অবলা

অবলা plant and animals protection services
(3)

Date:-17/06/2023, প্রতাপবাগানে একটা বাচ্চা কুকুরের পিছনের পাগুলি Paralyzed হয়ে গিয়েছিল | ওখানকারওই বাসিন্দা আমাদের ফোন ক...
20/06/2023

Date:-17/06/2023, প্রতাপবাগানে একটা বাচ্চা কুকুরের পিছনের পাগুলি Paralyzed হয়ে গিয়েছিল | ওখানকারওই বাসিন্দা আমাদের ফোন করেন | বাচ্চাটির treatment চলছে ওনার বাড়িতেই | প্রায় প্রতিদিন আমাদের কাছে এরকম কল আসে কিন্তু shelter এর অভাবে আমরা বাচ্চাগুলোকে rescue না করে ওখানে রেখেই treatment চালিয়ে যেতে হচ্ছে but ওখানে রেখে বেশি দিন treatment করা possible হচ্ছে না , পুরো recovered হওয়ার আগেই বাচ্চাগুলিকে রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে | আপনারাই বলুন এরকম situation ~এ আমরা কী করবো ??

18/06/2023
02/06/2023

𝐇𝐞 𝐰𝐡𝐨 𝐟𝐞𝐞𝐝𝐬 𝐭𝐡𝐞 𝐡𝐮𝐧𝐠𝐫𝐲 𝐚𝐧𝐢𝐦𝐚𝐥 𝐟𝐞𝐞𝐝 𝐡𝐢𝐬 𝐨𝐰𝐧 𝐬𝐨𝐮𝐥🙇🙇

14/05/2023

শুভ মাতৃ দিবস। সকল রাস্তায় থাকা মা দের যারা প্রতি নিয়মিত নিজেদের বাচ্চাদের জন্যে লড়াই করে যাচ্ছে।

30/04/2023

আমরা সবাই জানি অবলার পক্ষ থেকে রাস্তার কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত দুইজন সদস্য কিছু টাকা দান করে নিজেদের এলাকার বাচ্চাদের খাওয়াচ্ছে। যদি বাকি সব সদস্যরা মাসে মাসে সামান্য কিছু donate করেন, তাহলে বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে আমরা খাওয়ানো ব্যাবস্থা করতে পারবো । আমাদের 'Phone Pay ' ও ' G -Pay ' নাম্বার হলো 7384261003

আমরা আমাদের সার্ভিস গতকাল থেকে শুরু করেছি  ।।
21/04/2023

আমরা আমাদের সার্ভিস গতকাল থেকে শুরু করেছি ।।

আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই বাড়ির, পাড়ার বা রাস্তার কুকুর দের (যদিও আমরা তাদের বাচ্চা বলেই মনে করি)  খাওয়াতে চাই, ...
16/04/2023

আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই বাড়ির, পাড়ার বা রাস্তার কুকুর দের (যদিও আমরা তাদের বাচ্চা বলেই মনে করি) খাওয়াতে চাই, কিন্তু সময়ের বা অন্যান্য অনেক কারণে করে উঠতে পারিনা। তাদের জন্য অবলার উদ্যোগে স্পেশালি কুকুর দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ,রান্না করা মাংস ভাত বাড়িতে পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে, আপনার পকেটের কথা মাথায় রেখে। বিশদ জানার জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত নম্বরে -8250150244

Bankura sripally টে বাচ্চাটির পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায়। আমাদের খবর দেই, আমরা গিয়ে ট্রিমেন্টমেন্ট শুরু করেছি।
08/01/2023

Bankura sripally টে বাচ্চাটির পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায়। আমাদের খবর দেই, আমরা গিয়ে ট্রিমেন্টমেন্ট শুরু করেছি।

08/01/2023

মারামারি করে Maggot হয়েছিল। ট্রিটমেন্ট চলছে। অনেক টা ভালো আছে এখন।

Bankura Sammilani college girl's hostel এ কিছু ছোট ছোট বাচ্চা হয়েছিল। এত ছোট ওরা বার বার ড্রেন এ পড়ে যাচ্ছিল, হোস্টেল ...
08/01/2023

Bankura Sammilani college girl's hostel এ কিছু ছোট ছোট বাচ্চা হয়েছিল। এত ছোট ওরা বার বার ড্রেন এ পড়ে যাচ্ছিল, হোস্টেল ক্যাম্পাস এ সবজি চাষের জায়গায় ডুকে যাচ্ছিল। ওখানে যেহেতু আমাদের ভলেন্টিয়ার আছে, তাই আমাদের কাছে সাহায্য চাই। আমরা একটা cage দিয়ে সাহায্য করি। বাচ্চা গুলো এখন বড়ো হয়েছে, আর cage এ থাকতে চাই না। তাই আমরা কেজ ফেরত নিলাম। আশা করবো বাচ্চা গুলি নিজ স্থানে ভালো থাকবে।।।

Today a "Vaccination Drive of DHPPiL(combined vaccine) cm feeding programme" has been organised by the Team অবলা( Stude...
20/11/2022

Today a "Vaccination Drive of DHPPiL(combined vaccine) cm feeding programme" has been organised by the Team অবলা( Student group of Bankura Sammilani College) for the street dogs in the area of Pratap Bagan, College Mode, Krishi Market, Subhankar Sarani in the supervision of Shri Manoj Kumar chakraborty, Dr.Arpita Chawni and Dr. Parnasudha Kar Modak.
Total 30 vaccine (DHppil) were given to dogs and around 200 dogs were fed.
We are thankful to Dr.Sanjoy Goswami for helping us with vaccines and Mrinal ball and Santonu mandal for assisting us in giving the vaccine successfully. We are also thankful to Miss Kanisha sarkar for donating us rice and giving us the area for making the food for the dogs.
Around 20 students were present there and they all gave their effort in this Vaccination cm feeding Drive-Programme.
We all are very grateful and thankful to the whole team of অবলা for donating as little as the can and making the programme a successful one.

13/11/2022

আমরা অবলা দের নিয়ে কাজ করি, বাঁকুড়ার মধ্যেই যদি কারুর জমি বিক্রি থাকে একটু কম রেট এ শেল্টারে জন্যে বা কোনো পুরনো বাড়ি থাকে বা যদি কেও ভাড়া দিতে চান দোয়া করে যোগাযোগ করুন। ফোন number- Dhanonjay Ghosh- +917384261003, Time - After 6 p.m.

25/10/2022

Emergency :
Ekta puchke beral satighat er kache ekta godown e pore ache...alada hoye geche or ma er theke. Keo jodi nao tadatadi janao. Tahole oke rescue kora hobe. Its urgent.

17/10/2022

আমাদের একান্ত অনুরোধ বাড়ি তে বা অনুষ্ঠান বাড়িতে কিছু খাবার বেছে গেলে ফেলে দেবেন না এই অবলা গুলো কে দিয়ে দিন। যেমন আজ আমরা করলাম।

08/03/2022

On the occasion of International women's day, team অবলা is sharing the story of our strong and fighter women- Lalu. Team অবলা is extremely thankful to sir for constantly guiding us, durgapur and the Doctor over there who has performed the OT of lalu , Madam founder of Bankura live and let live for giving lalu a secured shelter and the entire team of অবলা।

February month treatment - Case 2: skin infection.
13/02/2022

February month treatment - Case 2: skin infection.

February month treatment - case 1: Skin problem.
13/02/2022

February month treatment - case 1: Skin problem.

13/01/2022

Treatment for skin problem..

12/01/2022

#কুকুরের_কামড়_জলাতঙ্ক_না_আতঙ্ক

বহুবছর আগে যেটা প্রচলিত ছিল কুকুরে কামড়ালে জলাতঙ্ক এবং নাভির চারপাশে ১৪ টি অত্যন্ত যন্ত্রণাদায়ক ইনজেকশন
কুকুর কামড়ালেই যে জলাতঙ্ক হবে এমন কোনো কারণ নেই, রোগ টি কুকুর টির শরীরে থাকলে তবেই আপনার হতে পারে এবং মনে রাখবেন ভাইরাসটি কুকুরের লালা তে থাকে অর্থাৎ আপনার ব্লাডের সাথে ওর লালার কানেক্ট হলে তবেই হতে পারে।
মনে রাখবেন কুকুরে আঁচড় দিলে কখনোই জলাতঙ্ক হয় না, তাই কুকুর আঁচড় দিলে ক্ষত র গভীরতা অনুযায়ী Antiseptic, Antibiotic ও বড়জোর টিটেনাস নিলেই যথেষ্ট
এবার আসি কুকুরের কামড় নিয়ে কিছু কথায়, আপনি কি কখনো কোনো রাস্তার কুকুরকে কোনো পথচারী কে কামড়ে দিতে দেখেছেন? আমি বাজি রেখে বলতে পারি স্বচক্ষে এটা খুব কম মানুষ দেখেছেন কিন্তু আমরা এটা প্রায় সবাই শুনেছি অমুক কে কুকুর কামড়ে দিয়েছে বা অমুক পাড়ায় একটি কুকুর কামড়ায় ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ তবে তাড়া করতে আমরা প্রায়শই দেখে থাকি।
সাহসী কুকুর তাড়া করে আপনার পথ আটকে দাঁড়িয়ে থাকবে কিন্তু সহজে কামড়ায় না, কামড়ানোর প্রবণতা থাকে অপেক্ষাকৃত ভীতু কুকুরের, এরা মিশতে চায় না তাই জোরপূর্বক কেউ ধরলে বা বিরক্ত করলে এরা আক্রমণ করতে পারে কিন্তু বিরক্ত না করলে এরা আপনার কাছেও ঘেঁষবে না। তাই সবসময়ই মনে রাখবেন যেখানে যত কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে তার অধিকাংশই মানুষের ভুলে বা দোষে।
কুকুর সহজাত পাহারাদার প্রাণী, তাই সে তার এলাকার যে কোনো অস্বাভাবিক ঘটনার প্রতিবাদ করবেই এবং ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে কুকুর কনফার্ম হয়ে যায় যে ওর সন্দেহ টাই ঠিক আপনি নিশ্চয়ই কোনো কু মতলবে ওখানে এসেছিলেন তাই সে তাড়া করে এবং আপনি পালানোর চেষ্টা করলে সে মুখ দিয়ে আপনাকে আটকাবে কারণ ওরা হাতের ব্যবহার জানে না, ওদের মুখ টাই সব।
লেখা শেষ করার আগে যেটা বলবো সেটা হলো কুকুর তাড়া করলে বা আপনার দিকে তেড়ে এলে আপনি কি কি করবেন বা করবেন না -
১. কখনোই দৌড়ে পালানোর চেষ্টা করবেন না, বাইক বা সাইকেলে থাকলে স্পিড না বাড়িয়ে, দাঁড়িয়ে পড়ুন
২. যেন আপনার অত্যন্ত চেনা এমন ভাবে জোরে ভয়েস কমান্ড দিন অর্থাৎ বকা দিন
৩. কখনোই সরাসরি চোখের দিকে তাকাবেন না এতে ওরা ভাবে আপনি তাকে চ্যালেঞ্জ দিচ্ছেন
৪. ঢিল বা কোন কিছু দিয়ে আঘাত বা আঘাত করার চেষ্টা করবেন না
৫. সম্পূর্ণ ভাবে ধীরে সুস্থে এড়িয়ে চলে যাবেন।
৬. ভবিষ্যতে ওখানে গেলে সাথে অবশ্যই দু'চার টে বিস্কুট নিয়ে যান ও ওদের ডেকে খেতে দিন

কথা দিচ্ছি দুদিন বিস্কুট খাওয়ানোর পর ওই এলাকায় আপনার নিরাপত্তার সমস্ত দায়িত্ব ওরাই নিয়ে নেবে এবং আপনার যদি মন বলে সত্যি কিছু থাকে তবে আপনিও বিস্কুট না খাইয়ে আর ওখান দিয়ে যেতে পারবেন না।
কুকুর মানে জলাতঙ্ক নয়, কুকুর মানে আতঙ্কও নয় কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু 🙏🙏🙏

কলমে #অরিজিৎ_ঘোষ

কাল এই বাচ্চাটাক Aashray , Durgapur এ পাঠানো হয়েছিল,  amputation হয়ে গেছে। খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল, তার পর বাচ্চাট...
20/11/2021

কাল এই বাচ্চাটাক Aashray , Durgapur এ পাঠানো হয়েছিল, amputation হয়ে গেছে। খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল, তার পর বাচ্চাটা highly malnourished, কতদিন যে ভালো করে খেতে পায়নি, এইটা আমাদের এই দুর্ভাগ্য, আমরা ওর জন্যে প্রতিদিন খাবার দিয়েছি, কিন্তু তাও ওর এই অবস্থা, ওর বাঁচার chances খুব কম ছিল, এখন একটু হলেও স্ট্যাবল, আসা করছি Aashray এর care এ ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অনেক ধন্যবাদ Aashray for animals কে একজন অবলার কষ্টটা একটু হলেও কমানোর প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্যে।

Address

Bankura
722101

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby pet stores & pet services


Other Bankura pet stores & pet services

Show All