অবলা

অবলা plant and animals protection services

16/12/2024
05/12/2024

Happy birthday suvo.

03/12/2024

Three cheers to "Team Obola"

কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে বাঁকুড়া জেলার কিছু কলেজ ছাত্র- ছাত্রী এবং কয়েকজন অধ্যাপক- অধ্যাপিকা একটি নতুন ধরনের চিন্তাভাবনা করা শুরু করেন, এর আগে বাঁকুড়া জেলায় পথ কুকুর, বেড়াল গরু, এদের নিয়ে চিন্তাভাবনার অবকাশ কারোর ছিল না। নিত্যদিন এদের দুর্দশা দেখে তারা এদের জন্য কিছু করার কথা ভাবতে শুরু করেন কিন্তু তার জন্য বাধা হয়ে দাঁড়ায় অর্থ এবং একটি আশ্রয়স্থলl তাদের কাছে না আছে কোন ডাক্তারের যোগাযোগ নাম্বার, না কোন প্যারাভেটl
তবু তারা ইচ্ছা শক্তিকে সম্বল করে যতটুকু সম্ভব এই অবলারের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নেন এবং তাদের এই গ্রুপের নাম দেওয়া হয় "অবলা"
কোন সেল্টার না থাকায় বিভিন্ন জায়গায় তারা রাস্তায় ট্রিটমেন্ট করা শুরু করেl নিয়মিত ওষুধ খাওয়ানো, ধার দেনা করে রাস্তাতেই স্যালাইন, ইনজেকশন এর ব্যবস্থা করাl যে সমস্ত ক্ষেত্রে রাস্তায় ট্রিটমেন্ট করা অসম্ভব, যেখানে সার্জারি প্রয়োজন সেখানে তারা অর্থ সংগ্রহ করে দুর্গাপুর কিংবা আসানসোলে পাঠানোর ব্যবস্থা করতl
কিন্তু কালের অমোঘ নিয়মে এই ব্যবস্থা খুব বেশি বছর স্থায়ী হয় না। এই সব ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য অথবা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়l কিন্তু আজও তাদের মনে এই অসহায় অবলা দের জন্য ভালোবাসা একই রকম আছেl তারা বাঁকুড়া ডগ সেল্টারের আবেদনে অর্থ সংগ্রহ করে, সেল্টারের বাচ্চাদেরকে ছটি (৬) Liv 52 DS এবং puppy dewormer কিনে দান করেছে।
( কৌশিক পাত্র, ধনঞ্জয়,অভিজিৎ ভূঁই, প্রযুক্তি রায়, অর্পিতা মন্ডল, পিনাকী পাত্র, স্বপ্নদ্বীপ রায়, শুভ দেব, মনোমিতা কুন্ডু, অমর মিশ্র)

আপনাদের সকলকেও আমাদের অনুরোধ আমাদেরকে অর্থ সাহায্য করতে হবে না, সেল্টারের বাচ্চাদের প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ, গজ, ব্যান্ডেজ, স্যালাইন, খাবার, চাল, বিস্কুট, বস্তা, কম্বল, খড় ইত্যাদি সেল্টারে এসে দান করুন এবং আমাদের সেল্টারের বাচ্চাদের নিজে এসে আদর করে যানl

Three Cheers for "Team Obola"

During the COVID period and its aftermath, a group of college students and a few professors from Bankura district began a novel initiative. Until then, no one in the district had given much thought to the plight of stray dogs, cats, and cows. Witnessing their daily suffering, this group decided to take action. However, they faced challenges like the lack of funds and a proper shelter. They didn’t have any contact with veterinarians or paravets either.

Despite these hurdles, driven by sheer willpower, they decided to do whatever they could for these helpless creatures. The group was named "Obola" (The Helpless). With no shelter at their disposal, they began treating animals directly on the streets, providing regular medication, arranging saline drips, and injections by borrowing money. For cases that required surgery, they raised funds to send the animals to Durgapur or Asansol.

However, like all good things, this initiative didn’t last long. As time went on, these students moved to different places for higher education or jobs. Yet, their love for these helpless animals remained unchanged. Recently, responding to a request from the Bankura Dog Shelter, they raised funds to donate six Liv 52 DS bottles and puppy dewormers for the shelter's residents.

(Kaushik Patra, Dhananjay, Abhijit Bhui, Prakriti Roy, Arpita Mondal, Pinaki Patra, Swapnadip Roy, Shubha Dev, Manomita Kundu, Amar Mishra)

We also request all of you not to contribute money but to donate essential items for the shelter’s fur babies, such as medicines, gauze, bandages, saline, food, rice, biscuits, sacks, blankets, straw, etc. You’re welcome to visit the shelter and shower love upon our little ones.

Proud of u Shovo. Onek onek Dhnoyobad🥰🥰
27/11/2024

Proud of u Shovo. Onek onek Dhnoyobad🥰🥰

**ধন্যবাদ জ্ঞাপন**

'ধন্যবাদ' শব্দটি আপনার গতকালের উপকারের যথার্থ ব্যক্তার্থকে প্রকাশ করতে ব্যর্থ, তবুও সেল্টারের সকল সদস্য এবং যারা ওদেরকে ভালোবাসি সেই সমগ্র পরিবারের পক্ষ থেকে মাননীয় শুভ মহাশয় কে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
এবার আসি মূল ঘটনায়:
আমাদের যে স্টাফ রাত্রে রান্না করে বাচ্চাগুলোকে খাবার দেয় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় রান্না বসাতে দেরি হয়, রাত প্রায় নটার সময় যখন অর্ধেক রান্না হয়েছে, বাচ্চাগুলি খিদেতে চিৎকার করছে, সেই সময় আমাদের গ্যাস শেষ হয়ে যায়, আমরা দিশেহারা হয়ে যাই, বহু জায়গায় চেষ্টা করে, এমনকি ডেকোরেটার্সদের কাছেও খোঁজ নিয়ে বিকল্প গ্যাস সিলিন্ডারের কোন ব্যবস্থা করতে পারি না l সেই সময় শুভ কে একবার বলার সাথে সাথে তিনি নিজের বাড়ির যে ভর্তি সিলিন্ডার সঙ্গে সঙ্গে টোটো তে করে অত রাত্রে আমাদের সেল্টারে এসে দিয়ে যান এবং দশটা নাগাদ রান্না পুনরায় শুরু হয়l তিনি নিজে দাঁড়িয়ে থেকে রান্নায় সাহায্য করেন যাতে বাচ্চারা দ্রুত খাবার পায়l ১১ টার নাগাদ সব বাচ্চাদের ভরপেট খাওয়ানো যায়, একমাত্র শুভর জন্যl ইনি টোটো ভাড়া পর্যন্ত কিছু নেননিl আপনার এই ঋণ আমরা চিরকাল মনে রাখব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এতগুলি বাচ্চাকে খাওয়ানোর জন্য উনি যেন আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেন, আপনি ও আপনার পরিবারের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।

Expression of Gratitude
The word "thank you" falls short of adequately expressing our heartfelt appreciation for your help yesterday. Nevertheless, on behalf of all the members of our shelter and the entire family that loves and supports them, we extend our sincere gratitude to Mr. Shubho.

Now, let me narrate the incident:
Our staff member, who usually cooks dinner for the children, suddenly fell ill. As a result, cooking was delayed. Around 9 PM, when half of the cooking was done and the children were crying out in hunger, our gas supply ran out. We were at a loss. Despite trying multiple options and even contacting decorators, we couldn't arrange for an alternative gas cylinder.

At that moment, a single request to Shubho was all it took. Without hesitation, he sent a filled gas cylinder from his home, transporting it to our shelter via Toto at such a late hour. By 10 PM, cooking resumed, and he even stayed back to help ensure the children were served quickly. By 11 PM, all the children were well-fed, solely because of Shubho’s timely help. He didn’t even accept the fare for the Toto ride.

We will forever remember this act of kindness and pray to God that he blesses you abundantly for feeding so many children. We wish you and your family good health and happiness always.

15/11/2024

বাঁকুড়া ডগ সেল্টারে ( কানকাটা মিনাপুর শ্মশানের কাছে) কাজের জন্য লোক চাই
কাজের সময় সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা
কাজের বিবরণ:
১. সেল্টার পরিষ্কার পরিচ্ছন্ন
২. কুকুর এবং বিড়ালদের কেজ পরিষ্কার
৩. দিনে একবার কুকুরদের জন্য মাংস ভাত সিদ্ধ করতে বসানো
৪. সেল্টারের নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি রাখাটা
বিশেষ দ্রষ্টব্য: খাবার বাড়ি থেকে নিয়ে আসতে হবে খাবার খেতে যাওয়ার জন্য কোনরকম ছুটি দেওয়া হবে নাl ছুটি নেওয়ার প্রয়োজন থাকলে এক সপ্তাহ আগে থেকে জানাতে হবে। এখানে কাজ করার জন্য প্রাণীদের প্রতি স্নেহশীল এবং যত্নশীল হওয়া বাধ্যতামূলক
মাসিক বেতন ৬০০০ টাকা , সপ্তাহে ছয় দিনl
ইচ্ছুক ব্যক্তিরা কমেন্ট বক্সে জানাবেন এবং বাকিদেরকে অনুরোধ পোস্টটি শেয়ার করার জন্য যাতে আমরা দ্রুত লোক পাই

Vacancy at Bankura Dog Shelter (Kankata)

Work Hours: 8 AM to 7 PM

Job Description:

1. Maintaining cleanliness in the shelter.

2. Cleaning cages of dogs and cats.

3. Preparing and cooking rice and meat for dogs once a day.

4. Keeping a vigilant eye on the security of the shelter.

Important Notes:

Employees must bring their own food; no lunch breaks will be allowed.

Leave must be requested at least one week in advance if necessary.

Compassion and care for animals are mandatory for this role.

Monthly Salary: ₹6,000., six days a week

Date:-17/06/2023, প্রতাপবাগানে একটা বাচ্চা কুকুরের পিছনের পাগুলি Paralyzed হয়ে গিয়েছিল | ওখানকারওই বাসিন্দা আমাদের ফোন ক...
20/06/2023

Date:-17/06/2023, প্রতাপবাগানে একটা বাচ্চা কুকুরের পিছনের পাগুলি Paralyzed হয়ে গিয়েছিল | ওখানকারওই বাসিন্দা আমাদের ফোন করেন | বাচ্চাটির treatment চলছে ওনার বাড়িতেই | প্রায় প্রতিদিন আমাদের কাছে এরকম কল আসে কিন্তু shelter এর অভাবে আমরা বাচ্চাগুলোকে rescue না করে ওখানে রেখেই treatment চালিয়ে যেতে হচ্ছে but ওখানে রেখে বেশি দিন treatment করা possible হচ্ছে না , পুরো recovered হওয়ার আগেই বাচ্চাগুলিকে রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে | আপনারাই বলুন এরকম situation ~এ আমরা কী করবো ??

02/06/2023

𝐇𝐞 𝐰𝐡𝐨 𝐟𝐞𝐞𝐝𝐬 𝐭𝐡𝐞 𝐡𝐮𝐧𝐠𝐫𝐲 𝐚𝐧𝐢𝐦𝐚𝐥 𝐟𝐞𝐞𝐝 𝐡𝐢𝐬 𝐨𝐰𝐧 𝐬𝐨𝐮𝐥🙇🙇

14/05/2023

শুভ মাতৃ দিবস। সকল রাস্তায় থাকা মা দের যারা প্রতি নিয়মিত নিজেদের বাচ্চাদের জন্যে লড়াই করে যাচ্ছে।

30/04/2023

আমরা সবাই জানি অবলার পক্ষ থেকে রাস্তার কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত দুইজন সদস্য কিছু টাকা দান করে নিজেদের এলাকার বাচ্চাদের খাওয়াচ্ছে। যদি বাকি সব সদস্যরা মাসে মাসে সামান্য কিছু donate করেন, তাহলে বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে আমরা খাওয়ানো ব্যাবস্থা করতে পারবো । আমাদের 'Phone Pay ' ও ' G -Pay ' নাম্বার হলো 7384261003

আমরা আমাদের সার্ভিস গতকাল থেকে শুরু করেছি  ।।
21/04/2023

আমরা আমাদের সার্ভিস গতকাল থেকে শুরু করেছি ।।

আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই বাড়ির, পাড়ার বা রাস্তার কুকুর দের (যদিও আমরা তাদের বাচ্চা বলেই মনে করি)  খাওয়াতে চাই, ...
16/04/2023

আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই বাড়ির, পাড়ার বা রাস্তার কুকুর দের (যদিও আমরা তাদের বাচ্চা বলেই মনে করি) খাওয়াতে চাই, কিন্তু সময়ের বা অন্যান্য অনেক কারণে করে উঠতে পারিনা। তাদের জন্য অবলার উদ্যোগে স্পেশালি কুকুর দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ,রান্না করা মাংস ভাত বাড়িতে পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে, আপনার পকেটের কথা মাথায় রেখে। বিশদ জানার জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত নম্বরে -8250150244

Bankura sripally টে বাচ্চাটির পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায়। আমাদের খবর দেই, আমরা গিয়ে ট্রিমেন্টমেন্ট শুরু করেছি।
08/01/2023

Bankura sripally টে বাচ্চাটির পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায়। আমাদের খবর দেই, আমরা গিয়ে ট্রিমেন্টমেন্ট শুরু করেছি।

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share