Dr. Nur M Shafy, DVM

Dr. Nur M Shafy, DVM Being a registered veterinarian, I am affectionate to serve the individual with passion and care.

15/09/2024
C-section in Cow! গাভীর সিজারিয়ান অপারেশন! ভেটেরিনারিয়ান হিসেবে ক্যারিয়ারের এই পর্যন্ত গরুর জটিলতম অপারেশনের মধ্যে যে কয়...
07/09/2024

C-section in Cow!

গাভীর সিজারিয়ান অপারেশন!

ভেটেরিনারিয়ান হিসেবে ক্যারিয়ারের এই পর্যন্ত গরুর জটিলতম অপারেশনের মধ্যে যে কয়টি পেয়েছি তার মধ্যে সিজারিয়ান অপারেশন অন্যতম। বিভিন্ন কারণে প্রসব জনীত জটিলতায় (জরায়ুতে প্যাচ, জরায়ুমুখ না খোলা, বড় আকারের বাছুর, অপরিপক্ক যোনীপথ ইত্যাদি) সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি একটি মানবিক পন্থা (Fetotomy অমানবিক মনে হয় বরাবই)। আমাদের দেশে প্রায়ই খামারীদের উদ্ভুদ্ধ করা হয়, ১০০% এর সিমেন (HF) দেয়ার ব্যাপারে। তবে এসব ব্যাপারে যেসকল বিষয় মাথায় রাখা দরকার, যেমন-গাভীর গঠনগত বৈশিষ্ট্য (parity), পূর্বে বাচ্চা দেয়ার ইতিহাস (P1, P2 ইত্যাদি), পুষ্টিগত বৈশিষ্ট্য নানাদিক যা একটি গাভীকে বাচ্চা ধারণ ও প্রদানে উপযোগী করে সেসব জিনিস তোয়াক্কা না করেই শতভাগ উচ্চমাত্রার সিমেন প্রয়োগ করা হয়, যার ফলে ধারণক্ষমতার অত্যাধিক আকারের বাছুর তৈরি হয়ে প্রসব জটিলতা তৈরি করতে পারে৷

এসব বড় আকারের বাছুর ডেলিভারিতে প্রায়ই দেখা যায়, অমানবিক টানাটানিতে বাছুর মারা যায়, বাছুর খালাস করতে গিয়ে গাভী ক্ষতিগ্রস্ত হয় (যোনীপথ ছিড়ে যাওয়া, জরায়ু ক্ষতিগ্রস্ত হওয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, কোমড়ের হাড় ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি মৃত বাছুর খালাস করতে গিয়ে কাটাকাটি করেও সমাধান না করতে পেরে গাভী মারা যাওয়া).

এই দীর্ঘ সময়ে প্রথম অভিজ্ঞতা ছিল ২২ মার্চ, ২০২২ তারিখ আহরন্দ, বাসুদেব ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যেখানে একটি গাভীর প্রসবজনীত জটিলতায় টানাটানির শেষ পর্যায়ে বাছুর মারা যায়। টানাটানি করেও খালাস না করতে পেরে বাছুর পচন শুরু হয়ে গেলে ২ দিনে সিজার করা হয়।

সর্বশেষ (২০ তম সিজার) অভিজ্ঞতা ছিল, গাভী সময়ে পেরিয়ে যাওয়ার আগেই বাছুরের নড়াচড়া বন্ধ ছিল ২ দিন। প্রসবব্যাথা প্রশমিতকরণে ডেলিভারি করা প্রস্তুতি নেয়া এবং প্রয়োজনীয় মেডিসিন (induce parturation) প্রয়োগ করে নির্দিষ্ট সময় অপেক্ষা করে ডেলিভারি না হলে সিজারের প্রস্তুতি নিতে বলা হলেও খামারী অন্য কারো প্ররোচনায় সময়ের বাইরে আরো ২ দিন অপেক্ষা করেন। কোন উন্নতি না দেখে সিজারের সিদ্ধান্ত নেন। ফলাফল, বাচ্চা মৃত এবং সেপ্টিসেমিয়ার দ্বারপ্রান্তে গাভীর জীবন সংটাপন্ন হয়।

এর মাঝে বিভিন্ন অভিজ্ঞতায় সময় পার করেছি। বাছুরে মাথা কেটে নিয়ে এসেছে কিংবা পচা গলা বাছুরের সাথে জরায়ুতে পচন, জরায়ুর পচা এমনিওটিক ফ্লুইড এবডোমিনা গহ্বরে ছড়িয়ে পড়া, শরীর ভিতরে থাকায় পচন প্রক্রিয়া শুরু এবং সেপটিসেমিয়া উন্নীত হওয়ায় সিজার পরবর্তীতে গাভী মারা যাওয়া!

আলহামদুলিল্লাহ, বিভিন্ন অভিজ্ঞতায় এই দীর্ঘ সময়ে প্রাপ্তি হিসেবে সফলতা হিসেবে গাভীর সিজার করাটা মোটেও জটিল কিছু নয়। এবং প্রাণির প্রতি মানবিক হতে চাইলে সিজার হতে পারে প্রসব জটিলতা লাগবের বিকল্প পথ! তথ্যগুলো আমাদের গ্রামীণ সমাজে, খামারীরের বিকল্প পথ অনুসরণ করতে পারে।

মোট সিজার: ২০ টি
সিজার পরবর্তী গাভী সুস্থতা লাভ/সফলতা : ১৬ টি
গাভী মৃত্যু: ৪ টি (সেপ্টিসেমিয়া -তেলিনগর, তালশহরপূর্ব/যাত্রাবাড়ী, রামরাইল/নবীনগর/ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা)

ডা: নূর মোহাম্মদ শাফী
ডিভিএম, এমএস (মেডিসিন)
লাইভস্টক এক্সটেনশন অফিসার

ডা: ছাইফুল ইসলাম স্যার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নরসিংদী স্যারের আমন্ত্রণে নরসিংদী সদরে প্রথমবারের মত গিয়েছিলাম একটি ...
02/09/2024

ডা: ছাইফুল ইসলাম স্যার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নরসিংদী স্যারের আমন্ত্রণে নরসিংদী সদরে প্রথমবারের মত গিয়েছিলাম একটি খামারে ইউটেরাইন টরশন বা প্যাচের কারণে প্রসবজনীত জটিলতায় সিজারিয়ান অপারেশন করার জন্য। ভিন্ন জেলায় ভিন্ন পরিবেশে ভিন্ন অভিজ্ঞতা। সঙ্গে ছিলে শেখ মাসুদুর রহমান ভাই, পিএইচডি (ফেলো).

স্থান: ইসলাম এগ্রো এন্ড ফিশারিজ, ছগরিয়াপাড়া, দিলারপুর, কান্দাপাড়া, নরসিংদী সদর, নরসিংদী।

29/08/2024

জীবন এক অনিশ্চয়তার নাম! ক্ষুদ্র এই জীবনে blame game, নামধাম, প্রতিপত্তি, প্রতিযোগিতার কোন মূল্য নেই, অর্জন হিসেবে যদি গালি আর মানুষের দীর্ঘশ্বাস অবশিষ্ট থাকে!

Tiger Heart disease/FMD in calf!
26/08/2024

Tiger Heart disease/FMD in calf!

23/08/2024

জন্মভূমি/মাতৃভূমি/ নিজ দেশের ক্রান্তিকালীন সময়ে যেসব বুদ্ধিজীবী সাম্প্রদায়িক ইস্যু জাগ্রত করতে চাইবে, বুঝতে হবে এগুলোর গোড়ায় গলদ আছে! দুর্যোগ মোকাবেলায় কেবল মানুষ প্রতিটি প্রাণের পাশেই দাঁড়ায়!

X-ray of pregnant Cat to identify the cause of Dystocia.
18/08/2024

X-ray of pregnant Cat to identify the cause of Dystocia.

বিড়ালের হাড় ভাঙ্গা! Fractured femur of Cat!
18/08/2024

বিড়ালের হাড় ভাঙ্গা!

Fractured femur of Cat!

দীর্ঘ ৪ মাস যাবৎ মূত্রনালীর সম্মুখভাগে (prepucial Or***ce) ফোড়ার মত পুজবিশিষ্ট শক্ত অংশ ঝুলে পড়ে। প্রতিনিয়ত চিকিৎসার মাধ...
08/07/2024

দীর্ঘ ৪ মাস যাবৎ মূত্রনালীর সম্মুখভাগে (prepucial Or***ce) ফোড়ার মত পুজবিশিষ্ট শক্ত অংশ ঝুলে পড়ে। প্রতিনিয়ত চিকিৎসার মাধ্যমে সাময়িকভাবে পুজ পড়া বন্ধ হলেও টিউমারের মত শক্ত হয়ে নিচে ঝুলতেই থাকে। ইচ্ছে ছিল কুরবানির হাটে বিক্রি করার। কিন্তু গঠনগত সৌন্দর্য থাকলেও ছোট্ট খুতের কারণে আর বিক্রি হয়নি। অবশেষে, অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ ও সৌন্দর্য পুনরুদ্ধারের প্রচেষ্টা।

11/06/2024

কুরবানির নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে। ছোট গরু কিনিতে গিয়ে সেসব ক্রাইটেরিয়া ভুলে যাবেন না যেন!
#কুরবানিযোগ্য_পশুর_বয়স_এবং_বাজেট_ফ্যাক্ট

Segments of tape worm!(Collected from Farmer)
11/06/2024

Segments of tape worm!
(Collected from Farmer)

05/06/2024

মাথা ঘুরা বা মাথা ব্যাথার অনেক কারণ থাকতে পারে। পানি কম খেলেও মাথা ঘুরতে/ব্যাথা করতে পারে।প্রথমেই যদি রোগ ভেবে মাথা কাটার সিদ্ধান্ত নিন, তাহলে বেচে থাকাই কঠিন হবে!
Be easy!Think easy! Live healthy!

02/06/2024

spectrum----broad/narrow??

24/05/2024

Life is simple if you have perfect explanation of your simple steps!

গবাদিপশুর বাদলা রোগগবাদিপশুর মারাত্মক রোগগুলোর মধ্যে বাদলা বা ব্লাক কোয়াটার (Black Quarter) একটি অন্যতম। এ রোগে পশু মৃত্...
09/05/2024

গবাদিপশুর বাদলা রোগ

গবাদিপশুর মারাত্মক রোগগুলোর মধ্যে বাদলা বা ব্লাক কোয়াটার (Black Quarter) একটি অন্যতম। এ রোগে পশু মৃত্যুর হার অনেক বেশি। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করলে এ মৃত্যুর হার ১০০ ভাগই। প্রতি বছর বিশেষত বর্ষার পরে এ রোগের প্রকোপ বেড়ে যায় অনেকাংশে। বাংলাদেশের অনেক গরুই এ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এটি একটি ব্যাকটেরিয়াজনিত মারাত্মক সংক্রামক রোগ।
কারণ ঘাতক এ রোগটির জন্য দায়ী ক্লোস্টোডিয়াম চোউভি (Clostridium chauvoei) নামক ব্যাকটেরিয়া। এটা গ্রাম পজিটিভ, অবায়ুরোধী, স্পোর সৃষ্টিকারী দ-াকৃতির ব্যাকটেরিয়া। এ জীবাণু সহজেই সংক্রামিত হতে পারে।
রোগতত্ত্ব-এপিডেমিওলজি : মারাত্মক সংক্রামক রোগ যা প্রায় সারা বিশ্বেই ছড়িয়ে আছে। তবে কিছু কিছু দেশে তাদের উন্নত ব্যবস্থাপনা ও খাদ্যাভ্যাসের কারণে কম। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ রোগের প্রকোপ বেশি। বিশেষত বর্ষাকালে পানি শুকিয়ে যাওয়ার পর পরই এর প্রভাব বেশি লক্ষ করা যায়।

এটি এমন রোগ যা সাধারণত হৃষ্টপুষ্ট পশুতেই বেশি হয়ে থাকে। যাদের বয়স ৬ মাস থেকে ১/২ বছরের মধ্যে। এ সময় গরুর মাংস পেশি অনেক ভালো থাকে। যার ফলে ব্যাকটেরিয়া প্রবেশ করলেই খুব দ্রুত বংশবিস্তার করে রোগের পরিণাম ঘটিয়ে থাকে।

ছাগল ও ভেড়ার ক্ষেত্রে এ রোগ যে কোনো বয়সে হতে পারে। তবে এর সংখ্যা তুলনামূলক খুবই কম থাকে। চিকন পশুর চেয়ে মোটা পশুতেই এর প্রকপ বেশি লক্ষণীয়।
গবাদিপশুর ক্ষেত্রে ১০ বছর পর এ রোগের সম্ভাবনা খুবই কম থাকে।

বাদলা রোগ যেসব ফ্যাক্টরের ওপর নির্ভর করে তা হলো বয়স বাদলা রোগের ক্ষেত্রে বয়সের হিসাব নিকাশ খুবই বেশি। সাধারণত এ রোগে গরুর ক্ষেত্রে ৩ মাস থেকে ২ বছরেই বেশি হয়।
খাদ্য : বেশি পুষ্টি সম্পন্ন পশুর ক্ষেত্রে এ রোগ বেশি হয় ।
যেসব প্রাণী আক্রান্ত হয় : বাদলা বা ব্লাক কোয়াটার সাধারণত গরু, ছাগল, ভেড়া মহিষসহ অন্যান্য প্রাণীতেও হয়ে থাকে।
যেভাবে রোগের বিস্তার ঘটে : দূষিত খাবার ও পানির মাধ্যমে।
ছাগল ও ভেড়ার ক্ষেত্রে এ রোগের জীবাণু বিভিন্ন ধরনের ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করে যেমন: শিং কাটার সময়, খাসি করার সময়, বাচ্চা প্রসবের সময় এবং অন্যান্য অপারেশনের সময় বা অপারেশনের পরে।
স্পোরযুক্ত ঘাস বা অন্যান্য লতাপাতা গ্রহণের ফলে।

রোগ জননতত্ত্ব : স্পোর অবস্থায় এ রোগের জীবাণু দেহে প্রবেশ করে। অন্ত্রের অবায়বীয় স্থানে স্পোর ভেজিটেটিভ জীবাণুতে রূপান্তরিত হয়। পরে পচনশীল পদার্থের সঙ্গে যুক্ত হয়ে এ জীবাণু রক্তে প্রবেশ করে। আর বৈশিষ্ট্য গত কারণেই এ ব্যাকটেরিয়া পুরু মাংসপেশির প্রতি আসক্ত। তাই প্রধানত গ্লুটিয়াল, ঘাড়ের পেশিতে অবস্থান গ্রহণ করে। পরে সারকোল্যাকটিক এসিড বৃদ্ধির ফলে জীবাণুর বংশ বৃদ্ধির হার বেড়ে যায় অনেকাংশে।

এ জীবাণুর দ্বারা সৃষ্ট বিষ বা টকসিন (Hemolysis) আক্রান্ত পেশির মৃত্যু ঘটায়। এতে পেশির কোয়াগুলেশনসহ সিরোহেমোরেজিক প্রদাহ সৃষ্টি হয়। ফলে গ্লুকোজ ফার্মান্টেড (Fermented) হয়ে এসিড ও গ্যাস উৎপন্ন হয়।
লক্ষণ
বাদলা রোগের লক্ষণ কয়েকটি অংশে ভাগ করা যায়। যথাÑ
১. অতি তীব্র প্রকৃতির ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে পশু মারা যায়। এমনকি ১-২ ঘণ্টার মধ্যে পশু কোনো লক্ষণ প্রকাশ না করেই মারা যায়।
২. তীব্র প্রকৃতির ক্ষেত্রে-

প্রথমত পশুর শরীরের তাপমাত্রা ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে।
পশুর আক্রান্ত পায়ের ফলে সে খোঁড়াতে থাকে এবং মারাত্মকভাবে বিষন্ন দেখায়;
আক্রান্ত স্থান ফুলে উঠে, মাংসপেশিতে গরম অনুভূতি হয়;
ফুলে উঠা যায়গায় হাত দিয়ে চাপ দিলে পুরপুর শব্দ করে। প্রথমে অল্প জায়গা ফুলে উঠে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত তা ছড়িয়ে যেতে থাকে। কিছু সময় চামড়ার ওপর ঠাণ্ডা অনুভূত হয় রক্ত চলাচল বন্ধ থাকার জন্য।
আক্রান্ত স্থানে ফুটা করলে প্রচ- দুর্ঘন্ধযুক্ত কালো রক্ত দেখা যায়; শরীরের যে কোনো অংশের মাংসপেশিতে আক্রান্ত হতে পারে, তবে ঘাড় ও চোয়ালের পেশিতে বেশি দেখা যায়।
অনেক সময় দেখা যায় আক্রান্ত জায়গার পেশিতে ক্ষতের সৃষ্টি হয় এবং সেখান থেকে কালো রঙের রক্ত ঝরতে থাকে।
বাদলা রোগের জীবাণু চামড়ার নিচে গ্যাস উৎপন্ন করে থাকে; গলার কাছে ফুলা অধিক হলে শ্বাস নিতে কষ্ট হয়;
পেটে গ্যাস জমা হয় এবং মাজেল শুকিয়ে যেতে থাকে;
পশুর খাওয়া দাওয়া ও জাবর কাটতে বেশ সমস্যা হয়।
রোগ নির্ণয় : বাদলা রোগ নির্ণয় করা সহজ হয় যদি এর ইতিহাস নেয়া যায় । যেমন পশুর বয়স যদি ৬ মাস থেকে ২ বছর হয় তাহলে বাদলা হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ যেমনÑ জ্বর, খোঁড়ানো এবং আক্রান্ত মাংসপেশি টিপলে পুর পুর শব্দ হয়। পশুকে বাদলা টিকা দেয়া না হয়ে থাকলে এবং পশু স্বাস্থ্যবান হলে। এসব লক্ষণ দেখে অনেকটাই বাদলার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। মৃত পশুর ময়নাতদন্তে প্রাপ্ত ফল দেখে- আক্রান্ত পেশির টিপলে পুর পুর শব্দ হয়, ক্ষতের পাশে কোনো লিম্ফনোড থাকলে তা ফুলে যায়, দেহের স্বাভাবিক ছিদ্র পথ দিয়ে রক্ত নির্গত হয়।
গবেষণাগারে প্রাপ্ত ফল : ক্ষতস্থান থেকে ফ্লুইড নিয়ে স্মিয়ার করে গ্রামস স্টেইনিং করলে পজিটিভ দ-াকৃতির ব্যাকটেরিয়া দেখা যাবে।

চিকিৎসা

রোগের লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে হয় না হলে পরে প্রাণীকে বাঁচানো যায় না। বিলম্ব না করে উপসর্গ দেখা দেয়া মাত্রই চিকিৎসা নেয়া প্রয়োজন। অ্যান্টিব্লাকলেগ সিরাম আক্রান্ত পশুর সিয়ার ১০০-২০০ মিলিলিটার ইনজেকশন দিতে হবে।
অ্যান্টিসিয়াম পাওয়া না গেলে অ্যান্টিবায়েটিক দিয়ে চিকিৎসা করা যায়। দ্রুত নিকটস্ত ভেটেরিনারিয়ান এর পরামর্শ নিন এবং বিলম্ব না করে চিকিৎসা শুরু করা হলে নিরাময় সম্ভব।

নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থাপনা
আক্রান্ত পশুকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রাণীর খাবার পাত্র ও খাবার উপাদান ঠিকমতো পরিষ্কার করে এবং দেখে শুনে খাওয়াতে হবে।
ময়লা স্থানের ঘাস না খাওয়ানো ভালো।
প্রতি বছর নিয়মিতভাবে প্রাণীকে ঠিকা দেয়ার ব্যবস্থা করতে হবে।
গরুর ক্ষেত্রে তিন মাসের বেশি বয়সের বাচ্চাকে ৫ মিলি বাদলা ভ্যাকসিন চামড়ার নিচে দিতে হবে ছয় মাস পরপর। ছাগল ভেড়ার ক্ষেত্রে ২ মিলি চামড়ার নিচে ৬ মাস পরপর (প্রথম ডোজ দেয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিলে তার কার্যকারিতা এক বছর পর্যন্ত স্থায়ী হয়।)
সদা পরিষ্কার-পরিছন্ন রাখার ব্যবস্থা রাখতে হবে খামারের ভেতরে এবং বাইরে। এগুলো সঠিকভাবে খেয়াল করলে বাদলার প্রভাব থেকে অনেকাংশেই মুক্ত থেকে দেশের প্রাণিসম্পদের উন্নতি সম্ভব হবে। দেশ আরও এগিয়ে যাবে।

প্রবন্ধ সহায়িকা: ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর, মাইক্রোবায়োলজি বিভাগ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদ, ৪র্থ বর্ষ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

09/05/2024

আবারো ইঞ্জেকশন! traumatic abscess!

(গরু মানেই এক্সপেরিমেন্ট চালানোর বড় একটা জায়গা। ইচ্ছেমত ইঞ্জেকশন, ইচ্ছেমত ওষুধ, ইচ্ছেমতো ডাক্তারির বড় একটা জায়গা হলো এই গরু। প্রথমে খামারী নিজে, ব্যর্থ হয়ে কয়েক দফায় স্থানীয় পল্লী চিকিৎসক, না হলে অভিজ্ঞ পল্লী চিকিৎসক, সুযোগ বুঝে কশাই, অবস্থা বেগতিক দেখলে ভেটেরিনারিয়ান/উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বড় স্যারদের শরণাপন্ন! 🥸🥸)

ইঞ্জেকশন দেয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। সঠিক জায়গায়, সঠিক পদ্ধতিতে ইঞ্জেকশন না করলে এ ধরনের বিপদ আসতে পারে। কখনো কখনো নার্ভ/স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে পঙ্গু পর্যন্ত হতে পারে।

রোগ দেখলেই ইঞ্জেকশন দিতে হবে জরুরি নয়, রোগ বুঝে সময় নিন, অবস্থা বুঝে রেজিস্টারড ডাক্তারের পরামর্শ নিন, প্রয়োজনে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করুন। যেকোন রোগের (জর, সর্দি ইত্যাদি) প্রাথমিক পর্যায়ে self defence mechanism/ স্বপ্রতিরোধ ব্যবস্থার একটা সময় আছে, কিছু ক্ষেত্রে নিজে থেকেই ঠিক হয়ে যায়। তাই, শুরুতেই এন্টিবায়োটিক ব্যবহারে বিরত থাকুন। ইচ্ছেমতো ভিটামিন ইঞ্জেকশন ব্যবহার করবেন না।

প্রিয় বিড়ালকে মাংস বা মাছ খয়ায়াচ্ছেন? একটু সাবধানতা অবলম্বন জরুরী! পূর্বেও বলেছিলাম, বিড়াল হিংস্র বন্য শিকারী প্রাণির উত...
08/05/2024

প্রিয় বিড়ালকে মাংস বা মাছ খয়ায়াচ্ছেন? একটু সাবধানতা অবলম্বন জরুরী!

পূর্বেও বলেছিলাম, বিড়াল হিংস্র বন্য শিকারী প্রাণির উত্তরসূরী। মানুষের সংস্পর্শে আসার পূর্বে এরা পুরাদস্তুর শিকারের উপর নির্ভর করে জীবন যাপন করত। কালের বিবর্তনে এরা মানুষের উত্তম সঙ্গী, বন্ধু বা সন্তানতুল্য অপরিহার্য সদস্য হয়ে উঠেছে! কিন্তু, অতি আদরে এরা নিজেদের পূর্বপুরুষদের স্বভাবে ঝং ধরতে শুরু করেছে। যার ফলে, দেখা যায় রেডি ফুড বা ঘরে তৈরি খাবার খেয়ে এরা আগেরমত কাটা বা হাড়যুক্ত খাবার খেতে গেলে প্রায়ই আটকে যায় মুখগহ্বর কিংবা খাদ্যনালীতে। বাধে বিপত্তি! এমনি এমনি সরে গেলে ভালো, নইলে শরণাপন্ন হতে হয় ভেটের কাছে। আলটিমেট sedatives, restraining and sometimes surgery!

ছবিতে বিড়াল্টি প্রায় ৩/৪ দিন আগে কাটা আটকায় খাদ্যনালীতে। যদিও মনে হচ্ছিল মাছের পিঠের শক্ত কাটা আতকে খাদ্যনালী এবং চামড়া ভেদ করে বেরিয়ে এসেছে। বের করতে পারাটা দুরুহ ব্যাপার। সিদ্ধান্ত হয় surgical removal করার। অবশেষে বের করা যায়, যদিও গলা ছিদ্র করতেই হয়।

30/04/2024

বিড়াল একটি অভিজাত শ্রেণীর প্রাণি। বিড়াল পালনে কৃপণতা পরিহার করুন। নিজ সুরক্ষায় এবং বিড়ালের সুরক্ষায় নিয়মিত ভ্যাক্সিন, কৃমিনাশক ও স্বাস্থ্য পরীক্ষা করন।

Heat stroke in cats / বিড়ালের হিট স্ট্রোক! (পর্যাপ্ত সময়ের অভাবে বিস্তারি লিখতে পারছিনা। অতিরিক্ত গরমে বিড়ালের যত্নে সবা...
27/04/2024

Heat stroke in cats / বিড়ালের হিট স্ট্রোক!

(পর্যাপ্ত সময়ের অভাবে বিস্তারি লিখতে পারছিনা। অতিরিক্ত গরমে বিড়ালের যত্নে সবাই সাবধান হোন!)

বিড়ালকে ঠান্ডা পরিবেশে রাখুন, পর্যাপ্ত পানি খাওয়ার ব্যবস্থা করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন!

23/04/2024

হীনমন্যতায় ভোগা মানুষগুলো সন্দেহপ্রবন এবং পরশ্রীকাতর হয়! নিজেও সুখে থাকে, কাউকে সুখে থাকাটাও পছন্দ করেনা!

প্রচন্ড দাবদাহে পরিবেশের তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রা অনেক বেশি! এই গরমে হতে পারে অঘটন।  হিট স্ট্রোকের মত মারাত...
21/04/2024

প্রচন্ড দাবদাহে পরিবেশের তাপমাত্রা এবং পারিপার্শ্বিক তাপমাত্রা অনেক বেশি! এই গরমে হতে পারে অঘটন। হিট স্ট্রোকের মত মারাত্মক সমস্যায় পড়তে পারে আপনার গবাদি ও পোষা প্রাণি। তাই, বিশেষ সাবধানতা অবলম্বন করুন। হিট ওয়েভ প্রতিরোধ করুন।

21/04/2024

When to leave?
When you have faced the challenges!

16/04/2024

Address

Paikpara
Brahmanbaria
3400

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 13:00
15:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801317208703

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nur M Shafy, DVM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Nur M Shafy, DVM:

Share

Category


Other Brahmanbaria pet stores & pet services

Show All