We. CAN Dhupguri

We. CAN Dhupguri ( We care for animals and nature )
Animal rescue and emergency medical services provider
(2)

13/09/2022

ধুপগুড়ি মধ্যপাড়া থেকে এই সারমেয়র টির জন্য আমাদের কাছে ফোন এসেছিল। সারমেয়রটির হঠাৎ ওই মল এর সাথে রক্ত আস্তে থাকে এবং অবশেষে শুধু কাঁচা রক্তই বেরতে থাকে । তারপরেই আমাদের সদস্যরা চিকিৎসা শুরু করে । চিকিৎসার পর আজ সারমেয়রটি পুরোপুরি ভাবে সুস্থ ও স্বাভাবিক ।।
ধন্যবাদ আমাদের We.CAN সোসাইটির সদস্যদের.....

13/09/2022

ধুপগুড়ি সারদা পল্লী তে থাকা এই শারমেয়রটি প্রায় এক সপ্তাহ আগে রোড এক্সিডেন্টে পেছন পা ভেঙে যায়। যার কারণে খুবই কষ্টে রয়েছে শারমেয়রটি। সমস্যা হল শারমেয়রটিকে কোনভাবেই সুস্থ করার সুরাহা পাওয়া যাচ্ছে না কারণ যে জায়গাটা ভাঙা গেছে সেখানে না প্লাস্টার করা যাচ্ছে না ব্যান্ডেজ করা যাচ্ছে ।
আপনাদের কারোর কাছে কোনরকম সঠিক সমাধান থাকে তাহলে দয়া করে আমাদের জানাবেন।। +91 85360 29305
ধন্যবাদ

13/09/2022

ধুপগুড়ি সুপারমার্কেটে এ আবার কেমন ব্যবসা দেখা যাচ্ছে দু মাসের ছোট ছোট বাছুর কে কিনে নিয়ে আসছে এবং রাস্তায় ছেড়ে দিচ্ছে তারপর এই অসুস্থ হলে সেখানেই পড়ে মৃত্যু কিন্তু ভুলবশত যদি সেটা সুস্থ অবস্থায় বড় হয়ে ওঠে তাহলে সেই বাছুর থেকেই কেটে খাওয়ার জন্য বেঁচে দেওয়া হচ্ছে গত ১৫ দিনের মধ্যে আটটি বাছুর মারা গেছে এবং দুটি অসুস্থ ।।
এর কি কোন বিচার হবে না ধুপগুড়ি পৌরসভা কাছে ????
হবে না কোন সুরাহা????
মহাশয় এবং মহাশয় আপনাদের কাছে আমরা ( We.CAN ) #ধুপগুড়ি_সুপারমার্কেট তথা #সমগ্র_ধুপগুড়িবাসী আপনাদের কাছে সহযোগিতা চাইছি আপনারা যদি এই বিষয়টি প্রতি নজরদারি করেন তাহলে হয়তো ধুপগুড়ির উপর থাকা অবলা পশু গুলোর মৃত্যুর হার কমে আসবে ধন্যবাদ

11/09/2022

মৃত্যু, মৃত্যু যখন আসে তখন কারোর হাতে থাকে না সেই মুহূর্তে সম্পূর্ণটাই ভগবানের হাতেই থাকে। এটা শুধু আজ নয় এমনও অনেকবার আমাদের সাথে হয়ে গেছে । নিজের চোখের সামনে দেখা শরীর থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের করার কিছু থাকছেনা ।
আরো একবার সেই মুহূর্তের অভিজ্ঞতা হলো আমাদের ।
মৃত্যু অত সহজ নয় যাই হোক ।
এই বাচ্চাটির জন্য আমাদের ফোন করেছিলেন #হিমাদ্রি_ব্যানার্জি স্যার। এই বাচ্চাটি গার্লস স্কুলের সামনে অসুস্থ হয়ে পড়ে থাকায় #হিমাদ্রি_স্যারের চোখে পড়ে এবং উনি তৎক্ষনাত আমাদের ফোন করে জানান এবং সেই মুহূর্তেই আমরা পৌঁছে যাই বাচ্চাটির কাছে এবং প্রাথমিক চিকিৎসা শুরু হয়। কিন্তু আমরা বুঝতেই পেরেছিলাম এর কোন চিকিৎসা আমাদের হাতে নেই কারণ বাচ্চাটির canine distemper রোগে আক্রান্ত বাচ্চাটির হাতে আর সময় নেই। তারপরও আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা চালিয়ে যাই অবশেষে গতকালকে বাচ্চাটির শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সবাই দোয়া করবেন বাচ্চাটিকে যেন ভগবান তার নিজের স্মরণে নেয় এই কঠিন পৃথিবী থেকে।।।।।
😭😭😭😭😭😭😭

06/09/2022
06/09/2022

গতকালকে সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ ধুপগুড়ি সুপার মার্কেটে পিকআপ ভ্যান বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে নন্দীটি গুরুতরভাবে আহত হয় সেই মুহূর্তে কোনরকম সুযোগ-সুবিধা না থাকায় অবশেষে আমাদেরকেই নন্দীটির চিকিৎসা সম্পন্ন করতে হয়।

আগের থেকে অনেকটাই সুস্থ আছে আমাদের বল্টু কিন্তু বল্টুর যে ঔষধের প্রয়োজন সেটা আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারছি না তাই বল্...
21/08/2022

আগের থেকে অনেকটাই সুস্থ আছে আমাদের বল্টু কিন্তু বল্টুর যে ঔষধের প্রয়োজন সেটা আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারছি না তাই বল্টুর সুস্থ হয়ে উঠতে একটু সময় বেশি লাগছে। বল্টুর চিকিৎসার জন্য যে silver X লোশানটির প্রয়োজন সেটা খুবই দামী ঔষধ এবং প্রতিদিনই বল্টুর পেছনে দুটি করে ( silver X 250gm ) crime এর প্রয়োজন হচ্ছে যদিও আমরা সেটা পর্যাপ্ত পরিমাণ দিতে পারছি না ।।
যদি আপনারা কেউ ঔষধ দিয়ে সাহায্য করতে চান তাহলে খুবই কৃতজ্ঞ থাকবে আমাদের বল্টু আপনার।।
আপনারা কেউ বিশ্বাস করবেন না যে বল্টু আমাদের দেখলেই দ্রুত তেড়ে আসত সে এখন আমাদের কাছে সব সময় সাহায্য চাইছে সুস্থ হয়ে ওঠার জন্য এখন আর সে আমাদের উপর রাগ দেখায় না শান্তভাবে সে থাকে তার পোড়া জায়গাগুলোতে আমরা ব্যথা দিলেও সে ব্যথা সহ্য করে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং শান্তভাবে চিকিৎসা নিচ্ছে। কিন্তু কি করব আমরা অসহায় বল্টুকে তার পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দিয়ে উঠতে পারছি না তার জন্য ক্ষমা করে দিও বল্টু মহারাজ।।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

08/08/2022
Name =  Address -
19/07/2022

Name =
Address -

18/07/2022

ধুপগুড়িতে আবারো অমানবিকতার শিকার হল নিরীহ অবলা কিছু প্রাণ
অপরাধী - #মিঠু_রায়
স্থান- #খট্টিমারি 2 নং জিপি
#মিঠু_রায় নামে এক ব্যক্তি তার জমিতে খাবারের সাথে নামক #কীটনাশক মিশিয়ে জীবন নিয়ে নিল প্রায় ১৬ টি ও বেশি প্রাণ ।
এই অবলা প্রাণীদের অন্যায় ছিল তারা অপরাধির জমিতে প্রবেশ করত এবং সেই প্রবেশের কারণে তাকে হারাতে হয় তাদের প্রাণ।।

নাম -   বয়স - 10 Class - 4th #আজকের_এই_দিনটি_তোমার_জন্য_হয়ে_উঠুক_নতুন_আলোর, #আজকের_এই_দিন_তোমার_জন্য_হোক_দুঃখহীন ..... ...
09/07/2022

নাম -
বয়স - 10
Class - 4th
#আজকের_এই_দিনটি_তোমার_জন্য_হয়ে_উঠুক_নতুন_আলোর,
#আজকের_এই_দিন_তোমার_জন্য_হোক_দুঃখহীন .....
#আজকের_এই_সময়টা_শুধু_তোমার_অন্য_আর_কারো_না..
#তোমার_জন্য_আজ_পৃথিবী_হয়ে_যাক_রঙিন..
… #শুভ_জন্মদি_বুনু…
এই ছোট্ট বুনুটি নিজের জন্মদিনে জমানো সেই টাকাটি অন্য কোথাও খরচ না করে আমাদের বাচ্চাদের #চিকিৎসার যাবত 1000 টাকা অনুদান করলেন ।
এরকম মানসিকতা সত্যি আমাদের মন কেড়ে নিয়েছে এই ছোট্ট বুনুটি।
পশুদের প্রতি এমন ভালোবাসা সচরাচর দেখা যায় না,তাই এমন পদক্ষেপ আমাদের সকলের মন আকর্ষিত করেছে ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে বুনু আমাদের রাস্তায় থাকা বাচ্চাদের কথা ভাবার জন্য । আমাদের সকলের আসিরবাদ রইল তুমি অনেক অনেক বড় হও এগিয়ে যাও তোমার লক্ষ্যের দিকে।।।
Happy birthday 🎂🎂🎂🎂🎂🎂🎂

 ুভেচ্ছা_পৃথিবীর_সবচেয়ে_সুন্দর_দম্পতি_জন্য,  #সর্বদা_যেন_বসন্ত_বিরাজ_করে_তোমাদের_খুশির_অরণ্যে....... শুভ বিবাহ  #সুপ্রভ...
08/07/2022

ুভেচ্ছা_পৃথিবীর_সবচেয়ে_সুন্দর_দম্পতি_জন্য,
#সর্বদা_যেন_বসন্ত_বিরাজ_করে_তোমাদের_খুশির_অরণ্যে.......
শুভ বিবাহ #সুপ্রভা ও #রাজিব দাকে আমাদের We.CAN SOCIETY পক্ষ থেকে।।।
রাজীব সাহা দাদা নতুন দাম্পত্য জীবন শুরু করার উপলক্ষে আমাদের বাচ্চাদের চিকিৎসা যাবত ৫০০ টাকা অনুদান করেন।। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের বাচ্চাদের তরফ থেকে🐂🐂🐂🐖🐖🐕🐕🐕🐂🦌🐕‍🦺🐕‍🦺🦜🦜।।

05/07/2022

ধুপগুড়ি মায়ের থানের সামনে আজ আবারো আরো একটি গরুর পথ দুর্ঘটনায় পেটে বৃহৎআকার ক্ষত সৃষ্টি হয় । যা আমাদের পক্ষে চিকিৎসা করা অসম্ভব ছিল। তাই আমরা অবশেষে আমাদের ধুপগুড়ি পশু চিকিৎসালয়ের চিকিৎসক #শ্রী_বিশ্বজিৎ_মন্ডল বাবুর সহযোগিতায় এবং দীর্ঘ দু'ঘণ্টার অস্ত্রপাচারের পর গরুটিকে আবারো স্বাভাবিক অবস্থায় আনা হয় ।
এই পথ দুর্ঘটনা আগামীদিনে এভাবেই ক্রমশ চলতে থাকবে তার জন্য আমাদের ধুপগুড়ি পুলিশ প্রশাসন এবং পৌরসভা যতদিন না কোন রকম উদ্যোগ না নেন । আর হয়তো আমাদের সমাজে এই অবলা পশুদের জীবন ও মরণের খেলা এভাবেই চলতে থাকবে তাই বারবার ধুপগুড়ি পুলিশ প্রশাসন তথা ধুপগুড়ি থানা I.C * মহাশয় ও ধূপগুড়ির পৌরসভার পৌরপিতা #শ্রী_রাজেশ_কুমার_সিং মহাশয়ের* কাছে আমাদের আবেদন আপনারা দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। এক সপ্তাহের মধ্যে পরপর চারটি গরুর পথ দুর্ঘটনা এটা কোন স্বাভাবিক কথা নয় এবং আপনারা দয়া করে কিছু একটি ব্যবস্থা করুন এবং এই অবলা পশুগুলোর জীবন ফিরিয়ে দিতে সাহায্য করুন।

30/06/22  সন্ধা 7টা নাগাদ  সিনেমা হল পারায় এক্সিডেন্ট হওয়ার নন্দিটিকে গত 2দিন ধরে ভালো চিকিৎসার জন্য বাইরে পাঠানোর চেষ...
03/07/2022

30/06/22 সন্ধা 7টা নাগাদ সিনেমা হল পারায় এক্সিডেন্ট হওয়ার নন্দিটিকে গত 2দিন ধরে ভালো চিকিৎসার জন্য বাইরে পাঠানোর চেষ্টা চলছিল । কিন্ত কোন রকম ভাবে সুরাহা না পাওয়ায় আমরা অবশেষে ধুপগুড়ি ভাইস চেয়ারম্যান #শ্রী_রাজেশ_কুমার_সিং মহাশয়ের কাছে সরনাপনন হই।
অবশেষে গতকালকে রাত 9টা নাগাদ ধুপগুড়ি ভাইস চেয়ারম্যান #শ্রী_রাজেশ_কুমার_সিং মহাশয়-এর সহযোগিতায় সিনেমা হল পাড়ায় রোড এক্সিডেন্টে গুরুতর ভাবে আহত হওয়ার নন্দীটিকে ঠাকুর পাঠ গরুর খামারে পাঠানো হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের পিয় #রাজেশ_কুমার_সিং মহাশয় কে আমাদের We.CAN SOCIETY পক্ষ থেকে।।। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

ধুপগুড়ি বাজার পেজের কর্ণধার শ্রী   দাদা আমাদের বাচ্চাদের চিকিৎসার জন্য 500 টাকা অনুদান করেছেন ।।অসংখ্য অসংখ্য ধন্যবাদ আ...
30/06/2022

ধুপগুড়ি বাজার পেজের কর্ণধার শ্রী দাদা আমাদের বাচ্চাদের চিকিৎসার জন্য 500 টাকা অনুদান করেছেন ।।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দাদা কে।।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ধুপগুড়ি হাই স্কুল স্কুলের শিক্ষক শ্রী   স্যার আমাদের বাচ্চাদের চিকিৎসার জন্য ১০০০ টাকা অনুদান করেছেন ।।অসংখ্য অসংখ্য ধন...
30/06/2022

ধুপগুড়ি হাই স্কুল স্কুলের শিক্ষক শ্রী স্যার আমাদের বাচ্চাদের চিকিৎসার জন্য ১০০০ টাকা অনুদান করেছেন ।।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হাই স্কুলের তথা সকলের প্রিয় স্যার কে।।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

30/06/2022

আজ সন্ধ্যা সাতটা নাগাদ একসাথে দুটি গরুর রোড এক্সিডেন্ট হয়।
1. সিনেমা হল পাড়ায় স্যারের বাড়ির সামনে ছোট্ট নন্দী গাই, যার অ্যাক্সিডেন্টে লেজ পুরোপুরি ভাবে কেটে যায় এবং পেছনের বা পা-টি ভেঙ্গে যায় ।। এই নন্দীটিকে ভগবানের নামে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু পথ দুর্ঘটনা হলে ভগবান তো আসে না দেখতে তাহলে কেন ভগবানের নামে এই পাপগুলোও করে????

2. মায়েরথানের সামনে (স্টাইল বাজার) মা গরু, যার পেছনের বাঁ পায়ের উপর দিয়ে বড় গাড়ি চলে যাওয়ায় পায়ের ক্ষুর পুরোপুরি ভাবে ভেঙে যায়।।

এবার আসল কথা হল যারা এই নন্দীগুলোকে ছাড়ে, তাড়া না হয় ভগবানের নামে ছেড়ে দেয়। কিন্তু,কিন্তু এই মা গরু গুলো যেগুলোর মালিকানা বলে কেউ একজন আছে । তাহলে কেনই বা তারা এই মা গরু গুলোকে ভগবানের নামে ছেড়ে দেয় রাস্তায়?????
রোড এক্সিডেন্ট হলে গরুর মালিক কে খবর দিলে তারা হামেশাই মানা করে গরুটি নাকি তাদের নয়। কিন্তু বেশ কিছুদিন পরেই আবার সুস্থ হলেই সেই গরুটাকে তারাই ধরে নিয়ে যাচ্ছে বাড়িতে। আমাদের We.CAN SOCIETY পক্ষ থেকে #ধুপগুড়ি_পৌরসভা এবং #পুলিশ_প্রশাসনের কাছে🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 বিনীত ও করজোড়ে আবেদন আপনারা এই ব্যাপারটি নিয়ে দয়া করে কিছু একটা পদক্ষেপ নিন এবং এই মা গরুগুলিকে যেন এভাবে রাস্তায় ছেড়ে না দেয় তার জন্য একটি ব্যবস্থা করুন।

29/06/2022

We.CAN
WeCan Dhupguri


13/06/22 এই বাচ্চাটি মিল পাড়ায় রোড এক্সিডেন্ট হয়,তাতে সামনের বাঁ-পাটি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায় ।
যার কারণে 18/06/22 তারিখ ধুপগুড়ি পশু হসপিটালের Dr. বাবুর সহযোগিতায় বাচ্চাটির পায়ে অপারেশন করে বাতিল করা হয় । 23/06/22 তারিখ নাগাদ বাচ্চাটি পা হঠাৎ পচনের সৃষ্টি হয়,যার কারণে 27/06/22 তারিখ আবারও পাটির দ্বিতীয়বার অপারেশন করে বাকি অংশটি বাতিল করা হয়।
যদিও পায়ের পচনের কারণ আমাদের উত্তরবঙ্গে তথা ধুপগুড়ি তে বিগত এক মাস ধরে লাগাতার বৃষ্টির কারণে সমস্ত জায়গাগুলিতে জলমগ্ন হয়ে পড়েছে এবং বাচ্চাটি যে স্থানে রয়েছে সেখানেও চারদিকে জল থাকায় সেই কাঁটা জায়গাটিতে জল লেগে লেগে পচনের সৃষ্টি হয়।
27/06/22 তারিখে দ্বিতীয়বার অপারেশন করার পর বাচ্চাটিকে সুস্থ করে রাখার জন্য অনেক জায়গায় খোঁজ করার পরও কোনো রকম ভাবে থাকার যায়গা না পাওয়ার কারণে এবং রাখার জায়গার অভাবের কারণে বাচ্চাটিকে সেই স্থানেই বাসের বেড়া তৈরি করে চারদিক দিয়ে বন্দি করে রাখা আছে এবং আগামী দিনে এভাবে করেই আমরা বাচ্চাটিকে রাখবো যতদিন না পুরোপুরি ভাবে সুস্থ হয়ে ওঠে আপনারা সকলেই আশীর্বাদ করবেন বাচ্চাটি যেন খুব শীঘ্র সুস্থ হয়ে ওঠে।।
তাছাড়াও আমাদের আরও একটি সমস্যা যেটা #আর্থিক সমস্যা তাই সকলের কাছে বাচ্চাটি জীবন ফিরিয়ে দেওয়ার জন্য সামান্য পরিমাণ সাহায্যের চাইছি । বাচ্চাটির চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় 200 থেকে 300 টাকা খরচ পড়ছে তাই আপনারা দয়া করে আপনাদের সাধ্যমত সাহায্য করে আমাদের বাচ্চাটির জীবন ফিরিয়ে দিন please..🙏🙏🙏🙏🙏🙏🙏

Phonepay/googlepay/paytm = +91 85360 29305

গত মঙ্গলবার বাচ্চাটির মিলপাড়ায় এক্সিডেন্ট হয়। এক্সিডেন্ট পায়ের উপর দিয়ে পিকআপ ভ্যান চলে যায় ।যার ফলে বাচ্চাটি খুবই...
16/06/2022

গত মঙ্গলবার বাচ্চাটির মিলপাড়ায় এক্সিডেন্ট হয়। এক্সিডেন্ট পায়ের উপর দিয়ে পিকআপ ভ্যান চলে যায় ।যার ফলে বাচ্চাটি খুবই কষ্টতে রয়েছে, এই কষ্ট দূর করার জন্য আগামীকাল এই বাচ্চাটির পায়ের অপারেশন করা হবে ।
সহযোগিতা আমাদের পশু চিকিৎসালয়ের চিকিৎসক #শ্রী_বিশ্বজিৎ_মন্ডল বাবু বাচ্চাটির আগামীকাল অপারেশন করবেন ।
আপনারা সকলেই প্রার্থনা করবেন যেন বাচ্চাটিকে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং জীবন ফিরে পায়।।

এবং তার সাথে সাথে এই বাচ্চাটা চিকিৎসার জন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। তাই আপনারা কেউ যদি বাচ্চাটির চিকিৎসার জন্য নিজেদের সাধ্যমত যদি সাহায্য করতে চান তাহলে আমাদের দেওয়া 8536029305 এই নাম্বারে সহযোগিতা করতে পারেন সকলের কাছে একান্ত ভাবে আমাদের We.CAN SOCIETY-এর পক্ষ থেকে কামনা রইল আশা করি আপনারা সকলেই বাচ্চাটির জন্য সাহায্য করবেন ধন্যবাদ সকলকে।।
Paytm/googlepay/Phonepay=8536029305

এই সেই সারমেয়র যিনি আমাদের সদস্য    কে কামড়ে গুরুতরভাবে আহত করে এবং চারটি আংগুলে কামুর দেয় তার সাথে। কেনি আংগুলের নখ ...
13/06/2022

এই সেই সারমেয়র যিনি আমাদের সদস্য কে কামড়ে গুরুতরভাবে আহত করে এবং চারটি আংগুলে কামুর দেয় তার সাথে। কেনি আংগুলের নখ পুরোপুরিভাবে উঠে যায় এবং ভেতর থেকে হারে আহত ও ক্ষত সৃষ্টি হয় । যার কারণে তাকে হাতের এক্সরে পর্যন্ত করতে হয়, ভগবানের কৃপায় ও আপনাদের সকলের আশীর্বাদে আমাদের সদস্য -এর তেমন কিছু বড় ক্ষতি হয়নি এক্স-রে রিপোর্টে জানা যায় ।
আপনার আশীর্বাদ করবেন আমাদের সদস্য পংকজ সরকার যেন দ্রুত সুস্থ হয়ে উঠে এবং আবারও আমাদের মাঝে ফিরে এসে অবলা পশুপাখিদের চিকিৎসায় সহযোগিতায় হাত বাড়ায়।।।

08/06/2022
কোন এক দুষ্কৃতী এই বিড়ালটিকে মারার চেষ্টা করে। বেশ কিছুদিন আগে এই বিড়ালটিকে ধুপগুড়ি ঘোষপাড়ায় এক টোটো চালক-  C/O - L...
08/06/2022

কোন এক দুষ্কৃতী এই বিড়ালটিকে মারার চেষ্টা করে।

বেশ কিছুদিন আগে এই বিড়ালটিকে ধুপগুড়ি ঘোষপাড়ায় এক টোটো চালক-
C/O - Let pintu ghosh
Add- ghosh para, post- bairatiguri, dist - jalpaiguri
Landmark - ghoshpara new bairatiguri junior high school
-নামে এক ব্যক্তি মাথায় খুব জোরে আঘাত করার কারণে বেড়ালটি মরণাপন্ন হয়ে ওঠে কিন্তু সেই মুহূর্তে #কোয়েল_সরকার ( )বলে এক বোন বেড়ালটি জীবন ফিরিয়ে দেয় ,বেড়ালটিকে আবারও ধারালো কোন অস্ত্র দিয়ে মারার চেষ্টা করে কোন এক দুষ্কৃতী কিন্তু ভগবানের কৃপায় এবারও বেঁচে যায় এবং বৃহদাকার ক্ষতের সৃষ্টি হয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন,তারপরেই আমাদের সদস্যরা সঙ্গে সঙ্গে ধুপগুড়ি পশু চিকিৎসালয়ের সহযোগিতা নেই এবং পশু চিকিৎসালয় নিয়ে গিয়ে বিড়ালটি সেই ক্ষত স্থানটি সেলাই ও seline করা হয়। বর্তমানে বেড়ালটি আগের তুলনায় অনেকটাই ভালো আছে সুস্থ আছে ।
সহযোগিতায় ,

Gaitkata theke ai nandi tir  treatment jonno phone asa celo  tr por ai amader  sadosho ra treatment  soro kore abon akho...
06/06/2022

Gaitkata theke ai nandi tir treatment jonno phone asa celo tr por ai amader sadosho ra treatment soro kore abon akhon nandi ti poro pori vabe sustho ace

27/05/2022

আমাদের We.CAN page এর কমে গেছে please help 🙏

18/05/2022

#বাড়িতে_কুকুর_পুষলে_কোন_কোন_গ্রহদশা_কাটে? #কী_বলছে_জ্যোতিষশাস্ত্র?
কুকুর পুষলে তুষ্ট হন মা লক্ষ্মী, বলছেন জ্যোতিষবিদরা।
#সংবাদ_প্রতিদিন_ডিজিটাল_ডেস্ক: পশু বা পাখি পোষার শখ থাকে অনেকেরই। তবে অধিকাংশ মানুষ কুকুর পুষতে (Pet Dog) ভালোবাসেন। কুকুর যে প্রভূভক্ত, সে বাড়িতে থাকলে যে অনধিকার প্রবেশ ঠেকানো সম্ভব, সঙ্গত কারণেই চোর-ডাকাতে তা জানে। তবে নেহাত আদরেরও সে। কিন্তু এই প্রাণীটিই যে আপনার ভাগ্য ফেরাতে পারে, সুখ-সমৃদ্ধি এনে দিতে পারে সংসারে। তেমন কথা বলছে জ্যোতিষশাস্ত্র (Astrology)।
শনিবার আপনার পোষ্য কালো কুকুরকে খাওয়ালে শনি, রাহু ও কেতুর কুনজর থেকে দূরে থাকবেন আপনি। রোজ কুকুরকে খাওয়ালেও কাটে বেশ কিছু গ্রহদশা। জ্যোতিষ মতে শনির অবস্থান যদি শক্তিশালী হয় তবে বাণিজ্য ও রাজনীতিতে উন্নতি হয়। রোজ কুকুরকে খাওয়ালে কালসর্প দশা কাটে বলেও দাবি জ্যোতিষিদের।
এক জ্যোতিষবিদের বক্তব্য, কুকুর পুষলে মা লক্ষ্মী তুষ্ট হন। ফলে সংসারের আর্থিক অবস্থার উন্নতি হয়। এর থেকেই স্পষ্ট- কোনও বাড়িতে কুকুর থাকলে কেন সেই পরিবারে ইতিবাচক আবহাওয়া কাজ করে। পরিবারের সদস্যরা সুস্থ থাকেন। কুকুর থাকলে সেই বাড়িতে রোগ-বালাই ঢুকতে পারে না বলেই দাবি।
কুকুরের দেখভাল করলে আপনার মধ্যে একটি ইতিবাচক মনোভাব কাজ করে। আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন, মানসিক স্থিরতা আসে। ব্যক্তির চারপাশের পরিবেশেও তার আভাস মেলে। যে কোনওরকম কুদৃষ্টি থেকেও আপনি অব্যাহতি পান।
চিকিৎসকদেরও বক্তব্য, অতিরিক্ত দুঃখি, বিষাদগ্রস্তদের ‘ডগ থেরাপি’ ভীষণ কাজে আসে। কুকুর পুষলে কমে যায় মানসিক অস্থিরতা। দূরে থাকা যায় বহু মানসিক রোগ থেকে। এছাড়াও হার্টের রোগের ক্ষেত্রেও উপকারী হয় কুকুর পোষা।
কুকুর যার পোষেন তাঁরা জানেন এই পোষ্যের ভালবাসা কতখানি। তারা সারা বাড়িময় আপনাকে অনুসরণ করে। গা ঘেঁষে বসে, পা চেটে দেয়। আপনার নিঃসার্থ সঙ্গী হয়ে ওঠে। ভালবাসাময় একটা গোটা দিন কাটে। তাতে কী ফল মেলে কুকুরের মালিক তা জানেন।
সব মিলিয়ে কুকুরের চেয়ে ভাল বন্ধু হয় না। ওরা আপনার দুঃখকে অনুভব করে। হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না, তবু বুঝিয়ে দেয় কতখানি সমব্যথি। এই কারণেই বহু মানুষের কাছে কুকুর সন্তানসম। তাঁদের একাকিত্ব দূর করে সে। আপনাকে ব্যস্ত রাখে সব সময়। ফলে জ্যোতিষ মতে হোক কী যুক্তি-বুদ্ধিতে কুকুরের মতো পোষ্য দুটি নেই।

Address

Dhupguri
735210

Telephone

+919002004709

Website

Alerts

Be the first to know and let us send you an email when We. CAN Dhupguri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Animal Rescue Service in Dhupguri

Show All