‘SNEHA’ believes that every living creature has the equal right to life on earth, and since man claims his superiority; he has a greater responsibility to protect this right. Our mission includes eradication of ignorance and to make everyone a little more compassionate. We firmly believe that we will succeed with honesty and devotion. Let’s enliven the world with a little more love, care and coope
ration.
‘স্নেহ’(SNEHA) বিশ্বাস করে, -পৃথিবীতে বেঁচে থাকার অধিকার প্রতিটা প্রাণেরই সমান, আর মানুষ যেহেতু প্রাণী জগতে নিজেদের শ্রেষ্ঠত্ব দাবি করে, -তাই সমস্ত প্রাণের এই অধিকার রক্ষায় তাদের দায়িত্ব কিঞ্চিৎ বেশি৷ আমরা সেই দায়িত্বই পালন করতে চাই৷ আমাদের আশেপাশে যে সমস্ত অসহায় জীব ঘোরাফেরা করে, -আমরা তাদের একটা সুন্দর জীবন সুনিশ্চিত করতে চাই৷ ওদের সমস্যায় সহায়তা করতে চাই, চাই মানুষের অজ্ঞাণতা দূর করে সবাইকেই ওদের প্রতি আরও একটু সহানুভূতিশীল করে তুলতে৷ আমাদের দৃঢ় বিশ্বাস সততা ও নিষ্ঠা দিয়ে এই কাজে আমরা সফল হবই৷ আসুন সবার স্নেহ-ভালোবাসায় ও পারস্পরিক সহযোগীতায় আমাদের চারপাশের পৃথিবীটা আরও একটু যত্ন নিয়ে প্রাণবন্ত করে তুলি৷ 'SNEHA' - We Care.