31/07/2022
✳️পাখি ব্রিডে দেওয়ার আগে কৃমি ও মাইটস, ক্যানকার ও প্রোবায়োটিক কোর্স করানোর নিয়ম:
✅ ১। প্রোবায়োটিক কোর্স:
Synbiotic Avian ১ লিটার পানিতে ১ গ্রাম টানা ৭ দিন খেতে দিতে হবে
✅২। কৃমি ও মাইটসের কোর্স:
✅১ম ডোজ:
প্রোবায়োটিক কোর্স শেষ হওয়ার ২ দিন পর ACMEC 1% ১ লিটার পানিতে ১ মি: লি: ১ দিন খেতে দিতে হবে ও পাশাপাশি ACMEC 1% ১ লিটার পানিতে ২ মি: লি: দিয়ে পাখি, খাচা, খাবারের বাটি, পানির বাটি ও রুমের সব যায়গায় খুব ভালোভাবে টানা ২ দিন স্প্রে করতে হবে।
✅তার পরে ২ দিন গ্যাপ দিয়ে টানা ২ দিন Virocide ১ লিটার পানিতে ৩ মি: লি: দিয়ে পাখি, খাচা, খাবারের বাটি, পানির বাটি ও রুমের সব যায়গায় খুব ভালোভাবে স্প্রে করতে।
✅২য় ডোজ:
✅ACMEC প্রথম ডোজ খাওয়ানোর ১৫তম দিন ACMEC 1% ১ লিটার পানিতে ১ মি: লি: পুনরায় ১ দিন খেতে দিতে হবে ও পাশাপাশি ACMEC 1% ১ লিটার পানিতে ২ মি: লি: দিয়ে টানা ২ দিন পাখি, খাচা, খাবারের বাটি, পানির বাটি ও রুমের সব যায়গায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে।
✅তারপরে ২ দিন গ্যাপ দিয়ে টানা ২ দিন Virocide ১ লিটার পানিতে ৩ মি: লি: দিয়ে পাখি, খাচা, খাবারের বাটি, পানির বাটি ও রুমের সব যায়গায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে।
✅২। ক্যানকারের কোর্স:
ক্রিমির কোর্স শেষ হওয়ার ২ দিন পর থেকে Ronivet 12% ১ লিটার পানিতে ১.২৫ গ্রাম টানা ৭ দিন খেতে দিতে হবে, এই কোর্স করানোর সময় নরমাল পানি অথবা পানি জাতীয় কোন খাবার দেওয়া যাবে না, শুধুমাত্র মেডিসিনের পানিই দিতে হবে।
✅৩।প্রোবায়োটিক কোর্স:
ক্রিমির কোর্স ও ক্যানকারের কোর্স শেষ হওয়ার ২ দিন পর থেকে Synbiotic Avian ১ লিটার পানিতে ১.২৫ মি: লি: টানা ৭ দিন খেতে দিতে হবে।
❌সতর্কতা:
১। মেডিসিন মিস্রিত পানি ৬ ঘন্টার বেশি খাচায় রাখা যাবে না
২। ক্রিমি ও মাইটসের কোর্স, ক্যানকারের কোর্স ও প্রোবায়োটিক কোর্স করানোর সময় কোন ধরনের মাল্টিভিটামিন, ক্যালসিয়াম ও অন্য কোন মেডিসিন দেওয়া যাবে না
৩। ক্যানকারের কোর্স শেষ হওয়ার ঠিক ১ মাস পর পাখিকে ব্রিডে দেওয়া যাবে কোন অবস্থাতেই ১ মাসের আগে ব্রিডে দেওয়া যাবে না।
লিখাঃ Abu Kawsar