পাখালিয়ানা - টংগী, গাজীপুর

পাখালিয়ানা - টংগী, গাজীপুর ভালো মানের পাখির জন্য লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন �
(1)

আসসালামু আলাইকুম নতুন বছরের নতুন দিনটি শুরু হোক মহান রবের প্রশংসায়, আলহামদুলিল্লাহ __ 💞
01/01/2024

আসসালামু আলাইকুম

নতুন বছরের নতুন দিনটি শুরু হোক মহান রবের প্রশংসায়,
আলহামদুলিল্লাহ __ 💞

18/12/2023
      অনেক দিন আগে আমার কাছ থেকে ২ জোড়া বাজরিগার নিয়েছিলো 😊
17/10/2023


অনেক দিন আগে আমার কাছ থেকে ২ জোড়া বাজরিগার নিয়েছিলো 😊

আপানাদের যাদের অল্প পাখি আছে, যারা পুরো বোতল কিনলে নষ্ট হয়ে যাবে বা দাম অনেক বেশি এই চিন্তা করে আপনার প্রিয় পাখিকে ব্রিড...
10/10/2023

আপানাদের যাদের অল্প পাখি আছে, যারা পুরো বোতল কিনলে নষ্ট হয়ে যাবে বা দাম অনেক বেশি এই চিন্তা করে আপনার প্রিয় পাখিকে ব্রিডিং কোর্স করাচ্ছেন না বা কোন সাপ্লিমেন্ট দিচ্ছেন না তাদের জন্য সুখবর!!
আপনারা চাইলে আমার কাছ থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু লুজ মেডিসিন বোতল বা প্যাকেট ভেংগে আমার কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন।
আমার লোকেশন: টংগী, কলেজ রোড।

পাখির খাঁচার ট্রেতে পরে থাকা উচ্ছিষ্ট কোন খাবারই যেন পাখি খেতে না পারে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন, অনেক সুফল পাবেন। সবার...
05/10/2023

পাখির খাঁচার ট্রেতে পরে থাকা উচ্ছিষ্ট কোন খাবারই যেন পাখি খেতে না পারে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন, অনেক সুফল পাবেন।

সবার প্রিয় পাখিগুলো ভালো থাকুক 🥰

পাখিরা মানুষের মতো কথা বলে কীভাবে??স্বাভাবিকভাবে আমাদের জন্য ঠোঁট না নাড়িয়ে কথা বলা প্রায় অসম্ভব বিষয়। মজার ব্যাপার হলো,...
01/10/2023

পাখিরা মানুষের মতো কথা বলে কীভাবে??

স্বাভাবিকভাবে আমাদের জন্য ঠোঁট না নাড়িয়ে কথা বলা প্রায় অসম্ভব বিষয়। মজার ব্যাপার হলো, এই প্রায় অসম্ভব বিষয়টি টিয়া, ময়না বা তোতা পাখির কাছে খুব সহজ ও স্বাভাবিক কাজ। মাত্র কয়েকদিন শুনেই হুবহু নকল করতে পারে তারা মানুষের বলা শব্দ। কিন্তু ওদের আমাদের মতো ঠোঁট নেই। শক্ত যে ঠোঁট আছে, তার কোনো ভূমিকা নেই কথা বলার ক্ষেত্রে। নেই ভোকাল কর্ড। তারপরও কীভাবে এত চমৎকারভাবে শব্দ তৈরি করে তারা?

পাখির গলায় ভোকাল কর্ড না থাকলেও আছে সিরিঙ্কস। সিরিঙ্কস হলো, পাখির শরীরে ইংরেজি ওয়াই [Y] আকৃতির ফাঁপা একধরনের বিশেষ অঙ্গ। ফুসফুস ও শ্বাসনালীর মধ্যে এর অবস্থান। পাখি যখন শ্বাস নেয়, তখন বাতাস শ্বাসনালী থেকে সিরিঙ্কসের মধ্য দিয়ে গিয়ে পৌঁছায় ফুসফুসে। শ্বাস-প্রশ্বাসের সময় সিরিঙ্কস কাঁপলে তৈরি হয় শব্দ। স্থিতিস্থাপক পেশি ও নরম রিং বা আংটার মতো হাড়ের সাহায্যে সিরিঙ্কসের এ কম্পন নিয়ন্ত্রণ করতে পারে পাখিরা। ফলে ঠোঁট ছাড়াই তারা গান গাইতে পারে। নিয়ন্ত্রণ আরও বেশি থাকায় মানুষের মতো শব্দ উচ্চারণ করতে পারে টিয়া, ময়না, তোতা বা কাকাতুয়ার মতো পাখিরা। আমাদের মতো ওদের শব্দ মুখে নয়, তৈরি হয় গলায়। ফলে ঠোঁটের সাহায্য ছাড়াই এরা মীনা কার্টুনের সেই মিঠুর মতো স্পষ্ট করে বলতে পারে, ‘আমার নাম মিঠু!’ বলতে পারে আরও নানা শব্দ।

উত্তরা, টংগী, গাজীপুর-এর মধ্যে কেউ পাখি বিক্রি করলে কমেন্টে ছবি দিতে পারেন। পছন্দ হলে আমি ইনবক্সে দাম আলোচনা করে নিবো।ভা...
14/09/2023

উত্তরা, টংগী, গাজীপুর-এর মধ্যে কেউ পাখি বিক্রি করলে কমেন্টে ছবি দিতে পারেন। পছন্দ হলে আমি ইনবক্সে দাম আলোচনা করে নিবো।

ভালো কুয়ালিটির বাজরিগার, লাভবার্ড অথবা ককাটেল। পাখি ১০০% সুস্থ-সবল হতে হবে।

Pic

পাখি কেন পালি? পাখি পেলে কি লাভ হয়? অহেতুক পরিশ্রম। এসব শুনতে হয় আমাদের। এসব শুনতে হয়না এমন পাখাল হয়তো কমই আছে এই দেশে৷ ...
22/08/2023

পাখি কেন পালি?
পাখি পেলে কি লাভ হয়? অহেতুক পরিশ্রম।

এসব শুনতে হয় আমাদের।
এসব শুনতে হয়না এমন পাখাল হয়তো কমই আছে এই দেশে৷

কিন্তু কেন পাখি পালি সেটার উত্তর হচ্ছে, এই রকম কিছু বাচ্চা।

এদের একবার দেখলে যে শান্তিটা পাওয়া যায় সেটা অন্য কোন কিছুতে নাই। 🥰

শুভ সকাল সবাইকে ❤️🥰বাজরিগার পাখি সম্পর্কে কিছু অজানা তথ্য 🤔🤔১। পৃথিবীর বিভিন্ন দেশে বাজরিগার এর বিভিন্ন নাম রয়েছে। যেমনঃ...
12/08/2023

শুভ সকাল সবাইকে ❤️🥰
বাজরিগার পাখি সম্পর্কে কিছু অজানা তথ্য 🤔🤔

১। পৃথিবীর বিভিন্ন দেশে বাজরিগার এর বিভিন্ন নাম রয়েছে। যেমনঃ কেনারি প্যারট, জেব্রা প্যারট,পারাকিট, সেল প্যারট ইত্যাদি।
২। বাজরিগার এর হ্রদ স্পন্দন খুব দ্রুত হয়। মিনিটে এদের প্রায় ৩০০ বার হ্রদ স্পন্দন করে।
৩। সর্বপ্রথম বাজরিগার সবুজ-হলুদ রঙ এর ছিল। এর থেকে অন্য রঙ গুলো বিকাশিত হয়।
৪। সর্ব প্রথম নীল রঙ এর বাজরিগার দেখা যায় ১৮৭৮ সালে।
৫। বাজরিগার এর শরীরে ৩ হাজারের অধিক লোম রয়েছে।
৬। বাজরিগার প্যারানরমাল জিনিস দেখতে পারে।
৭। বাজরিগার এর হাড় এর ফাঁপা অংশ অস্থিমজ্জার পরিবর্তে বায়ু দ্বারা পূর্ণ থাকে।
৮।বাজরিগার এর ঘাড় ১৮০ ডিগ্রী এংগেলে ঘুরাতে পারে যার ফলে বাজরিগার সামনে পিছনে ডানে বায়ে সমান ভাবে ঘাড় ঘুরাতে পারে।
৯। বাজরিগার এর শরীর থেকে ১০-১২ ফোঁটা রক্ত ঝরলেই মারা যায়।
১০।বাজরিগার এর মুত্রাশয় নাই তাই তাঁদের প্রশাব ও মলদ্বার একই প্রবেশদ্বার থেকে প্রস্থান করে।বাজরিগার প্রশাব করে না।।
১১। বাজরিগার এর শ্রবন ক্ষমতা ৪০০-২০,০০০ হার্জ।
১২।বাজরিগার প্রতি ১০-১২ মিনিট পর পর মলত্যাগ করে।

তথ্যসূএ : ইন্টারনেট।

আজ"বিশ্ব বিড়াল দিবস"🥰🥰
09/08/2023

আজ
"বিশ্ব বিড়াল দিবস"
🥰🥰

কিডনি ও লিভার টনিক এর বিকল্প হিসেবে ব্যবহার করুন বথুয়া শাক-কিডনি ও লিভার সুস্থ রাখে এই শাক! এই শাক কোনও জমিতে আলাদাভাবে ...
23/06/2023

কিডনি ও লিভার টনিক এর বিকল্প হিসেবে ব্যবহার করুন বথুয়া শাক-

কিডনি ও লিভার সুস্থ রাখে এই শাক! এই শাক কোনও জমিতে আলাদাভাবে চাষ করা হয় না। তবে গ্রাম-বাংলার মাঠে-ঘাটে, পুকুর পাড়ে, পথের ধারের জমিতে অযত্নেই গজিয়ে ওঠে এই বথুয়া শাক। একটা সময় শুধু শীতকালেই পাওয়া যেত এই শাক। তবে আজকাল মোটামুটি সারা বছরই পাওয়া যায় বথুয়া শাক।

এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, জিংকের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

চেষ্টা করুন আপনার পাখির শরীরের প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গুলো প্রকৃতি থেকে সংগ্রহ করতে।

পরিশেষ এ ভালো থাকুক আপনার ভালোবাসার পাখি গুলো। 🥰

আপনি জানেন কি?বাজেরিগার পাখির শরীরের প্রায় ৩০০০ পালক থাকে!
22/06/2023

আপনি জানেন কি?
বাজেরিগার পাখির শরীরের প্রায় ৩০০০ পালক থাকে!

🔴এলার্ট পোস্ট : কেউ কারো পাখির ক্ষতি অবশ্যই চান না।কিন্তু অজ্ঞতাবশত প্রায় হয়ে যায়।আজকে গ্রুপে পাখিটা দেখে এত বেশি খারাপ ...
12/06/2023

🔴এলার্ট পোস্ট :

কেউ কারো পাখির ক্ষতি অবশ্যই চান না।কিন্তু অজ্ঞতাবশত প্রায় হয়ে যায়।

আজকে গ্রুপে পাখিটা দেখে এত বেশি খারাপ লাগছে যে লেখাটা ওকে দেখেই শুরু করলাম
🎯একটা কথা মনে রাখবেন কোকাটিয়াল খাওয়ার আগে উড়া শিখে।বয়স ২০+দিন প্রায় হওয়ার পর পরই দরজা,জানালা,ফ্যান অফ করে হ্যান্ডফিডিং বা টাইম স্পেন্ড করবেন।
এটা সব পাখির বেলাতেই।

🪀পাখি যতই টেম হোক,অভার কনফিডেন্ট হয়ে ভুলেও হারনেস ছাড়া বাহিরে নিবেন না।এক্সিডেন্টলি উড়ে গেলে কাক বিড়ালের খাবার হবে।

🪀পাখির কেজ যেকোন লক, কাপড়ের ক্লিপ দিয়ে অলয়েজ লক রাখবেন।

🪀কেজের গেট খোলার সময় এক হাত দিয়ে গেপ ধরে রাখবেন, আরেক হাত দিয়ে ভিতরে বাটি আনা নেয়া করবেন।
ব্যাটার হয় বারান্দা জানালা নেট করে ফেললে।

🎯🎯🎯
যেহেতু আমরা পাখি পালি।এনি টাইম এক্সিডেন্টলি ব্যাথা পেতেই পারে।তাই
Celendula Mother কালেকশন করে রাখব ড্রেসিং করার জন্য।

Arnica 200/30, Germany... এটা রাখবেন ব্যাথা কমানোর জন্য।১০০ মিলিতে ৪ ফোটা দিয়ে।
Adult হলে ২০০, babyহলে ৩০ লাগবে।

🪴এছাড়া ন্যাচারাল ট্রিটমেন্ট চটজলদি লাগলে নিম পাতা বয়েল পানি দিয়ে মুছে এলোভেরা লাগায় দিতে হবে। ৩ /৪ ঘন্টা পর পর কন্টিনিউ করা লাগবে।

আমার মনে হয় এই সাধারণ ব্যাপার গুলো খেয়াল রাখলে আমাদের বাচ্চারা ভাল থাকবে।এসব এক্সিডেন্টে থেকে ওরা রক্ষা পাবে।আর ইনস্ট্যান্ট এগুলো করে পাখিকে বাচাতে পারেন।পাশাপাশি এক্সপার্টদের পরামর্শ নিবেন।

(Collected)

আলহামদুলিল্লাহDelivery Done!!পাখিগুলো চলে গেলো টংগী থেকে সিলেট (সুনামগঞ্জ) দূরের পথে পাখালিয়ানা - টংগী, গাজীপুর এর প্রথম...
12/05/2023

আলহামদুলিল্লাহ
Delivery Done!!
পাখিগুলো চলে গেলো টংগী থেকে সিলেট (সুনামগঞ্জ)
দূরের পথে পাখালিয়ানা - টংগী, গাজীপুর এর প্রথম ডেলিভারি।

পাখি যখন ব্রিডে যায়, তখন পাখির মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। তখন তারা অনেক দায়িত্ব বহণ করে। এই দায়িত্ব কি শুধু তাদের...
08/05/2023

পাখি যখন ব্রিডে যায়, তখন পাখির মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। তখন তারা অনেক দায়িত্ব বহণ করে। এই দায়িত্ব কি শুধু তাদের একার? কখনোই না..!কেননা পাখি যখন ডিম বাচ্চা করে, অন্যান্য সময়ের তুলনায় আরও দায়িত্বশীল হয়। সেই সময় একজন পাখালেরও দায়িত্ব তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়া। লক্ষ রাখতে হবে তাদের নিরিবিলি পরিবেশের দিকে, বিশুদ্ধ পানি ও ভালো খাবারের প্রতি। পাখির বাচ্চা হলে যেমন প্যারেন্টস পাখির দায়িত্ব বেড়ে যায়, তেমনি আপনারও দায়িত্ব বাড়াতে হবে। পাখির বাড়তি যত্ন নিতে হবে।

ব্রিডিং মৌসুম চলছে এসময় পাখি ডিম দিবে।। নতুনদের জন্য ডিম দেওয়া পরবর্তী করনীয় গুলো তুলে ধরা হলো🐣পাখির খাচায় তাজা ফল এবং শ...
26/10/2022

ব্রিডিং মৌসুম চলছে এসময় পাখি ডিম দিবে।।

নতুনদের জন্য ডিম দেওয়া পরবর্তী করনীয় গুলো তুলে ধরা হলো

🐣
পাখির খাচায় তাজা ফল এবং শাক সবজি দেন সপ্তাহে ৩ দিন।

🐣
হোম মেড গ্রিডের পাশাপাশি খাচায় সব সময় ক্যাটলফিস বন বা সমুদ্রের ফেনা দিয়ে রাখবেন।

🐣
যেদিন থেকে ডিম দিবে সেদিন থেকে টানা ৫ দিন Hiprachok amino 1ml/1 liter বা (যেকোনো একটা মাল্টিভিটামিন ব্যবহার করবেন).

🐣
প্রয়োজন ছারা বার বার ডিম দেখার জন্য উঁকি দেয়া যাবে না বা ধরা যাবেনা,এতে করে পাখি বিরক্ত হয়ে ডিম ফেলে দিতে পারে বা ডিমে তা দেয়া বন্ধ করে দিতে পারে।

🐣
পাখির ঘড়ের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেস্টা করুন।

🐣
খুব বেশি তাপমাত্রা হলে হাড়ির বাহিরে হালকা করে পানি স্প্রে করবেন।

🐣
এই সময়ে পাখি অনেক দুর্বল থাকে তাই ভালো মানের সিডমিক্স ধুয়ে রোদে শুকিয়ে তারপর খেতে দিবেন।

🐣
টিকটিকি ও তেলাপোকা,ইদুর,বিড়াল, যেন পাখিকে ভয় না দেখায় সেদিকে খেয়াল রাখবেন, ভয় পেলে পাখি ডিমে তা দিবে না।

🐣
খাচার পানি প্রতিদিন ২ বার চেন্জ করে দিবেন। আবহাওয়া ঠান্ডা থাকলে ইক্টু কুসুম গরম পানি মিক্স করে দিবেন।

🐣
২০ থেকে ২২ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে,তাই কান সজাগ রাখেন বাচ্চার কিচির মিচির শব্দ শুনার জন্য ।

#পাখিকে ভালো বাসুন ডিম না দিলেও।
#ঘনঘন ব্রিডে দেয়া থেকে বিরত থাকুন।
#ওদের প্রতি বেশি বেশি কেয়ারফুল হন।
#নিউ এডাল্ট পাখিকে ব্রিডে দিবেন না।
# পাখি একবার ব্রিড করার পর কমপক্ষে ২ মাস রেষ্ট দিয়ে আবার ব্রিডে দিবেন।

ভালো থাকুক সবার প্রিয় পাখি 💞

 #পাখির বাচ্চা জন্মানোর পর করনীয়ঃদীর্ঘ দিন ডিম তা দেয়ার পর পৃথিবীতে আসে বাচ্চারা।তাদের মৃদু কিচমিচ শব্দ আপনাকে জানিয়ে ...
14/10/2022

#পাখির বাচ্চা জন্মানোর পর করনীয়ঃ

দীর্ঘ দিন ডিম তা দেয়ার পর পৃথিবীতে আসে বাচ্চারা।
তাদের মৃদু কিচমিচ শব্দ আপনাকে জানিয়ে দেবে তাদের আগমনী বার্তা । তাদের চাই বিশুদ্ধ পানি, খাবার, নিরাপদ বাসস্থান ও মা-বাবার উষ্ণতা। জন্মের পর থেকে প্রথম ৭ দিন বাচ্চার অবস্থা খুব ই নাজুক থাকে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে তাদের যত্নের
ব্যাপারে। নিচের তগুলো মেনে চললে আপনার পাখির বাচ্চা ভালো থাকবে।

🐣
পাখির বাচ্চা হলে পাখি প্রচুর খাবার ও পানি খায়।তাই পাখির খাঁচায় সব সময় পর্যাপ্ত খাবার ও পরিষ্কার বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হবে।

🐣
বাচ্চার হজম শক্তি মা বাবার তুলনায় অনেক কম হয়। তাই খাবারে সামান্য ভুলভাল হলেই বাচ্চা মারা যেতে পারে। সেক্ষেত্রে বাজার থেকে সিডমিক্স কিনে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করতে হবে। অথবা সিডমিক্স কুলায় ঝেড়ে ধুলিমুক্ত করতে হবে। খাবার ধুয়ে রোদে শুকানো উত্তম।

🐣
বাচ্চা হলে পাখি দানাদার খাবার খোসা ছাড়িয়ে খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে যায়। অনেক সময় বাচ্চাদের খাওয়ানো বন্ধ করে দেয়।
তাই পাখিদের নরম জাতীয় খাবার দিবেন। যেন প্যারেন্টস পাখি সহজেই বাচ্চাদের খাওয়াতে পারে।নরম খাবার বলতে এগফুড, সফটফুড, শাক-সবজির কথা বুঝানো হয়েছে।

🐣
অনেক সময় পাখি কোন কারণে ভয় পেলে হাড়ি বা বক্সের ভেতর তাড়াহুড়া করে ঢুকে। এতে বাচ্চারা মা বাবার পায়ের চাপে ব্যাথা পেতে পারে।এমনকি মারা ও যেতে পারে। তাই আপনি যখন তাদের দেখতে যাবেন তখন আস্তে ধীরে যান।

🐣 বাচ্চা বারবার দেখবেন না। এতে উপরোক্ত
সমস্যা হতে পারে। বাচ্চা দেখার জন্য হাড়ি না নামিয়ে আপনার মোবাইলের ক্যামেরা বা ভিডিও অপশনটি ব্যবহার করতে পারেন। এতে বারবার হাড়ি নামানোর প্রয়োজন নেই।

পাখির বাচ্চা হলে যেমন প্যারেন্টস পাখির দায়িত্ব বেড়ে যায়।তেমনি আপনার ও দায়িত্ব বাড়াতে হবে। এবং বাড়তি যত্ন নিতে হবে।

ভালো থাকুক সবার প্রিয় পাখি 💞

ভীষণ সংবেদনশীল পোষা প্রাণীর মধ্যে পাখি অন্যতম। একেবারে দুগ্ধপোষ্য শিশুর মতো যত্ন না পেলে ‘একদিন পাখি উড়ে যাবে’! এই উড়ে য...
18/09/2022

ভীষণ সংবেদনশীল পোষা প্রাণীর মধ্যে পাখি অন্যতম। একেবারে দুগ্ধপোষ্য শিশুর মতো যত্ন না পেলে ‘একদিন পাখি উড়ে যাবে’! এই উড়ে যাওয়ার মানে মৃত্যুও হতে পারে। ফলে পাখি পোষার আগে হাতে যথেষ্ট সময় এবং মনে যথেষ্ট ভালোবাসা আছে কি না, তা যাচাই করুন। সব ঠিক থাকলে পাখি কিনুন দেখেশুনে।যদি নতুন পাখি পুষতে মন স্থির করে থাকেন তাদের জন্য নিম্নোক্ত পরামর্শ ।

🐣

খাঁচার পাখি স্বভাবতই নাজুক প্রকৃতির। এরা কোনো কিছুই ‘অতি’ সহ্য করতে পারে না। অতি রোদ, অতি বাতাস কিংবা অতি শীতে এদের অবস্থা কাহিল হয়ে যায়। ফলে পাখির খাঁচাটি এমন জায়গায় রাখুন, যেখানে সরাসরি রোদ পড়ে না, সরাসরি বাতাস এসে ধাক্কা দেয় না, শীত হানা দেয় না। বৃষ্টির ছাঁটেও এরা কাবু হয়ে যায়।

তাই বারান্দায় খাঁচা রাখলে তিন পাশে স্বচ্ছ প্লাস্টিকের দেয়াল তৈরি করে দিতে পারেন।

🐣🐣

খাবারের ব্যাপারে সতর্ক থাকুন। বিশেষ করে পানির বেলায়। ফুটিয়ে ঠান্ডা করা পানি প্রতিদিন সকালে পাত্রে দিয়ে রাখুন। পানি নোংরা হওয়ামাত্রই আবার বদলে দিন। আর পানির পাত্রটি যেন প্রতিদিন পরিষ্কার থাকে, সেটাও নিশ্চিত করুন। পাখিদের গোসলের জন্য আলাদা পাত্রে দুপুরের দিকে পানি দিয়ে রাখুন। গোসল শেষে সরিয়ে ফেলুন।

🐣🐣🐣

একেক পাখির খাবার একেক রকম। পাখি কেনার আগে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে, গুগলে সার্চ করে জেনে নিন, আপনার পাখির খাবার কী। যেসব খাবার পাখির খাদ্যতালিকায় নেই, তা খাওয়াবেন না। এতে পাখির সমস্যা হবে। আর খাবারের গুণগত মানও যেন ঠিক থাকে, সে ব্যাপারে খেয়াল রাখুন।

🐣🐣🐣🐣

অধিকাংশ পাখি সাধারণ খাবার থেকে ক্যালসিয়ামসহ আরও কিছু খনিজ উপাদান সঠিক মাত্রায় পায় না। তাই খনিজ উপাদানের জোগান দিতে কাটলফিশ বোনের টুকরা, মিনারেল ব্লক খাঁচায় রেখে দিতে হবে। কেবল ধান, গম, যব বা ভুট্টা খাওয়ালেই হয় না; শাক, বরবটি, অ্যালোভেরার রসের মতো খাবার দেওয়াও জরুরি। ফিশার্স লাভবার্ডকে যেমন সপ্তাহে এক দিন শজনেপাতা দিলে উপকার পাবেন।

🐣🐣🐣🐣🐣

খাঁচায় থাকার ফলে পাখিদের ‘শরীরচর্চা’ ঠিকমতো হয় না। এর ব্যবস্থাও আপনাকে করতে হবে। খাঁচার ভেতর ছোট মই, দোলনা, ঝুনঝুনি, প্লাস্টিকের বল রেখে দিন। পাখিরা এসব নিয়ে খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ঠিক থাকবে। হ্যাঁ, পাখিদেরও মন খারাপ হয়। বিষণ্ন পাখি কিছু খায় না, অসুস্থ হয়ে পড়ে দ্রুত। এমনটা বেশি হয় পাখি কোনো অসুখে পড়লে কিংবা সঙ্গীর অভাবে।

🐣🐣🐣🐣🐣🐣

পাখির কাজই হলো অর্ধেক খাবার খাওয়া আর বাকি অর্ধেক ছড়িয়ে–ছিটিয়ে নোংরা করা। এটা মেনে নিতে হবে। আর প্রাকৃতিক কর্ম তো আছেই। তাই পাখির খাঁচা প্রতিদিনই পরিষ্কার করতে হবে।

🐣🐣🐣🐣🐣🐣🐣

পাখিদের বিরক্ত করবেন না। খাঁচার বাইরে থেকে খোঁচাখুঁচি করা, খাবার ছুড়ে দেওয়া, লেজ ধরে টান দেওয়া—একেবারেই করা যাবে না। পাখি ভয়ে থাকলে কিছুই খাবে না, অসুস্থ হয়ে পড়বে। পাখির সঙ্গে বরং কথা বলুন, আস্তে–ধীরে হাত দিয়ে খাবার দিন। অনেক পাখিই তীক্ষ্ণ ঠোট দিয়ে ঠোকর দেয়। পাখির সঙ্গে ভালো আচরণ করলে একসময় দেখবেন আপনাকে আর ঠোকর দেবে না, যা বলবেন তা–ই শুনবে।

বর্ষাকালে আমরা অনেকেই এই ব্যপারটার দিকে গুরুত্ব দেই না।যখন আবহাওয়া ঠান্ডা থাকে, অনেকেই বলে পাখি রুমের দরজা-জানালা বন্ধ ...
17/09/2022

বর্ষাকালে আমরা অনেকেই এই ব্যপারটার দিকে গুরুত্ব দেই না।

যখন আবহাওয়া ঠান্ডা থাকে, অনেকেই বলে পাখি রুমের দরজা-জানালা বন্ধ করে দেওয়া হয়, বারান্দায় পালন করলে বলে খাচা ঢেকে রাখা হয়, আবার অনেকে বলে রুমের তাপমাত্রা ঠিক আছে। তবু পাখি কেন অসুস্থ হয়?

আসলে অসুস্থতা পাখির জমে থাকা পুপ্সের মাধ্যমে ও হয়ে থাকে। অনেকের এই ধারনা মাথায় আসে না।অনেক দিন পর পর ট্রে পরিষ্কার করে।
পাখি যখন পায়খানা করে পাখির পুপ্স খাচার নিচে ট্রে তে গিয়ে জমা হয়, সাধারণত গ্রীষ্মকালে বাতাসে আদ্রতা কম থাকায় পুপ্স শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে আদ্রতা বেশি থাকার কারণে পুপ্স শুকায় না, বরং তা পঁচে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়, যা পাখির জন্য খুবই ক্ষতিকর। আর এই পুপ্সে প্রচুর পরিমাণে ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে, ফলে পাখি খুব সহজেই অসুস্থ হয়ে যায়।
তাই বর্ষাকালে পাখির হাড়ি এবং ট্রে নিয়মিত পরিষ্কার করতে হবে।

১৯৬৫ সালের দৃশ্য। পাখি বিক্রি করছে কলকাতার একটি অজানা অঞ্চলে।
15/09/2022

১৯৬৫ সালের দৃশ্য। পাখি বিক্রি করছে কলকাতার একটি অজানা অঞ্চলে।

লাভবার্ড (ইংরেজি: Lovebird) এর প্রজাতিক নাম “আগাপোরনিস”। গ্রিক ভাষায় আগাপেইন হলো (Agapein) "to love" ও ওর্নিস (Ornis) হ...
09/09/2022

লাভবার্ড (ইংরেজি: Lovebird) এর প্রজাতিক নাম “আগাপোরনিস”। গ্রিক ভাষায় আগাপেইন হলো (Agapein) "to love" ও ওর্নিস (Ornis) হলো ল্যাটিন শব্দ "বার্ড"। সারা পৃথিবীতে এই প্রজাতির পাখিটি লাভ বার্ড নামে পরিচিত। এদের গড় আয়ুঃ ২০ বছর। এরা ৫-৭ ইঞ্ছি বা ১৩ থেকে ১৭ সেন্টিমিটার লম্বা হয়। এদের আদিনিবাস আফ্রিকা এবং মাদাগাস্কার। সারা পৃথিবীতে নয় জাতের লাভ বার্ড দেখা যায়, এর মধ্যে আট জাতের মূল আবাসস্থল আফ্রিকা এবং একটি জাতের মূল আবাসস্থল মাদাগাস্কার। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রজাতি হচ্ছে “Beloved Peach-Faced Lovebird”। এরা সাধারণত ১০-১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে।

পাখির চর্বি  হলে করনীয়ঃ(১) সমস্ত তৈলাক্ত সীড বাদ দিতে হবে, তীল,তিসি,সূর্যমুখি এইসবই বাদ দেবেন সফটফুডে গাজর, রাঙাআলু  গির...
08/09/2022

পাখির চর্বি হলে করনীয়ঃ

(১) সমস্ত তৈলাক্ত সীড বাদ দিতে হবে, তীল,তিসি,সূর্যমুখি এইসবই বাদ দেবেন সফটফুডে গাজর, রাঙাআলু গিরিট করে দেবেন, ভাঙা ভুট্টা সেদ্ধ করে দেবেন।

(২) পাখির চর্বি জমলে করনীয়ঃ পাখিটাকে বড় খাঁচাতে আলাদা করে রাখতে হবে। তেলজাতীয় সিড খাওয়ানো যাবে না ।কলমি শাক, শসা সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে দিবেন।250ml পানিতে 5-6 ফোঁটা লেবুর রস মিশিয়ে একদিন পরপর এক মাস পাখিকে খেতে দিতে হবে।

(৩) ⭐ চর্বি স্বাভাবিক পর্যায়ে হলে করণীয় -
ফ্লাইয়িং কেজে রেখে খাঁচায় পার্চ বা বসার লাঠির সংখ্যা বাড়িয়ে দেবেন। শুধু চিনা আর ধান খেতে দেবেন ১৫ দিন, পাশাপাশি পানির পটে ৭/৮ ফোঁটা লেবুর রস আর ৭/৮ ফোঁটা এসিভি মিশিয়ে খাওয়াবেন প্রতিদিন।

⭐ চর্বি অতিরিক্ত পর্যায়ে হলে করণীয় -
কোলাইন এইচ ২ মিলি ১ লিটার পানিতে মিশিয়ে টানা ১২ থেকে ১৫ দিন দিবেন।

05/09/2022

 #পাখির_ডিম_ফুটে_বাচ্চা বের হবার পরে করনীয়🐣 পাখিদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হবে। প্রয়োজন ছাড়া খাঁচায় হাত দেয়া বা উঁকিঝুঁ...
15/08/2022

#পাখির_ডিম_ফুটে_বাচ্চা বের হবার পরে করনীয়

🐣 পাখিদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হবে। প্রয়োজন ছাড়া খাঁচায় হাত দেয়া বা উঁকিঝুঁকি দেয়া যাবেনা ।

🐣 ডিম ও বাচ্চা খুব জরুরি প্রয়োজন ছাড়া ধরা যাবেনা ।

🐣 পাখির হাড়িতে যেন দিনের কিছু সময় হালকা রোদ যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ।

🐣 প্রতিদিন উন্নত মানের সিড মিক্সের পাশাপাশি তাজা শাকসবজি, ফল, শিদ্ধ ডিম, স্প্রাউট ইত্যাদি দিতে হবে।

🐣 কয়েকদিন পর পর হাড়ি পরিস্কার করে দিতে হবে ।

🐣 বাচ্চাদের শরীরে পালক গজাতে শুরু করলে ২০-২৫ দিন হলে হাড়ি থেকে নামিয়ে মাটির মালসায় দিতে হবে।

সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক 💕
10/07/2022

সবাইকে ঈদের শুভেচ্ছা,
ঈদ মোবারক 💕

আন্তর্জাতিক মানের এভিয়ারি এখন বাংলাদেশেই!ক্রেডিট:Cage Birds Aviariesসবাই শুধু হতাশ হয় পাখির মূল্য কেনো আন্তর্জাতিক মানে...
15/06/2022

আন্তর্জাতিক মানের এভিয়ারি এখন বাংলাদেশেই!

ক্রেডিট:Cage Birds Aviaries

সবাই শুধু হতাশ হয় পাখির মূল্য কেনো আন্তর্জাতিক মানের হয় না,
আপনার এভিয়ারী এর সেটাপ কি আন্তর্জাতিক মানের?!

অধিকাংশ নতুন ব্রিডার দের দেখা যায়:

*খাচা ব্যাবহার করেন মরিচা পরা অথবা ক্ষতিকর রঙের তৈরি অনুন্নত মানের

*খাবার বাটি ও পানির বাটি দিচ্ছেন রিসাইকলেড বাংলা প্লাস্টিকের!

* খাবার দিচ্ছেন শুধু চিনা আর কাউন।

*ট্রে পরিষ্কার করছেন সপ্তাহে একবার!

*খুঁজেন বাজারের সবচে সস্তা খাবার, এক্সেসরিজ

এরপর কিভাবে আশা করেন ভালো মূল্যে আপনার পাখি বিক্রয় হবে?

মানুষ এখন শিক্ষিত হচ্ছে। ইউটিউব, গুগল এর মাধ্যমে অনেক কিছুই শিখছে ও ভালো মানের পাখির চাহিদা ঠিক ই বৃদ্ধি পাচ্ছে যেহেতু ভালো মানের আন্তর্জাতিক ব্রিডার এর অভাব তাই ইমপোর্ট ও বৃদ্ধি পাচ্ছে!

এখন অনেকেই তর্কে জড়াবেন যে সে অনেক উন্নত মানের ব্রিডার।
আছে কি আপনার হুবহু আন্তর্জাতিক মানের কমার্শিয়াল সেটাপ?
চ্যালেঞ্জ দিতে পারবেন বিদেশি ব্রিডার দের?
আছে কি সব সার্টিফিকেট এক্সপোর্ট এর জন্য?
ভ্যাকসিন কি দিয়েছেন সবগুলো যেগুলো এক্সপোর্ট এর জন্য আবশ্যক?!
বিদেশি বায়ার দের ইমপ্রেস করতে পারবেন এভিয়ারী দেখিয়ে?

যদি পারেন এক্সপোর্ট শুরু হবে অতি শীঘ্রই!

শুধু ঐ সমস্ত দুই দিনের আনাড়ি ব্রিডার বা পাখাল রাই কেবল পাখি পালন ছাড়বে কারণ তাদের ভালো কিছু করার ক্ষমতা বা চেষ্টা নেই। আর যাদের আছে যোগ্যতা তারা আগামী ৫ বছরে কি করে দেখতেই পাবেন।

*আমরা পাখি এক্সপোর্ট শীগ্রই শুরু করবো।

(কপি পোষ্ট)

আমাদের পাখাল সমাজে অনেকেই আছে, যারা চিন্তা করে রানিং পাখি কিনে এনেই কিছুদিন রাখলেই ডিম বাচ্চা করবে। কিন্তু বেশিরভাগ সময় ...
04/06/2022

আমাদের পাখাল সমাজে অনেকেই আছে, যারা চিন্তা করে রানিং পাখি কিনে এনেই কিছুদিন রাখলেই ডিম বাচ্চা করবে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় রানিং পাখি কিনে আনার মাস খানিক পরেও ডিম বাচ্চা করে না! মাঝে মাঝে তো কিছু পাখি জোড়াই নেয় না। কারন আপনি রানিং জোড়াটা যার থেকে অথবা যেখান থেকে এনেছেন সেখানকার পরিবেশ আর আপনার পরিবেশ এক না! যার ফলে অনেকের পাখি মাসের পর মাস পরে থাকে ব্রিডিং করে না।

যারা চাচ্ছেন আমি পাখি এনে ব্রিডিং করাবো/ডিম বাচ্চা করাবো তারা সেমি এডাল্ট পাখি জোড়া নিয়ে শুরু করুন, অথবা বেবী নিয়ে শুরু করুন; ইনশাআল্লাহ তারা আপনার পরিবেশের সাথে মানিয়ে নিয়ে ভালোভাবে ব্রিডিং করবে!!

পাখালদের এক দুশ্চিন্তার নাম ক্যানকার।ক্যানকার কি: ক্যানকার বা ট্রাইকোমোনিয়াসিস হলো প্রোটোজোয়া (এককোষী)পরজীবি ঘটিত রোগ।Tr...
01/06/2022

পাখালদের এক দুশ্চিন্তার নাম ক্যানকার।

ক্যানকার কি: ক্যানকার বা ট্রাইকোমোনিয়াসিস হলো প্রোটোজোয়া (এককোষী)পরজীবি ঘটিত রোগ।Trichomonas columbac এবং Trichomonas gallinac নামক প্রোটোজোয়া থেকে এই রোগ হয়।এটা Microscopic Single-Celled Organism.যা পাখির পরিপাক নালিতে বাস করে।
বিশেষত: গলা এমন কি পিত্তনালিতে ও থাকতে পারে।মুক্ত পরিবেশে এই জীবানুটি খুবই ভঙ্গুর এবং পাখির দেহের বাইরে মাত্র কয়েক মিনিট বেঁচে থাকতে পারে।আর এটাই রোগীকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে।আরো একটি সুবিধা হলো যে. এর ফলে পাখির ঘরে থেকে বা আশেপাশের পরিবেশ থেকে এ রোগটি সহজে অন্য পাখিতে সংক্রমিত হতে পরে না।যেমনটা হয় কৃমি আর প্যারাটাফয়েডের ক্ষেত্রে।এইটা প্রধানত বাজেরিগার এবং ফিঞ্চ এ বেশি দেখা যায়।এই প্রোটোজোয়া ভ্রূন আবস্থায় ও আক্রমন করতে পারে।শ্বাসনালি ও ক্রুপে খাবার যাওয়াতে বাঁধার সৃষ্টি করে।এটি পাখিকে খুবই দুর্বল করে ফেলে. পাখি বা হাঁড়ির বাচ্চা একে একে মারা যায়।

লক্ষন:‍‍‍‍‍
১.বাহ্যিক কোন লক্ষন প্রকাশ করবে না।
২.পূর্ণ বয়স্ক পিতামাতা আক্রান্ত কিন্তু প্রকাশ করবে না।
৩.প্রজননের পর বাচ্চা তা প্রকাশ করবে।
৪.নবজাতক বাচ্চা মারা যাবে।
৫.বাচ্চার শরীর লালচে কালো বর্ণ হবে।
৬.গলা ফুলা থাকতে পারে।
৭.পূর্ণ বয়স্ক পাখির ওজন কমতে থাকবে।
৮.হালকা সবুজ পায়খানা হবে।৯.মুখে খাবার লেগে থাকবে।

দীর্ঘকালস্থায়ী লক্ষন:
১.পিতামাতা খাওয়ানো বন্ধ করে দিবে।
২.ওজন হ্রাস হবে (weight loss)
৩.চেহারায় গলবন্ধক এবং নিস্তেজ লাগবে।
৪.ভালো করে দাড়াতে বা তাদের ভারসাম্য বজায় রাখতে অক্ষম হবে।৫.খাদ্যনালী বা শ্বাসনালীতে ক্ষত সৃষ্টি হয় তাই খাবার গিলতে কষ্ট হয়।৬.পাতলা পায়খানা হতে পারে।৭.সংক্রমনের তিন সপ্তাহের মধ্যে পাখি মৃত্যু ঘটতে পারে।৮.সবুজ তরল বা চটচটে তরল মুখ দিয়ে আসতে পারে।

পতিকার:
১.এভেয়ারি পরিস্কার পরিছন্ন রাখতে হবে।২.সব খাবার পাত্র পানির ফিডার জীবানু মুক্ত করতে হবে(ব্লিচিং পাউডার দিয়ে সিদ্ধ বা ভাইরোসিড দিয়ে)
৩.ধোয়া এবং পরিস্কার সীডমিক্স দিতে হবে।
৪.শুষ্ক খাদ্য (commercial soft or egg food) সবসময় মেয়াদ শেষ হবার আগে ব্যবহার করতে হবে।
৫.গরম পানি দিয়ে ডিম মিশ্রিত খাদ্য (Egg Food) দিতে হবে।
৬.ছয় ঘন্টার বেশি পানির মিশ্রন রাখা যাবে নাহ।
৭.শাক-সবজি দেবার আগে ভালো করে ধুয়ে নিতে হবে।৮.দৈনিক সীডমিক্স পরিস্কার করতে হবে।

চিকিৎসা:
সংক্রমন কম হলে:
১.Ronidazole 1gm

Address

College Road
Tongi
1700

Telephone

+8801620388238

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাখালিয়ানা - টংগী, গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Tongi pet stores & pet services

Show All

You may also like