02/03/2024
বিরাট গুড নিউজ, আগামী ৬-৭ মার্চ উদ্বোধন হতে চলেছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো রুট। ইতিহাস তৈরি করবে গঙ্গার তলা দিয়ে মেট্রো পারাপার করতে খরচা হবে মাত্র পাঁচ টাকা। এটিই হচ্ছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন ১১৪ ফুট নিচে মাটির তলায় অবস্থিত। ইতিমধ্যেই ভাড়ার তালিকা প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ দেখুন বিস্তারিত 👇
১) প্রাথমিকভাবে খবর, হাওড়া থেকে হাওড়া ময়দান থেকে যেতে ভাড়া লাগবে পাঁচ টাকা।
২) হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া যেতে খরচ পড়বে ৩০ টাকা।
৩) হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার যেতে খরচ পড়বে ২৫ টাকা।
৪) হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড: ২০ টাকা।
৫) হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান: ১৫ টাকা।
৬) হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক: ২০ টাকা।
৭) হাওড়া থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) এবং নেতাজি (কুঁদঘাট): ২৫ টাকা।
৮) হাওড়া থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া বাজার), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) এবং কবি সুভাষ (নিউ গড়িয়া): ৩০ টাকা।
Copy