Abs & Sayeed Birds Aviary

Abs & Sayeed Birds Aviary পাখি বাজার।
(1)

দুই ক্ষুদে নতুন পাখাল। আজকে একটি পাখি পরিবর্তন করে নিয়েছে। তাদেরকে BSB থেকে তাদেরকে দুইটি ক্যালেন্ডার উপহার দেওয়া হলো।ধন...
05/07/2024

দুই ক্ষুদে নতুন পাখাল। আজকে একটি পাখি পরিবর্তন করে নিয়েছে। তাদেরকে BSB থেকে তাদেরকে দুইটি ক্যালেন্ডার উপহার দেওয়া হলো।ধন্যবাদ Budgerigar Society of Bangladesh কে।

আজ আপনার পাখি ডিম দিয়েছে ,এখন আপনি কি কি করবেন ?১/ আলহামদুলিল্লাহ্‌ বলেন । সব সময় খাঁচায় মিনারেল ব্লক( M & A মিনারেল ব্ল...
25/06/2024

আজ আপনার পাখি ডিম দিয়েছে ,এখন আপনি কি কি করবেন ?

১/ আলহামদুলিল্লাহ্‌ বলেন ।
সব সময় খাঁচায় মিনারেল ব্লক( M & A মিনারেল ব্লক) ও সাগরের ফেনা দিয়ে রাখতে হবে ।

২/ যে দিন থেকে ডিম দিবে সেই থেকে ডিম দেয়া শেষ হওয়া পর্যন্ত পানির সাথে ক্যালসিয়াম মিশিয়ে দিন ।

৩/ পাখিকে এগ ফুড খাওয়ানো শিখাতে হবে ,তাই মাঝে মাঝে পাখিকে এগ ফুড খেতে দিন ।

৪/ গোসলের জন্য মাঝে মাঝে আলাদা ভাবে পানি দিন,১০ মিনিট পর পানি বের করে দিন, যদি ডিমের আদ্রতা ঠিক করতে হয়,পাখি তা পানির দ্বারা করে নিবে ।

৫/ কোন ভাবেই বার বার ডিম দেখার জন্য উঁকি দেয়া যাবে না, এতে পাখি ডিমে তা নাও দিতে পারে,এমন কি ডিম ফেলে দিতে পারে ।

৬/ ডিম চেক দিতে হলে অভিজ্ঞ কারও সাহায্য নিন , নিজে মাতাব্বরি করবেন না ।

৭/ ডিমে পাখির বিষ্ঠা যদি লেগে থাকে ,তুলা দিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিবেন, যদি আপনি না পারেন, তাহলে অভিজ্ঞ কারও সাহায্য নিন ।

৮/ পরিবারের অন্য সদস্য যেন পাখিকে বিরক্ত না করে সেই দিকে খেল রাখতে হবে,এমন কি আপনি বাড়ির বাহিরে গেলে,তারা যেন ডিম দেখার জন্য পাখিকে বিরক্ত না করে ।

৯/ টিকটিকি ও তেলাপোকা যেন হাড়িতে না ঢুকতে পারে ,খেল রাখেন, যদি তারা হাড়িতে ঢুকে পাখি ডিমে তা দিবে না ভয়ে ।

১০/ ১৮-২১ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে,তাই কান সজাগ রাখেন চিঁচিঁ মধুর শব্দ শুনার জন্য ।

(আমার লেখা শুধু নতুনদের জন্য ,যদি ভাল লাগে কমেন্ট করবেন)

Abs & Sayeed Birds Aviary এর নতুন অতিথি। ❤️❤️
16/07/2023

Abs & Sayeed Birds Aviary এর নতুন অতিথি। ❤️❤️

24/06/2023

হামিং বার্ড পাখির জীবনী

Hummingbird Biography

This video about life style of Hummingbird হামিং বার্ড পাখির গল্প

পৃথিবীর সবচেয়ে ছোট পাখি

The smallest bird in the world

13/06/2023

I don’t know why,but I can't stay without sharing whenever I watch this types of video...

I got 1 reaction and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it...
11/06/2023

I got 1 reaction and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

11/06/2023

I gained 38 followers, created 36 posts and received 357 reactions from March to June! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

সৌদিআরবে চাঁদ দেখা গেছে। ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার সৌদিআরবে ঈদ অনুষ্টিত হবে।تقبل الله منا ومنكم صالح الاعمالবাংলাদেশে...
20/04/2023

সৌদিআরবে চাঁদ দেখা গেছে। ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার সৌদিআরবে ঈদ অনুষ্টিত হবে।

تقبل الله منا ومنكم صالح الاعمال

বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ।

ঈদ মোবারক।ঈদ মোবারক।

১।পাখিদের কি শাক জাতীয় খাবার খেতে দেওয়া যাবে? *পুদিনা পাতা*কলমি শাক*লেটুস পাতা*ধনে পাতা*পালংশাক *মেথি শাক*নিম পাতা*সজনে...
18/04/2023

১।পাখিদের কি শাক জাতীয় খাবার খেতে দেওয়া যাবে?
*পুদিনা পাতা
*কলমি শাক
*লেটুস পাতা
*ধনে পাতা
*পালংশাক
*মেথি শাক
*নিম পাতা
*সজনে পাতা
*অংকরিত গম শাক
*তুলসীপাতা
*লাল শাক
*ইউক্যালিপটাস
*দূর্বাঘাস
*পুইশাক
*বাধাকপি
*মূলা শাক
★নোটঃসাতদিনই শাক দিতে হবে। তবে কোনো নির্দিষ্ট শাক সপ্তাহে ২-৩ দিনের বেশি দেওয়া ঠিক নয়।শাক পাখিকে দেওয়ার আগে অবশ্যই পানিতে আধা ঘণ্টা ভিজে রেখে জীবানু মুক্ত ও কীটনাশকমুক্ত করে তবেই দিতে হবে।

২ ।আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে গোসলের পানি দেওয়া যাবে?
উত্তর:অবশ্যই দেওয়া যাবে। খাঁচায় প্রতিদিন আলাদা একটা জায়গায় গোসল করার পরিমাণ মতো পাত্রে পানি দিয়ে রাখতে হবে এবং প্রতিদিন পানি পরিবর্তন করতে হবে। মনে রাখবেন প্রতিদিন এক জায়গায় পানির পাত্র দিলে ওদের চিনতে সুবিধা হবে এতে করে প্রতিদিন গোসল এর অভ্যাস হবে।যদি পাখি গোসল না করে তাহলে পানিতে শাক দিয়ে দিবেন। মনে রাখবেন আপনি যেমন অন্যের ইচ্ছায় গোসল করেন না তেমনি পাখিও সেইম নিজেরাই গোসল করবে জোর করে গোসল বা স্প্রে করবেন না। স্প্রে করবেন দিনে একবার।

৩।পরবর্তীতে কৃমির ঔষধ সেবন করাতে হইলে বাচ্চা কতটুকু বড় হওয়ার পর দিব?

উত্তরঃ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।কৃমির ঔষধ সেবন।বর্তমানে সবচেয়ে বেশি এই প্রশ্ন টা আসে।এবং অনেক অভিজ্ঞ পাখাল ভাইয়েরা বিভিন্ন রকম কৃমির মেডিসিন এর সাজেশন দেয় এবং বলে যে তিন মাস পরে আবার কৃমির কোর্স করাতে হবে(যা পাখির অসুস্থ বা মারা যাওয়ার অন্যতম কারণ)। এই তথ্যটি আজকের পর থেকে ভুলে যান।তারা যে ভুল সাজেশন দিছে তা কিন্তু নয়।তারাও সঠিক। আপনি যদি পাখিকে কৃমির কোর্স টা আপনার মাথা থেকে বাদ দেওয়া যায় তাহলে কেমন হয়।আপনি যদি সপ্তাহে ২/৩ দিন নিম পাতা দেন তাহলে আপনার পাখির যেমন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে তেমনি কৃমি খাঁচার ফাঁকা দিয়ে পালাবে।আজ থেকে ভুলে জান যে পাখির কৃমির কোর্স নামে কোনো কোর্স আছে।

পাখির পেটে কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই।এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের পাতা সামান্য গরম জল সহ খেতে দিন অথবা সরাসরি নিম পাতা খাঁচায় দিন।

৪। কৃমির পর ভিটামিন বা ক্যালসিয়াম জাতীয় ঔষধ দিতে চাই এই বিষয়ে একটা সু স্পষ্ট ধারনা যদি দিতেন খুবই উপকৃত হইতাম?

উত্তরঃ কৃমির কোর্স শেষে ভিটামিন বা ক্যালসিয়াম জাতীয় মেডিসিন দিতে চাই এই বিষয়ে একটা ধারণা দিন চমৎকার একটা প্রশ্ন ভাই।কৃমির কোর্সের উত্তরটি ৩ং প্রশ্নে দেওয়া আছে। ক্যালসিয়াম জাতীয় যে মেডিসিন দিবেন তাহলো বাজারের বিষ না🤔 বা বিভিন্ন মেডিসিন না🤔।তাহলে কি দিবেন?? ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে যেমনঃ
১)সজনে পাতা বা ফলঃ—সজনে পাতা বা সজনে ফল যাই দেন। প্রতিটি সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।
২) সফটফুডঃ—সফটফুড বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করতে পারেন যেমন:
১. ছোলা
২. ভুট্টা ভাংঙা
৩. মুগ ডাল
৪.ডিম (দেশি মুরগীর অথবা কোয়েল এর ডিম)
সব এক সাথে (ডিম ব্যাতীত) রাতে ভিজিয়ে পর দিন সেদ্ধ করতে হবে। এর পর ডিম ছাড়া সেদ্ধ উপকরণ গুলো ব্লেন্ডারে এমন ভাবে ব্লেন্ড করবেন যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়।
৫. এবার যে কোনো একটি শাক, যেমনঃকলমি শাক, পালং শাক, লাল শাক, ( পুই শাক বাদ)
৬. যে কনো একটি সবজি যেমনঃগাজর, লাউ, কুমড়া, বরবটি, ঝিঙা, শীম ইত্যাদি( আলু বাদ)
৭. একটি ফল, তাও বিচি ছাড়া আপেল, আম, পাকা পেয়ারা, নাসপাতি ইত্যাদি (কলা বাদে)
সব গুলো সবজি ও ফল গ্রীডার দিয়ে গ্রীড করবেন শুধু শাক কুচি কুচি করে কেটে নিবেন।
৮.সিদ্ধ ডিম গ্রীড দিয়ে কুচি করে নিবেন। সব শেষে ক্যাটেল ফিশ বোন গুড়া, সজনে পাতা গুরা, ক্যালসিয়াম টনিক গুড়া, লাইম স্টন দিতে পারেন
সব শেষে সব উপকরন এক সাথে একটি পাএে মিশিয়ে সফট ফুড রেডি করবেন এবং প্রতি বাটিতে সার্ভ করবেন।(সজনে গুরো খুব বেশি জরুরি না কারণ আপনি তো পাতা খাওয়াচ্ছেনই)
📌 মনে রাখা জরুরীঃ
সফট ফুডে যেহেতু ডিম এড করা হয় তাই খাবার টি সকাল সকাল দিবেন এবং ৬ ঘন্টা অতিবাহিত হলে খাবার বের করে ফেলবেন কেননা ডিম বেশিক্ষন বাইরের বাতাসে থাকলে বিভিন্ন ব্যাকটেরিয়া উৎপাদন করে যা পাখির পেট খারাপ সহ পাখির জীবন সংকটময় করে তুলতে পারে।
শুধু খাবার টিই নয় তার সাথে পানির বাটির পানিও চেন্জ করে দিবেন কেননা সফট ফুড খেয়ে পাখি ঐ ঠোট ভিজিয়ে পানি পান করে তাই সেই ডিমের ব্যকটেরিয়া পানিতে পরে পানিটিও নস্ট করে এবং সেই পানি পান করাও বিপদের কারন হতে পারে তাই সবচেয়ে ভাল হয় ৬ ঘন্টা অতিবাহিত হলে সফট ফুডের বাটি ও পানির বাটি একএে বের করে ফেলা ও নতুন পানি বাটিতে দেয়া।

সুস্থ খামার ও সুস্থ পাখি পালন করতে পরিস্কার পরিচ্ছন্নের বিকল্প নেই।"কোম্পানি হাটাও প্রাকৃতিক খাওয়াও।"ভাল থাকুক সকলের আদরের পাখি এই কামনায় আজ এই পর্যন্ত।
লেখক :
https://www.facebook.com/abs.siam2015?mibextid=ZbWKwL
এডমিন :
https://www.facebook.com/abs.sayeed.aviary2022?mibextid=ZbWKwL
©®

15/04/2023
গ্রীষ্মে পাখীর জন্য করনীয় ও বর্জনীয়ঃ“Love begins by taking care of the closest ones - the ones at home.”- Mother Teresaএ...
13/04/2023

গ্রীষ্মে পাখীর জন্য করনীয় ও বর্জনীয়ঃ

“Love begins by taking care of the closest ones - the ones at home.”- Mother Teresa

একবার একটি সময় এক জঙ্গলে একটি পাখি বাস করত। এটা অদ্ভুত ছিল কারণ তার দুটি মাথা ছিল । একদিন পাখিটি এটি একটি সুস্বাদু লাল-সুবর্ণ ফল দেখতে পেল। সে সেখানে উড়ে গিয়ে দান পাশের মাথাটি ফলটি খেতে শুরু করল। আর বলতে লাগলো "ওহ, কি একটি সুস্বাদু ফল, আমি নিশ্চিত যে ফল শুধুমাত্র আকাশ থেকে আমার জন্য পাঠানো হয়েছে”। বলার অপেক্ষা রাখে না, অন্য মাথাটি এটি দেখছিল ও পরিতাপ করছিল। অবশেষে অন্য মাথাটি তাকে অনুরোধ করল। যে আমাকেও একটু এই ফলটির স্বাদ গ্রহন করতে দাও। প্রথম মাথাটি তা ভাগ করতে চাইল না, সে হেসে ওঠে এবং বলল, "আমরা একই পেট ভাগ করে খাবার দিই। আমাদের মধ্যে যে কেউ ফলের খায়, সে একই পেটে যায়। আমি প্রথম যে এই ফলটি প্রথম দেখতে পায়।তাই এটি আমার নিজের একা খাবার অধিকার আছে। " প্রথম মাথার এই স্বার্থপরতা তাকে খুব কষ্ট দিল। কয়েক দিন পরে, তারা ভ্রাম্যমান ছিল দ্বিতীয় মাথা কিছু ফল দেখতে পেল। ফলগুলি ছিল বিষাক্ত বৃক্ষের।সে প্রথম মাথার কাছে ঘোষণা করল, "তুমি একজন প্রতারক। অন্য দিন তুমি সুস্বাদু ফসল ভাগ না করে আমাকে অপমান করেছ। এখন আমি এই ফল খাব এবং তোমার অসম্মানের প্রতিশোধ নেব"। প্রথম মাথা তাকে অনুরোধ করতে লাগল, "দয়া করে এই ফল খাবে না, এটি একটি বিষাক্ত ফল। আমরা যেহেতু একই পেট ভাগ করি তাই যদি তুমি এটি খাও,তাহলে আমরা উভয়েরই কষ্ট হবে" প্রথম মাথাকে উপহাস করে, দ্বিতীয় মাথাটি বলল, "চুপ করো! যেহেতু আমি এই ফলটি প্রথম স্থানে পেয়েছি, তাই আমার এটা খেতে পারার অধিকার আছে"। কি ঘটবে তা জানা, প্রথম মাথা কাঁদতে শুরু করল। প্রথম মাথা দ্বিতীয় মাথা বিষাক্ত ফল খেয়ে ফেলল। এই কর্মের ফলস্বরূপ, বিষ পেটে পৌঁছা মাত্র পাখিটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ল।

আমরা অনেকটা ঠিক এমনই, নিজের ক্ষতি জেনেও শুধুমাত্র অন্যকে জব্দ করার কারনে, আমার নিজেরাই নিজেদেরই ক্ষতি করে ফেলি বা ফেলছি।

বাজেরিগার একটি প্রান চাঞ্চল্য পাখী। গ্রীষ্মের এই দাবদাহ বা অতি গরম এই পাখিটির প্রান চাঞ্চল্যতা নিমিষেই কেরে নিতে পারে।বাজেরিগার এর শারীরিক বিপাক অতি দ্রুত সম্পাদন হয় ও এরা দ্রুত শারীরিক প্রতিক্রিয়াশীল।বাজেরিগার এর শরীরের তাপমাত্রা ৪১ ডিগ্রী সেঃ ও পায়ের ৩৯ ডিগ্রী সেঃ, উড়ার সময় পাখীদের শারীরিক তাপমাত্রা আট গুন বেড়ে যায় সেক্ষেত্রে বাজেরিগার এর তাপমাত্রা মাত্র উঠে ৪১.১ ডিগ্রী সেঃ। এদের হৃদ স্পন্দন ৫০০ বার প্রতি মিনিট অন্যদিকে মানুষের স্বাভাবিক ৭৫-৮০ বার। বাষ্প বিস্তারে চামড়ার প্রতিরোধ ক্ষমতা বাজেরিগার ৮৫০০(Rs Sm-T) অন্যদিকে মানুষের ৭৭০০ (Rs Sm-T), বাজেরিগারের শরীরের তাপমাত্রা বা অতিরিক্ত গরম পায়ের মাধ্যমে তারা নিঃসরণ করে থাকে। এ জন্য পায়ের তাপমাত্রা মেপে বাজির শারীরিক অবস্থা নির্ণয় অতি সহজ।

১) খাঁচাতে বা খামারে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাবস্থা করুন যাতে প্রয়োজনে বা প্রচণ্ড পিপাসার পরিমান মত পানি পেতে পারে। গরমের সময় এদের পানির পাত্র পরিবর্তন করবেন না কারন অনেক ক্ষেত্রে নতুন পাত্রে পানি খেতে চাই না বা পরিচয় হতে সময় লাগে, সেক্ষেত্রে এই সময় পানি শূন্যতা দেখা দিতে পারে।

২) পাম্প স্প্রে পাওয়া যায় বাজারে সেগুলতে cloudy স্প্রে করে পাখীকে শিতল রাখতে পারেন এতে পুরো শরীর ভিজে না। ফলে ঠাণ্ডা লাগার ভয় ও কম থাকে।

৩) এই সময় ফল ও সবজি ধরনের খাবার বেশি করে খেতে দিন। এতে এদের শরীরে পানি শূন্যতা কম হবে।

৪) অ্যাপেল সিডার দিন ১০-১৫ দিন পর পর এতে এদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন সহ অনেক রোগ প্রতিরোধে সহায়তা করবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাপেল সিডার একটি অ্যাসিডযুক্ত(acidic) তরল তাই তামা,পিতল,কাসা,সিল্ভার বা সাধারন প্লাস্টিক পেট বোতল পাত্রে সংরক্ষণ বা ব্যবহার থেকে বিরত থাকবেন। আর মনে রাখতে হবে অতি ঘনত্ব বা বেশি পরিমান বা ঘন ঘন অ্যাপেল সিডার ব্যাবহার থেকেও বিরত থাকতে হবে। কাচের বোতল বা পাত্র ব্যাবহার উপযোগী সিরামিক পাত্র মিস্রনের জন্য ব্যাবহার করা যেতে পারে। অনেক সময় অনেকেই খুচরা অ্যাপেল সিডার কেনেন যা প্লাস্টিক বোতলে সরবরাহ করা হয়। সেক্ষত্রে আনার পর কাচের বোতলে সংরক্ষণ করতে হবে। এর ব্যাবহারের মাত্রা মাসে গ্যাপ দিয়ে ১০ দিন পর পর ব্যাবহার করা উপযুক্ত ও এর মিশ্রণ অনুপাত ১ লিটার পানিতে ১-২ মিলি এর বেশি না হয় বা ১০০ মিলি পানিতে ৩-৪ ফোটা মিশ্রণ উপযুক্ত বলে বিশেষজ্ঞগন মনে করেন।

৫) যারা লেবু লবন পানি পাখিদের কে দিয়ে থাকেন তাদের জন্যও উপরের শর্ত প্রযোজ্য, আর খেয়াল রাখতে হবে লবনের পরিমান যেন বেশি না হয়। এটির মিশ্রন যেন পানসে ধরনের হয়। আমরা তরকারিতে লবন খায় সেই পরিমান যেন না হয়। দ্রবন টি যেন ২-৩ ঘণ্টার বেশি রাখা না হয়।

৬) এই অতি গরমে ভিটামিন মিনারেলস ২ দিনের বেশি প্রয়োগ করা থেকে বিরত থাকুন। বিশেষ করে ক্যালসিয়াম, AD3e, E sell, ইত্যাদি বেশি মাত্রায় ব্যাবহার বিরূপ ফল ফেলতে পারে। তবে বি কমপ্লেক্স প্রতি মাসে ৫ দিন কমপক্ষে একটানা দিবার ব্যাবস্থা করবেন। ভিটামিন সি, যদি মনে করেন তাহলেও তা আলাদা ভাবেও দিতে পারেন।

৭) আলভেরার সাথে তাল-মিস্রি মিক্স করে সরবত বানিয়ে দিতে পারেন নিয়মিত। ১টি সম্পুন্ন পাতার জেল ও পরিমান মত তাল মিশ্রী মিক্স করে অনায়াসে তৈরি করতে পারেন।

৮) হামদর্দ এর লিনা(spirulina) নামে ক্যাপসুল আছে সেটা ১-২ টি ক্যাপসুল এর ক্যাপ খুলে পাউডার টুকু ১ লিটার পানিতে মিক্স করে মাসে ২-৩ দিন সাধারন খাবার পানি হিসাবে সরবরাহ করতে পারেন।

৯) খাঁচা বা খামারের স্থান যেন আলো বাতাস চলাচলের যথাযত ব্যাবস্থা থাকে সে ব্যাপারে খেয়াল রাখবেন।

১০) সাধারনত বাজেরিগারের রোগ বালাই কম হয়। তাই অনর্থক ঔষধ বা অ্যান্টিবায়টিক ব্যাবহার বা প্রয়োগ থেকে বিরত থাকুন। নিয়মিত প্রবায়োটিক প্রয়োগ করুন।

১১) মাত্রাতিরিক্ত বা ঘন ঘন স্যালাইন (sodium chloride) ব্যাবহার থেকে বিরত থাকুন। এতে আপনার পাখির জন্য হিতে বিপরীত ফল বয়ে আনতে পারে।

১২) আপনার পাখিটি যদি স্বাভাবিক চলাফেরা বা স্বাভাবিক পুপ( পায়খানা) না করে থাকে তাহলে অভিজ্ঞ জনের পরামর্শ গ্রহন করুন।

আপনি পাখী ভালবাসেন তাতে কোন সন্দেহ নাই। আপনি তাদের ভাল খাবার ভাল ভিটামিন মিনারেলস ও বাসস্থানেরও ব্যাবস্থা করেছেন। তার মানে কিন্তু এই না যে আপনার দায়িত্ব ও কর্তব্য শেষ হয়ে গেছে। বরং সঠিক ভাবে সঠিক সময়ে সঠিক কাজটি যদি আপনি না করেন তাহলে আপনার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। এক্ষেত্রে আপনাকে একজন আদর্শ পাখী পালক হিসাবে মেনে নেয়া যায় না। একাদশ স্রেনিতে পাঠ্য পুস্তকের এক গল্পে পড়েছিলাম যে,”Water is everywhere but not a drop to drink”...পাখী সেক্টরেও অনেকেই আছেন যারা পাখী পালেন তার মানে কিন্তু এমন না যে তিনি অভিজ্ঞ, তাই সঠিক জনের পরামর্শ ও উপদেশ মত চলুন। তাহলেই কেবল আপনি ও আপনার পাখিগুলো অনাকংখিত পরিস্থিতি থেকে পরিত্রান পাবে। মনে রাখবেন দয়া মায়া থাকতে আছে, কিন্তু তা যেন আপনাকে অন্ধ করে না দেয়। অর্থাৎ মাত্রাতিরিক্ত ভালোবাসা যেন আপনাকে ভুল সিধান্ত নিতে বাধ্য না করে। এটি আমার না গুণী জনের কথা। পরিশেষে, আপনি ও আপনার পাখিদের সুস্বাস্থ্য কামনা করি।
মূল লেখক - Kf SohelRabbi স্যার( অভিজ্ঞ কবুতর ও বাজেরিগার পালক)

Atm Zahid এর পাখির ঘরে কাটানো কিছু সময়।
02/04/2023

Atm Zahid এর পাখির ঘরে কাটানো কিছু সময়।

22/03/2023

হাত বদল করতে চাই
১০ পিস রেইনবো আছে দাম প্রতি পিস ২৫০ টাকা। লুটিনো আছে কিছু। ৩০০ টাকা পিস।
বরিশাল সদর পশ্চিম কাউনিয়া ১ং ওয়ার্ড
যোগাযোগ করুন :+8801986061538

12 পিস পাখি 😥😥😥
30/12/2022

12 পিস পাখি 😥😥😥

🏵️Splayed Legs (স্প্লেয়েড লেগস) কি? Splayed Legs এর শাব্দিক অর্থ হল প্রসারিত পা। পাখির পা যখন স্বাভাবিকের তুলনায় অতিরি...
06/11/2022

🏵️Splayed Legs (স্প্লেয়েড লেগস) কি?

Splayed Legs এর শাব্দিক অর্থ হল প্রসারিত পা।
পাখির পা যখন স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত প্রসারিত হয়ে যায়, দুই পা দুই দিকে ছড়িয়ে যায় তখন তাকে সেপ্লয়েড লেগস বলা হয়।
এটা জন্মগত ত্রুটি বলা চলে অর্থাৎ শারীরিকভাবে চলাফেরায় অস্বাভাবিকতা।আবার নানা রকম ভুলের কারনেও হতে পারে।

🏵️Splayed leg বুঝার উপায়ঃ
বাচ্চাকে হাতের ওপর নিয়ে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে। যদি পা ঠিক রেখে দাঁড়াতে না পারে, পা দুইদিকে সরে যায় তখন ধরে নিতে হবে বাচ্চাটির স্প্লেয়েড লেগস হয়েছে।

🏵️Splayed Legকেন হয় :

১.স্প্লেয়েড লেগসের জন্য প্রধাণত দায়ী ক্যালসিয়ামের অভাব। বাবা-মাকে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সরবরাহ করা না হয় তাহলে বাচ্চার এমন হওয়া খুবই স্বাভাবিক।

২.ইনব্রিডিং এর কারনে অর্থাৎ সেম ব্লাড লাইনের পাখিদের মধ্য ব্রিডিং করেলে বাচ্চার পা splayed হতে পারে।

৩.ব্রিডিং এর জন্য অনেকেই বক্স ব্যবহার করেন। বক্সের তলা যদি গর্ত করে হালকা গভীর করে দেয়া না থাকে, অর্থাৎ একদম সমতল হয় এবং নেস্টিং ম্যাটেরিয়াল ঠিকমত না দেয় হয় তখন বাচ্চারা পা দুটো এক জায়গায় রাখতে পারেনা।
বাচ্চাদের পায়ের হাড় এমনিতেও অনেক বেশি নমনীয়, যার কারণে পা ছড়িয়ে বসতে বসতে পা ঐভাবেই শক্ত হয়ে যায় এবং তখন এই সমস্যা দেখা দেয়। অনেক সময় বক্স বা হাড়িতে পাখির পুপ জমে জমে সমতল হয়ে যায়, এটার কারণেও প্লেয়েড লেগস হতে পারে।

i.Nest Box / Breeding Box appropriate না হলে
ii. Floor surface proper না হলে
ইনব্রিডিং ছাড়াও পাখির পা Splayed হতে পারে।

🏵️ Splayed leg প্রতিরোধের উপায়ঃ

পাখিকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে।
যেমনঃ সজনে পাতা এক্ষেত্রে খুব হেল্পফুল।কাচা বা শুকায় পাউডার করে সফডফুডে এড করে খাওয়াতে পারেন।

বিশেষ করে মেটিং থেকে শুরু করে বাচ্চা নিজে খাওয়া শেখা পর্যন্ত বিভিন্ন ভাবে মা পাখির শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে যায়। এজন্য এই ব্রিডিং এর সময়টাতে অতিরিক্ত ক্যালসিয়াম সরবরাহ করা খুবই জরুরী।

কাটেল ফিস বোন এবং ডিমের খোসা গুড়ো ক্যালসিয়ামের বেশ ভাল একটি উৎস। এছাড়া কলমি শাক,পালং শাক,ব্রকলি,লেটুস পাতা, ক্যানারি এগুলোতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে।
ব্রিডিং এর জন্য সমতল বক্স ব্যবহার এর চেয়ে হাড়িই সর্বোত্তম, তবে বড় পাখিদের বক্স ছাড়া ওয়ে নেই।সেক্ষেত্রে নেস্টিং মেটারিয়ালস বাড়ায় দিয়ে হবে।এবং তা নিয়মিত পরিষ্কার করা আবশ্যক।

🏵️🏵️splayed leg treatment in Early Stage🏵️🏵️

** ছোট elastic hair tie বা rubber band

*.plastic straw
Alternative Beauty sponge..

** rubber band টিকে half করে নিয়ে plastic straw দিয়ে বেধে দিতে হবে। rubber band এর ফাঁকা অংশ টা পাখির বেবি এক পায়ে দেওয়া লাগবে আরেক ফাঁকা অংশ টা পাখির বেবির অন্য পায়ে। যাতে এটি tide হয়ে পাখির বেবির পায়ে না থাকে । পাখি ব্যথা না যেন না পায় ৷

***লেগস রিং এর মাধ্যমেও করা যায়।

2nd option:

মেকাপ করার জন্য কসমেটিক এর দোকানে বিউটি স্পঞ্জ নামে নরম ফোম পাওয়া যায়।সেটা পাখির পায়ের সাইজ মত ফুটো করে পা সেট করে ঢুকায় রাখলে পা ঠিক হয়ে যায়।

মোটামুটি ৩-৭ দিনেই পা ভাল হয়ে যায়।কখনো আরো কয়েক দিন বেশি লাগতে পারে।মোটামুটি সব রকম ওয়ে ছবিতে এড করে দিলাম।ইউটিউব থেকেও হেল্প নিতে পারেন।
এসময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেয়া যেতে পারে।

🏵️সতর্কতা ঃ

ট্রিটমেন্ট এ থাকা অবস্থায় পাখিকে প্যারেন্টস না খাওয়ালে বা বেবি উলটে থাকলে সেক্ষেত্রে হ্যান্ডফিডিং আবশ্যক।বক্সে রাখলে অবশ্যই খেয়াল রাখা লাগবে ঠিকমত খাচ্ছে কিনা।

©️ Collected

 #জরুরী_পোস্ট শীত দরজায় কড়া নাড়ছে: এই সময় পাখির যত্নে আমাদের সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। পাখির খাঁচা খোলামেলা রাখত...
26/10/2022

#জরুরী_পোস্ট
শীত দরজায় কড়া নাড়ছে: এই সময় পাখির যত্নে আমাদের সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। পাখির খাঁচা খোলামেলা রাখতে হবে" কাপড় কিংবা চটের বস্তা দিয়ে পাখির খাঁচা পুরোপুরি ঢেকে দেয়া যাবে না। যারা বারান্দায় পাখি পালন করেন" তারা বারান্দার গ্রিলে ত্রিপল দিয়ে ঢেকে দিতে পারেন। যাতে বাহিরের ঠান্ডা বাতাস" সরাসরি পাখির গায়ে না লাগে। যারা টিনের ঘরে পাখি পালন করেন" তারা টিনের চালের নিচে ফয়েল পেপার দিয়ে দিতে পারেন। এতে করে রুমের তাপমাত্রা বাহিরে তাপমাত্রা থেকে বেশি থাকবে।

সব সময় খেয়াল রাখতে হবে" পাখির দুইটা টেম্পারেচার সহনশীল" এভিয়ারি তে 20 ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে দেয়া যাবে না এবং 28 ডিগ্রী উপরে উঠতে দেয়া যাবে না। তবে আপনারা যদি আপনাদের পাখিকে" তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়াতে পারে" সেক্ষেত্রে 2,3 ডিগ্রি কম বেশী হলেও সমস্যা হবেনা আশা কোরি। তবে 20 থেকে 28 ডিগ্রী টেম্পারেচারে ভেতরে পাখিকে রাখতে পারলে পাখি সবসময় নিরাপদ থাকবে।

রুমের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য হিটিং লাইট অথবা রুম হিটার ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই ইলেকট্রিক্যাল শর্ট-সার্কিট যাতে না হয় সেই জিনিস গুলো খেয়াল রাখবেন।

শীতের সময় রুমের তাপমাত্রা কন্ট্রোল করার সময় আমরা যখন হিটিং লাইট অথবা হিটার ব্যবহার করি তখন আদ্রতা আনব্যালেন্স হয়ে যায়। তাই আদ্রতা দিকে খেয়াল রাখতে হবে। এভিয়ারি তে আদ্রতা 50% থেকে 60% এর ভিতর রাখতে হবে তবে 55% রাখতে পারলে সবচেয়ে ভালো হয়।

আদ্রতা এবং টেম্পারেচার চেক করার জন্য HTC মিটার ব্যবহার করতে পারেন।

শীতের সময় পাখিকে প্রতিদিন তিনবার ফুটন্ত গরম পানি ঠান্ডা হলে কুসুম গরম অবস্থায় খেতে দিন।

শীতের সময় পাখিকে সপ্তাহে একবার গোসল করাবেন গোসল করানোর পরে অবশ্যই পাখিকে 10 মিনিট হালকা রোদে রাখতে চেষ্টা করুন।

তীব্র শীতের সময় নিচের লেখাগুলো ফলো করুন:

শীতের সময় সিডমিক্স এর সাথে তেলজাতীয় সিডমিক্স এর পরিমাণটা বাড়িয়ে দিতে চেষ্টা করুন।

সপ্তাহে দুই এগ ফুড খেতে দিন।

শীতের সময় মসলা চা খাওয়াতে পারেন সপ্তাহে দুই দিন মশলা চা তৈরি করার নিয়ম: তুলসী পাতা পাঁচ-ছয়টা, এক চিমটি গোলমরিচের গুড়ো, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 3,4 লং, এক চিমটি কালোজিরা, একটা বড় কালো এলাচ, 8 থেকে 10 মিনিট হালকা আঁচে জ্বাল দিয়ে নামিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হলে কুসুম গরম অবস্থায় খেতে দিন। চা 5 থেকে 6 ঘন্টা খাঁচাতে রাখুন।

সপ্তাহে একদিন বাসক পাতা আর তুলসী পাতা জ্বাল দিয়ে দিয়ে খাওয়াতে পারেন। সাত-আটটি বাসক পাতা আর তুলসী পাতা 4,5 টি হালকা আঁচে 10 মিনিট জ্বাল দিয়ে ঢেকে রেখে ঠান্ডা হলে কুসুম গরম অবস্থা পাখিকে খেতে দিন। 5 থেকে 6 ঘন্টা পরে সরিয়ে ফেলুন।

যখন তীব্র শৈত্যপ্রবাহ থাকবে তখন: সপ্তাহে দুই দিন মধু আর কালোজিরা খাওয়াতে পারেন" ঠান্ডার তীব্রতা কম থাকলে সপ্তাহে একদিন খাওয়াবেন। এক চিমটি কালোজিরা এক লিটার পানিতে জ্বাল দিয়ে" ঢেকে রেখে ঠাণ্ডা হলে" যখন পানি কুসুম গরম অবস্থায় থাকবে" তখন এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে পাখিকে খেতে দিন। খাঁচাতে 5 থেকে 6 ঘণ্টার বেশি মধু মিশ্রিত পানি রাখা যাবেনা।

শীতের সময়: পাখিকে প্রতিমাসে ভালো মানের মাল্টিভিটামিন পাঁচ থেকে সাত দিন খেতে দেন। এতে করে পাখির শরীরের তাপমাত্রা বাড়তি থাকবে এবং পাখি পরিবেশের নিম্ন তাপমাত্রা কন্ট্রোল করতে পারবে।

ভালো থাকুক সবার ভালোবাসার পাখিগুলো" এটাই কামনা করি। ❤

Address

241 Gagan, Gagan Jhalakati Sodor Jhalakati
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abs & Sayeed Birds Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Barishal

Show All