Wbvaa1979

Wbvaa1979 page of West Bengal Veterinary Alumni Association established in 1979 , an organization of nationalistic veterinary doctors

প্রিয় সহযোদ্ধা এবং ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা,        আপনারা সকলেই আমাদের প্রিয় সংগঠন "ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালাম...
29/12/2023

প্রিয় সহযোদ্ধা এবং ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা,

আপনারা সকলেই আমাদের প্রিয় সংগঠন "ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের" ছাত্র ছাত্রী স্বার্থে নিরলস প্রচেষ্টা ও আপসহীন সংগ্রামের ব্যাপারে নিশ্চিতভাবেই অবগত আছেন। এই প্রেক্ষিতে সংগঠনের বিবিধ প্রচেষ্টার নিদর্শন এবং কার্যকলাপ সম্পর্কে আপনাদের সকলকেই সংগঠনের সমাজ মাধ্যমে বিভিন্ন সময়ে অবগত করা হয়েছে (Ref--Letter No. 305 & 306/GS/2022 Date- 04/08/202, No. 307/GS/2022 Date- 05/08/2022 , No. 15/GS/2023 Date - 3/10/23), সময়োপযোগী বিভিন্ন কমিউনিকেশন্স, ডকুমেন্টস আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরা হয়েছে। বলতে দ্বিধা নেই এই লড়াইয়ের সাথী আপনারা--- আমাদের প্রিয় সংগঠনের প্রত্যেক সদস্য - সদস্যা এবং সাথে থাকা ছাত্র ছাত্রী ভাই-বোনরা।
আমরা সকলেই জানি আমাদের সংগঠনের নিরলস প্রচেষ্টার সুফল স্বরূপ Enhancement of Internship Allowance সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে (Ref--2269/ARD Date 03/10/2023 )। আজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে ইতিমধ্যেই Internstudent রা বর্ধিত হারে ইন্টার্নশিপ এলাউন্স বাবদ মাসিক 20,000/- টাকা পেতে শুরু করেছে এবং সর্বোপরি যেদিন থেকে এই অর্ডার বলবত হয়েছে (০১.০১.২০২৩) সেই দিন থেকেই বর্ধিত অ্যালাউন্সের জন্য এরিয়ার বাবদ প্রাপ্য অর্থ (95,810/- টাকা) যোগ্য ইন্টার্ন স্টুডেন্টদের একাউন্টে ক্রেডিট হয়েছে। .....এ যেন একটি বৃত্তের পূর্ণতা প্রাপ্তি।....।
ধন্যবাদ জানিয়ে কাউকে ছোট করতে চাই না বরং আমরা কৃতজ্ঞতা জানাই - মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়া, বিভাগীয় মন্ত্রী মহোদয় , অতিরিক্ত মুখ্য সচিব মহোদয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। .......আত্ম সন্তুষ্টির কোনো অবকাশ আমাদের নেই....। পাঠ রত এবং পাশ করা ছাত্রছাত্রী ভাই-বোন দের স্বার্থে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের নিরলস সংগ্রাম, নিবিড় প্রচেষ্টা ও পরিচর্যা জারি আছে। সেই লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদকে পাথেয় করে এবং ছাত্র ছাত্রী ভাই-বোনদের আন্তরিক অংশগ্রহণকে ভিত্তি করে সংগঠনের পরবর্তী লক্ষ্য-------
১) ইউ জি, পি জি এবং পি এইচ ডি তে পাঠরত ছাত্র-ছাত্রীদের "ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপের" পরিমাণ বৃদ্ধি করা।
২) প্রত্যেক ছাত্র-ছাত্রী যাতে "স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ" পেতে পারে তার সুব্যবস্থা করা।
৩) ইন্টার্নশিপ স্টুডেন্টদের Internship Allowance মেডিকেলের সমহারে করার জন্য নিবিড় প্রচেষ্টা জারি রাখা।
এবং অবশ্যই-
৪) BVSc. & AH উত্তীর্ণ ভাই-বোনদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব PSC র ব্যবস্থা করা।

আমাদের সকলের প্রিয় সংগঠন অত্যন্ত আত্মপ্রত্যয়ী। সকলের আন্তরিক সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় জয় আমাদের নিশ্চিত।

জয়হিন্দ ,বন্দেমাতরম।

ডা. শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক,
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি এসোসিয়েশন।
🙏🙏🙏🙏

প্রিয় হার-না-মানা সংগ্রামী সাথীবৃন্দ। ইলেকশন ডিউটি সংক্রান্ত কোলকাতা হাইকোর্টের মামলার চূড়ান্ত রায় সম্পর্কে কিছু কথা।...
04/10/2023

প্রিয় হার-না-মানা সংগ্রামী সাথীবৃন্দ।

ইলেকশন ডিউটি সংক্রান্ত কোলকাতা হাইকোর্টের মামলার চূড়ান্ত রায় সম্পর্কে কিছু কথা।।

আপনারা সকলেই প্রাণী চিকিৎসকদের ইলেকশান ডিউটি সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আপনাদের জানাতে চাই যে, এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে এই মামলার পরিপ্রেক্ষিতে যে অন্তর্বর্তীকালীন রায় প্রকাশিত হয়েছিল- তাতে সকল স্তরের ভেটেরিনারিয়ানদের ইলেকশন ডিউটিতে না নেওয়ার (prohibited) কথা বলা থাকলেও, চূড়ান্ত রায়ে শুধুমাত্র ভেটেরিনারি হসপিটালের সঙ্গে যুক্ত প্রাণী চিকিৎসকদের নির্বাচনের কাজ থেকে সরাসরি অব্যাহতি (exempted) দেওয়া হয়েছে। তৎসহ যে সমস্ত প্রাণী চিকিৎসক ভেটেরিনারি হসপিটাল ব্যতীত অন্যত্র পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করার যোগ্য এবং এই আবেদন নির্বাচন কমিশনের বিবেচনাধীন থাকবে। ..... হাঁ, আবারও বলছি - ভেটেরিনারি হসপিটালের সাথে যুক্ত সকল প্রাণী চিকিৎসকদের ইলেকশন সংক্রান্ত ডিউটি থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট, এতে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

বন্ধুগণ, এমতাবস্থায় আপনাদের অবগতির জন্য জানাই- মহামান্য কলকাতা হাইকোর্টের এই রায় আমাদের সম্পূর্ণরূপে মনঃপূত হয়নি। আমরা শুধুমাত্র ভেটেরিনারি হসপিটালে কর্মরত প্রাণী চিকিৎসকদেরই অব্যাহতি নয়, আমরা irrespective of designation সকল ভেটেরিনারিয়ানদের অব্যাহতি চাই।

কয়েকদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, একাধিক আইন-বিশেষজ্ঞের মতামত এবং গত ০২.১০.২০২৩ তারিখে আমাদের সংগঠনের ওয়ার্কিং কমিটির বর্ধিত সভায় সুদীর্ঘ আলোচনার পর- আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, অনতিবিলম্বে এই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা কোলকাতা হাইকোর্টের উপযুক্ত স্থানে আবেদন জানাবো। আমাদের প্রধান লক্ষ্য- সমস্ত ভেটেরিনারিয়ানদের নির্বাচন-সংক্রান্ত যে কোন কাজ থেকে অব্যাহতি দেওয়া, যেভাবে আমরা এতদিন দল-মত নির্বিশেষে সকল ভেটেরিনারিয়ানদের অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। সেই একই লক্ষ্যে আমরা এখনও অবিচল। আমরা যথেষ্টই আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সকল ভেটেরিনারিয়ান ইলেকশন ডিউটি থেকে অবশ্যই অব্যাহতি পাবার যোগ্য এবং ভবিষ্যতে আমরা জয়লাভ করবোই। এবং এরজন্য যা কিছু করার, আমরা করবো। একদিকে যেমন কোলকাতা হাইকোর্টে অ্যাপিল চলবে, তেমনি অপরদিকে IVA, VCI, ECI তেও আমাদের যুক্তিবাদী সুচিন্তিত বক্তব্য যথাসময়ে পৌঁছে দেবো।

প্রসঙ্গক্রমে বলতে বাধ্য হচ্ছি যে- কতিপয় ভীরু কাপুরুষ, যারা কোনোদিনই মাঠে নেমে লড়াই করেনি, শুধু গ্যালারিতে বসে লাফা-লাফি করে এসেছে, আমাদের প্রিয় সংগঠনের করা মামলার ইন্টেরিম রায়ের ফল ভোগ করে এসেছে, তারা এক নোংরা, অসৎ উদ্দেশ্যে ভেটেরিনারিয়ানদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করছে। হ্যাঁ, আমাদেরকে অন্য কোন সংগঠনের মুখ চেয়ে বসে থাকতে হয়নি, আমরা মাঠে নেমেই লড়াই করি। আমাদের প্রিয় সংগঠনই- Departmental Exam সংক্রান্ত কেস করেছিল, আমরা SAT-এ জয়লাভ করি, এরই ফলশ্রুতিতে এবং আমাদের নিরলস পরিচর্যায় দপ্তর (ARD) কেস উইথড্র করে এবং এক ইতিহাস সৃষ্টি হয়, 2010 সালের 24-শে সেপ্টেম্বরের আগে জয়েন করা প্রায় সকলেই confirmed হয় এবং লক্ষ্য করলে বিস্মিত হবেন যে- প্রত্যেকের confirmation order এ, আমাদের প্রিয় সংগঠন, "অ্যালামনি অ্যাসোসিয়েশন"-কৃত কেসের কথা (OA No. 1585/2012) উল্লেখ করা আছে!! ... তাহলে কাদের জন্য এই confirmation হলো?? ... আমাদের কে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হয়নি। ... প্রফেশনের সার্বিক স্বার্থে এরকম একটা ঐতিহাসিক কাজ করতে পেরে আমরা গর্বিত।
এ তো গেল service confirmation এর কথা। আপনি Integrated Service এ যাবেন- সেখানেও, Department থেকে আমাদের প্রিয় সংগঠনের দেওয়া চিঠির মেমো নং উল্লেখ করে Directorate থেকে Service Confirmation সংক্রান্ত তথ্য এবং অবশ্যই Integrated Service নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে (প্রমাণ আছে)। এবার আপনি কি করবেন! আবার 1/1/86 থেকে State Cadre? সেখানেও অ্যালামনি অ্যাসোসিয়েশনের কেস!! হ্যাঁ, আমরা মাঠে নেমে খেলে জিততে ভালোবাসি, গ্যালারিতে বসে লাফাই না!! আর MCAS 25 Yrs, PSC, Exemption from Extra-Departmental Works( VO-দের জন্য), এবং অবশ্যই Enhancement of Student Internship Allowances (অনুসারী পরবর্তী পোস্ট দ্রষ্টব্য) কাদের নিরলস প্রচেষ্টার ফসল, তা আজ সকলেই জেনে গেছে। এবং আমরা জানি এতসব কিছু না করতে পারার জ্বালা, হতাশা থেকেই - অপপ্রচারের এক বিষোদ্গার!! - যা সামাজিক মাধ্যমে বহুল প্রচারের মাধ্যমে, বিভ্রান্তকারী চক্র ইতিমধ্যেই আমাদের মহান প্রফেশনের প্রভূত ক্ষতি সাধন করেছে।

প্রিয় সাথী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞ যে, আপনারা এই সুদীর্ঘ সময় ধরে লড়াইয়ের শক্তি যুগিয়ে এসেছেন। আমাদের সকলের সম্মিলিত শক্তি, আন্তরিক তাগিদ, নাছোড়বান্দা মনোভাবই আমাদেরকে জয়ী করবে। জয় আমাদের হবেই।

জয়হিন্দ্, বন্দেমাতরম্ ।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

প্রিয় সুহৃদ,

এই অনুসারী পোস্টটি আসলে আমাদের মহান প্রফেশনের একটি অমূল্য ক্ষণকে সঠিকভাবে মর্যাদামণ্ডিত করার প্রচেষ্টা মাত্র।।

আমরা আবার এক ঐতিহাসিক সাফল্যের অংশীদার। ইতিহাস হয়ে থাকল - কিভাবে নিরলস প্রচেষ্টা সাফল্যে উন্নীত হতে পারে, কিভাবে এক আন্তরিক চাওয়া অসম্ভবকে সম্ভব করতে পারে। ....... ঠিকই ধরেছেন, আমরা Enhancement of Internship Allowance এবং আমাদের প্রিয় সংগঠনের আন্তরিক ও নিবিড় প্রচেষ্টার কথা বলছি। এই অসম্ভবকে সম্ভবে রূপান্তরের ঐতিহাসিক সাফল্যের জন্য আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়া, বিভাগীয় মাননীয় মন্ত্রী মহাশয়, দপ্তরের মাননীয় অতিরিক্ত মুখ্যসচিব ও অন্যান্য মাননীয় সচিবগণ, সংশ্লিষ্ট কর্মীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর ছাত্র-ছাত্রী ভাইবোনদের জন্য একরাশ অভিনন্দন। প্রিয় সংগঠনের নিরবচ্ছিন্ন আন্তরিক প্রচেষ্টা, ছাত্র আন্দোলন, বিশ্ববিদ্যালয় ও সরকারি স্তরে অনুভব, এই অসাধারণ সাফল্যের মূল স্তম্ভ। আমরা গর্বিত, আমরা আনন্দিত। এ এক অসাধারণ সাফল্য!!

জয়হিন্দ্, বন্দেমাতরম্।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

****************************
Internship Allowance সংক্রান্ত আরও একটি পোস্ট, যা কয়েকদিন আগেই আমাদের প্রিয় সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল, তা আপনাদের অবগতির জন্য নীচে পুনরায় পোস্ট করা হলো--
*****************************

প্রিয় সহযোদ্ধা এবং ছাত্র-ছাত্রী ভাইবোনেরা,

Internship Allowance নিয়ে কিছু কথা।।

আপনারা সকলেই জানেন, ছাত্র-ছাত্রী ভাই-বোনদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে আন্দোলন সংগঠিত করা, সেই আন্দোলনকে লালনপালন করা এবং অভিষ্ট লক্ষ্যে উপনীত হওয়া, আমাদের প্রিয় সংগঠনের এক সুমহান ঐতিহ্য..... PSC-র ক্ষেত্রে যা বারে বারে প্রমাণিত।
সকলেরই নিশ্চয় স্মরণে আছে, আমরা বিগত এক বছর যাবৎ Intern student দের Internship Allowance বৃদ্ধির লক্ষ্যে নিবিড় এক প্রচেষ্টা চালিয়ে আসছি, ছাত্র আন্দোলনকে বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে আরও সুসংগঠিত করার চেষ্টা করেছি। আজ থেকে প্রায় এক বছর আগে ( 05/08/22) বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাননীয় প্রফেসর ( ডা.) চঞ্চল গুহ মহাশয়ের সাথে আমরা প্রিয় সংগঠনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের বেশ কয়েকটি দাবী নিয়ে দেখা করি এবং দীর্ঘ আলোচনা করি, যার অন্যতম দাবীই ছিল Enhancement of Internship allowances as per Medical এবং আমরা তৎকালীন মাননীয় উপাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে যে- তিনি আমাদের যুক্তিসঙ্গত দাবী মেনে নিয়ে কয়েকদিনের মধ্যেই Internship allowance বৃদ্ধির জন্য positive note সমেত একটি ফাইল ARD Department-এ পাঠান ( সম্ভবত 8/8/22)। ইতিমধ্যে এই দাবীতে ছাত্র আন্দোলন শুরু হয়। আমরা সাংগঠনিকভাবে তাদের পাশে দাঁড়াই এবং সবরকমভাবে সহযোগিতা করতে থাকি।
এরপর শুরু হয় Department-এ Internship allowances সংক্রান্ত ফাইলের নিবিড় সাংগঠনিক পরিচর্যা। প্রসঙ্গত উল্লেখ্য, 5/8/22 তারিখে মাননীয় উপাচার্য মহাশয়ের নিকট আলোচনায় যাবার আগেই আমরা মাননীয় বিভাগীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় বিভাগীয় অতিরিক্ত মুখ্যসচিব মহাশয়ের নিকট বিস্তারিত তথ্য এবং যুক্তিসহ internship allowance বৃদ্ধির দাবি সনদ জমা দিই (04/08/22)। ফলশ্রুতিতে, Department এ অত্যন্ত positive note সমেত Internship ভাতা বৃদ্ধির ফাইলের initiation হয় ( 16/8/22) এবং Department থেকে ঐ ফাইল Finance এ যায় (25/8/22)। এই কারণে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় অতিরিক্ত মুখ্যসচিব মহাশয়ের নিকট চিরকৃতজ্ঞ। এখানে একটি কথা আমরা অত্যন্ত জোর দিয়ে বলতে পারি- Department এর ফাইলটির অনেকটাই আমাদের দেওয়া তথ্য এবং যুক্তির উপর ভিত্তি করে তৈরী (আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অনেকেই তা চাক্ষুষ করেছে)। এরপর Finance-এ প্রতিনিয়ত যোগাযোগ রাখা, বিভিন্ন ধরনের প্রয়োজনীয়
Govt. Order পৌঁছে দেওয়া ইত্যাদি কাজের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে আমরা এক নিবিড় প্রচেষ্টা চালাতে থাকি। ইতিমধ্যে, ফাইল Finance থেকে Health Department-এ (স্বাস্থ্য ভবনে) যায় (October/2022)। .....সে এক দীর্ঘ লড়াই, আমরা সাংগঠনিকভাবে বেশ কয়েকবার স্বাস্থ্য ভবনে যাই। কখনো একা একা, আবার কখনো কোনো ছাত্র ভাইকে সাথে নিয়ে।কখনো Health Secretary তো আবার কখনো Health Service এর Director । এবং মাঝে মাঝেই ফাইলের status জানিয়ে আমাদের বিভাগীয় ACS sir-এর কাছে আবেদন এবং অবশ্যই ACS sir-এর পজিটিভ হস্তক্ষেপ। ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এইভাবেই ফাইলের পরিচর্যা চলতে থাকে।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পট পরিবর্তন। শ্রদ্ধেয় প্রফেসর (ডা:) গুহের অবসরের পর, উপাচার্যের দায়িত্বে এসেছেন শ্রদ্ধেয় প্রফেসর ( ডা.) তপন কুমার মন্ডল মহাশয়। আমরা আবার সাংগঠনিকভাবে মাননীয় উপাচার্য মহাশয়ের সাথে দেখা করি এবং Internship allowances বৃদ্ধি নিয়ে দীর্ঘ আলোচনা করি (06/04/23)। আমরা কৃতজ্ঞ, যে উনি আমাদের অনুরোধে ব্যক্তিগত ভাবে Health Department এর Special Secretary ( Dr. Aniruddha Neogy) মহাশয়কে কয়েক বার ফোন করেন। ফলশ্রুতিতে, ফাইল Health Department থেকে প্রয়োজনীয় তথ্য সহ Finance Department-এ ফেরত আসে (06/05/23)। প্রকৃতপক্ষে, এবার ফাইলটি একটু একটু করে পজিটিভ আকার নিতে শুরু করে.....সাংগঠনিক পরিচর্যাও চলতে থাকে....। আবার আমরা কয়েকবার মাননীয় ACS sir-এর কাছে যাই, ফাইলের status জানাই, আবার ওনার পজিটিভ হস্তক্ষেপ। ....আমরা সত্যিই ভাগ্যবান..। এমনকি আপনারা শুনলে হয়তো অবাক হবেন, শ্রদ্ধেয় প্রফেসর (ডা.) তপন কুমার মন্ডল মহাশয় আমাদের ব্যক্তিগত অনুরোধে ফিনান্সের Joint Secretary মহাশয়কে ঐ ফাইলের জন্য ফোনে অনুরোধ করেন । মনে রাখতে হবে, তখন তিনি কিন্তু Ex-Vice Chancellor. তবুও দায়িত্ব নেন। ফাইল গতি পায়। ... আমরা সত্যিই ভাগ্যবান...। আরও একজনকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাই - তিনি বিশ্ববিদ্যালয়ের Registrar প্রফেসর (ডা.) পার্থ দাস মহাশয়। ..... এইভাবে একটু একটু করে ঐ পাহাড়ের চূড়ার দিকে আগাতে থাকি, আশায় বুক বাঁধতে থাকি, ছাত্র-ছাত্রী ভাই-বোনদের আশ্বস্ত করতে থাকি - সফলতা আসছেই, আসছেই সফলতা.....।
আবার ছাত্র আন্দোলন। আবার আমরা ওদের পাশে। সবরকম ভাবে। ... সম্পূর্ণ জারি আছে আমাদের সাংগঠনিক ফাইল পরিচর্যা...।
আমাদের প্রিয় সংগঠনের এই আন্তরিক প্রচেষ্টা, এই পরিচর্যা, এই নিবিড় সংযোগ কখনও ব্যর্থ হতে পারে না। সফল আমরা হবোই। Internship Allowance বাড়বেই। অনেক খানি। খুব তাড়াতাড়ি। হাঁ, সত্যিই খুব তাড়াতাড়ি।

জয় হিন্দ্, বন্দেমাতরম্।।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

প্রিয় সংগঠন সাথী,         আমাদের প্রিয় সংগঠন "ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন" এর উদ্যোগে আজ ১লা অক্টোবর...
01/10/2023

প্রিয় সংগঠন সাথী,

আমাদের প্রিয় সংগঠন "ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন" এর উদ্যোগে আজ ১লা অক্টোবর,২০২৩ সংগঠন ভবনে প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোন দের জন্য অনুষ্ঠিত হয় " Career counselling & Job opportunities" বিষয়ক এক মূল্যবান আলোচনাসভা। তারই কিছু ফ্রেমবন্দি মুহূর্ত। 👆

অতিথিবরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের দীর্ঘদিনের সদস্য তথা অবসরপ্রাপ্ত উপ-অধিকর্তা ডাঃ তারাশংকর পান মহাশয়।

Specialist Speaker হিসাবে উপস্থিত ছিলেন-১) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ARD ডাঃ শিবাজী ভট্টাচার্য মহাশয়, ২) SMS, অশোকনগর KVK - ডাঃ কৌশিক পাল মহাশয়, ৩) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হরিণঘাটা পোল্ট্রি ফার্ম - ডাঃ পুষ্পেন্দু পাঁজা মহাশয়, ৪) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ARD (Fodder) - ডাঃ সৌগত চক্রবর্তী মহাশয় । বিশেষজ্ঞ বক্তারা তাদের বর্তমান ও পুরাতন অভিজ্ঞতার কথা, Veterinary Field এর সমস্ত সরকারি থেকে বেসরকারি , Cattle থেকে Poultry , Lab থেকে Forest ও আনুষঙ্গিক সমস্ত বিষয়ে অভিজ্ঞতা এবং ভেটেরিনারিয়ানদের জন্য কর্মক্ষেত্রে কি কি ধরনের সুযোগ আছে, তা সবিস্তারে বাখ্যা করেন এবং ভাইবোনদের মনে আশা ও উদ্দীপনার সৃষ্টি করেন।

সর্বশেষে, মাননীয় সাধারণ সম্পাদক মহাশয়ের বজ্রদৃঢ় বক্তব্যে উঠে এসেছে আমাদের সাফল্য , ভাইবোনদের প্রতি কর্তব্য, অতি প্রয়োজনীয় দাবিগুলোর জন্য লড়াই, MVC/MVU এবং অবশ্যই PSC নিয়ে ভাবনা-চিন্তা । প্রফেশন-এর উন্নতির স্বার্থে সংগঠনের কাজের সাক্ষী হয়ে থাকলো ইন্টার্নশিপ ব্যাচ-এর ভাই-বোনেরা ।
জুনিয়র ভাই-বোনদের কল্যাণে ও সংগঠনের ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির লক্ষ্যে, আমাদের নিরলস পরিশ্রম জারি আছে ।

মাননীয় প্রিয় সভাপতি ডাঃ শোভনানন্দ মহান্তি মহাশয় ও অন্যান্য কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতি আজকের অনুষ্ঠানটিকে পূর্ণতা দান করেছে। বিশেষ করে মাননীয় সভাপতি মহাশয়ের সভা পরিচালনা সমগ্র অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় উন্নীত করে।
ছাত্র-ছাত্রী ভাই-বোনদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি যে ভাবে প্রানোচ্ছল হয়ে ওঠে, তাতে আমরা আরো আত্মপ্রত্যয়ী ও দৃঢ়প্রতিজ্ঞ।

সবশেষে, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার তথা সংগঠনের সভাপতি ডাঃ শোভনানন্দ মহান্তি সভার সমাপ্তি ঘোষণা করেন।

জয় হিন্দ্। বন্দেমাতরম্।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🙏🙏🙏🙏

প্রিয় সুহৃদ, আপনারা সকলেই অবগত আছেন  যে, আমাদের প্রিয় সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং পরিচর্যায় Service Confirmation এ...
29/09/2023

প্রিয় সুহৃদ,

আপনারা সকলেই অবগত আছেন যে, আমাদের প্রিয় সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং পরিচর্যায় Service Confirmation এর ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। Confirmation/ Promotion এর জন্য Department এর পক্ষ থেকে case withdraw করা যে কতটা জরুরী, তা আমরা সংগঠনগতভাবে বিভিন্ন পর্যায়ের বিভাগীয় সচিবদের convince করাতে সক্ষম হয়েছিলাম এবং তারই ফলশ্রুতিতে Departmental case withdrawal এবং এখন পর্যন্ত 760 জনেরও বেশি ভেটেরিনারিয়ানের service confirmation !! এক ইতিহাস সৃষ্টি!! যাদের বাকি আছে আগামী কিছু দিনের মধ্যে তাদেরও confirmation হয়ে যাবে। এই ঐতিহাসিক সাফল্যের জন্য একদিকে যেমন আমরা সকল ভেটেরিনারিয়ানদের দীর্ঘ সময় ধরে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ দেবো, ঠিক একইভাবে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়, অতিরিক্ত মুখ্যসচিব মহাশয় সহ অন্যান্য সচিব, বিভাগীয় অধিকর্তা মহাশয় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এ এক পরম প্রাপ্তি!!

সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। যে সমস্ত ভেটেরিনারিয়ানরা 24/09/2010 বা তার পরে সার্ভিসে জয়েন করেছে বা যাদের Departmental Exam পাশ করে confirmed হতে হবে, তাদের প্রতি আমাদের সাংগঠনিক দায়িত্ব আরো বেশি। সেই দায়িত্ব থেকেই বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা নিবিড় প্রচেষ্টা চালিয়ে আসছি। ইতিপূর্বে অতিরিক্ত মুখ্যসচিব মহাশয়ের সাথে দেখা করে আমরা মৌখিক দাবি জানিয়েছি এবং তদনুসারে eligible 114 জনের Service Confirmation যাতে তাড়াতাড়ি সম্ভব হয়, সেই জন্য সকল তথ্যসহ আজ আমরা একটি স্মারক লিপি জমা দিয়েছি। আমরা আত্মপ্রত্যয়ী আগামী কয়েকমাসের মধ্যে এই সমস্ত confirmation হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের একজন প্রিয় সদস্য ডা. নীলরতন মন্ডলের নাম করতেই হয়- ও যে কাজটা করছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
শুধু একটা কথা বলবো- লক্ষ্য স্থির রেখে আন্তরিক প্রচেষ্টা চালালে, সাফল্য আসবেই। আমাদের প্রিয় সংগঠন সকল ভেটেরিনারিয়ানের জন্য, প্রফেশনের জন্য চিরকাল লড়াই করে এসেছে, এখনো করছে এবং আগামী দিনেও এই লড়াই চালিয়ে যাবে। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে জয়ী আমরা হবোই- সে কোর্ট কেস হোক, সার্ভিস কনফার্মেশন হোক বা ইন্টিগ্রেটেড সার্ভিসই হোক। জয় আমাদের হবেই। লড়াইটা আমরা মাঠে নেমেই করি, গ্যালারিতে বসে লাফাই না। এবং অবশ্যই আরো একটা কথা সবসময় স্মরণে রাখি - "... Confident Walking is far better than Confused Running". আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় জয় আমাদের হবেই।

জয় হিন্দ্, বন্দে মাতরম্।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🙏🙏🙏🙏

প্রিয় সহযোদ্ধা এবং ছাত্র-ছাত্রী ভাইবোনেরা,  *Internship  Allowance  নিয়ে কিছু কথা।।*           আপনারা সকলেই জানেন, ছাত...
19/09/2023

প্রিয় সহযোদ্ধা এবং ছাত্র-ছাত্রী ভাইবোনেরা,

*Internship Allowance নিয়ে কিছু কথা।।*

আপনারা সকলেই জানেন, ছাত্র-ছাত্রী ভাই-বোনদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে আন্দোলন সংগঠিত করা, সেই আন্দোলনকে লালনপালন করা এবং অভিষ্ট লক্ষ্যে উপনীত হওয়া, আমাদের প্রিয় সংগঠনের এক সুমহান ঐতিহ্য..... PSC-র ক্ষেত্রে যা বারে বারে প্রমাণিত।
সকলেরই নিশ্চয় স্মরণে আছে, আমরা বিগত এক বছর যাবৎ Intern student দের Internship Allowance বৃদ্ধির লক্ষ্যে নিবিড় এক প্রচেষ্টা চালিয়ে আসছি, ছাত্র আন্দোলনকে বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে আরও সুসংগঠিত করার চেষ্টা করেছি। আজ থেকে প্রায় এক বছর আগে ( 05/08/22) বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাননীয় প্রফেসর ( ডা.) চঞ্চল গুহ মহাশয়ের সাথে আমরা প্রিয় সংগঠনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের বেশ কয়েকটি দাবী নিয়ে দেখা করি এবং দীর্ঘ আলোচনা করি, যার অন্যতম দাবীই ছিল Enhancement of Internship allowances as per Medical এবং আমরা তৎকালীন মাননীয় উপাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে যে- তিনি আমাদের যুক্তিসঙ্গত দাবী মেনে নিয়ে কয়েকদিনের মধ্যেই Internship allowance বৃদ্ধির জন্য positive note সমেত একটি ফাইল ARD Department-এ পাঠান ( সম্ভবত 8/8/22)। ইতিমধ্যে এই দাবীতে ছাত্র আন্দোলন শুরু হয়। আমরা সাংগঠনিকভাবে তাদের পাশে দাঁড়াই এবং সবরকমভাবে সহযোগিতা করতে থাকি।
এরপর শুরু হয় Department-এ Internship allowances সংক্রান্ত ফাইলের নিবিড় সাংগঠনিক পরিচর্যা। প্রসঙ্গত উল্লেখ্য, 5/8/22 তারিখে মাননীয় উপাচার্য মহাশয়ের নিকট আলোচনায় যাবার আগেই আমরা মাননীয় বিভাগীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় বিভাগীয় অতিরিক্ত মুখ্যসচিব মহাশয়ের নিকট বিস্তারিত তথ্য এবং যুক্তিসহ internship allowance বৃদ্ধির দাবি সনদ জমা দিই (04/08/22)। ফলশ্রুতিতে, Department এ অত্যন্ত positive note সমেত Internship ভাতা বৃদ্ধির ফাইলের initiation হয় ( 16/8/22) এবং Department থেকে ঐ ফাইল Finance এ যায় (25/8/22)। এই কারণে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় অতিরিক্ত মুখ্যসচিব মহাশয়ের নিকট চিরকৃতজ্ঞ। এখানে একটি কথা আমরা অত্যন্ত জোর দিয়ে বলতে পারি- Department এর ফাইলটির অনেকটাই আমাদের দেওয়া তথ্য এবং যুক্তির উপর ভিত্তি করে তৈরী (আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অনেকেই তা চাক্ষুষ করেছে)। এরপর Finance-এ প্রতিনিয়ত যোগাযোগ রাখা, বিভিন্ন ধরনের প্রয়োজনীয়
Govt. Order পৌঁছে দেওয়া ইত্যাদি কাজের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে আমরা এক নিবিড় প্রচেষ্টা চালাতে থাকি। ইতিমধ্যে, ফাইল Finance থেকে Health Department-এ (স্বাস্থ্য ভবনে) যায় (October/2022)। .....সে এক দীর্ঘ লড়াই, আমরা সাংগঠনিকভাবে বেশ কয়েকবার স্বাস্থ্য ভবনে যাই। কখনো একা একা, আবার কখনো কোনো ছাত্র ভাইকে সাথে নিয়ে।কখনো Health Secretary তো আবার কখনো Health Service এর Director । এবং মাঝে মাঝেই ফাইলের status জানিয়ে আমাদের বিভাগীয় ACS sir-এর কাছে আবেদন এবং অবশ্যই ACS sir-এর পজিটিভ হস্তক্ষেপ। ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এইভাবেই ফাইলের পরিচর্যা চলতে থাকে।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পট পরিবর্তন। শ্রদ্ধেয় প্রফেসর (ডা:) গুহের অবসরের পর, উপাচার্যের দায়িত্বে এসেছেন শ্রদ্ধেয় প্রফেসর ( ডা.) তপন কুমার মন্ডল মহাশয়। আমরা আবার সাংগঠনিকভাবে মাননীয় উপাচার্য মহাশয়ের সাথে দেখা করি এবং Internship allowances বৃদ্ধি নিয়ে দীর্ঘ আলোচনা করি (06/04/23)। আমরা কৃতজ্ঞ, যে উনি আমাদের অনুরোধে ব্যক্তিগত ভাবে Health Department এর Special Secretary ( Dr. Aniruddha Neogy) মহাশয়কে কয়েক বার ফোন করেন। ফলশ্রুতিতে, ফাইল Health Department থেকে প্রয়োজনীয় তথ্য সহ Finance Department-এ ফেরত আসে (06/05/23)। প্রকৃতপক্ষে, এবার ফাইলটি একটু একটু করে পজিটিভ আকার নিতে শুরু করে.....সাংগঠনিক পরিচর্যাও চলতে থাকে....। আবার আমরা কয়েকবার মাননীয় ACS sir-এর কাছে যাই, ফাইলের status জানাই, আবার ওনার পজিটিভ হস্তক্ষেপ। ....আমরা সত্যিই ভাগ্যবান..। এমনকি আপনারা শুনলে হয়তো অবাক হবেন, শ্রদ্ধেয় প্রফেসর (ডা.) তপন কুমার মন্ডল মহাশয় আমাদের ব্যক্তিগত অনুরোধে ফিনান্সের Joint Secretary মহাশয়কে ঐ ফাইলের জন্য ফোনে অনুরোধ করেন । মনে রাখতে হবে, তখন তিনি কিন্তু Ex-Vice Chancellor. তবুও দায়িত্ব নেন। ফাইল গতি পায়। ... আমরা সত্যিই ভাগ্যবান...। আরও একজনকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাই - তিনি বিশ্ববিদ্যালয়ের Registrar প্রফেসর (ডা.) পার্থ দাস মহাশয়। ..... এইভাবে একটু একটু করে ঐ পাহাড়ের চূড়ার দিকে আগাতে থাকি, আশায় বুক বাঁধতে থাকি, ছাত্র-ছাত্রী ভাই-বোনদের আশ্বস্ত করতে থাকি - সফলতা আসছেই, আসছেই সফলতা.....।
আবার ছাত্র আন্দোলন। আবার আমরা ওদের পাশে। সবরকম ভাবে। ... সম্পূর্ণ জারি আছে আমাদের সাংগঠনিক ফাইল পরিচর্যা...।
আমাদের প্রিয় সংগঠনের এই আন্তরিক প্রচেষ্টা, এই পরিচর্যা, এই নিবিড় সংযোগ কখনও ব্যর্থ হতে পারে না। সফল আমরা হবোই। Internship Allowance বাড়বেই। অনেক খানি। খুব তাড়াতাড়ি। হাঁ, সত্যিই খুব তাড়াতাড়ি।

জয় হিন্দ, বন্দেমাতরম।।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

প্রিয় সুহৃদ,          আপনারা সকলেই জানেন ছাত্র-ছাত্রী ভাইবোনদের স্বার্থে আমাদের প্রিয় সংগঠনের দীর্ঘ লড়াইয়ের সুমহান ঐত...
09/09/2023

প্রিয় সুহৃদ,
আপনারা সকলেই জানেন ছাত্র-ছাত্রী ভাইবোনদের স্বার্থে আমাদের প্রিয় সংগঠনের দীর্ঘ লড়াইয়ের সুমহান ঐতিহ্য। আমাদের-ই সাংগঠনিক প্রচেষ্টায় ফিনান্স থেকে 160 টি পদে প্রাণী চিকিৎসক নিয়োগের অনুমোদন আসে এবং ক্রমাগত নিবিড় পরিচর্যায় West Bengal Public Service Commission থেকে 158 টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। তারপর বিশিষ্ট প্রশিক্ষকদের মাধ্যমে on-line coaching, Mock Interview ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ভূমিকার কথা আমরা সবাই জানি। .... কিন্তু এখানেই আমাদের সাংগঠনিক ভূমিকা শেষ হয়ে যায়নি, হয়তো সেই কারণেই ভবিষ্যৎ সুরক্ষার কথা ভেবে একদিকে যেমন আমরা PSC interview শুরু হওয়ার আগে মাননীয় অতিরিক্ত মুখ্যসচিব মহাশয়ের সাথে দেখা করে দীর্ঘ ত্রিশ বছর ধরে চলে আসা Recruitment Rule পরিবর্তন করার আবেদন জানাই এবং লিখিতভাবে দাবি পেশ করি (সংলগ্ন প্রতিবেদন দ্রষ্টব্য- No. 27/GS-WBVAA/2023 Dt. 19/5/23)। আবার অন্যদিকে, PSC result বের হবার পরে পরেই মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মহাশয়ের নিকট মৌখিকভাবে যে 13 টি পোষ্টে ( PWD) নিয়োগের জন্য PSC recomend করতে পারল না, সেই পোস্ট গুলিতে নিয়োগের ব্যবস্থা করার জন্য আবেদন জানাই- আজ আমরা সেই দাবিকে সামনে রেখে স্মারকলিপিও জমা দিই।
আমরা আত্মবিশ্বাসী এই আপাত-অসম্ভব কাজটিও আমাদের প্রিয় সংগঠনের আত্মিক প্রচেষ্টার কাছে অসম্ভব থাকবে না।
সকলের আশীর্বাদে ও ঐকান্তিক প্রচেষ্টায়, জয়ী আমরা হবোই।

জয়হিন্দ, বন্দেমাতরম।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🙏🙏🙏🙏

আপনাদের অবগতির জন্য, আলোচিত প্রসঙ্গে প্রিয় সংগঠনের ১৯/০৫/২০২৩-এর পূর্ববর্তী পোস্টটি আপনাদের সমীপে পুণরায় নিবেদন করা হলো-

এক বিরাম বিহীন সংগ্রামের নাম- "ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন।"

প্রিয় সাথী, আমরা আবারও এক লড়াইয়ের শপথ নিলাম, ব্রতী হলাম এক সুকঠিন বিষয়কে সহজ করে তোলার প্রতিজ্ঞায়। প্রিয় বন্ধু, আপনারা সকলেই জানেন- WB PSC র মাধ্যমে 158 টি শূন্য পদে ভেটেরিনারিয়ান নিয়োগের ক্ষেত্রে, আমাদের প্রিয় সংগঠন কিভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে এসেছে। শুধু PSC র বিজ্ঞপ্তি নয়, পরবর্তীতে নিয়মিত ভাবে সকল ভাই বোনদের প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করেছি, আবার সামনের রবিবার ( 21/5/23) মক্ ইন্টারভিউর ব্যবস্থাও আমরা করতে চলেছি। উদ্দেশ্য একটাই- যাতে আমাদের প্রিয় ভাইবোনেরা নিজেদের আরও যোগ্য করে তুলতে পারে।
আজ আমরা মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মহাশয়ের নিকট এক স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে এক নতুন লড়াই শুরু করলাম। প্রথমত- Recruitment Rule এর ছোট্ট একটা পরিবর্তন দরকার, যাতে করে আমাদের প্রিয় ভাইবোনেদের চাকুরীর পথ অনেকটা সুগম করা যায় এবং দ্বিতীয়ত- বর্তমানে যা শূন্য পদ আছে (প্রায় তিনশত), তা পূরণ করা। প্রয়োজনে সমস্ত যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের নিয়ে একটা প্যানেল বানানো। জানি, লড়াইটা অত্যন্ত কঠিন, কিন্তু অসম্ভব হয়তো নয়।
ঐক্যবদ্ধভাবে আমরা যদি প্রচেষ্টা চালাতে থাকি, অসম্ভবকেও আমরা সম্ভব করতে পারবো- এই বিশ্বাস আমাদের আছে।
প্রিয় ভাইবোনেদের জন্য আমাদের সমস্ত রকম প্রচেষ্টা জারি থাকবে।

জয় হিন্দ, বন্দেমাতরম।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

প্রিয় সংগঠন সাথী, আমাদের সকলের প্রিয় ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন আবারও একটা সমস্যার সমাধানে মুখ্য ...
21/05/2023

প্রিয় সংগঠন সাথী,

আমাদের সকলের প্রিয় ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন আবারও একটা সমস্যার সমাধানে মুখ্য ভূমিকা পালন করে প্রফেশনের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করল।
আপনাদের সকলের কিছুদিন আগেকার একটা সরকারি আদেশনামার কথা নিশ্চয়ই স্মরণে আছে, যেখানে বলা হয়েছে-- MVU-এর ক্ষেত্রে VO না থাকলে concerned block এর VO, BAHC/ABAHC-কে camp-এ যেতে হবে। ..........স্বভাবতই এই আদেশনামাকে আমরা প্রফেশনের এবং আমাদের আত্মমর্যাদার পরিপন্থী বলে মনে করি, সর্বোপরি একজন Institutional VO-কে এই ভাবে ব্যবহার করা যায় না বলেই আমরা মনে করি। সাংগঠনিক দীর্ঘ আলোচনার পর (আমরা কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন সদস্য তখন উত্তর বঙ্গের তিনটি জেলায় মিটিং ক'রে ট্রেনে ফেরার পথে বিস্তারিত আলোচনা করি এবং আরো কিছু কেন্দ্রীয় কমিটির সদস্যের সাথে ফোনে কথা বলি) আমরা সিদ্ধান্ত নিই- প্রফেশনের স্বার্থে, আত্মমর্যাদার স্বার্থে এই আদেশনামার প্রতিবাদ করা দরকার। ঐ সিদ্ধান্ত অনুযায়ী গত 24/4/23 তারিখ প্রথমে মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মহাশয়ের সাথে দেখা করে আমাদের বক্তব্য জানাই (Memo No. 21/GS-WBVAA Dt. 24/4/23 দ্রষ্টব্য) এবং পরবর্তীতে মাননীয় বিভাগীয় অধিকর্তা মহাশয়ের নিকট দেখা করে স্মারক লিপি জমা দিই। মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মহাশয় ঐসময়েই বিষয়টির গুরুত্ব অনুধাবন ক'রে কয়েক দিন পর আদেশনামাটি Review করার কথা জানিয়েছিলেন।

বিগত 24/4/21 তারিখে WhatsApp group-এ এক পোস্টের মাধ্যমে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানাই। আমরা সমস্যা সমাধানে যে চারটি প্রস্তাব দিই, তার তিনটি সম্পূর্ণরূপে মেনে নেওয়া হয়েছে ( Memorandum no. 1219/5P, dt- 20/5/23 দ্রষ্টব্য)। 1) MVU-এর ক্ষেত্রে 70 বছর পর্যন্ত eligibility। 2) অন্যান্য State থেকেও Veterinarian নেওয়া যেতে পারে এবং সর্বোপরি 3) VO, BAHC/ ABAHC-কে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পার্শ্ববর্তী MVU-এর VO-কে দায়িত্ব দেওয়া যাবে/ concerned BLDO supervise করতে পারবে। এটা একটা বিরাট সমাধান।
ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ সাংগঠনিক প্রচেষ্টায় এক জটিল সমস্যার সমাধান সম্ভব হলো। এই সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের প্রফেশনের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়, অতিরিক্ত মুখ্য সচিব মহাশয় এবং বিভাগীয় অধিকর্তা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আসলে সাংগঠনিক লড়াই একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। আন্তরিক এবং ঐক্যবদ্ধভাবে সেটা চালিয়ে যেতে পারলে অনেক সমস্যার সমাধান করা যায় এবং বেশ কিছু অভূতপূর্ব সাফল্যও লাভ করা সম্ভব। আপনাদের সকলের আস্থায় এবং সক্রিয়ভাবে পাশে থাকায় আমাদের প্রিয় সংগঠন ঠিক সেটাই করে চলেছে।

আরও একটি অর্ডারের কথা বলবো - আপনারা এতক্ষণে দেখেছেন নিশ্চয়ই। SAHC Salt Lake এর two shift duty. আমরা দীর্ঘদিন ধরেই মাননীয় মন্ত্রী মহোদয় এবং অতিরিক্ত মুখ্য সচিব মহাশয়ের নিকট - অন্তত কয়েকটি ভেটেরিনারি পলিক্লিনিকে 24x7 খোলা রাখার দাবী করে আসছি। সেই দাবীর যৌক্তিকতার পরিপ্রেক্ষিতেই, SAHC Salt Lake এ আজ two shift duty চালু হতে চলেছে। আমরা নিশ্চিত, আগামী দিনে আরও কয়েকটি পলিক্লিনিকে এই ব্যবস্থা চালু হবে। প্রাণী চিকিৎসার গুরুত্বের কারনেই তা হতে বাধ্য। এটা একধরনের উত্তরণ। প্রাণী চিকিৎসার গুরুত্ব অনুধাবন করে এই ধরনের বিভাগীয় আদেশনামার জন্য সংগঠনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়, অতিরিক্ত মুখ্য সচিব মহাশয় এবং বিভাগীয় অধিকর্তা মহাশয়কে আবারও একবার ধন্যবাদ।
আর একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার - বিশ্লেষণ করে দেখুন - VO দের Extra Departmental Work থেকে ছাড়, MVU থেকে ছাড় এবং SAHC Salt Lake এর two shift- এই তিনটি আদেশনামার মাধ্যমে প্রাণী চিকিৎসার গুরুত্বটি যেন স্ব-মহিমায় প্রতিষ্ঠিত হলো, যা আমরা এতদিন ধরে চেয়ে আসছি। ... আমাদের সকল বন্ধুদের আরো ভালো চিকিৎসক হয়ে উঠতে হবে, আরও অনেক ক্রিটিক্যাল অপারেশন করতে হবে..... তাহলেই আমাদের মর্যাদা আরও বাড়বে।

এইরূপ আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের বিভিন্ন প্রফেশনাল দাবী নিয়ে আগাতে পারি এবং সঠিক জায়গায় সঠিকভাবে যুক্তি দিয়ে কনভিন্স করাতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা আরো কিছু অভূতপূর্ব সাফল্য অর্জন করতে পারবো- এ বিষয়ে আমরা নিশ্চিত।

জয় হিন্দ, বন্দেমাতরম,
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।।

ভা. শুভেন্দু হালদার,
সাধারণ সম্পাদক, WBVAA
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

"সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে।"- অস্কার ওয়াইল্ড।।প্রিয় সংগঠন সাথী, আমাদের প্রিয় সংগঠন...
12/05/2023

"সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে।"- অস্কার ওয়াইল্ড।।

প্রিয় সংগঠন সাথী,

আমাদের প্রিয় সংগঠন আরো একটি ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হয়ে থাকলো। পরিশ্রম ও অধ্যবসায় কখনো বিফলে যায় না। সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধা হিসাবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, দৈনন্দিন ক্রমবর্ধমান বহির্বিভাগীয় কাজকর্মের চাপে, প্রাণী চিকিৎসা ও প্রাণী রোগ প্রতিরোধের মতো পেশাগত মহান দায়িত্ব, যখন বিচ্যূত হবার উপক্রম, তখন পেশার স্বার্থে বিগত ১৩ই এপ্রিল ২০২৩, বহির্বিভাগীয় কাজের চাপে পিষ্ট প্রাণী চিকিৎসার সংকোচনকে দূরীভূত করতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন মাননীয় বিভাগীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মহাশয়ের নিকট পেশ করা হয় এবং সাক্ষাতে বিশদ আলোচনাও করা হয়। আমাদের প্রতিবেদন ও আলোচিত দাবির গুরুত্ব অনুধাবন করে এবং প্রাণী চিকিৎসা ও প্রাণী স্বাস্থ্যের উত্তরণ এবং এই স্পেশালাইজড ইমার্জেন্সি সার্ভিসকে সর্বতোভাবে ও সর্বোত্তমভাবে জনসাধারণের কাছে পৌঁছে দিতে, আমাদের সাংগঠনিক দাবির প্রেক্ষিতে, মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মহাশয় কর্তৃক এক ঐতিহাসিক মেমোরেন্ডাম সরকারিভাবে প্রকাশিত হয়েছে। আমাদের চাওয়া হয়তো সম্পূর্ণভাবে পূরণ হয়নি, কিন্তু পেশার স্বার্থে যেটুকু প্রাপ্তিলাভ ঘটেছে তাও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা এখনও জারি রয়েছে।

প্রাণী চিকিৎসকদের মহান পেশাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা ও তার ফলপ্রসূ রূপদান করার জন্য মাননীয় বিভাগীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মহাশয়ের নিকট সংগঠন তার কৃতজ্ঞতা জানায় এবং এই বিষয়ে আমাদের মাননীয় অধিকর্তা মহাশয়, সময়োপযোগী যে উদ্যোগ ও তৎপরতা দেখিয়েছেন, তাঁর জন্য তাঁকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।

আসুন, আমরা সকলে আন্তরিকভাবে পেশাগত উৎকর্ষতা সাধনে ব্রতী হই এবং সাংগঠনিক ঐক্যকে সুদৃঢ় করার অঙ্গীকারে আবদ্ধ হই । আপনাদের সকলের সহযোগিতায়, আমাদের প্রাণপ্রিয় সংগঠন, অদূর ভবিষ্যতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করবে, এ ব্যাপারে আমরা যথেষ্ট আত্মপ্রত্যয়ী।

জয় হিন্দ্, বন্দে মাতরম্।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।।

ডাঃ শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক, WBVAA
🙏🙏🙏🙏🙏🙏🙏

সুধী সংগঠন সাথী,আমাদের প্রিয় সংগঠনের একনিষ্ঠ ও উৎসাহী সদস্য হিসেবে ইতিমধ্যেই আপনারা অবগত যে, সাংগঠনিক প্রয়াসে গত ২৯শে এপ...
01/05/2023

সুধী সংগঠন সাথী,

আমাদের প্রিয় সংগঠনের একনিষ্ঠ ও উৎসাহী সদস্য হিসেবে ইতিমধ্যেই আপনারা অবগত যে, সাংগঠনিক প্রয়াসে গত ২৯শে এপ্রিল-২৩ শনিবার, 'World Veterinary Day' উদযাপন উপলক্ষ্যে আমরা হাতে নিয়েছিলাম, একগুচ্ছ কর্মসূচি। সংগঠনের প্রাণশক্তি আমাদের প্রিয় সদস্যদের আন্তরিক সাহচর্য ও সহযোগিতায়, অত্যন্ত সাফল্যের সাথে বিশ্ববিদ্যালয়ের 'বিবেক হল'-এ তার তিনটি পর্যায় সুসম্পন্ন হয়েছিল। তারই অঙ্গ হিসেবে চতুর্থ পর্যায় অর্থাৎ WBUAFS-এর ভেটেরিনারি ফ্যাকিল্টির ১০ জন উত্তীর্ণ ছাত্র এবং ফিল্ড ভেটেরিনারিয়ান মিলিয়ে, মোট ২২ জন সদস্যকে নিয়ে, গত ৩০শে এপ্রিল-২৩, রবিবার সকাল দশটা থেকে আমাদের সংগঠনের সুদক্ষ শল্যচিকিৎসক ডাঃ গোপাল সামন্ত এবং ডাঃ অর্ণব মাজির তত্ত্বাবধানে, মোট বাইশ জনের জন্য, 'Hands on training on Ultrasound in animals'- যার সেমিনারটি অনুষ্ঠিত হয়েছিল গত ২৯শে এপ্রিল, বিশ্ববিদ্যালয়ের 'বিবেক হল'-এ 'Basics of diagnostic Ultrasonography in animals' - এই শীর্ষকে। মূল বক্তা হিসেবে আমরা পেয়েছিলাম প্রফেসর (ডাঃ) দেবকী ঘোষ, Professor, Dept. of Surgery and Radiology, WBUAFS মহাশয়কে। গতকাল হাতেনাতে 'আল্ট্রসোনোগ্রাফী' অনুশীলনের মূল্যবান এই অধ্যায়টি অনুষ্ঠিত হলো দমদমের 'ভেট ল্যাব' নামক প্রতিষ্ঠানে। অংশগ্রহণকারী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রশিক্ষণান্তে, অভূতপূর্ব এক তৃপ্তি ও প্রাপ্তির আস্বাদন, যা আগামী দিনে এধরণের প্রয়াসে ব্যাপকতর সদস্যদের অন্তর্ভুক্ত করার সাংগঠনিক জেদকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে, নিঃসন্দেহে বলা যেতে পারে।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, 'বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উদযাপন-২৩' উপলক্ষ্যে সংগঠনের বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে গত ২৯শে এপ্রিল-২৩ রবিবার, বাঁকুড়া রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ৫টি স্ত্রী পথ-কুকুরের শল্য চিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকরণ (নির্বীজকরণ) কর্মসূচী প্রতিপালিত হয়। এই উপলক্ষ্যে, দিনের দ্বিতীয়ার্ধে একটি আলোচনাসভার-ও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভা ক্ষেত্রের মাননীয় বিধায়ক শ্রী অলোক মুখার্জি মহোদয় সহ সংগঠনের বাঁকুড়া ও পুরুলিয়ার জেলার নেতৃত্ব এবং জেলার সাধারণ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে 'ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন'-এর বাঁকুড়া জেলার পক্ষ থেকে মাননীয় বিধায়কের হাতে বাঁকুড়া জেলায় একটি পলিক্লিনিক খোলার জন্য দাবীসনদপত্র তুলে দেওয়া হয়। সহৃদয় সম্মাননীয় বিধায়ক, অনুষ্ঠান মঞ্চেই এই মর্মে ঘোষণা রাখেন যে, তিনি এই দাবীসনদপত্র যথাযথ দায়িত্ব ও গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন এবং পলিক্লিনিকটি খোলার ব্যাপারে আন্তরিকতার সাথে তিনি নিজে সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার সদস্যা প্রাণী চিকিৎসক শ্রীমতি রটন্তি সরখেলকে তাঁর 'CSRI' তে বৈজ্ঞানিক পদে যোগদানের জন্য অভিনন্দনসহ জেলা থেকে বিদায়কালীন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সবশেষে "প্রাণী চিকিৎসায় আধুনিক অস্ত্রোপচারের কৌশল" শীর্ষক সময়োপযোগী একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক মাননীয় ডা: সঞ্জয় সিট।

পেশার মানোন্নয়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বর্ধিত সাংগঠনিক মনন ও মানসিকতার হাত ধরে, একই উপলক্ষ্য অর্থাৎ 'বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উদযাপন-২৩' উপলক্ষ্যে, আমাদের সংগঠনের হাওড়া জেলা শাখা ঐতিহাসিক 'মে' দিবসের ঐতিহ্যমন্ডিত শুভ মুহূর্তে, আজ ১লা মে-২৩ সোমবার, জেলার বালি-জগাছা ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জগদীশপুর হাট সংলগ্ন স্থানে, সারাদিন ধ'রে বিবিধ কর্মসূচী গ্রহণ করেছিল। বালি-জগাছা পঞ্চায়েত সমিতি এবং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের ঐকান্তিক সহযোগিতায়, আজকের এই মহতী প্রয়াসে শতাধিক পথ কুকুরের জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকাকরণ, বেশ কিছু পথ কুকুর ও বিড়ালের শল্যচিকিৎসার মাধ্যমে নির্বীজকরণ, একটি প্রাণী স্বাস্থ্য ও সচেতনতা শিবির; 'মা', 'মাটি' ও 'মানুষ' নামাঙ্কিত তিনটি বৃক্ষরোপণ (সাংগঠনিক উদ্যোগে গাছগুলির পরিচর্যার দায়ভার নিয়ে) এবং 'মানব কল্যাণে জলাতঙ্ক রোগ সম্বন্ধিত সময়োপযোগী সচেতনতা ও প্রতিরোধ' বিষয়ক মনোজ্ঞ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ শোভনানন্দ মহান্তি, যুগ্ম সম্পাদক ডাঃ রবীন্দ্রনাথ ঘোষ, জেলার সাংগঠনিক পর্যবেক্ষক ডাঃ রবীন্দ্রনাথ মাইতি সহ জেলা সংগঠনের সদস্য বৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাননীয় সভাপতি, ডাঃ শোভনানন্দ মহান্তি সমগ্র এই কর্মকান্ডের শুভ উদ্বোধন করেন ও সেইসাথে আমাদের অস্থায়ী 'শল্যচিকিৎসা' কক্ষের দ্বারোদঘাটন-ও করেন। উক্ত আলোচনাসভার মূল বক্তা ছিলেন জেলার মাননীয় উপ-অধিকর্তা ও পরিষদ আধিকারিক, সংগঠনের সদস্য ডাঃ স্বরূপ বক্সী মহোদয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে মাননীয় শ্রী তাপস আইন, সহ-সভাপতি, বালি-জগাছা পঞ্চায়েত সমিতি; সম্মাননীয় তাপস মাইতি, ডোমজুড় বিধানসভা ক্ষেত্রের মাননীয় বিধায়ক প্রতিনিধি ; মাননীয় শ্রী শুভ্র বসু রায়চৌধুরী, জগদীশপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী ; শ্রীমতী যমুনা কয়াল, মাননীয়া প্রধান জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এবং শ্রীমতী চুমকী কোলে, মাননীয়া সদস্যা, বালি-জগাছা পঞ্চায়েত সমিতি মহোদয়া উপস্থিত ছিলেন। ডাঃ দেবজ্যোতি ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজক হিসেবে তাঁর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য এবং প্রেক্ষিত, সেই সাথে আমাদের সংগঠনের বিবিধ সামাজিক কর্মপন্থা বিবৃত করেন। রাজ্য স্তরের অনুষ্ঠানের মতোই, আজকের সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারু রূপে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ডাঃ পবন কুমার ত্রিপাঠী।


আপনাদের সকলের সর্বাঙ্গীন সহযোগিতায় এবং সাংগঠনিক উদ্যোগে, ভবিষ্যতেও আমরা এ ধরণের কর্মসূচী গ্রহণ করতে এবং সাফল্যের সাথে প্রতিপালন করতে সমর্থ হবো, এ আশা রেখে, অবশেষে আপনাদের সামনে উপস্থাপিত করা হলো, সংগঠনের এই মহতী উদ্যোগের আজকের ও গত দু-দিনের অন্তরালে থেকে যাওয়া কয়েকটি বিশেষ মুহূর্ত।

জয় হিন্দ্, বন্দে মাতরম্।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
🙏🙏🙏🙏🙏

ডাঃ শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন
🙏🙏🙏🙏🙏

Address

Kolkata
700037

Alerts

Be the first to know and let us send you an email when Wbvaa1979 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share