস্ক তো আছেই।
Share করে অন্যদেরকেও সচেতন করুন।
প্রাণির যে কোন সমস্যায় Nagor Pets & Vets এর সাথে যোগাযোগ করুন 01521116801।
#PetCorner Tangail, এর 'মায়া' কে Dog Combined ভ্যাকসিন করা হলো। কেও মানসম্মত জাতের কুকুর নিতে চাইলে, Pet Corner (link প্রথম কমেন্টে) এ যোগাযোগ করতে পারেন ।
প্রাণির যে কোন সমস্যায়, Nagor Pets & Vets এর সাথে যোগাযোগ করুন(01521116801)।
Like/Follow & invite your friends.