Modak Aviary

Modak Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Modak Aviary, Pet service, narandiya, Tangail.

30/06/2024
30/06/2024
ব্লু অপলাইন
14/04/2024

ব্লু অপলাইন

Opline ❤️💙
04/04/2024

Opline ❤️💙

06/03/2024

(Egg binding )সারাজীবন শুনেই গেছি কিন্তু কখনো এমন পরিস্থিতির শিকার হতে হয়নি ,আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে পরে একপর্যায়ে দিশেহারা অবস্থায় ছিলাম তারপর আমার বড় ভাই মাহমুদুল হাসান সোহান ভাইয়ের শরণাপন্ন হই ভাইয়ের পরামর্শে এখন পুরোপুরি সুস্থ ,পাখি এবং পাখির মালিক।

23/02/2024

কবুতর 🤍❤️

23/02/2024

বলেনতো গাছের নামটা কি?

  চট্টগ্রাম নগরী
06/02/2024



চট্টগ্রাম নগরী

ছোটু❤️‍🔥💙
28/12/2023

ছোটু❤️‍🔥💙

24/12/2023

Feeding my Chotu🐥
Modak Aviary
Shemanto Modak

পাখি কি মেলওয়ার্ম (mealworm)খায়? উত্তরঃ কোন ধরনের চিন্তা ছাড়াই আপনি পাখিকে মেলওয়ার্ম খাওয়াতে পারেন, কোন ধরনের ঝুকি ছাড়া।...
29/11/2023

পাখি কি মেলওয়ার্ম (mealworm)খায়?

উত্তরঃ কোন ধরনের চিন্তা ছাড়াই আপনি পাখিকে মেলওয়ার্ম খাওয়াতে পারেন, কোন ধরনের ঝুকি ছাড়া।

শুকনো মেলওয়ার্ম ফ্যাট এবং প্রোটনের অনেক বড় সোর্স। মেলওয়ার্মে ৫০% ফ্যাট, ২৫% প্রোটিন, ১৫% কার্বোহাইড্রেট আছে। এছাড়াও ভিটামিন বি১ (থায়ামিন), ভিটামিন বি২ (রিবোফ্লাভিন) এবং ভিটামিন বি১২ রয়েছে। এই ভিটামিনগুলো পাখির ক্রপের খাবার থেকে শক্তি উৎপাদন করতে সহায়তা করে। আর এই উৎপাদিত শক্তিই পাখিকে প্রাণোজ্জ্বল রাখে। যাকে আমরা বলি একটিভিটি😊 তাছাড়া পাখির ফেদারের সৌন্দর্য বৃদ্ধি, পেশীর সঠিক বৃদ্ধি, ডিমের উর্বরতা বৃদ্ধি, পাখির শারীরিক বৃদ্ধিসহ আরো বেশকিছু কাজ করে মেলওয়ার্ম।

কি, মেলওয়ার্মের বিশাল গুণ দেখেই পাখিকে খাওয়ানোর সিদ্ধান্ত নিলে হবে? এই মেলওয়ার্মের কিছু গুণ এবেং বেগুন😁আছে। গুণগুলো মোটামুটি ক্লিয়ার করেছি। তাহলে এবার বেগুন😁 নিয়ে কিছু বলি।

💢 পাখির ওজন বেড়ে যাবে, শরীরে চর্বি জমে যেতে পারেঃ

মেলওয়ার্মকে ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের গোডাউন বলা চলে। পাখির শরীরে এগুলো কার্যকরী ভূমিকা পালন করে ঠিকই, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তার ফলাফল খুবই বেদনাদায়ক।

হাই প্রোটিনের সোর্স হিসেবে ব্রিডের সময় পাখিকে দিতে পারেন। তবে সেটা অবশ্যই সপ্তাহে ১ বা সর্বোচ্চ ২ দিন। পাখির ফ্যাট এড়াতে এ বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।

💢 পাখি ডিহাইড্রেট হয়ে যেতে পারেঃ

শুকনো মেলওয়ার্ম অতিরিক্ত খাওয়ার কারনে পাখি ডিহাইড্রেট হতে পারে। অপরদিকে লাইভ মেলওয়ার্ম পাখিকে হাইড্রেট রাখতে সহায়তা করে।

💢 পাখির পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশিঃ

প্রচুর প্রোটিন এবং ডায়েটারি ফাইবারের কারনে পাখির পুপ্সে পানির পরিমাণ বেড়ে যেতে পারে। এতে ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকে।

তাহলে কি বুঝলেন? উপরের সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু আমরা বুঝতে পারলাম যে, শুধু মেলওয়ার্মই না, পাখির যত ভালো আর পুস্টিকর হোক না কেন, অতিরিক্ত হলেই তা হিতে বিপরীত হবে😊

💢 পাখিকে মেলওয়ার্ম কিভাবে খাওয়াবেন?

কিছু কিছু পাখি যেমন ফিঞ্চ, জাভা, বাজরিগার মেলওয়ার্ম খুব সহজেই খায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো পাউডার করে সফটফুডে মিশিয়ে দিতে পারেন সপ্তাহে ১ বা ২ দিন।

copy by Sadrul Arefin -The bird keeper

Blue opaline 💙❤️‍🔥Baby bird Modak Aviary lovebirdsLove Bird Society of BangladeshLovebird Development in BangladeshLoveb...
27/11/2023

Blue opaline 💙❤️‍🔥
Baby bird

Modak Aviary
lovebirds
Love Bird Society of Bangladesh
Lovebird Development in Bangladesh
Lovebird Dhaka Bangladesh🇧🇩
Lovebird's Breeding & Caring Development of Bangladesh
Lovebird Lover Dhaka Bangladesh♥🇧🇩♥ ALL Bird's

03/08/2023

🦜🦜কিছু ক্ষুদ্র তথ্য 🦜🦜

★ Male = 1.0
★ Female = 0.1
★ Split = /
★ মেল স্প্লিট অপালাইন হয়। কিন্তু ফিমেল কখনও স্প্লিট অপালাইন হয় না।
★ Euwing কখনও স্প্লিট হয় না।
★ Pairing এ মেল ফিমেল দুইটাই Split হলে বেবি possible split হয়।
আবার, Pairing এ যেকোনো একটা split হলেও বেবি possible split হয়।
★ লাভবার্ডে ২টি সিরিজ হয়।
Blue series and Green series.
★ Blue series birds = Blue,Cobult, Violet,Mouve,Parblue, Albino, Cremino.
★ Blue series হচ্ছে Recessive.( split hoy)
★ Green series birds = Green, Yellow
★ Green series হচ্ছে Dominant.
★ DEC = Dark Eye Clear
★ Cobult = D blue
Mouve = DD blue
Albino = Blue NSLino
Lutino = NSLino
Parblue = Blue1Blue2 (B1B2)
★ DEC parblue /ino = DECino parblue
DEC blue /ino = DECino blue
DEC green/ ino = DECino green
★ Euwing ২ রকম।
SF euwing and DF euwing.
★ SF euwing = Incomplete Dominant
★ DF euwing = Dominant
★ Violet ২ রকম।
SF violet and DF violet
★ SF violet = Incomplete Dominant
★ DF violet = Dominant
(collected )

লাভ বার্ডস গ্রীন পাইড৪/৫ মাসModak Aviary
02/07/2023

লাভ বার্ডস
গ্রীন পাইড
৪/৫ মাস
Modak Aviary

Red eye yellow
01/07/2023

Red eye yellow

টেইম ,গ্রিন ফিসার সোল্ড আউট Modak Aviary
03/06/2023

টেইম ,গ্রিন ফিসার
সোল্ড আউট
Modak Aviary

Address

Narandiya
Tangail
1976

Alerts

Be the first to know and let us send you an email when Modak Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Modak Aviary:

Videos

Share

Category

Nearby pet stores & pet services