Pet Mate Care

Pet Mate Care This is official page ,
Keep your pet Healthy ,
We are always stand by your service
Stay C

10/09/2024

যদি আমরা সত্যিকারের দৃশ্যমান পরিবর্তন (সংস্কার) চাই, সাথে নিজেদেরও পরিবর্তন করতে হবে,
সৎ, যোগ্য, দরদী, বুদ্ধিমান, জবাবদিহিতার সদিচ্ছা সম্পন্ন মানুষের যে বড্ড অভাব, হোক সেটা নীতি নির্ধারণী পর্যায়ের বা সাধারণ পর্যায়ে,
তা আমাদের দেশের দিকে তাকালেই প্রতীয়মান হয়।😢

--------------------- ---------------------------------------------

বাঙালি যখন হেলিকপ্টার বানায়, আমি তখন খুবই আগ্রহ নিয়ে ব্যাপারটা দেখি।

প্রথম হেলিকপ্টার বানাতে দেখি বছর দশেক আগে। খুলনা বা বাগেরহাট বা অন্য কোনো প্রত্যন্ত এক গ্রামে, এক কিশোর হেলিকপ্টার বানিয়েছেন। সেটা নিয়ে লোকাল মিডিয়ায় তখন সাংঘাতিক হৈ চৈ। একটা টেম্পুর মাথায় সিলিং ফ্যান উল্টা করে লাগানো হয়েছে। সুইচ দিলে সেই সিলিং ফ্যান ঘুরছে। টেম্পুর গায়ে লাগানো হয়েছে বাংলাদেশ বিমানের লোগো। লোগোর পাশে পরিষ্কার লেখা : বাংলাদেশ হেলিকপ্টার, মেকার: হানিফ।

হাজার হাজার মানুষ সেটা দেখতে এসেছে। সাংবাদিকরা আবেগঘন গলায় সেই হেলিক্পটারের বর্ণনা দিচ্ছে। ফেসবুকে সেই ভিডিও শেয়ার দিচ্ছেন লাখ খানেক মানুষ। সবার কথা একটাই, বাঙালি আসলে মেধাবী। শুধু বাংলাদেশে জন্মানোর কারণে তার মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। ইউরোপ আমেরিকা হলে এই বাঙালি ফাটিয়ে দিতো।

সর্বশেষ হেলিকপ্টার বানানো দেখলাম দিন তিনেক আগে। স্টিলের রড দিয়ে হেলিকপ্টারের মতো একটা বডি বানানো হয়েছে। মাথার উপর দুই ব্লেডের পাখা। হেলিকপ্টারের মেকার নিজেই পাইলটের সিটে বসে সুইচ দিয়ে পাখা চালু করলেন। হাজার হাজার মানুষ হাততালি দিলো। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, হেলিকপ্টারে বসার সিট একটা কেন?

পাইলট কাম হেলিকপ্টার মেকার উত্তর দিলেন, টাকার অভাবে একটা সিট রাখছি। সরকারি সাহায্য পেলে দশ সিট বসাতে পারবো।

ভিডিওতে হাজারো বাঙালির কমেন্ট, ইউরোপ আমেরিকা হলে ... শুধু বাংলাদেশ বলে আমরা আগাতে পারছি না ...

তবে এবার নতুন ধরণের কিছু কমেন্ট চোখে পড়লো। একজন লিখেছে, প্রায়ই দেখি আপনারা হেলিকপ্টার বানান। কিন্তু এইসব হেলিকপ্টার উড়ে না ক্যান? বিষয়টা কী?

আসল প্রশ্ন এটাই। হেলিকপ্টার উড়ে না ক্যান। দেখতে হেলিকপ্টারের মতো, উপরে পাখাও ঘুরে, বডির গায়ে বাংলা ও ইংরেজিতে লেখা হেলিকপ্টার। তবুও কেন এইসব হেলিকপ্টার উড়ে না ???

বাংলাদেশে যখন কেউ সংস্কারের কথা বলে, তখন আমার এইসব হেলিকপ্টারের কথা মনে পড়ে।

সংস্কারের কথা প্রথম জোরেশোরে শুনি এক এগারোর সময়। দেশে ব্যাপক সংস্কার আনা হবে। বিচার বিভাগ পৃথক হবে। স্বাধীন জুডিশিয়াল হবে। হ্যান হবে, ত্যান হবে। শেষমেষ যেটা হলো, সেটা হচ্ছে একটা হেলিকপ্টার। বাংলা হেলিকপ্টার। এই বস্তুর ঘুরন্ত পাখা আছে, বডি আছে এমনকি লেখাও আছে যে এই যন্ত্রটি হেলিকপ্টার। কিন্তু এটি উড়ে না।

আমাদের অনেকেরই ধারণা, সিস্টেম বদলালেই বোধহয় পরিবর্তন আসে। কিন্তু বাংলাদেশে আমরা যারা বড় হয়েছি, তারা জানি, শুধু সিস্টেম দিয়ে কোনো পরিবর্তন আসে না। ভালো সিস্টেমের মধ্যে ভালো মানুষ, যোগ্য মানুষ, সৎ, বুদ্ধিমান ও দরদী মানুষ দরকার।

ষোল বছর পর আবারো সংস্কার শব্দটা উজ্জ্বল হয়ে জাতির সামনে এসেছে। এবার নাকি আমূল সংস্কার হবে। এরই দুই মাস পার হয়েছে। স্বীকার করতে দ্বিধা নেই, আমি এবারো জোরেশোরে একটা হেলিকপ্টারের নির্মাণের আয়োজন দেখছি। আমি দুঃখিত এই কথাটি বলার জন্য। সত্যি দুঃখিত।

আপনাদের নিয়ত নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনারা আন্তরিকতা নিয়েও আমার কোনো দ্বিধা নেই। আপনাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি।

শুধু এই পছন্দের তাগিদে বলি। আর হেলিকপ্টার বানায়েন না।

এই দেশের মানুষরা ক্লান্ত। তারা সত্যিকারের ম্যাজিক চায়। সত্যিকারের হেলিকপ্টার চায়, যেটা সত্যি সত্যি উড়ে।

This country needs to fly.

- আসিফ এন্তাজ রবি

09/26/2024

- পুরাতন ভাঙা চূড়া Friend
থাকলে বিক্রি করতে পারেন..!🙂
©

এই পরিস্থিতিতে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত , যার যার অবস্থান থেকে সবাইকে সাহায্য করার জন্য উৎসাহ...
08/22/2024

এই পরিস্থিতিতে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ,
যার যার অবস্থান থেকে সবাইকে সাহায্য করার জন্য উৎসাহিত করুন।

কিছু মানুষ যদি জানতে পারে কাল কেয়ামত,এরা কাফনের কাপড়ের দামও বাড়িয়ে দিবে😢
08/22/2024

কিছু মানুষ যদি জানতে পারে কাল কেয়ামত,
এরা কাফনের কাপড়ের দামও বাড়িয়ে দিবে😢

07/17/2024

চলিতেছে সার্কাস!

03/26/2024

বয়স ২৫-৩০। বেতন ৩০-৪০ হাজার টাকা। ইন্টার্নশিপ শেষে টাই, স্যুট পরে প্রথম বা দ্বিতীয় অফিস। এর মধ্যে পরিবার থেকে আর্থিক চাপ, কতিপয় বন্ধুর বিলাসী বিয়ের নিমন্ত্রণ, মাস শেষে হাত ফাঁকা, একটা ভালো মোবাইল ফোন কিনতে গিয়ে বার বার ফিরে আসা, বাসায় অসুস্থ বাবা-মা - একবার ভেবে দেখুন কি অসহায় এ বয়সী ছেলেগুলো!!! তারপর বিয়ের পর বাচ্চা নিতে হবে, ছোট বোনকে বিয়ে দিতে হবে, বাবা মাকে হজ্জে পাঠাতে হবে, শ্বশুর বাড়িতে বাজার করতে হবে, অসামন্জস্য সামাজিকতা মেনে নিয়ে দিন শেষে পারিবারিক দ্বন্দ মেটাতে হবে, ঈদে সবার গিফট কিনে সর্বশান্ত হয়ে ঈদের দিন ঘরে বসে থাকতে হবে।

পোস্ট গ্র্যাজুয়েটের পর দেখা স্বপ্নগুলো কাঁচের টুকরের মতন ভেঙে পড়বে নিজের চোখের সামনেই। অথচ পাশের দেশ ইন্ডিয়াতেই ৩০ এর কোঠায় পৌঁছানোর আগেই কর্পোরেট ক্যারিয়ারকে একটা ধাঁচে ফেলে দেয়, যে রিসার্চে আগ্রহী তার পিএইচডি বা থিসিস নিয়ে দেশে দেশে সম্মেলন হয়, উদ্ভাবন নতুন মাত্রা পায়। অথচ আমরা অহেতুক এক্সপেকটেশন কাঁধে চাপিয়ে দিয়ে, বিলাসী বিয়ের ডামাডোল করে ওয়েডিং লোনের বোঝা নিয়ে জীবন শুরু করি। জিম করে, ট্র্যাকিং করে, অনলাইনে পেইড কোর্স করে, সঙ্গীকে নিয়ে কফি খাওয়ার বয়সেই জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে আসি। আর তাই এ নগরের ৭১% যুবক হতাশার বাতাসা খায়, ড্রাগ নেয়, আত্মহত্যা করে। যারা ক্যারিয়ারের যত্ন নেয়, সোশ্যাল এক্টিভিটি করে, নিত্য নতুন গবেষণায় মনোনিবেশ করে- তাদেরকে টেনে ধরার জন্য একদল লোক অসামাজিক বলে তকমা দেয়।অদ্ভুত নিয়ম বানিয়ে সেগুলোকে সামাজিকতা বলেন চালান করেন কিভাবে?

ইন্ডিয়ানরা দাওয়াতে এক প্যাকেট মিষ্টি নিয়ে যায় বলে হাসাহাসি করেন। কিন্তু একবার ভেবে দেখেছেন, ধার করে ৫ কেজি মিষ্টি নেয়ার মহত্ত্ব কোথায়? আকাশচুম্বী এক্সপেকটেশনে নিজের সন্তান, ভাই, বন্ধুটির জীবনকে দুর্বিষহ না করে তাকে এগিয়ে যেতে দিন।জীবনে প্রতিষ্ঠিত হলে প্রথম শাড়িটা মাকেই কিনে দিবে, প্রথম আংটিটা সঙ্গীকে দিবে, বাজারের টাকাটা বাবাকে গুঁজে দিবে, বাড়তি থাকলে আত্মীয়ের বাড়িতে মিষ্টির প্যাকেটও নিতে ভুলবে না। দয়া করে অহেতুক expectation চাপিয়ে দিবেন না।

©Munia Islam Mazumder

Address

Leesburg, VA
20177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Mate Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Mate Care:

Share

Category