Expert Agrovet

Expert Agrovet সব ধরনের বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের পরামর্শ এখানে দেওয়া হয় এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্টারী পাওয়া যায়।

এক্সপার্ট এগ্রোভেট এর সফলতা। শিং মাছ ৬ পিচে কেজি। স্থান মুক্তাগাছা।
12/08/2024

এক্সপার্ট এগ্রোভেট এর সফলতা। শিং মাছ ৬ পিচে কেজি। স্থান মুক্তাগাছা।

আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক পবিত্র ঈদ-উল আযহা।ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি।পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্...
17/06/2024

আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক পবিত্র ঈদ-উল আযহা।
ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি।
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
--ঈদ মোবারক!!

Germicide Tab,কার্যকরভাবে মাছের ভাইরাল, ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে এবং নিরাময় করে, রোগের বিরুদ্ধে একট...
26/04/2024

Germicide Tab,

কার্যকরভাবে মাছের ভাইরাল, ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে এবং নিরাময় করে, রোগের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করে, একটি স্বাস্থ্যকর জলজ পরিবেশ নিশ্চিত করে।
অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস শোষণ করে, মাছের জন্য একটি সঠিক এবং সক্রিয় পরিবেশ তৈরি করে, ক্ষতিকারক গ্যাসগুলি নির্মূল করে একটি পরিষ্কার পুকুরের তলদেশ বজায় রাখে, সামগ্রিক মাছের সুস্থতার প্রচার করে।
Germicide Tab, সক্রিয়ভাবে সর্বোত্তম জলের parameters এবং মাটির অবস্থা বজায় রাখে, মাছের বৃদ্ধি এবং বিকাশের জন্য একটি স্থিতিশীল এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করে।
মাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদান করে, বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কাজ করে, একটি টেকসই জলজ চাষে অবদান রাখে।
জলজ পরিবেশে সুবিধাবাদী ব্যাকটেরিয়া প্যাথোজেনগুলির উপর নজর রাখে, দীর্ঘস্থায়ী এই সব ব্যাকটেরিয়া প্রভাব প্রদান করে, ক্ষতিকারক প্যাথোজেনগুলির বিরুদ্ধে অবিচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করে।
Germicide Tab, সক্রিয়ভাবে pH, দ্রবীভূত অক্সিজেন (DO), ক্ষারত্ব এবং জলের কঠোরতা সর্বোত্তম মাত্রা বজায় রাখে, একটি সুষম ভারসাম্যপূর্ণ জলজ ইকোসিস্টেমের জন্য EUS (Epizootic Ulcerative Syndrome) এর মতো অবস্থা প্রতিরোধ করে এবং নিরাময় করে।
এটি সম্পূর্ন organic প্রডাক্ট এবং ট্যাবলেট হওয়ার কারবে ব্যবহার সহজ এবং ৩০ সেকেন্ডের মধ্যে কাজ করা শুরু করে। ৫ফিট গভীরতায় ৫ শতাংশের জন্য মাত্র ২টি ট্যাবলেটই যথেষ্ট।
এক্সপার্ট এগ্রোভেট, নামে নয় কাজে বিশ্বাসী। সব সময় মাছ চাষীর কথাই ভাবে। প্রয়োজনে ইনবক্সে নক করবেন। ধন্যবাদ।

 #তাপপ্রবাহ  #অগ্নি  #সতর্কতা!! ২৭/২৮/২৯ তারিখে দেশে অনূভূত হতে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ "অগ্নি"। তাপ প্রবাহ "অগ্নি" চ...
26/04/2024

#তাপপ্রবাহ #অগ্নি #সতর্কতা!!

২৭/২৮/২৯ তারিখে দেশে অনূভূত হতে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ "অগ্নি"। তাপ প্রবাহ "অগ্নি" চলাকালীন পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রী এর উপরে উঠে যাবে। অন্যান্য অঞ্চলে যথারীতি তীব্র তাপপ্রবাহ (৪০-৪২ ডিগ্রী) অব্যাহত থাকবে।।

সতর্কতা ও উপদেশঃ
১। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।
২। বেশী বেশী পানি পান করুন।
৩। রোদে কাজ করতে হলে ১০/১৫ মিনিট পরপর কিছু সময়ের জন্য বিশ্রাম গ্রহণ করুন।
৪। ব্যাগে সবসময় ছাতা ও বোতলভর্তি পানি রাখুন।
৫। ভাজাপোড়া, স্ট্রিট ফুড খাওয়া বন্ধ করুন।
৬। বেশী বেশী সবজি ও সিজনাল ফলমূল খাওয়ার অভ্যাস গড়ুন।
৭। হাতপাখা কিংবা ছোট চার্জার ফ্যান সাথে রাখতে পারেন।
৮। হিটস্ট্রোক সম্বন্ধে ধারণা নিন, লক্ষণ দেখা গেলে দ্রুত ডাক্তার দেখান।

সোর্স: BWOT Weather.

ধন্যবাদ!!

22/04/2024

এই তীব্র তাপমাত্রায় মাছ চাষীদের জন্যে জরুরী লক্ষ্যনীয় ও করণীয়।

আসসালামু আলাইকুম,
মাছ চাষে তাপমাত্রা একটি গুরত্বপূর্ন ফ্যাক্টর। মাছ চাষের আদর্শ তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখন এর চেয়ে বেশি তাপপ্রবাহ চলছে। যেমন ঠান্ডায় মাছের বৃদ্ধি কমে যায় তেমন অতিরিক্ত বা তীব্র গরমে মাছের পুকুরে বা জলাশয়ে সৃষ্টি হয় অনেক সমস্যা।

১. পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাবে।
২. পানিতে এ্যামোনিয়া গ্যাসের মাত্রা বৃদ্ধি পাবে।
৩. পানির পিএইচ এর ভারসাম্য হারাবে।
৪. পানি অতিরিক্ত গরম হয়ে মাছের প্রাকৃতিক খাদ্য (ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটন) মারা যাবে।
৫. মাছ দূর্বল হয়ে পড়বে, ফলে চলাফেরার গতি হ্রাস পাবে।
৬. মাছের হযম শক্তি কমে যাবে, ফলে খাদ্য কম গ্রহন করবে।
৭. অতিরিক্ত তাপমাত্রায় পানিতে জৈব পদার্থ বেড়ে বিভিন্ন পরজীবী এবং ক্ষতিকর অনুজীব জন্মায়।
৮. মাছের গায়ে লাল লাল দাগ দেখা দিতে পারে এবং মাছ মারা যেতে পারে।
৯. অতিরিক্ত তাপমাত্রায় মাছের শ্লেষ্মা কমে গিয়ে শরীর খসখসে হয়ে যায়, ফলে মাছ দ্রুত ক্ষতিকর পরজীবী ও অনুজীব দ্বারা আক্রান্ত হবে।

তীব্র তাপমাত্রা থেকে মাছ বাঁচাতে করণীয়:
১. পুকুরে পানির গভীরতা কমপক্ষে ৫ ফুট রাখতে হবে।
২. দুপুর বেলা (১ টা থেকে ৪ টা) গভীর নলকূপ থেকে পুকুরে পানি সরবরাহ করে পানির গভীরতা বৃদ্ধি এবং পানি ঠান্ডা রাখা য়েতে পারে।
৪. সকাল বেলায় শতকে ২০০-২৫০ গ্রাম লবন অথবা ৫০ গ্রাম ভেট স্যালাইন পানিতে দেয়া যেতে পারে।
৫. দুপুর বেলা এবং রাতের বেলা এরেটর/ব্লোয়ার মেশিন চালিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে, অথবা শতকে ১০-১২ গ্রাম করে অক্সিজেন ট্যাবলেট দেয়া যেতে পারে।
৬. পুকরের পানি স্বাভাবিক ঠান্ডা না হওয়া পর্যন্ত খাবার সরবরাহ কমিয়ে দিতে হবে, প্রয়োজনে খাবার বন্ধ রাখতে হবে। সকালে বা সন্ধার পরে অল্প খাবার দেয়া য়েতে পারে।
৭. তাপমাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাবারের সাথে ভিটামিন-সি (২-৩ গ্রাম/কেজি খাদ্য) মিশিয়ে খাওয়ানো যেতে পারে।
৮. দিনের বেলা পোনা স্থানান্তর বন্ধ রাখতে হবে বা অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে।
এই বৈরী অবস্থায় মাছসহ একুয়াটিক জীবদেরকে রক্ষা করি।

মাছের যেকোন সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন। ধন্যবাদ।

আপনার ঘের বা পুকুরের মাছকে পরজীবীর আক্রমণ থেকে বাঁচাতে ব্যবহার করুন আইভারমেক্টিন ৩%।প্যারাসাইট বা পরজীবী হচ্ছে  দুই ধরনে...
18/04/2024

আপনার ঘের বা পুকুরের মাছকে পরজীবীর আক্রমণ থেকে বাঁচাতে ব্যবহার করুন আইভারমেক্টিন ৩%।প্যারাসাইট বা পরজীবী হচ্ছে দুই ধরনের
১.বহিঃপরজীবী ( চিংড়ি বা মাছের গায়ে, আশেঁর নিচে, ফুলকা, কানকো, লেজে দেখা যায়)
২. অন্তঃ পরজীবী (মাছের অন্ত্রে বা পাকস্থলীতে থাকে)
বহিঃপরজীবী মাছের গায়ে লেগে থাকা উকুন, আটুলি,মাইট এবং অক্টোপাসের মতো বিভিন্ন ধরনের পোকা যা মাছের শরীর থেকে প্রয়োজনীয় খাবার খায় এবং বংশ বিস্তার করে।এরা মাছের গায়ে ক্ষতের সৃষ্টি করে,পরবর্তীতে পচন ধরে এবং মাছের মৃত্যুর হার দ্রুত বড়ে যায়।
আর অন্তঃপরজীবী হচ্ছে মাছের পাকস্থলীতে বাস করা বিভিন্ন ধরনের প্যারাসাইট বা কৃমি যা মাছের প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে নেয়, মাছের ক্ষুধামন্দা দেখা দেয়, পেটফাপা, বদহজম হয় ফলে মাছ রোগা ও অসুস্থ হয়ে পড়ে। মাছের বৃদ্ধি কমে যায়
সকল ধরনের প্যরাসাইট বা পরজীবীর নির্মুলে আইভারমেক্টিন এর বিকল্প নেই। আইভারমেক্টিন অত্যন্ত কার্যকরী একটি প্যারাসাইট নাশক।
আইভারমেকটিন কেন এতো কার্যকরী পন্য এর কারন আইভারমেক্টিন জেনেটিক গঠন এর ওপর ভিত্তি করে কাজ করে এতে করে মাছ সম্পুর্ণ সুস্থ থাকে। পুকুর বা ঘেরের বাস্তুসংস্থান নষ্ট হয় না।মাছের প্রয়োজনীয় প্রাকৃতিক খাবার জুপ্লাংটন ও ফাইটোপ্লাংটন বেঁচে থাকে। কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক যেমন ডেল্টামেথ্রিন বা সাইপারমেথ্রিন এর ব্যবহারে মাছের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে। মাছের ইন্টারনাল অর্গান ক্ষতিগ্রস্ত হয়। অধিক ব্যবহারে মাছের মৃত্যু ঝুকি থাকে। তাই প্যরাসাইট বা পরজীবী দমনে আইভারমেক্টিন এর বিকল্প কিছু নেই।
বাজারে প্রচলিত সস্তা ও কিটনাশক এর সমন্বয়ে তৈরি যা আইভারমেকটিন নামে চলছে। ঘের বা পুকুরে মাছের স্বাস্থ্য সুরক্ষায় এগুলো এড়িয়ে চলতে হবে।
নিয়মিত আইভারমেক্টিন এর ডোজ করলে কোন প্রকার জীবাণুনাশক এর প্রয়োজন হয় না। আর প্যারাসাইট ই সব ধরনের রোগের কারন। তাই প্যারাসাইট বা পরজীবী দমন করা গেলে মছের যেকোনো মহামারী আটকানো সম্ভব।
সঠিক পন্যটি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের পন্যের যেকোন দায়ভার আমরা গ্রহন করবো ইনশাআল্লাহ।
মাছ চাষের যেকোনো পন্য পেতে ইনবক্সে যোগাযোগ করুন। ধন্যবাদ।

17/04/2024

তীব্র তাপদাহে মৎস্য খামারিদের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান।

আবহাওয়াবিদগণ কর্তৃক প্রদত্ত তথ্য মতে ২০২৪ সনে এলনিনোসহ জলবায়ুজনিত বিবিধ কারণে বিশ্বের অনেক দেশে তীব্র থেকে তীব্রতর তাপদাহ বয়ে যেতে পারে। বাংলাদেশের বেশিরভাগ স্থানে এ তাপদাহের সম্ভাবনা রয়েছে বিধায় অত্যধিক তাপমাত্রায় মাছ চাষের পুকুর ও অন্যান্য জলাশয়ের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাত্রা কমে এর সংকট তৈরি, মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হওয়া, অধিক পচন সৃষ্টি হওয়ায় দূষিত গ্যাস এর প্রাদুর্ভাব বৃদ্ধিসহ থার্মাল শক এবং পানির নানাবিধ ভৌত ও রাসায়নিক গুণাবলী পরিবর্তিত হয়ে মাছের মড়কের কারণ হতে পারে। এমতাবস্থায়, চাষকৃত পুকুর/জলাশয়ের মৎস্য খামারিদের জন্য নিম্নবর্ণিত করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হলো-

১. দিনের বেলায় জাল/হররা টেনে পুকুর/জলাশয়ের তলদেশের দূষিত গ্যাস বের করে দেয়া।

২. তাপদাহ চলাকালীন প্রতি ১৫ দিনে একবার করে ভোরে প্রতি শতাংশে ১০০-২০০ গ্রাম চুন, বিকালে ১০০-২০০ গ্রাম লবণ প্রয়োগ।

৩ . তাপদাহ চলাকালীন প্রতিদিন প্রতি শতাংশে কার্বোহাইড্রেট জাতীয় উপাদান (আটা/ চাল/ ভুট্টার কুড়া ইত্যাদি) ৫০-১০০ গ্রাম করে প্রয়োগ করা যেতে পারে।

৪. তাপদাহ চলাকালীন পুকুর/জলাশয়ে ইউরিয়া অথবা ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা।

৫. প্রয়োজনে মাছের জন্য দৈনিক খাদ্য প্রয়োগের পরিমাণ অর্ধেক কিংবা অবস্থাভেদে আনুপাতিক হারে কমানো।

৬. সম্ভব হলে পুকুর/জলাশয়ে চাষকৃত মাছের মজুদ ঘনত্ব কমানো ও পচনশীল দ্রব্য থাকলে অপসারণ করা।

৭. সম্ভব হলে দুপুরের পর পুকুর/জলাশয়ে ডীপ টিউবওয়েল/সাব মারসিবল পাম্প/অন্যান্য উৎস থেকে নিরাপদ ঠান্ডা পানি ঝর্ণাকারে
সরবরাহের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ও পানির প্রয়োজনীয় গভীরতা বৃদ্ধি করা।

৮. অক্সিজেনের ঘাটতি হলে প্রতি শতকে প্রতি ফুট পানির গভীরতায় ১ টা করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করা।

৯. চাষকৃত পুকুর/জলাশয়ে দুপুরের পর অন্তত: ১ ঘন্টা এবং শেষ রাতে কমপক্ষে ২ ঘন্টা করে প্রতিদিন এরেটর চালানো।

১০. জলায়তন অনুপাতে পুকুর/জলাশয়ের একটি নির্দিষ্ট অংশে কচুরিপানা দিয়ে ছায়াযুক্ত স্থান তৈরি করা যেতে পারে, (পুকুর জলাশয়ে যাতে ছড়িয়ে না যায় সে ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে)।

১১. পুকুরের ভৌত ও রাসায়নিক গুণাগুণ নিয়মিত পরীক্ষাপূর্বক ব্যবস্থা গ্রহণ করা এবং
১২. প্রোয়জনে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা।

নতুন আশা নতুন প্রান____♥নতুন হাসি নতুন গান_____♥নতুন সকাল নতুন আলো__♥নতুন দিন কাটুক ভালো___♥দুঃখকে ভুলে যাই________♥নতুন...
14/04/2024

নতুন আশা নতুন প্রান____♥
নতুন হাসি নতুন গান_____♥
নতুন সকাল নতুন আলো__♥
নতুন দিন কাটুক ভালো___♥
দুঃখকে ভুলে যাই________♥
নতুন কে স্বাগত জানাই___♥
__শুভ পহেলা বৈশাখ-১৪৩১ বঙ্গাব্দ!
সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা !!

13/04/2024

অতিরিক্ত গরমে পুকুরে মাছের খেয়াল রাখুন। প্রয়োজনে পুকুরে বাড়তি পানি দিন। ভিটামিন -সি দিন।

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদের এই বিশেষ দিনে সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি। 🌙 ঈদ মোব...
11/04/2024

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদের এই বিশেষ দিনে সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি।

🌙 ঈদ মোবারক 🌙

যোগ্যতার ৪টি উপাদান। ১। জ্ঞান  ২। দক্ষতা  ৩। মূল্যবোধ এবং ৪। দৃষ্টিভঙ্গি১) জ্ঞান  :  গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্...
03/04/2024

যোগ্যতার ৪টি উপাদান।
১। জ্ঞান ২। দক্ষতা ৩। মূল্যবোধ এবং ৪। দৃষ্টিভঙ্গি

১) জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
২) দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩) দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪) মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।

★যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে পারা হচ্ছে তার যোগ্যতা।

ভারি বর্ষণের সতর্কতা!আজ রাত ১২ টা হতে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে, রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগের অনেক এলাকায়...
19/03/2024

ভারি বর্ষণের সতর্কতা!
আজ রাত ১২ টা হতে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে, রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ ও বৃষ্টির সম্ভাবনা আছে।
ও রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় কালবৈশাখী ঝড় সহ বজ্রবৃষ্টির, শিলাবৃষ্টির আশঙ্কা আছে।

আগামীকাল দেশের বিভিন্ন স্থানে উপর্যুপরি দফায় দফায় বর্ষণ হতেপারে।
ধন্যবাদ : এক্সপার্ট এগ্রোভেট।
আপডেট : ১৯ শে মার্চ রাত ১০:৪৫ টা।
নোট : ইতিমধ্যে দেশের কিছু এলাকায় অলরেডি শুরু হয়েগেছে।

16/02/2024

আমি সত্যিই সাইকেল চোরদের পছন্দ করি।
এটি কেবল মলিকের সাথে চাকোরের সম্পর্কের কথা মনে করিয়ে দেয়।

বেকার যুবকদের জন্য সুখবর বটে!!!
14/02/2024

বেকার যুবকদের জন্য সুখবর বটে!!!

12/02/2024
31/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Al Amran Shathin Mondol, N-alam Siddiki, Suruj Hossan, Nawsher Uddin Kayesh, মেসার্স শামীম এন্টারপ্রাইজ, Md Pintu, Mohid Vetenari

17/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Shuvo, Tasauf Sarker, Md Khorsad Mk, Ekramul Ahsan Tipu, Md Suido, Bablu Mia

Address

Rupatoli Barishal
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Expert Agrovet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Expert Agrovet:

Videos

Share

Category


Other Veterinarians in Barishal

Show All