03/12/2024
Three cheers to "Team Obola"
কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে বাঁকুড়া জেলার কিছু কলেজ ছাত্র- ছাত্রী এবং কয়েকজন অধ্যাপক- অধ্যাপিকা একটি নতুন ধরনের চিন্তাভাবনা করা শুরু করেন, এর আগে বাঁকুড়া জেলায় পথ কুকুর, বেড়াল গরু, এদের নিয়ে চিন্তাভাবনার অবকাশ কারোর ছিল না। নিত্যদিন এদের দুর্দশা দেখে তারা এদের জন্য কিছু করার কথা ভাবতে শুরু করেন কিন্তু তার জন্য বাধা হয়ে দাঁড়ায় অর্থ এবং একটি আশ্রয়স্থলl তাদের কাছে না আছে কোন ডাক্তারের যোগাযোগ নাম্বার, না কোন প্যারাভেটl
তবু তারা ইচ্ছা শক্তিকে সম্বল করে যতটুকু সম্ভব এই অবলারের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নেন এবং তাদের এই গ্রুপের নাম দেওয়া হয় "অবলা"
কোন সেল্টার না থাকায় বিভিন্ন জায়গায় তারা রাস্তায় ট্রিটমেন্ট করা শুরু করেl নিয়মিত ওষুধ খাওয়ানো, ধার দেনা করে রাস্তাতেই স্যালাইন, ইনজেকশন এর ব্যবস্থা করাl যে সমস্ত ক্ষেত্রে রাস্তায় ট্রিটমেন্ট করা অসম্ভব, যেখানে সার্জারি প্রয়োজন সেখানে তারা অর্থ সংগ্রহ করে দুর্গাপুর কিংবা আসানসোলে পাঠানোর ব্যবস্থা করতl
কিন্তু কালের অমোঘ নিয়মে এই ব্যবস্থা খুব বেশি বছর স্থায়ী হয় না। এই সব ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য অথবা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়l কিন্তু আজও তাদের মনে এই অসহায় অবলা দের জন্য ভালোবাসা একই রকম আছেl তারা বাঁকুড়া ডগ সেল্টারের আবেদনে অর্থ সংগ্রহ করে, সেল্টারের বাচ্চাদেরকে ছটি (৬) Liv 52 DS এবং puppy dewormer কিনে দান করেছে।
( কৌশিক পাত্র, ধনঞ্জয়,অভিজিৎ ভূঁই, প্রযুক্তি রায়, অর্পিতা মন্ডল, পিনাকী পাত্র, স্বপ্নদ্বীপ রায়, শুভ দেব, মনোমিতা কুন্ডু, অমর মিশ্র)
আপনাদের সকলকেও আমাদের অনুরোধ আমাদেরকে অর্থ সাহায্য করতে হবে না, সেল্টারের বাচ্চাদের প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ, গজ, ব্যান্ডেজ, স্যালাইন, খাবার, চাল, বিস্কুট, বস্তা, কম্বল, খড় ইত্যাদি সেল্টারে এসে দান করুন এবং আমাদের সেল্টারের বাচ্চাদের নিজে এসে আদর করে যানl
Three Cheers for "Team Obola"
During the COVID period and its aftermath, a group of college students and a few professors from Bankura district began a novel initiative. Until then, no one in the district had given much thought to the plight of stray dogs, cats, and cows. Witnessing their daily suffering, this group decided to take action. However, they faced challenges like the lack of funds and a proper shelter. They didn’t have any contact with veterinarians or paravets either.
Despite these hurdles, driven by sheer willpower, they decided to do whatever they could for these helpless creatures. The group was named "Obola" (The Helpless). With no shelter at their disposal, they began treating animals directly on the streets, providing regular medication, arranging saline drips, and injections by borrowing money. For cases that required surgery, they raised funds to send the animals to Durgapur or Asansol.
However, like all good things, this initiative didn’t last long. As time went on, these students moved to different places for higher education or jobs. Yet, their love for these helpless animals remained unchanged. Recently, responding to a request from the Bankura Dog Shelter, they raised funds to donate six Liv 52 DS bottles and puppy dewormers for the shelter's residents.
(Kaushik Patra, Dhananjay, Abhijit Bhui, Prakriti Roy, Arpita Mondal, Pinaki Patra, Swapnadip Roy, Shubha Dev, Manomita Kundu, Amar Mishra)
We also request all of you not to contribute money but to donate essential items for the shelter’s fur babies, such as medicines, gauze, bandages, saline, food, rice, biscuits, sacks, blankets, straw, etc. You’re welcome to visit the shelter and shower love upon our little ones.