19/06/2021
"না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে...
ওগো, কে আছে চাহিয়া শূন্য পথপানে
কাহার জীবনে নাহি সুখ, কাহার পরাণ জ্বলে।
পড়ো নি কাহার নয়নের ভাষা
বোঝো নি কাহার মরমের ভাষা...
দেখো নি ফিরে....."
বিশ্ব কবি সবার মনের কথা কি সুনিপুন ভাবে লিখে গেছেন। সত্যিই আমরা বেশিরভাগ মানুষ ওদের মানে পথ পশুদের চোখের জলের তোয়াক্কা করিনা। ওদের দেহের ব্যথা, মনের ব্যথা, ক্ষুধার আকুতি দেখার বা বোঝার চেষ্টা করি না।
যদি দেখতাম, বুঝতাম তাহলে এই মহামারীর সময়ে ওরা অর্থাৎ পথ পশুরা যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তাতে সবাই মানুষকে সাহায্য করার সাথে সাথে, ওদের পাশেও সবাই দাঁড়াতাম।
মুষ্টিমেয় কিছু পশুপ্রেমী মানুষ এবং যার মধ্যে ASANSOL WINGS AND CLAWS ও আছে তারাই খাবার দিয়ে ওদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে।
লক ডাউনের পয়ত্রিশতম দিনে Asansol Wings and Claws রোজকার মতো মাংস ভাত, বিস্কুট নিয়ে পথ বন্ধুদের কাছে পৌঁছে গেছে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে।
নিজেদের সাধ্যমতো এবং যে সব মহান মানুষরা আমাদের সাহায্য করেছেন সেই সহায়তা সম্বল করে আমরা এই কাজ করে যাচ্ছি। অন্তত আসানসোল বার্নপুরের কিছু পথ বন্ধুদের তো বাঁচিয়ে রাখতে সক্ষম হচ্ছি এটাই আমাদের বিরাট পাওয়া।
সবার কাছে বিনীত অনুরোধ বাড়ির সামনে যে পথ সারমেয়, বিড়াল, গরু, ষাঁড় দেখতে পাবেন তাদের একটু খেতে দেবেন সাধ্য মতো। 🙏🏼🙏🏼
আমরা আসানসোল বাজার, আসানসোল ষ্টেশন, গোপালপুর, ফতেপুর, বরাকর, মনোজ সিনেমা, বার্নপুর ব্যাংক রোড অঞ্চলের পথ বন্ধুদের রোজ খাওয়াছি এই বৃষ্টি মাথায় করে, না হলে ওরা সারাদিন অভুক্তই থেকে যাবে।
যদি কেউ আমাদের সহায়তা করতে ইচ্ছুক হোন তাহলে নিচে paytm নাম্বারে আপনার সাহায্যের হাত এগিয়ে দিতে পারেন।
Paytm -9434214590