Asansol WINGS and CLAWS

Asansol WINGS and CLAWS Asansol wings and claws is a registered NGO working for the animals in ASANSOL since 2005.

28/04/2024

আমাদের বাড়ির পিছনে জল থৈ থৈ পুকুর আজ শুক নো খটখটে......গরমের সময় ঐ পুকুরে ওরা স্নান করে শরীর শীতল করতো আর তৃষ্ণায় জল পান করতো সেটা না -মানুষ মানে গরু, মোষ, সারমেয় আর পাখিরা সবাই......এই প্রচন্ড দাবদাহতে আমাদের রাস্তার পথ বন্ধুদের জলের অভাবে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে......আমি তাই আমার বাড়ির সামনে কয়েকটা ইট আর প্লাস্টিক দিয়ে এই ছোট্ট জলাধার বানিয়ে দিয়েছি.... সকালে, দুপুরে আর সন্ধ্যায় এই ছোট্ট পুকুরকে জল দিয়ে ভর্তি করে দিচ্ছি..... মহা আনন্দে আমার পথ বন্ধুরা ওখান থেকে জল খাচ্ছে আবার হাত দিয়ে কি সুন্দর ভাবে নিজেদের শরীর ভিজাচ্ছে..... ছাদে এবং বাড়ির বাইরে মাটির পাত্রে পাখির জন্য আলাদা করে জল রেখে দিচ্ছি.... তোমরা যদি কেউ এভাবে ওদের জন্য করতে চাও তাহলে করো পথ বন্ধুদের উপকার হবে

আজ পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রক এবং আসানসোল উইংস এন্ড ক্লজের যৌথ উদ্যোগে আসানসোল পশু হাসপাতালে দুইটি পথ সারমেয়ক...
06/04/2022

আজ পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রক এবং আসানসোল উইংস এন্ড ক্লজের যৌথ উদ্যোগে আসানসোল পশু হাসপাতালে দুইটি পথ সারমেয়কে নির্বিজকরন করা হলো।
ডাঃ ইন্দ্রনীল মুখার্জি, ডাঃ সুমনা ঘরামি এবং মুর্গাশোল পশুহাসপাতালের ডাঃ অনুপ মহাশয় মিলে এই কাজটি সুন্দর ভাবে সম্পন্ন করলেন।

আমাদের চারপাশে অগুনতি পথ সারমেয় ঘুরে বেড়ায়। পথ দুর্ঘটনায়, ঠিক মতো খাবার না পেয়ে অপুষ্টিতে, নানান রকম অসুখে রোগগ্রস্থ হয়ে এবং ওদের উপর করা মানুষের নিষ্ঠুরতার বছরে প্রচুর পথ সারমেয় প্রাণ হারায়।

মুষ্টিমেয় কিছু পশুপ্রেমীর দ্বারা সম্ভব হয় না ওদের সবাইকে বাঁচানো। যদি এই ভাবে সরকারি সহযোগিতায় সব জায়গায় এই নির্বিজকরন করা হয় তবে ওদের সংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব।

আমাদের মতো আর্থিক ভাবে পিছিয়ে পরা সংস্থার একার পক্ষে এই কাজগুলি করা ঠিক মতো কার্যকর করা হয়ে ওঠে না।

আমাদের সংস্থার তরফ থেকে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রককে এবং যে সমস্ত ডাক্তারবাবুরা এই কাজ আজ করলেন এবং আগামীতেও করবেন তাঁদের জানাই কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ।

07/02/2022
এই বাচ্চাগুলো রাস্তায় থাকে। একজন পশুপ্রেমী মহিলা ওদের দেখাশোনা করেন এবং খাবার দেন। ওনার ফ্ল্যাটে রাখতে অসুবিধা আছে এবং ও...
03/02/2022

এই বাচ্চাগুলো রাস্তায় থাকে। একজন পশুপ্রেমী মহিলা ওদের দেখাশোনা করেন এবং খাবার দেন। ওনার ফ্ল্যাটে রাখতে অসুবিধা আছে এবং ওখানকার সোসাইটির মানুষরা এই বাচ্চাগুলোকে ওখানে রাখতে দিতে চাইছেন না... কেউ যদি এদের adopt করতে আগ্রহী হোন আমাদের page এ যোগাযোগ করবেন please...

কালকে Asansol Wings and Claws আবার আরেক একটি পথ সারমেয় শিশুকে adoption করালো। যাঁরা নিলেন তাঁরা অর্থের দিক দিয়ে গরীব কিণ...
21/12/2021

কালকে Asansol Wings and Claws আবার আরেক একটি পথ সারমেয় শিশুকে adoption করালো। যাঁরা নিলেন তাঁরা অর্থের দিক দিয়ে গরীব কিণ্তু মানসিকতায় অনেক ধনী পরিবারকে পিছনে ফেলে দেবে।
একটি পথ সারমেয় এবার নয়টি বাচ্চার জন্ম দিয়েছিলো। তার মধ্যে ছয়টি কয়েকজন নিয়ে নিয়েছেন। বাকী তিনটির মধ্যে একটি কালকে তার ভালোবাসার, আদরের একটি ঘর পেলো।

এখনো আরো দুইটি বাচ্চা অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি নেন আমাদের সাথে যোগাযোগ করবেন।

এই রকম সহৃদয় মানুষ এখনো পৃথিবীতে আছে বলেই কিছু পথ পশু আদরে বেঁচে আছে। অনেকে বাড়িতে রাখতে পারেন না কিণ্তু নিয়মিত ওই সব পথ সারমেয়দের খাবার দেন দুইবেলা করে, অসুস্থতায় চিকিৎসা করে তাদের সুস্থ করে তোলেন।

আমি পৃথিবীর সমস্থ পশুপ্রেমীদের সুস্থতা কামনা করি। আমাদের মতো পশুপ্রেমীরা ভালো থাকলে পথ পশুরাও ভালো থাকবে।

একথা ভুললে চলবে না যে, এই পৃথিবীটা শুধু আমাদের নয়, ওদেরও।

গতকাল ছিলো আন্তর্জাতিক সারমেয় দিবস। আমরা মানুষরাই এই দিনটি নির্ধারণ করেছি,  সারমেয়দের ভালো রাখার জন্য। কিণ্তু আমরা পৃথিব...
27/08/2021

গতকাল ছিলো আন্তর্জাতিক সারমেয় দিবস। আমরা মানুষরাই এই দিনটি নির্ধারণ করেছি, সারমেয়দের ভালো রাখার জন্য। কিণ্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী আমরা মানে মানুষরা সবাই কি এই অবলা নির্বাক প্রাণীদের ভালো থাকতে দিই নাকি ভালো রাখার চেষ্টা করি?

নিচের ছবিগুলো দেখেই বুঝতে পারবেন ওরা আমাদের দ্বারা কি ভাবে আহত হয়, কষ্ট পায়,সময় বিশেষে আমরা ওদের মৃত্যু উপহার দিই।

আসুন আমরা আপনারা সবাই ওদের শুধু একটা বিশেষ দিনে নয়, প্রতিদিনই এই নির্বাক প্রাণীদের ভালো রাখার শপথ নিই।

"Asansol Wings and Claws" প্রতিদিনের মতো বিশ্ব সারমেয় দিবসেও ওদের মাংস ভাত খাইয়েছি।

আহত, অসুস্থ সারমেয়দের চিকিৎসা করেছি।
ওদের একটু ভালো রাখার চেষ্টা করেছি।

20/08/2021

কয়েকদিন আগে নিউটাউন থেকে একটা call এসেছিলো। এক সারমেয় মা তার বাচ্চাদের একটি ঝোপে জন্ম দিয়েছিলো। তারপর কিছুতেই ঐ বাচ্চাদের কাছে যাচ্ছিলো না। খবর পেয়ে আমাদের member গিয়ে ঝোপ থেকে বাচ্চাদের উদ্ধার করে একটি সহৃদয় ব্যক্তির বাড়িতে রেখে ওদের সুস্থ করে তুললেন। দুটি বাচ্চাই অসুস্থ ছিলো একটির নাকে কোনো কিছু কামড়ে বিরাট বড় ফুটো করে দিয়েছিলো। সেই ফুটোতে প্রচুর maggot হয়ে গিয়েছিলো।সেগুলো বের করে, ওর treatment করে এখন বাচ্চারা পুরোপুরি সুস্থ।

ধন্যবাদ জানাই Asansol Wings and Claws এর পক্ষ থেকে ঐ মহান পরিবারকে যাঁরা এই অসহায় প্রাণীগুলোকে আশ্রয় দিয়েছেন 🙏🏻🙏🏻

এখন মা নিয়মিত বাচ্চাদের তার বুকের দুধ খাওয়াছে। বাচ্চাদের আস্তে আস্তে এখন চোখ ফুটছে।

এটা আমাদের পরম পাওয়া আমরা কয়েকটি সদ্য পৃথিবীতে আসা প্রাণকে আপাতত বাঁচিয়ে তুলতে পারলাম।

14/08/2021

Asansol Wings and Claws এর পক্ষ থেকে আজ একটা খুব প্রয়োজনীয় ভিডিও পোষ্ট করছি। সবার কাছে আমার বিনীত আবেদন আপনারা সবাই এই ভিডিওতে যা দেখানো হয়েছে সেইমতো নিজেরা এটা পালন করবেন। তাহলে রাস্তার অবলা, নির্বাক প্রাণীরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের অবহেলায় বা একটা ছোট্ট ভুলের জন্য আহত হবে না।

সে যে মানে না মানা              আঁখি ফিরালে বলে না না না...             মুখো পানে চেয়ে বলে না না না.... আমরা যখনই আমাদের...
05/08/2021

সে যে মানে না মানা
আঁখি ফিরালে বলে না না না...
মুখো পানে চেয়ে বলে না না না....

আমরা যখনই আমাদের পথ বন্ধুদের কাছে যাই করুণ আঁখি মেলে সব সময় যেনো ওরা বলে আমাদের ফেলে চলে যেও না। তোমরা ছাড়া আমরা বড় অসহায়।

ওদের খাইয়ে, অসুস্থতার সেবা করে আমাদের চলে আসতেই হয়। আবার বারবার ছুটে ছুটে যাই আমাদের বন্ধুদের কাছে। কি ব্ন্ধনে যে ওরা পশুপ্রেমীদের জড়িয়ে রাখে সেটা ওদের ভালো না বাসলে উপলব্ধি করা যাবে না।

সবাই এই অবলা প্রাণীদের ভালো বাসুন, ভালো রাখুন 🙏🏻🙏🏻

আমাদের সাধ্য মতো খাওয়ানোর সাথে সাথে নিয়মিত ওদের চিকিৎসাও আমরা করে যাই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে।

"Asansol Wings and Claws" তাদের কাজ নিয়মিত সাধ্য মতো করে যাচ্ছে।

02/08/2021

আমি না ডাকিতে হৃদয় মাঝারে
নিজে এসে ধরা দিয়েছো...
চির আদরের বিনিময়ে সখা
চির অবহেলা পেয়েছো....
আমি দূরে ছুটে যেতে
দু 'হাত পসারি
ধরে কোলে টেনে নিয়েছো....

সত্যি, ওরা যখন লাফিয়ে ঝাঁপিয়ে আমাদের আদর করতে আসে, আমরা, বেশিরভাগ মানুষরা ওদের দূর দূর করে তাড়িয়ে দিই। ওদের আদর বোঝার ক্ষমতা আমাদের প্রায় কারোরই নেই। সারা জীবন ওরা খালি আমাদের থেকে অনাদর, অবহেলা ওসবই পেয়েছে।
ওদের ছেড়ে দূরে যেতে গিয়েও কিছু মানুষ পারে না ওদের ছেড়ে আসতে কারণ ওদের আকুতি ভরা চোখ ওদের দিকে টেনে নিয়ে যায়।

হ্যাঁ ঠিকই বুঝেছেন, আমি রাস্তার অবহেলিত পথ পশুদের বিশেষ করে সারমেয়দের কথা বলছি।
Asansol Wings and Claws ওদের ডাক উপেক্ষা করতে না পেরে বারবার ওদের কাছে ছুটে যায়। ওদের ভালো রাখার চেষ্টা করে যায়।

আমাদের কাছ থেকে সারমেয় বিড়াল, ঘোড়া, ইঁদুর, পাখি এমনকি বন্য শিয়ালও খাবার খায়। আজ কিছু ভিডিও সবার সাথে শেয়ার করলাম।

"সমরঘাতে  অমর করে রূদ্র নিঠুর স্নেহ                   সেই তোমার স্নেহ।।           সব ফুরালে বাকী রহে অদৃশ্য যেই দান     ...
24/07/2021

"সমরঘাতে অমর করে রূদ্র নিঠুর স্নেহ
সেই তোমার স্নেহ।।
সব ফুরালে বাকী রহে অদৃশ্য যেই দান
সেই তো তোমার দান....
সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি
সেই তো আমার তুমি। "

" রবি ঠাকুর"
রবি ঠাকুরের এই কথা কি আমরা মেনে চলি না ভাবি?
যদি ভাবতাম যে সবার মাঝেই ভগবান বিরাজ করেন ওনারই সৃষ্ট জগতের সব জীবের,তবে রাস্তার অবহেলিত প্রাণীরা এতো কষ্টে থাকতো না।

"Asansol Wings and Claws" তাঁদের সামর্থের মধ্যে যথাসাধ্য ভাবে অবলা রাস্তার প্রাণীদের একটু ভালো রাখার চেষ্টা করে যান।

আমরা ওদের খাওয়াবার সাথে সাথে ওদের সুস্থ রাখারও চেষ্টা চালিয়ে যাই।
কেউ যদি আমাদের অবলাদের ভালো রাখার জন্য আমাদের কর্মকান্ডে যোগদান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।

"এই পৃথিবীটা শুধু আমাদের নয়, ওদেরও। "এই আপ্ত বাক্যটা যদি আমরা মনে রাখি তবে রাস্তার অসহায় অনাথ সারমেয় বেড়াল, খাঁচায় বন্দী...
21/07/2021

"এই পৃথিবীটা শুধু আমাদের নয়, ওদেরও। "
এই আপ্ত বাক্যটা যদি আমরা মনে রাখি তবে রাস্তার অসহায় অনাথ সারমেয় বেড়াল, খাঁচায় বন্দী পাখিরা একটু ভালোভাবে বাঁচতে পারে।
রাস্তায় হাজার হাজার পথ সারমেয় (কুকুর )ঘুরে বেড়ায়, কেমন ভাবে তারা বেঁচে থাকে সেটা কি পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা মানুষেরা ভেবে দেখি? না বেশির ভাগ মানুষই ভাবি না ওদের কথা।
যদি ভাবতাম, ওদের প্রতি একটু যত্নবান হতাম তবে ওরা সুস্থ ভাবে একটু বাঁচতে পারতো।
মানুষের পৃথিবীতে ওদের লড়াই করে টিকে থাকতে হয় বলে ওরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়।
শত্রু ও বিপদের মাঝে থাকে বলে ওরা সব সময় সতর্ক ও উৎকর্ন থাকে।

আমাদের প্রত্যেকের বাড়ির সামনেই ওদের দেখা পাওয়া যায়। খেয়াল করো বাড়ি থেকে বেরোবার সাথে সাথে ওরা ল্যাজ নাড়িয়ে, লাফিয়ে ঝাঁপিয়ে ওদের অনুগত্য প্রকাশ করে।

যদি আমাদের মধ্যে কেউ ওদের উদরপূর্তির জন্য এক টুকরো রুটি দিই তবে সারা জীবন ওরা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকে।

বিনা বেতনে কোনো কিছুর প্রত্যাশা ছাড়াই ওরা গৃহস্থের বাড়ি পাহারা দেয়। রাত্রিবেলা আমাদের সতর্ক করার জন্য ওরা চিৎকার করে আর আমরা? ঘুমের ব্যাঘাত হয় বলে প্রায় প্রত্যেকেই ওদের উপর বিরক্ত হই।

এসো আমরা সকলে ওদের প্রতি একটু যত্নবান এবং সহানুভূতিশীল হই তাহলে ওরা একটু ভালোভাবে বাঁচতে পারে।
প্রতিদিনের মতো Asansol Wings and Claws আমাদের পথবন্ধুদের খাবার খাওয়াতে চলে গেছি ওদের কাছে।
আসানসোল আর নবদ্বীপে আমরা ওদের খাবার খাওয়ালাম। সাথে চিকিৎসাও করলাম যতটুকু আমরা জানি।

"আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,            বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া।।       এই যে বিপুল ঢেউ লেগেছে, তোমার মাঝেতে ...
18/07/2021

"আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া।।
এই যে বিপুল ঢেউ লেগেছে, তোমার মাঝেতে উঠুক নেচে,
সকল পরাণ দিক- না- নাড়া "


নিজের স্বার্থ বা আমিত্ব থেকে নিজেকে মুক্ত করে বিশ্বের সকলের সুখ দুঃখের ভাগীদার হয়ে উঠতে পারলেই মনুষ্য জন্ম সার্থক হবে।

মানুষ হলো সবচেয়ে উন্নত বুদ্ধিযুক্ত প্রাণী। আমরা যদি মনুষ্যতর প্রাণীর দুঃখের সময় ওদের পাশে না থাকি তবে ওরা বাঁচবে কি ভাবে?

এখানে কিছু ছবি আছে যা দেখে মনে হয় ভগবান ভাবেন" মানুষ কতো মূর্খ। জগতের সর্ব প্রাণী ঈশ্বরের সৃষ্টি তবু মানুষ পথ পশুদের ভাবে এই পৃথিবীতে ওরা অনাহুত। ওদের যতো খুশি নিপীড়ন করো, দুঃখ দাও কষ্ট দাও, ওদের মারো, মেরে নিশ্চিন্হ করো পৃথিবী থেকে। " তাই তিনি ওদের মানুষের হাত থেকে বাঁচাবার জন্য নিজের কোলে আশ্রয় দিয়েছেন।

নবদ্বীপের এক মন্দিরে এই দৃশ্য দেখা যায়। আমাদের এক সদস্য পথ বন্ধুদের খাওয়াতে গিয়ে এই ভগবান এবং তাঁর দূতের (পুরোহিত )সাক্ষাৎ পায়।

যিনি গৃহীজীবনে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন পরে সংসার ত্যাগ করে সন্যাস নিয়ে ভগবান এবং তাঁরই সৃষ্ট জীব সারমেয় কুলকে নিয়ে দিন যাপন করেন।

প্রতিদিনের মতো আমরা মাংস ভাত নিয়ে ওদের খাইয়ে আসলাম। আসুন আপনারাও সবাই এই কাজে ব্রতী হোন। 🙏🏻🙏🏻

17/07/2021

ঈশ্বরের কাছে সবাই সমান। আমাদের দেওয়া নাম "ইতর প্রাণী"দের সঙ্গে একসাথে থাকতে তিনি পছন্দ করেন এবং তৃপ্তি পান। এই মন্দিরে দেখুন ভগবান কেমন পথ সারমেয়দের সাথে বসবাস করছেন আনন্দের সাথে

আর আমরা?

"তুমি নব নব রূপে এসো প্রাণে             এসো গন্ধে বরনে এসো গানে              এসো চিত্তে সুধাময় হরষে             এসো মুগ্...
13/07/2021

"তুমি নব নব রূপে এসো প্রাণে
এসো গন্ধে বরনে এসো গানে
এসো চিত্তে সুধাময় হরষে
এসো মুগ্ধ মুদিত দু 'নয়ানে। "

রোজকার মতো আমরা "Asansol Wings and Claws"
আমাদের পথ বন্ধুদের জন্য মাংস ভাত এবং বিস্কুট নিয়ে পোঁছে গেছি ওদের কাছে। আসানসোল আর নবদ্বীপের কিছু অঞ্চলের পথ বন্ধুদের আমরা খাওয়ালাম।

আমরা প্রত্যেকেই যদি একটা করে পথ পশুকে খাবার দিই তবে ওরা কেউ অভুক্ত থাকবে না। আসুন না সবাই আমরা নিজের নিজের অঞ্চলের পথ বন্ধুদের নিজেদের সাধ্য মতো খাওয়াই, সেবা করি।

" কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে             নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে...             তোমারো অভিসারে যাবো অগম পারে...
09/07/2021

" কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে...
তোমারো অভিসারে যাবো অগম পারে
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে....
সকলি নিবে কেড়ে,দিবে না তবু ছেড়ে....
মন সরে না যেতে, ফেলিলে কি দায়ে।"

যাকে ভালোবাসা যায় তার ব্যথাতেই আমাদের কান্না আসে, আমরাও ব্যথা পাই। আমাদের পথ বন্ধুদের ভালো লাগা, মন্দ লাগাতে আমাদেরও মনে আনন্দ বেদনা সব জাগে। কি নিবিড় ব্ন্ধনে ওরা আমাদের বেঁধেছে তা পশুকে ভালো না বাসলে বোঝা যাবে না।

প্রতিদিনের মতো Asansol Wings and Claws মাংস ভাত, রুটি নিয়ে পোঁছে গেছি আমাদের পথ বন্ধুদের কাছে।

নদীয়ার নবদ্বীপের এক অঞ্চলে ঘোড়ার মালিক অভাবের তাড়নায় রাস্তায় তার দুটো ঘোড়াকে ছেড়ে দিয়েছেন। আমাদের এক সদস্যা এখন নবদ্বীপে আছেন উনি ওখানে আমাদের পথ বন্ধুদের খাওয়াছেন। প্রতিদিন ঘোড়াকেও খাওয়াছেন। প্রথম দিকে ওই প্রাণী ভয় পাচ্ছিলো কাছে আসতে এখন বুঝে গেছে সব মানুষ ওদের শত্রু নয় কিছু মানুষ ওদের ভালোবাসে ওদের বন্ধু। এখন হাত থেকেই খাবার খাচ্ছে।
আসানসোলের বিভিন্ন জায়গার পথ বন্ধুদের আমরা খাওয়াছি।

খাওয়ানোর সাথে সাথে পথ বন্ধুদের ছোটখাটো চিকিৎসাও আমরা করে যাচ্ছি।

ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,তোমার মতো এমন টানে কেউ তো টানে না.....সত্যিই সবার মুখের দিকে ক্ষুধার্ত উদর ন...
07/07/2021

ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,
তোমার মতো এমন টানে কেউ তো টানে না.....

সত্যিই সবার মুখের দিকে ক্ষুধার্ত উদর নিয়ে উদাস হয়ে একটু খাবারের আশায় আমাদের পথ বন্ধুরা করুন নয়নে তাকিয়ে থাকে।

বেশির ভাগ মানুষেরা এই দৃষ্টিকে উপেক্ষা করে চলে যায়। কিণ্তু প্রকৃত পশুপ্রেমীরা ওদের নীরব ডাককে অবহেলায় ছেড়ে আসতে পারে না। শত প্রতিকুলতার মধ্যেও ওদের ডাকে সাড়া দেয় তখন ওরা আমাদের দিকে ছুটে আসে। পশু প্রেমীদের মতো ভালোবাসার টানে সত্যিই কেউ ওদের টানে না।

রোজকার মতো "Asansol Wings and Claws" মাংস ভাত, বিস্কুট নিয়ে আমাদের পথ বন্ধুদের কাছে পোঁছে গেছি।

মহা আনন্দে সারাদিন অভুক্ত পেটে থাকা পথ বন্ধুরা গোগ্রাসে সেই খাবার যখন খায় আমাদের মন তখন অপরিসীম তৃপ্তি আর আনন্দে ভরে ওঠে।

"জীবে প্রেম করে যেই জনসেই জন সেবিছে ঈশ্বর "                              স্বামী বিবেকানন্দ।আজকের দিনে এই মহান পুরুষ আমাদ...
04/07/2021

"জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর "
স্বামী বিবেকানন্দ।

আজকের দিনে এই মহান পুরুষ আমাদের ছেড়ে অমৃত লোকে যাত্রা করেছিলেন। যুব সমাজের পথ প্রদর্শক এই মহান আত্মা যে বাণী আমাদের জন্য রেখে গেছেন তা আমাদের জীবনে চলার পথে মূল্যবান পাথেয় হয়ে চিরজীবন আমাদের সাহায্য করে যাবে।

ওঁনার মতে জীব মানে শুধু মানুষ নয়, না -মানুষ অর্থাৎ পশু -পাখি সবার সেবা করার কথা স্বামীজী বলে গেছেন।
ওঁনার এই বাণীকে পাথেয় করে আমরা পথ পশুর সেবা করে চলেছি।
স্বামীজীকে জানাই সশ্রদ্ধ প্রণাম 🙏🏻🙏🏻।

মারণ ব্যাধিতে আজ সারা পৃথিবী আক্রান্ত। যার ফলে লক ডাউন। এই লকডাউনে অনেক কিছুই পুরোপুরি বা আংশিক বন্ধ যার ফলে পথ পশুরা নিজেদের খাদ্য সংগ্রহ করতে পারছে না।

Asansol Wings and Claws প্রতিদিন নিজেদের সামর্থ অনুযায়ী পথ বন্ধুদের খাবার খাইয়ে আসছে।

প্রতিদিনের মতো কালকে রাতেও আমরা আসানসোল ষ্টেশন, আসানসোল বাজার, বার্নপুর ব্যাংক রোড, ফতেপুর, গোপালপুর এবং কলকাতার একটি অঞ্চলের পথ বন্ধুদের মাংস ভাত, বিস্কুট খাইয়ে এসেছি। এখন কলকাতায় আমাদের এক সদস্য আছেন উনি ওখানে পথ বন্ধুদের খাওয়াছেন।
আমরা খাওয়াবার সাথে সাথে অবশ্যই ওদের প্রাথমিক চিকিৎসাও করছি প্রয়োজন মতো।
আমাদের এই কর্মযজ্ঞে যদি আপনারা কেউ সহযোগিতার হাত এগিয়ে দিতে চান তবে নিচের paytm number এ সাহায্য করতে পারেন।
Paytm number -9434214590🙏🏻🙏🏻

"তোমারো পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতিতোমারো সেবায় মহান দুঃখ সহিবারে দাও ভকতি.... "ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি...
02/07/2021

"তোমারো পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
তোমারো সেবায় মহান দুঃখ সহিবারে দাও ভকতি.... "

ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যাকে কোনো কাজের দায়িত্ব দাও, তাকে শক্তিও দাও সেই কাজটা সমাধা করার জন্য। 🙏🏻🙏🏻

"Asansol Wings and Claws " এই লক ডাউনে অনাহার ক্লিষ্ট পথ বন্ধুদের মুখে খাবার তুলে দেবার দায়িত্ব নিয়েছে। এই কাজ করতে গিয়ে আমরা যেনো ক্লান্ত হয়ে পিছিয়ে না পরি ,পরম পিতার কাছে আমাদের এই প্রার্থনা। এই কাজের জন্য আমাদের মনে শক্তি, ভক্তি সব যেনো বজায় থাকে প্রভু🙏🏻।
ভক্তি ভালোবাসা এবং শক্তি নিয়ে সুদৃঢ় পদক্ষেপে Asansol Wings and Claws সামনের দিকে এগিয়ে যেতে থাকে পথ পশুদের বন্ধু হয়ে।

প্রতিদিনের মতো আজও আমরা খাবার নিয়ে উপস্থিত হয়েছি আমাদের পথ বন্ধুদের কাছে। সাথে সাথে তাদের অসুস্থতার সেবাও করে যাচ্ছি আনন্দ সহকারে।

মানুষের জন্য মানুষ আছে কিণ্তু এদের মানে না -মানুষের জন্য আমরা ওদের পাশে না থাকলে ওরা বড় অসহায় হয়ে পরবে তাই ওদের পাশে অবশ্যই মানুষদের দাঁড়াতেই হবে।

সব শেষে বলি কাল ছিলো ডাক্তার দিবস। অবলা পশুদের সেবা করার জন্য বিশেষ করে রাস্তার পশুদের সেবার জন্য যে সমস্ত ডাক্তার বাবুরা সর্বদা এগিয়ে আসেন, যত্ন সহকারে ওদের চিকিৎসা করে সুস্থ করে তোলেন তাঁদের জানাই নত মস্তকে কুর্নিশ 🙏🏻🙏🏻। ওঁনারা না থাকলে বিনা চিকিৎসায় এই না -মানুষরা সব মারা যেতো, রোগ যন্ত্রনায় কষ্ট পেতো। 🙏🏻🙏🏻

"তুমি কেমনে মরম পরশিলে মম,কোথা হতে প্রাণ কেড়ে আনতাহা তুমি জানো হে, তুমি জানো..."আমাদের মন সত্যিই এরা মানে আমাদের পথ বন্ধ...
01/07/2021

"তুমি কেমনে মরম পরশিলে মম,
কোথা হতে প্রাণ কেড়ে আন
তাহা তুমি জানো হে, তুমি জানো..."

আমাদের মন সত্যিই এরা মানে আমাদের পথ বন্ধুরা কি ভাবে যে পরশ করে ফেলেছে কে জানে! ওদের কাছে একদিনও না গিয়ে আমরা থাকতে পারিনা।

তাই রোজকার মতো আজও "Asansol Wings and Claws" খাবার নিয়ে ঠিক পৌঁছে গেছি পথ বন্ধুদের কাছে।

ওদের খাওয়ানোর কাজ করতে করতে কতো রকমের নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই যা বলে শেষ করা যাবে না। খাবার দেখে ওদের যে আনন্দ সেই আনন্দ নিজেদের মনের ভিতর যখন ছড়িয়ে পড়ে তখনকার অনুভূতি বোঝানো দায়! এটা উপভোগ করার অনুভূতি, বোঝানোর নয়।
কেউ অবাক হয়ে দেখে যে এদেরও এতো যত্ন করে খাওয়ানো যায়! আবার দেখে উৎসাহিত হয়ে অনেকেই অল্প করে খাওয়ানো শুরু করেছেন। এটা আমাদের এবং পথ বন্ধুদের বিরাট পাওয়া।

আসুন না, আমরা প্রতিটি মানুষ একটি করে পথ পশুকে খাবার দিই দেখবেন তাহলে আর কোনো পথ বন্ধু অনাহারে দিন যাপন করবে না।

পথ বন্ধুদের মাংস ভাত বিস্কুট খাওয়াবার সাথে সাথে আমরা Asansol Wings and Claws ওদের অসুস্থতার, আঘাতের চিকিৎসাও করছি সাধ্য অনুযায়ী।

"আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে....তখন আপনি এসে দ্বার খুলে দাও,ডাকো তারে....বাহু -পাষের কাঙাল সে যেচলেছে তাই সকল ত...
29/06/2021

"আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে....
তখন আপনি এসে দ্বার খুলে দাও,ডাকো তারে....
বাহু -পাষের কাঙাল সে যে
চলেছে তাই সকল তেজে
কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে.... "

ভালোবাসা থেকে ওদের জন্য যে বেদনার জন্ম হয় আমাদের মনে, তার টানেই Asansol Wings and Claws রোজ রোজ খাবার নিয়ে পোঁছে যাই আমাদের পথ বন্ধুদের কাছে।

ভালোবাসা থেকেই অপরের জন্য বেদনার সৃষ্টি হয়। পশুপ্রেমীরা ওই ব্যথা মিশ্রিত ভালোবাসার জন্যই পথ পশুদের সেবার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে।

আমরা আসানসোল বাজার, আসানসোল বাস স্ট্যান্ড, আসানসোল স্টেশন, বার্নপুর ব্যাংক রোড, ফতেপুর, মনোজ সিনেমা, জামুরিয়ার কিছুটা জায়গা আর কলকাতার কিছু জায়গায় আমাদের পথ বন্ধুদের খাবার খাওয়াছি।

পথ বন্ধুদের খাওয়ানোর সাথে সাথে তাদের চিকিৎসাও আমরা করে যাচ্ছি। গতবছর লক ডাউনে আমাদের কাছ থেকে এক শিয়াল বাবাজী মাংস ভাত খাচ্ছিলো। এবার আবার গনেশ ঠাকুরের বাহন ইঁদুর বাবাজীবনেরা পাউরুটি খাচ্ছে কলকাতাতে আমাদের কাছ থেকে।

আমাদের পথ বন্ধুদের সেবার জন্য অনেক মানুষই তাঁদের সাধ্যমতো সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন আমাদের দিকে। তাঁদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তাঁদের কুর্নিশ জানাই 🙏🏻।
আর কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তবে নিচের paytm number এ সাহায্য করতে পারেন আমাদের পথ বন্ধুরা উপকৃত হবে 🙏🏻🙏🏻।

তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না...আমার মন যে কাঁদে আপন -মনে কেউ তা মানে না...ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার ম...
27/06/2021

তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না...
আমার মন যে কাঁদে আপন -মনে কেউ তা মানে না...
ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে...
তোমার মতো এমন টানে কেউ তো টানে না....

প্রতিদিনের মতো আজও "Asansol Wings and Claws" পথ বন্ধুদের খাবার নিয়ে তাদের সামনে উপস্থিত হয়েছে।

এই মহামারী কালের জন্য রাজ্য জুড়ে যে লক ডাউন চলছে তাতে রাস্তার ধারের সব খাবারের দোকান, হোটেল বন্ধ আছে। ওই সব দোকান হোটেলের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারের কিছুটা করে খেয়ে পথ পশুরা তাদের উদরের বহ্নিজ্বালা কিছুটা হলেও নিভাবার চেষ্টা করে। কিণ্তু এখন ওদের বড় দুর্দিন সব বন্ধ ওদের খাওয়াও বন্ধ।

তাই শত প্রতিকূলতার মধ্যেও Asansol Wings and Claws নিজেদের সাধ্য মতো কিছু পথ বন্ধুদের নিয়মিত খাবার খাইয়ে আসছে লক ডাউনের প্রথম দিন থেকে।

আমাদের বাইকের শব্দ ওদের খুবই পরিচিত হয়ে গেছে। বাইকের আওয়াজ শুনলেই যে যেখানে থাকে ছুট্টে চলে আসে আর লাফিয়ে ঝাঁপিয়ে মুখে নানান রকমের আওয়াজ করে তাদের আনন্দ প্রকাশ করে।

তাই ওদের দেখলে কবি গুরুর ভাষায় বলতে ইচ্ছে করে -"তোমার মতো এমন টানে কেউ তো টানে না। "

বিশেষ কাজে আমাদের এক সদস্যা কলকাতায় গিয়ে ওখানকার পথ বন্ধুদের প্রতিদিন খাইয়ে যাচ্ছে।

26/06/2021

এতো আনন্দ আয়োজন.....
সবই বৃথা আমায় ছাড়া...
ভরে থাকুক আমার মুঠো...
দুই চোখে থাকুক ধারা.....
এলো সময় রাজার মতো...
হলো কাজের হিসেব সারা।

সত্যিই যেনো "Asansol Wings ana Claws "এর মুঠো সারাজীবন ভরা থাকে, খাবার সমেত আমাদের পথ বন্ধুদের জন্য।
দুই চোখে ওদের জন্য মায়া,মমতা, সহানুভূতি আর ভালোবাসার বারিধারা যেনো ঝরতেই থাকে। এই ভালোবাসা নিয়েই আমরা সারাজীবন পথ পশু যারা আমাদের প্রাণের বন্ধু, তাদের পাশে থাকতে পারি।

লক ডাউনের প্রতিদিন ওদের জন্য আমরা যখন খাবার নিয়ে যাই তখন ওদের যে আনন্দ সেই আনন্দের কিছু টুকরো মুহুর্ত এখানে ধরা রইলো।

"না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে...ওগো, কে আছে চাহিয়া শূন্য পথ পানে...কাহার জীবনে নাহি সুখকাহার পরাণ জ্বলে।পড়নি কাহার ন...
25/06/2021

"না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে...
ওগো, কে আছে চাহিয়া শূন্য পথ পানে...
কাহার জীবনে নাহি সুখ
কাহার পরাণ জ্বলে।
পড়নি কাহার নয়নের ভাষা
বোঝ নি কাহার মরমের ভাষা
দেখ নি ফিরে..... "

আমাদের আসা যাওয়ার পথের ধারে আমাদের একটু ভালোবাসা পাওয়ার আসায় কত পথ বন্ধু (পথ পশু )বসে থাকে তা আমরা মানুষরা দেখেও না দেখার ভান করে তাদের পেরিয়ে আসি। অবশ্য ব্যতিক্রমী মানুষ তো অবশ্যই আছেন নাহলে এতদিনে পথপশুরা নিশ্চিহ্ন হয়ে যেতো।

পথের ধারে বসে থাকা ওদের আকুতি ভরা চোখের ভাষা, মনের ভাষা একটু বুঝতে চেষ্টা করো, দেখবে ওরা শুধু কথা বলতেই পারে না, কিণ্তু অনুভূতিতে আমাদের থেকেও শ্রেষ্ঠত্বের দাবি অনায়াসেই করতে পারে ওরা।

তা না হলে আমরা মানুষরা সদ্য জন্মানো শিশুকে ডাস্টবিনে, নালীতে ফেলে দিই অবলীলায় আর না -মানুষরা মানে পথ সারমেয়রা বুক দিয়ে সেই শিশুকে রক্ষা করে যতক্ষণ না সহৃদয় মানুষ এসে ওই শিশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। এই সব আমরা প্রায়ই সংবাদ মাধ্যমে পড়ে থাকি।

তাই সবাইকে অনুরোধ করছি আসা যাওয়ার পথের ধারে বা বাড়ির সামনে বসে থাকা পথ পশুকে বিশেষ করে সারমেয়দের (কুকুর ) যারা আমাদের বন্ধু তাদের একটু করে খাবার দেবেন, একটু সহানুভূতির চোখে ওদের দেখবেন। ওরা সারাজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।

লক ডাউনের চল্লিশতম (40) দিনে Asansol Wings and Claws যথারীতি মাংস ভাত, রুটি, বিস্কুট নিয়ে পৌঁছে গেছে পথ বন্ধুদের কাছে।
আমাদের এক সদস্য কলকাতায় এখন আছে সে ওখানে পথ বন্ধুদের খাওয়াছে।

"পথের ধারে বক্ষ পেতে রয়েছে যে গেহ...       সেই তো তোমার গেহ।বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি        সেই তো স্বর্গভূমি।...
23/06/2021

"পথের ধারে বক্ষ পেতে রয়েছে যে গেহ...
সেই তো তোমার গেহ।
বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি
সেই তো স্বর্গভূমি।
সবার নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি
সেই তো আমার তুমি। "

আগেও বলেছি এখনও বলছি বিশ্ব কবি মানুষ, পশু পাখি সবার জীবনের প্রতিটি মুহূর্তকে তাঁর লেখায় বেঁধে রেখেছেন।

না -মানুষদের জন্য পথ তার বুক পেতে রেখেছে। পথই তাদের ঘর, পথেই তাদের জীবন কাটে, পথেই তাদের মরণ হয়।
তাই পথই তাদের স্বর্গ পথই তাদের নরক।

যখন পথ পশুরা মানুষের ভালোবাসা পায় তখন তাদের কাছে পথটাই স্বর্গভূমি হয়ে যায়। আবার এই পথেই যখন তারা মানুষ দ্বারা অত্যাচারিত হয়, আহত হয় তখন পথ তাদের কাছে নরক হয়ে যায়।

Asansol Wings and Claws চেষ্টা করে পথ বন্ধুদের কাছে যেনো পথটা স্বর্গের সমান হয়। তাই জন্য আমরা আহত অসুস্থ পথ বন্ধুদের নিজেদের সাধ্যমতো সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করি।

লক ডাউনের ঊনচল্লিশতম দিনেও (39th ) আমরা খাবার নিয়ে পৌঁছে গেছি আমাদের পথ বন্ধুদের কাছে।
আসানসোল বাজার, আসানসোল ষ্টেশন, বার্নপুর ব্যাংক রোড, ফতেপুর,গোপালপুর জামুরিয়া ইত্যাদি জায়গায় পথ বন্ধুদের মাংস ভাত, বিস্কুট, রুটি খাইয়েছি।

আমাদের সদস্যা কলকাতায় আছেন এখন সেখানে উনি ওখানকার পথ বন্ধুদের খাওয়াছেন।

যদি আমাদের দ্বারা পথ পশুদের দিকে সাহায্যের হাত এগিয়ে দিতে চান কেউ তাহলে নিচে দেওয়া paytm number সাহায্য করতে পারেন।

Paytm -9434214590

"তোমার আলোয় তাই দুচোখ ভরে, রাখি ধরে আপনারে...যদি হারাই মন অন্ধকারে...তুমি আমারি আমি তোমারই মনের মতন.। "কোনো অন্ধকারই আমা...
22/06/2021

"তোমার আলোয় তাই দুচোখ ভরে, রাখি ধরে আপনারে...
যদি হারাই মন অন্ধকারে...
তুমি আমারি আমি তোমারই মনের মতন.। "

কোনো অন্ধকারই আমাদের মনকে পথ বন্ধুদের থেকে হারাতে দেবে না কোনোদিন।
"Asansol Wings and Claws" ওতোপ্রতো ভাবে পথ বন্ধুদের সাথে আজ ষোলো বছর ধরে জড়িয়ে আছে। এ বন্ধন প্রাণের বন্ধন, মনের বন্ধন। এতো বছরে কতো চড়াই উৎরাই পার করে এসেছি পথ বন্ধুদের সাথে অনেক ঠোক্কর খেয়েছি, পড়ে গেছি আবার উঠে দাঁড়িয়েছি।কিন্তু বন্ধন ছিঁড়ে ফেলিনি আমরা।

লক ডাউনের সাঁইত্রিশ আর আটত্রিশ তম দিনেও আমরা খাবার নিয়ে পৌঁছে গেছি আমাদের বন্ধুদের কাছে।

বৃষ্টি মাথায় করে অধীর আগ্রহে ওরা আমাদের অপেক্ষায় ছিলো। হয়তো ভাবছিলো "এই দু 'পেয়ে বন্ধুরা এতো বৃষ্টিতে আসবে তো?" আমরা জানি আমরা খাবার না নিয়ে গেলে ওরা না খেয়ে থাকবে তাই শত দুর্যোগ উপেক্ষা করে আমরা ওদের কাছে পৌঁছে যাই।

""ক্রন্দসী পথচারিণী তুমি কোথা যাও, তুমি কারে চাও....যে ব্যথা তব অন্তরে, অভিসারিনী মোরে বলে যাও....বন্ধুরও পথ জানো না, বন...
20/06/2021

""ক্রন্দসী পথচারিণী তুমি কোথা যাও, তুমি কারে চাও....
যে ব্যথা তব অন্তরে, অভিসারিনী মোরে বলে যাও....
বন্ধুরও পথ জানো না, বন্ধুরও পথ অজানা
বলো পথিকে কতো শুধাবে, কোথা গেছে সে মোরে বলে দাও....
ক্রন্দসী পথচারিণী তুমি কোথা যাও, তুমি কারে চাও...""

ক্ষুধার্ত, ক্রন্দনরত ইতি উতি খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো আমাদের পথ বন্ধুদের দেখে অতুলপ্রসাদের এই গানটা মনে পড়ে গেলো।

সারাদিন যত পথিককে দেখে ছুট্টে গিয়ে কিছু বলতে চায়। হয়তো জিজ্ঞাসা করে কোথায় আমাদের ভালোবাসার বন্ধুরা? কখন আমাদের খাবার সে আনবে আমাদের বলে যাও...

লক ডাউনের ছত্রিশতম (36th )দিনে বৃষ্টি মুখর সন্ধ্যে বেলা "Asansol Wings and Claws" প্রতিদিনের মতো পথ বন্ধুদের খাবার নিয়ে ওদের কাছে হাজির হয়ে গেছে।

ওদের ব্যথা আমাদের কাঁদায়, ওদের আনন্দ আমাদের সুখ দেয়। তাই যতো পিচ্ছিল, কঠিন পথ হোক পথ পশু সেবা আমরা করেই যাবো।
মানুষ যদি খাবার পায় এই অসময়, ওরা কেনো পাবে না? ওদের পেতেই হবে এটা ওদের হক,কারন ওরাও এই পৃথিবীর অংশীদার।

যারা পথ পশুদের পাশে সব সময় থাকে একমাত্র তারাই জানে এটা কতো কঠিন কাজ।Asansol Wings and Claws এবং সমস্ত পশুপ্রেমীরা এই কঠিন কাজকে নিজেদের ব্রত হিসেবে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে।
আপনারাও আমাদের পাশে থাকুন এই কাজকে সুগম করার জন্য 🙏🏼🙏🏼

যদি সাহায্য করতে চান নিচের paytm number এ pay করতে পারেন। 🙏🏼🙏🏼
9434214590-paytm

"না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে...ওগো, কে আছে চাহিয়া শূন্য পথপানেকাহার জীবনে নাহি সুখ, কাহার পরাণ জ্বলে।পড়ো নি কাহার ...
19/06/2021

"না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে...
ওগো, কে আছে চাহিয়া শূন্য পথপানে
কাহার জীবনে নাহি সুখ, কাহার পরাণ জ্বলে।
পড়ো নি কাহার নয়নের ভাষা
বোঝো নি কাহার মরমের ভাষা...
দেখো নি ফিরে....."

বিশ্ব কবি সবার মনের কথা কি সুনিপুন ভাবে লিখে গেছেন। সত্যিই আমরা বেশিরভাগ মানুষ ওদের মানে পথ পশুদের চোখের জলের তোয়াক্কা করিনা। ওদের দেহের ব্যথা, মনের ব্যথা, ক্ষুধার আকুতি দেখার বা বোঝার চেষ্টা করি না।

যদি দেখতাম, বুঝতাম তাহলে এই মহামারীর সময়ে ওরা অর্থাৎ পথ পশুরা যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তাতে সবাই মানুষকে সাহায্য করার সাথে সাথে, ওদের পাশেও সবাই দাঁড়াতাম।

মুষ্টিমেয় কিছু পশুপ্রেমী মানুষ এবং যার মধ্যে ASANSOL WINGS AND CLAWS ও আছে তারাই খাবার দিয়ে ওদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে।

লক ডাউনের পয়ত্রিশতম দিনে Asansol Wings and Claws রোজকার মতো মাংস ভাত, বিস্কুট নিয়ে পথ বন্ধুদের কাছে পৌঁছে গেছে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে।

নিজেদের সাধ্যমতো এবং যে সব মহান মানুষরা আমাদের সাহায্য করেছেন সেই সহায়তা সম্বল করে আমরা এই কাজ করে যাচ্ছি। অন্তত আসানসোল বার্নপুরের কিছু পথ বন্ধুদের তো বাঁচিয়ে রাখতে সক্ষম হচ্ছি এটাই আমাদের বিরাট পাওয়া।

সবার কাছে বিনীত অনুরোধ বাড়ির সামনে যে পথ সারমেয়, বিড়াল, গরু, ষাঁড় দেখতে পাবেন তাদের একটু খেতে দেবেন সাধ্য মতো। 🙏🏼🙏🏼
আমরা আসানসোল বাজার, আসানসোল ষ্টেশন, গোপালপুর, ফতেপুর, বরাকর, মনোজ সিনেমা, বার্নপুর ব্যাংক রোড অঞ্চলের পথ বন্ধুদের রোজ খাওয়াছি এই বৃষ্টি মাথায় করে, না হলে ওরা সারাদিন অভুক্তই থেকে যাবে।
যদি কেউ আমাদের সহায়তা করতে ইচ্ছুক হোন তাহলে নিচে paytm নাম্বারে আপনার সাহায্যের হাত এগিয়ে দিতে পারেন।
Paytm -9434214590

"চিরদিন টানবে পিছে,চিরদিন রাখবে নিচে....এতো বল নাই রে তোমার, সবে না সেই টান...শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও,হও না যতই ...
18/06/2021

"চিরদিন টানবে পিছে,চিরদিন রাখবে নিচে....
এতো বল নাই রে তোমার, সবে না সেই টান...
শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও,
হও না যতই বড় আছেন ভগবান।
আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে,
বোঝা তোর ভারি হলেই, ডুববে তরীখান।"

কবি গুরু সঠিক কথাই বলেছেন। ইতিহাস সাক্ষী যে সবলেরা চিরকাল দুর্বলের ওপর অত্যাচার করে আসছে। কিণ্তু এই দুর্বলেরা ঘুরে দাঁড়ালে দেওয়ালে পিঠ ঠেকে যাবে সবলদের।

ঠিক সেটাই হয়েছে, দুর্বলের হয়ে মহামারী সেই শোধ তুলছে। আমরা সবলেরা আজ নিজেদের সমস্ত ক্ষমতা হারিয়ে গৃহ বন্দী আর যাদের মুক্ত থাকার কথা সেই সব দূর্বল প্রাণীদের মানে পশু পাখি এদের খাঁচায় বন্দী করে নানান রকম অত্যাচার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে আসছি।

কি আশ্চর্য উলটা পুরাণ!আজ ওরা স্বাধীন মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা গৃহরূপ খাঁচায় বন্দী!

অবশ্য আমরা বন্দী আর তাই ওরা অভুক্ত কারন সমস্ত খাবার দোকান বন্ধ আর আমাদের পথ বন্ধুরা খাবার থেকে বঞ্চিত।

লক ডাউনের চৌত্রিশতম দিনে প্রতিদিনের মতো Asansol Wings and Claws খাবার নিয়ে পৌঁছে গেছে আমাদের পথবন্ধুদের কাছে।

ভগবান আছেন তাই ওরাও অভুক্ত থাকছে না। বহু পশুপ্রেমী মানুষ আজ এই দূর্বল অসহায় পথ বন্ধুদের পাশে এসে দাঁড়িয়েছেন। যতই সবল মানুষরা ওদের উপর অত্যাচার করুক এই পশুপ্রেমীরা ভগবানের রূপ ধরে দূর্বল অর্থাৎ পথ সারমেয়দের অভুক্ত থাকতে দিচ্ছে না।
যদি কেউ ওদের সাহায্য করার জন্য আমাদের দিকে সহ যোগিতার হাত বাড়িয়ে দিতে চান তবে নিচের paytm number এ হাত বাড়িয়ে দিতে পারেন।
9434214590-paytm

যাঁরা যাঁরা আমাদের পথ বন্ধুদের খাওয়ানোর জন্য আমাদের "Asansol Wings and Claws" কে আর্থিক ভাবে এবং নানান ধরনের খাবার দিয়ে সাহায্য করেছেন তাঁদের আমরা নত মস্তকে দুই হাত জোড় করে কুর্নিশ জানাই 🙏🏼🙏🏼

"  ওরা চাহিতে জানে না দয়াময়               তীরে করি ছুটোছুটি               ধূলি বাঁধে মুঠি মুঠি               পিয়াসে আকুল...
17/06/2021

" ওরা চাহিতে জানে না দয়াময়
তীরে করি ছুটোছুটি
ধূলি বাঁধে মুঠি মুঠি
পিয়াসে আকুল হিয়া
আরো ক্লিষ্ট হয়
ওরা চাহিতে জানে না দয়াময়..."

সত্যি ওরা চাইতে জানে না। ওরা শুধু আমাদের দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে থাকে একটু খাবার আর জলের আশায়।

লক ডাউনের তেত্রিশতম দিনে ওদের মানে আমাদের পথ বন্ধুদের খাবার খাওয়াতে "Asansol Wings and Claws "পৌঁছে গিয়েছিলাম।

সারাদিন অভুক্ত পেটে থাকা এই অবলারা গোগ্রাসে দিনের শেষে এই খাবারটুকু খায়। মাঝে মাঝে কেউ কেউ আবার অভিমান করে খাবার সামনে দেখেও মুখ ফিরিয়ে বসে থাকে। তখন আদর করে তাদের খাওয়াতে হয়। এতে যে কি তৃপ্তি পাওয়া যায় সেটা এই না - মানুষদের যারা কোনোদিন খাওয়ায় নি তারা বুঝবে না।

দুই দিন হলো অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। চিন্তা হচ্ছিলো ওদের সবাইকে পাওয়া যাবে কিনা। ওমা ওরা বাইকের আওয়াজ শুনে এধার ওধার থেকে সবাই ছুটে চলে এসেছিলো।

আমাদের এই কাজে কেউ যদি সামিল হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।

আমাদের দিকে সহোযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইলে নিচের paytm number এ সাহায্য দিতে পারেন।
9434214590-paytm number

Address

Asansol
Asansol

Telephone

+919474374206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asansol WINGS and CLAWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asansol WINGS and CLAWS:

Share