04/10/2023
প্রিয় হার-না-মানা সংগ্রামী সাথীবৃন্দ।
ইলেকশন ডিউটি সংক্রান্ত কোলকাতা হাইকোর্টের মামলার চূড়ান্ত রায় সম্পর্কে কিছু কথা।।
আপনারা সকলেই প্রাণী চিকিৎসকদের ইলেকশান ডিউটি সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আপনাদের জানাতে চাই যে, এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে এই মামলার পরিপ্রেক্ষিতে যে অন্তর্বর্তীকালীন রায় প্রকাশিত হয়েছিল- তাতে সকল স্তরের ভেটেরিনারিয়ানদের ইলেকশন ডিউটিতে না নেওয়ার (prohibited) কথা বলা থাকলেও, চূড়ান্ত রায়ে শুধুমাত্র ভেটেরিনারি হসপিটালের সঙ্গে যুক্ত প্রাণী চিকিৎসকদের নির্বাচনের কাজ থেকে সরাসরি অব্যাহতি (exempted) দেওয়া হয়েছে। তৎসহ যে সমস্ত প্রাণী চিকিৎসক ভেটেরিনারি হসপিটাল ব্যতীত অন্যত্র পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করার যোগ্য এবং এই আবেদন নির্বাচন কমিশনের বিবেচনাধীন থাকবে। ..... হাঁ, আবারও বলছি - ভেটেরিনারি হসপিটালের সাথে যুক্ত সকল প্রাণী চিকিৎসকদের ইলেকশন সংক্রান্ত ডিউটি থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট, এতে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।
বন্ধুগণ, এমতাবস্থায় আপনাদের অবগতির জন্য জানাই- মহামান্য কলকাতা হাইকোর্টের এই রায় আমাদের সম্পূর্ণরূপে মনঃপূত হয়নি। আমরা শুধুমাত্র ভেটেরিনারি হসপিটালে কর্মরত প্রাণী চিকিৎসকদেরই অব্যাহতি নয়, আমরা irrespective of designation সকল ভেটেরিনারিয়ানদের অব্যাহতি চাই।
কয়েকদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, একাধিক আইন-বিশেষজ্ঞের মতামত এবং গত ০২.১০.২০২৩ তারিখে আমাদের সংগঠনের ওয়ার্কিং কমিটির বর্ধিত সভায় সুদীর্ঘ আলোচনার পর- আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, অনতিবিলম্বে এই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা কোলকাতা হাইকোর্টের উপযুক্ত স্থানে আবেদন জানাবো। আমাদের প্রধান লক্ষ্য- সমস্ত ভেটেরিনারিয়ানদের নির্বাচন-সংক্রান্ত যে কোন কাজ থেকে অব্যাহতি দেওয়া, যেভাবে আমরা এতদিন দল-মত নির্বিশেষে সকল ভেটেরিনারিয়ানদের অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। সেই একই লক্ষ্যে আমরা এখনও অবিচল। আমরা যথেষ্টই আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সকল ভেটেরিনারিয়ান ইলেকশন ডিউটি থেকে অবশ্যই অব্যাহতি পাবার যোগ্য এবং ভবিষ্যতে আমরা জয়লাভ করবোই। এবং এরজন্য যা কিছু করার, আমরা করবো। একদিকে যেমন কোলকাতা হাইকোর্টে অ্যাপিল চলবে, তেমনি অপরদিকে IVA, VCI, ECI তেও আমাদের যুক্তিবাদী সুচিন্তিত বক্তব্য যথাসময়ে পৌঁছে দেবো।
প্রসঙ্গক্রমে বলতে বাধ্য হচ্ছি যে- কতিপয় ভীরু কাপুরুষ, যারা কোনোদিনই মাঠে নেমে লড়াই করেনি, শুধু গ্যালারিতে বসে লাফা-লাফি করে এসেছে, আমাদের প্রিয় সংগঠনের করা মামলার ইন্টেরিম রায়ের ফল ভোগ করে এসেছে, তারা এক নোংরা, অসৎ উদ্দেশ্যে ভেটেরিনারিয়ানদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করছে। হ্যাঁ, আমাদেরকে অন্য কোন সংগঠনের মুখ চেয়ে বসে থাকতে হয়নি, আমরা মাঠে নেমেই লড়াই করি। আমাদের প্রিয় সংগঠনই- Departmental Exam সংক্রান্ত কেস করেছিল, আমরা SAT-এ জয়লাভ করি, এরই ফলশ্রুতিতে এবং আমাদের নিরলস পরিচর্যায় দপ্তর (ARD) কেস উইথড্র করে এবং এক ইতিহাস সৃষ্টি হয়, 2010 সালের 24-শে সেপ্টেম্বরের আগে জয়েন করা প্রায় সকলেই confirmed হয় এবং লক্ষ্য করলে বিস্মিত হবেন যে- প্রত্যেকের confirmation order এ, আমাদের প্রিয় সংগঠন, "অ্যালামনি অ্যাসোসিয়েশন"-কৃত কেসের কথা (OA No. 1585/2012) উল্লেখ করা আছে!! ... তাহলে কাদের জন্য এই confirmation হলো?? ... আমাদের কে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হয়নি। ... প্রফেশনের সার্বিক স্বার্থে এরকম একটা ঐতিহাসিক কাজ করতে পেরে আমরা গর্বিত।
এ তো গেল service confirmation এর কথা। আপনি Integrated Service এ যাবেন- সেখানেও, Department থেকে আমাদের প্রিয় সংগঠনের দেওয়া চিঠির মেমো নং উল্লেখ করে Directorate থেকে Service Confirmation সংক্রান্ত তথ্য এবং অবশ্যই Integrated Service নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে (প্রমাণ আছে)। এবার আপনি কি করবেন! আবার 1/1/86 থেকে State Cadre? সেখানেও অ্যালামনি অ্যাসোসিয়েশনের কেস!! হ্যাঁ, আমরা মাঠে নেমে খেলে জিততে ভালোবাসি, গ্যালারিতে বসে লাফাই না!! আর MCAS 25 Yrs, PSC, Exemption from Extra-Departmental Works( VO-দের জন্য), এবং অবশ্যই Enhancement of Student Internship Allowances (অনুসারী পরবর্তী পোস্ট দ্রষ্টব্য) কাদের নিরলস প্রচেষ্টার ফসল, তা আজ সকলেই জেনে গেছে। এবং আমরা জানি এতসব কিছু না করতে পারার জ্বালা, হতাশা থেকেই - অপপ্রচারের এক বিষোদ্গার!! - যা সামাজিক মাধ্যমে বহুল প্রচারের মাধ্যমে, বিভ্রান্তকারী চক্র ইতিমধ্যেই আমাদের মহান প্রফেশনের প্রভূত ক্ষতি সাধন করেছে।
প্রিয় সাথী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞ যে, আপনারা এই সুদীর্ঘ সময় ধরে লড়াইয়ের শক্তি যুগিয়ে এসেছেন। আমাদের সকলের সম্মিলিত শক্তি, আন্তরিক তাগিদ, নাছোড়বান্দা মনোভাবই আমাদেরকে জয়ী করবে। জয় আমাদের হবেই।
জয়হিন্দ্, বন্দেমাতরম্ ।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
প্রিয় সুহৃদ,
এই অনুসারী পোস্টটি আসলে আমাদের মহান প্রফেশনের একটি অমূল্য ক্ষণকে সঠিকভাবে মর্যাদামণ্ডিত করার প্রচেষ্টা মাত্র।।
আমরা আবার এক ঐতিহাসিক সাফল্যের অংশীদার। ইতিহাস হয়ে থাকল - কিভাবে নিরলস প্রচেষ্টা সাফল্যে উন্নীত হতে পারে, কিভাবে এক আন্তরিক চাওয়া অসম্ভবকে সম্ভব করতে পারে। ....... ঠিকই ধরেছেন, আমরা Enhancement of Internship Allowance এবং আমাদের প্রিয় সংগঠনের আন্তরিক ও নিবিড় প্রচেষ্টার কথা বলছি। এই অসম্ভবকে সম্ভবে রূপান্তরের ঐতিহাসিক সাফল্যের জন্য আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়া, বিভাগীয় মাননীয় মন্ত্রী মহাশয়, দপ্তরের মাননীয় অতিরিক্ত মুখ্যসচিব ও অন্যান্য মাননীয় সচিবগণ, সংশ্লিষ্ট কর্মীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর ছাত্র-ছাত্রী ভাইবোনদের জন্য একরাশ অভিনন্দন। প্রিয় সংগঠনের নিরবচ্ছিন্ন আন্তরিক প্রচেষ্টা, ছাত্র আন্দোলন, বিশ্ববিদ্যালয় ও সরকারি স্তরে অনুভব, এই অসাধারণ সাফল্যের মূল স্তম্ভ। আমরা গর্বিত, আমরা আনন্দিত। এ এক অসাধারণ সাফল্য!!
জয়হিন্দ্, বন্দেমাতরম্।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
****************************
Internship Allowance সংক্রান্ত আরও একটি পোস্ট, যা কয়েকদিন আগেই আমাদের প্রিয় সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল, তা আপনাদের অবগতির জন্য নীচে পুনরায় পোস্ট করা হলো--
*****************************
প্রিয় সহযোদ্ধা এবং ছাত্র-ছাত্রী ভাইবোনেরা,
Internship Allowance নিয়ে কিছু কথা।।
আপনারা সকলেই জানেন, ছাত্র-ছাত্রী ভাই-বোনদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে আন্দোলন সংগঠিত করা, সেই আন্দোলনকে লালনপালন করা এবং অভিষ্ট লক্ষ্যে উপনীত হওয়া, আমাদের প্রিয় সংগঠনের এক সুমহান ঐতিহ্য..... PSC-র ক্ষেত্রে যা বারে বারে প্রমাণিত।
সকলেরই নিশ্চয় স্মরণে আছে, আমরা বিগত এক বছর যাবৎ Intern student দের Internship Allowance বৃদ্ধির লক্ষ্যে নিবিড় এক প্রচেষ্টা চালিয়ে আসছি, ছাত্র আন্দোলনকে বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে আরও সুসংগঠিত করার চেষ্টা করেছি। আজ থেকে প্রায় এক বছর আগে ( 05/08/22) বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাননীয় প্রফেসর ( ডা.) চঞ্চল গুহ মহাশয়ের সাথে আমরা প্রিয় সংগঠনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের বেশ কয়েকটি দাবী নিয়ে দেখা করি এবং দীর্ঘ আলোচনা করি, যার অন্যতম দাবীই ছিল Enhancement of Internship allowances as per Medical এবং আমরা তৎকালীন মাননীয় উপাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে যে- তিনি আমাদের যুক্তিসঙ্গত দাবী মেনে নিয়ে কয়েকদিনের মধ্যেই Internship allowance বৃদ্ধির জন্য positive note সমেত একটি ফাইল ARD Department-এ পাঠান ( সম্ভবত 8/8/22)। ইতিমধ্যে এই দাবীতে ছাত্র আন্দোলন শুরু হয়। আমরা সাংগঠনিকভাবে তাদের পাশে দাঁড়াই এবং সবরকমভাবে সহযোগিতা করতে থাকি।
এরপর শুরু হয় Department-এ Internship allowances সংক্রান্ত ফাইলের নিবিড় সাংগঠনিক পরিচর্যা। প্রসঙ্গত উল্লেখ্য, 5/8/22 তারিখে মাননীয় উপাচার্য মহাশয়ের নিকট আলোচনায় যাবার আগেই আমরা মাননীয় বিভাগীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় বিভাগীয় অতিরিক্ত মুখ্যসচিব মহাশয়ের নিকট বিস্তারিত তথ্য এবং যুক্তিসহ internship allowance বৃদ্ধির দাবি সনদ জমা দিই (04/08/22)। ফলশ্রুতিতে, Department এ অত্যন্ত positive note সমেত Internship ভাতা বৃদ্ধির ফাইলের initiation হয় ( 16/8/22) এবং Department থেকে ঐ ফাইল Finance এ যায় (25/8/22)। এই কারণে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় অতিরিক্ত মুখ্যসচিব মহাশয়ের নিকট চিরকৃতজ্ঞ। এখানে একটি কথা আমরা অত্যন্ত জোর দিয়ে বলতে পারি- Department এর ফাইলটির অনেকটাই আমাদের দেওয়া তথ্য এবং যুক্তির উপর ভিত্তি করে তৈরী (আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অনেকেই তা চাক্ষুষ করেছে)। এরপর Finance-এ প্রতিনিয়ত যোগাযোগ রাখা, বিভিন্ন ধরনের প্রয়োজনীয়
Govt. Order পৌঁছে দেওয়া ইত্যাদি কাজের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে আমরা এক নিবিড় প্রচেষ্টা চালাতে থাকি। ইতিমধ্যে, ফাইল Finance থেকে Health Department-এ (স্বাস্থ্য ভবনে) যায় (October/2022)। .....সে এক দীর্ঘ লড়াই, আমরা সাংগঠনিকভাবে বেশ কয়েকবার স্বাস্থ্য ভবনে যাই। কখনো একা একা, আবার কখনো কোনো ছাত্র ভাইকে সাথে নিয়ে।কখনো Health Secretary তো আবার কখনো Health Service এর Director । এবং মাঝে মাঝেই ফাইলের status জানিয়ে আমাদের বিভাগীয় ACS sir-এর কাছে আবেদন এবং অবশ্যই ACS sir-এর পজিটিভ হস্তক্ষেপ। ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এইভাবেই ফাইলের পরিচর্যা চলতে থাকে।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পট পরিবর্তন। শ্রদ্ধেয় প্রফেসর (ডা:) গুহের অবসরের পর, উপাচার্যের দায়িত্বে এসেছেন শ্রদ্ধেয় প্রফেসর ( ডা.) তপন কুমার মন্ডল মহাশয়। আমরা আবার সাংগঠনিকভাবে মাননীয় উপাচার্য মহাশয়ের সাথে দেখা করি এবং Internship allowances বৃদ্ধি নিয়ে দীর্ঘ আলোচনা করি (06/04/23)। আমরা কৃতজ্ঞ, যে উনি আমাদের অনুরোধে ব্যক্তিগত ভাবে Health Department এর Special Secretary ( Dr. Aniruddha Neogy) মহাশয়কে কয়েক বার ফোন করেন। ফলশ্রুতিতে, ফাইল Health Department থেকে প্রয়োজনীয় তথ্য সহ Finance Department-এ ফেরত আসে (06/05/23)। প্রকৃতপক্ষে, এবার ফাইলটি একটু একটু করে পজিটিভ আকার নিতে শুরু করে.....সাংগঠনিক পরিচর্যাও চলতে থাকে....। আবার আমরা কয়েকবার মাননীয় ACS sir-এর কাছে যাই, ফাইলের status জানাই, আবার ওনার পজিটিভ হস্তক্ষেপ। ....আমরা সত্যিই ভাগ্যবান..। এমনকি আপনারা শুনলে হয়তো অবাক হবেন, শ্রদ্ধেয় প্রফেসর (ডা.) তপন কুমার মন্ডল মহাশয় আমাদের ব্যক্তিগত অনুরোধে ফিনান্সের Joint Secretary মহাশয়কে ঐ ফাইলের জন্য ফোনে অনুরোধ করেন । মনে রাখতে হবে, তখন তিনি কিন্তু Ex-Vice Chancellor. তবুও দায়িত্ব নেন। ফাইল গতি পায়। ... আমরা সত্যিই ভাগ্যবান...। আরও একজনকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাই - তিনি বিশ্ববিদ্যালয়ের Registrar প্রফেসর (ডা.) পার্থ দাস মহাশয়। ..... এইভাবে একটু একটু করে ঐ পাহাড়ের চূড়ার দিকে আগাতে থাকি, আশায় বুক বাঁধতে থাকি, ছাত্র-ছাত্রী ভাই-বোনদের আশ্বস্ত করতে থাকি - সফলতা আসছেই, আসছেই সফলতা.....।
আবার ছাত্র আন্দোলন। আবার আমরা ওদের পাশে। সবরকম ভাবে। ... সম্পূর্ণ জারি আছে আমাদের সাংগঠনিক ফাইল পরিচর্যা...।
আমাদের প্রিয় সংগঠনের এই আন্তরিক প্রচেষ্টা, এই পরিচর্যা, এই নিবিড় সংযোগ কখনও ব্যর্থ হতে পারে না। সফল আমরা হবোই। Internship Allowance বাড়বেই। অনেক খানি। খুব তাড়াতাড়ি। হাঁ, সত্যিই খুব তাড়াতাড়ি।
জয় হিন্দ্, বন্দেমাতরম্।।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻