ঘটনাক্রম ১ঃ বিড়ালের নরমাল ঠান্ডার জন্য পেট প্যারেন্টস নিকটস্থ পশু হসপিটালে নিয়ে যায়, সেখানে বিড়ালটিকে চেকআপ না করেই মন মর্জি কিছু মেডিসিন (হাস-মুরগীর ঔষধ) প্রেসক্রাইভ করেন সেখানে দায়িত্বে থাকা ব্যক্তি। অতঃপর, ঔষধ গুলো নিয়ম করে খাওয়ানোর পর টক্সিসিটি থেকে বিড়াল মারা যায় যায় অবস্থা।
ঘটনাক্রম ২ঃ পরবর্তীতে ২ দিন পর আমাদের চেম্বারে আসেন পেট প্যারেন্টস। তাদের কান্নায় চেম্বারের পরিবেশ আরও ভারী হয়ে উঠে। আমরা চিকিৎসা শুরু করি পূর্বের সব রোগের উপসর্গ শুনে। একদিকে তার শরীরের বিষক্রিয়া দূর করা, অন্যদিকে শ্বাসনালী দিয়ে খাবার যাবার কারণে Aspirations pneumonia এর মত প্রাণঘাতী রোগ দমন করা, সব মিলিয়ে আমাদের অনেক বেগ পেতে হয় বাচ্চাটিকে সুস্থ করতে।। অবশেষে চারদিনের চিকিৎসা নিয়ে বাচ্চাটি এখন খাচ্ছে এবং তার প্যারেন্টস এরও চোখে মুখে হাসি ফুটেছে।
আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।
[
#অক্সি গতকাল সকালেও খুড়িয়ে খুড়িয়ে হাটতেছিলো। একদিনের মেডিকেশন এ সে
আলহামদুলিল্লাহ সুস্থ। খাওয়া দাওয়া সব নরমাল এখন তার। তাহার প্যারেন্টসও অনেক খুশি তার সুস্থতা দেখে
#Traumatin_injury #injury #cat #local_breed #লোকেশনঃ #স্পেয়িং #নামঃ #oxy #vet_pet_care_of_Tangail
#স্পেয়িং #নিউটার #kitty #flu_vaccination #লাটিম #International_Cat_Day #cat_biting_injury #ফ্লু
Desexing of Brawny
#Neuter
#veterinary Vet & Pet Care of Tangail
ভ্যাকসিন করলে বাকীরা রাগ করে,
আর, উনি মনের আনন্দে কার্টুন দেখতেছে 😂
#ভ্যাক্সিনেশন #ফ্লু #Rabies #Home_Services #ব্রিডঃ #ডলার #cat #vaccination
চেম্বারঃ কুমুদিনী কলেজ রোড, বিশ্বাস বেতকা, টাংগাইল
মোবাইলঃ 01798-470516
সেবা 💉🩺
সাথে কিছু দৃশ্যপট।
[ ফ্লু এবং জলাতঙ্ক এর ভ্যাকসিন প্রদান কালে ]
#Flu #Rabies #vaccination
এই বিবাদ কি থামাতে পারবে ডাক্তার সাহেব?
#love #cat #Tangail
ইদ মোবারক সবাইকে আমাদের Vet & Pet Care of Tangail এর পক্ষ থেকে।
রাত ১১:৪৫ এ কল আসে দেলদুয়ার থেকে,
অবস্থা সিরিয়াস হওয়ার কারণে আমাদের চেম্বারে নিয়ে আসতে বলি।
যখন নিয়ে আসে রাত তখন ১২:৩০ প্রায়।
আলহামদুলিল্লাহ, চিকিৎসা দেয়া হয়েছে।
সুস্থ হয়ে যাবে ইন শা আল্লাহ।
ভেটেরেনারী পেশাটাও জরুরি সেবার আওতাধীন হওয়া সময়ের দাবী।
#প্যারাসিটামল_টক্সিসিটি #ভেট #ডলার #ফ্লু #pets_safari #traumatic_injury #নামঃ #ব্রিডঃ #অল্পবিদ্যা_ভয়ংকরী #লোকেশনঃ
মিনু এখন সম্পূর্ণ সুস্থ।
আলহামদুলিল্লাহ।
নাপা খেয়ে সে মরণাপন্ন অবস্থা থেকেও ৩ দিনের চিকিৎসায় আল্লাহর রহমতে সে সুস্থ এখন।
#প্যারাসিটামল_টক্সিসিটি
নামঃ সন্দেশ
ব্রিডঃ Lhasa Apso
লোকেশনঃ থানাপাড়া,টাংগাইল সদর
⏭️✅ সন্দেশ এর কম্বাইন্ড ভ্যাকসিন এবং জলাতঙ্ক এর ভ্যাকসিন সম্পন্ন করা হলো। সে খুব শান্ত এবং প্রভুভক্ত।
কিছুদিন আগে তাহার গ্রুমিং করে দেয়া হয় আমাদের পেট ক্লিনিক থেকেই। তাহার সুস্থতা কামনা করতেছি।
✅➡️ সন্দেশ এর মালিক হচ্ছেন একজন হিউম্যান ডক্টর। পোষাপ্রাণীর ডক্টর হয়ে তাহার বাসায় সেবা দিতে পেরে আমাদের সেবাদান স্বার্থক।
যেকোনো সার্জারী বা অপারেশন এর জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করুনঃ
ডাঃ মোঃ খালিদ হাসান
ডিভিএম (বশেমুরকৃবি)
সিটি (বিভিপিজিআই)
সার্জন,কনসালট্যান্ট ➡️ Vet & Pet Care of Tangail
মোবাইলঃ 01798470516
ঘটনাক্রমঃ
কিউট আদুরে বিড়ালটি ৫ তলা থেকে পড়ে যায় নিচে 😭 এবং খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়। প্রথমদিন গিয়ে তাকে প্যারালাইজড অবস্থায় পাই [ ভিডিওতে দেয়া আছে ]। তার সুস্থ হওয়া নিয়ে শঙ্কায় ছিলাম এবং ভেবেছিলাম লং টার্ম তার ট্রিটমেন্ট করতে হবে।
আলহামদুলিল্লাহ, চিকিৎসা গ্রহণের ৪ দিনের দিন সে খুব স্বাভাবিকভাবে হাটতেছে [ ভিডিওতে ]।
তাহার পেট প্যারেন্টস এর নার্সিং তাকে আরও সহজ করেছে সুস্থ হতে।বাকীটা আমাদের প্রচেষ্টা।
#রোগীর_নামঃ মিনু (ডক্টরের দেয়া নাম)
#লোকেশনঃ LGED মোড়, টাংগাইল
#পেট_প্যারেন্টসঃ Annur Sarker
-------------------------------------------------------------------
💥 ক্লিনিক সার্ভিসঃ পূর্বে সিরিয়াল নিতে হবে।
💥 হোম সার্ভিসঃ পূর্বে সিরিয়াল নিতে হবে।
💥 অনলাইন কনসালটেন্সিঃ ২৪ ঘন্টা
-------------------------------------------------------------------
সেবা পেতে,
যোগাযোগ করুনঃ
ডাঃ মোঃ খালিদ হাসান
DVM (BSMRAU), CT(BVPGI)
BVC Reg. No: 8150
Owner & Consultant Vet & Pet Care of Tangail
Mobile: 01798-470516 (what's app)
E-mail:khalidhas
ঘটনাক্রমঃ
কিউট আদুরে বিড়ালটি ৫ তলা থেকে পড়ে যায় নিচে 😭 এবং খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়। প্রথমদিন গিয়ে তাকে প্যারালাইজড অবস্থায় পাই [ ভিডিওতে দেয়া আছে]। তার সুস্থ হওয়া নিয়ে শঙ্কায় ছিলাম এবং ভেবেছিলাম লং টার্ম তার ট্রিটমেন্ট করতে হবে।
আলহামদুলিল্লাহ, চিকিৎসা গ্রহণের ৪ দিনের দিন সে খুব স্বাভাবিকভাবে হাটতেছে [ ভিডিওতে]।
তাহার পেট প্যারেন্টস এর নার্সিং তাকে আরও সহজ করেছে সুস্থ হতে।বাকীটা আমাদের প্রচেষ্টা।
#রোগীর_নামঃ মিনু (ডক্টরের দেয়া নাম)
#লোকেশনঃ LGED মোড়, টাংগাইল
#পেট_প্যারেন্টসঃ Annur Sarker
-------------------------------------------------------------------
💥 ক্লিনিক সার্ভিসঃ পূর্বে সিরিয়াল নিতে হবে।
💥 হোম সার্ভিসঃ পূর্বে সিরিয়াল নিতে হবে।
💥 অনলাইন কনসালটেন্সিঃ ২৪ ঘন্টা
-------------------------------------------------------------------
সেবা পেতে,
যোগাযোগ করুনঃ
ডাঃ মোঃ খালিদ হাসান
DVM (BSMRAU), CT(BVPGI)
BVC Reg. No: 8150
Owner & Consultant Vet & Pet Care of Tangail
Mobile: 01798-470516 (what's app)
E-mail:khalidhasan1