Pet Mate Care

Pet Mate Care This is official page ,
Keep your pet Healthy ,
We are always stand by your service
Stay C

এই পরিস্থিতিতে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত , যার যার অবস্থান থেকে সবাইকে সাহায্য করার জন্য উৎসাহ...
08/22/2024

এই পরিস্থিতিতে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ,
যার যার অবস্থান থেকে সবাইকে সাহায্য করার জন্য উৎসাহিত করুন।

কিছু মানুষ যদি জানতে পারে কাল কেয়ামত,এরা কাফনের কাপড়ের দামও বাড়িয়ে দিবে😢
08/22/2024

কিছু মানুষ যদি জানতে পারে কাল কেয়ামত,
এরা কাফনের কাপড়ের দামও বাড়িয়ে দিবে😢

07/17/2024

চলিতেছে সার্কাস!

03/26/2024

বয়স ২৫-৩০। বেতন ৩০-৪০ হাজার টাকা। ইন্টার্নশিপ শেষে টাই, স্যুট পরে প্রথম বা দ্বিতীয় অফিস। এর মধ্যে পরিবার থেকে আর্থিক চাপ, কতিপয় বন্ধুর বিলাসী বিয়ের নিমন্ত্রণ, মাস শেষে হাত ফাঁকা, একটা ভালো মোবাইল ফোন কিনতে গিয়ে বার বার ফিরে আসা, বাসায় অসুস্থ বাবা-মা - একবার ভেবে দেখুন কি অসহায় এ বয়সী ছেলেগুলো!!! তারপর বিয়ের পর বাচ্চা নিতে হবে, ছোট বোনকে বিয়ে দিতে হবে, বাবা মাকে হজ্জে পাঠাতে হবে, শ্বশুর বাড়িতে বাজার করতে হবে, অসামন্জস্য সামাজিকতা মেনে নিয়ে দিন শেষে পারিবারিক দ্বন্দ মেটাতে হবে, ঈদে সবার গিফট কিনে সর্বশান্ত হয়ে ঈদের দিন ঘরে বসে থাকতে হবে।

পোস্ট গ্র্যাজুয়েটের পর দেখা স্বপ্নগুলো কাঁচের টুকরের মতন ভেঙে পড়বে নিজের চোখের সামনেই। অথচ পাশের দেশ ইন্ডিয়াতেই ৩০ এর কোঠায় পৌঁছানোর আগেই কর্পোরেট ক্যারিয়ারকে একটা ধাঁচে ফেলে দেয়, যে রিসার্চে আগ্রহী তার পিএইচডি বা থিসিস নিয়ে দেশে দেশে সম্মেলন হয়, উদ্ভাবন নতুন মাত্রা পায়। অথচ আমরা অহেতুক এক্সপেকটেশন কাঁধে চাপিয়ে দিয়ে, বিলাসী বিয়ের ডামাডোল করে ওয়েডিং লোনের বোঝা নিয়ে জীবন শুরু করি। জিম করে, ট্র্যাকিং করে, অনলাইনে পেইড কোর্স করে, সঙ্গীকে নিয়ে কফি খাওয়ার বয়সেই জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে আসি। আর তাই এ নগরের ৭১% যুবক হতাশার বাতাসা খায়, ড্রাগ নেয়, আত্মহত্যা করে। যারা ক্যারিয়ারের যত্ন নেয়, সোশ্যাল এক্টিভিটি করে, নিত্য নতুন গবেষণায় মনোনিবেশ করে- তাদেরকে টেনে ধরার জন্য একদল লোক অসামাজিক বলে তকমা দেয়।অদ্ভুত নিয়ম বানিয়ে সেগুলোকে সামাজিকতা বলেন চালান করেন কিভাবে?

ইন্ডিয়ানরা দাওয়াতে এক প্যাকেট মিষ্টি নিয়ে যায় বলে হাসাহাসি করেন। কিন্তু একবার ভেবে দেখেছেন, ধার করে ৫ কেজি মিষ্টি নেয়ার মহত্ত্ব কোথায়? আকাশচুম্বী এক্সপেকটেশনে নিজের সন্তান, ভাই, বন্ধুটির জীবনকে দুর্বিষহ না করে তাকে এগিয়ে যেতে দিন।জীবনে প্রতিষ্ঠিত হলে প্রথম শাড়িটা মাকেই কিনে দিবে, প্রথম আংটিটা সঙ্গীকে দিবে, বাজারের টাকাটা বাবাকে গুঁজে দিবে, বাড়তি থাকলে আত্মীয়ের বাড়িতে মিষ্টির প্যাকেটও নিতে ভুলবে না। দয়া করে অহেতুক expectation চাপিয়ে দিবেন না।

©Munia Islam Mazumder

01/18/2022

একটি শিক্ষামূলক পোস্ট ::

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Cltd.

05/13/2021

অনেকেই মেট্রোরেল চালু হলে সেগুলোর পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত আছেন। ঢাকায় থাকাকালীন সময়ে ২০০৪-৬ সালে আমি ভলভো ডাবল ডেকার বাসে করে ক্যাম্পাসে যেতাম। ঢাকা শহরে এমন আরামদায়ক, শক্তপোক্ত, গণপরিবহন আর দেখি নাই। এখনকার অশোক লেল্যান্ড ডাবল ডেকার বাস ভলভো বাসের তুলনায় মুড়ির টিন। বাসগুলো মিসইউজড হতো, সত্যি। সিটে আঁকাআঁকি চলতো, সিটের গদি কেটে দিত, চিকা মারা, পোস্টারিং সবই চলতো। কিন্তু বাসগুলোর ইন্টেরিয়র সেভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই। তারপরেও বাসগুলো একদিন উধাও হয়ে গেলো।

কেন গেলো? শুনতে পাই ডিপোতেই এ কোটি টাকা দামের বাসগুলো যন্ত্রাংশ চুরি যেতো, অচল করিয়ে রাখা হতো। বাস একবার অচল হলে বিআরটিসি সেগুলো ঠিক করতো না, তার বদলে নতুন চাইনিজ আর ইন্ডিয়ান (নিটোল টাটার) বাস কিনতে উৎসাহী ছিলো। যতো টেন্ডার ততো কমিশন। মেরামতিতে সেভাবে টাকা আসে না।

তা যা বলছিলাম। সোন্দর মেট্রোরেল তথাকথিত ফকিন্নি জনগণ কিভাবে নষ্ট করে ফেলবে, সে চিন্তা বাদ রেখে আপনারা চিন্তা করেন জাপানিজ ম্যানেজমেন্ট চইলা গ্যালে দিশি ম্যানেজমেন্ট এই ট্রেইন নষ্ট কইরা কয়টা ট্রেন আমদানি করাবে। আপনার সাধের ট্রেনের চাকা ইঞ্জিন চিপসের প্যাকেট ফেলা জনগণ নষ্ট করবে না, যারা জিম্মাদার, তারাই বেবাক ট্রেন হাপিস করে দিবে।

লেখাঃ রিদওয়ান আনাম

First trip to the park Keep your pet HealthyLife is beautiful Bailey
07/21/2020

First trip to the park

Keep your pet Healthy

Life is beautiful Bailey

Dog are best companion,Love your dogKeep your pet clean Healthy and disease free.
07/21/2020

Dog are best companion,

Love your dog

Keep your pet clean Healthy and disease free.

Love your pet
07/11/2020

Love your pet

Adopt! Don't Shop,
07/11/2020

Adopt! Don't Shop,

They're even our best friendStay connected with us
07/10/2020

They're even our best friend

Stay connected with us

Address

Leesburg, VA
20177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Mate Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Mate Care:

Share

Category


Other Pet Supplies in Leesburg

Show All