T/S Aviary

T/S Aviary We get all kinds of good quality home breed cage birds.
(2)

Lutino Red Hed OpalineTame Size Baby Available সাইজ কালার এবং কোয়ালিটি মাশা-আল্লাহ
17/11/2023

Lutino Red Hed Opaline
Tame Size Baby Available

সাইজ কালার এবং কোয়ালিটি মাশা-আল্লাহ

মাশা আল্লাহ ❣️
11/11/2023

মাশা আল্লাহ ❣️

আমি সৃষ্টিকে ভালোবাসি, কারন তা স্রষ্টার সৃষ্টি!আমি প্রকৃতির মাঝে হারাই, কারন তা স্রষ্টার দৃষ্টি!
10/11/2023

আমি সৃষ্টিকে ভালোবাসি, কারন তা স্রষ্টার সৃষ্টি!আমি প্রকৃতির মাঝে হারাই, কারন তা স্রষ্টার দৃষ্টি!


গাছের পাতা থেকে শিশির ঝরা টুপটাপ শব্দ আর পাখিদের কলরবে আন্দোলিত আমার এভিয়ারি💙    💖      🌈🌈
08/11/2023

গাছের পাতা থেকে শিশির ঝরা টুপটাপ শব্দ আর পাখিদের কলরবে আন্দোলিত আমার এভিয়ারি💙



💖 🌈🌈

Project : Rainbow Alhamdulillah one step upMarking Alhamdulillah 😍  💖      🌈🌈
07/11/2023

Project : Rainbow
Alhamdulillah one step up
Marking Alhamdulillah 😍

💖 🌈🌈

29/10/2023

**পাইনাপেল কনুর, গ্রিন চিক কনুর
** লুটিনো রানিং জোড়া ককাটেল
**এলবিনো রানিং জোড়া ককাটেল
** লুটিনো রেড হেড অপালাইন লাভবার্ডস রানিং জোড়া। ফিসার লাভবার্ড রানিং জোড়া।
** কিছু ভালো মিউটেশন মাস্টার পেয়ার বাজ্রিগার রানিং জোড়া।

******* হাতবদল হবে *****

লোকেশন - হাজীগঞ্জ, চাঁদপুর।
মোবাইল - 01842032425

**পাইনাপেল কনুর, গ্রিন চিক কনুর ** লুটিনো রানিং জোড়া ককাটেল **এলবিনো রানিং জোড়া ককাটেল** লুটিনো রেড হেড অপালাইন লাভবার্ড...
28/10/2023

**পাইনাপেল কনুর, গ্রিন চিক কনুর
** লুটিনো রানিং জোড়া ককাটেল
**এলবিনো রানিং জোড়া ককাটেল
** লুটিনো রেড হেড অপালাইন লাভবার্ডস রানিং জোড়া। ফিসার লাভবার্ড রানিং জোড়া।
** কিছু ভালো মিউটেশন মাস্টার পেয়ার বাজ্রিগার রানিং জোড়া।

******* হাতবদল হবে *****

লোকেশন - হাজীগঞ্জ, চাঁদপুর।
মোবাইল - 01842032425

বনের পাখি বনে সুন্দর, আর খাচার পাখি খাচায় 💙💚
27/10/2023

বনের পাখি বনে সুন্দর, আর খাচার পাখি খাচায় 💙💚

পাখির জন্য “লাল চা”। আসলে এটি দেখতে চায়ের মতো হলেও চা নয়,আবার চা থেকেও কম নয়🤭। কী ভাবছেন কি তাহলে? আসলে আমরা প্রায় দেখি ...
26/10/2023

পাখির জন্য “লাল চা”। আসলে এটি দেখতে চায়ের মতো হলেও চা নয়,আবার চা থেকেও কম নয়🤭। কী ভাবছেন কি তাহলে? আসলে আমরা প্রায় দেখি ঠান্ডায় পাখি একটু জিমিয়এ থাকা। এর জন্য অনেকে ঔষধ ব্যবহার করলেও আমি প্রাকৃতিক কিছু দেওয়ার চেষ্টা করি।

উপকরণঃ এলাচি,লং,দারচিলি,আদা,তুলশি পাতা ও কালোজিরা।

সব উপকরণ ৩/৪টা করে দিয়ে একসাথে সেদ্ধ করার পর তা চায়ের রঙ্গে রুপান্তরিত হয়। যা আপনার পাখির জন্য খুবি উপকারি। শীতের সময় সপ্তাহে ১দিন দেই আমি।

শীতে পাখির বাড়তি যত্ন নিন..!শীতকাল পাখালদের জন্য একটি চ্যালেঞ্জিং সময় এই সময় রাতে একরকম আবার দিনে আরেকরকম তাপমাত্রা, আর ...
24/10/2023

শীতে পাখির বাড়তি যত্ন নিন..!

শীতকাল পাখালদের জন্য একটি চ্যালেঞ্জিং সময়
এই সময় রাতে একরকম আবার দিনে আরেকরকম তাপমাত্রা, আর পাখি হঠাৎ তাপমাত্রা উঠানামা মানিয়ে নিতে পারেনা,যার কারণে শীতে পাখি বেশি অসুস্থ হয়।

(শীতে কিছু সমস্যাঃ)

***খুব সহজেই পাখি অসুস্থ হয়ে পড়ে,,
***অসুস্থ হলে অনেক সময় নেয় সুস্থ হতে,,
***পাখির বাচ্চা মারা যায়,,
কখনো কখনো এমনোও দেখেছি পুরো এভিয়ারীর পাখি অসুস্থ হয়েগেছে বা মারা গেছে, তাই একটু
বাড়তি সতর্কতা অবলম্বন করা অবশ্যই বাঞ্ছনীয় ।

১/ ঠান্ডা বাতাস যেন সরাসরি পাখির গায়ে না
লাগে সে ব‍্যবস্থা করতে হবে।

২/ রাতের বেলা পানির পাত্র খাঁচা থেকে নামিয়ে রাখতে হবে এবং সকালবেলায় কুসুম গরম দেয়া যেতে পারে।

৩/ রোদ খুবই জরুরি এই সময় রোদ সরাসরি এভিয়ারীতে আসলে তো খুবই ভালো,আর যদি না আসে তাহলে সপ্তাহে ২/৩ দিন রোদে দেয়া যেতে
পারে ভিটামিন ডি৩ যা পাখির জন্য খুবই প্রয়োজনীয়।

৪/ সীডমিক্সে তৈলাক্ত বীজ বাড়িয়ে দিতে
পারেন আগের চেয়েও যেমনঃ সূর্যমূখী বীজ,
তিসি, হ‍্যাম্পসীড, গুজিতিল।

৫/ এই সময় সপ্তাহে ৩/৪ দিন এগফুড দিতে পারেন
পাখির শরীর গরম রাখতে সহায়তা করবে।

৬/ পাখির রুমে যেন তাপমাত্রা ২২ এর নিচে না নামে সে ব‍্যবস্থা গ্রহণ করতে হবে, এই ক্ষেত্রে রুম হিটার ব‍্যাবহার করা যেতে পারে তাপমাত্রা ২৫-৩০ ভিতরে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, পাখির রুম গরম রাখতে কয়লা বা আগুন ব‍্যবহার করা উচিৎ নয়।

৭/এই সময় সপ্তাহে ২/৩ দিন গোসলের পানি দিলেই হবে জোর করে গোসল করানোর প্রয়োজন নেই গোসলের পানি সকাল ১০-১২ টার মধ্যে দিলেই
ভালো হয়।

৮/ যারা বারান্দায় পাখি পালন করেন চেষ্টা করবেন
সন্ধ্যা ৬/৭ টার পরপরই পাতলা কম্বল বা চাদর দিয়ে কেজ ঢেকে দিতে এতে করে অনেকটাই ঠান্ডা
কম লাগবে পাখির।

৯/ এই সময় পাখিকে সপ্তাহে ২/৩ দিন তুলসী + আদা দ্রবণ দিতে পারেন।

  My Home Breed Rainbow bugriger babies Colour of happiness 💜T/S Aviary
20/10/2023



My Home Breed Rainbow bugriger babies
Colour of happiness 💜

T/S Aviary

🍁  #ফরপাসে মেল ও ফিমেল কিভাবে চিনব?🍁কয়েকটি মিউটেশন বাদে প্রায় সব মিউটেশনেই বেশ সহজে মেল ফিমেল শনাক্ত করা যায়। 🟣 মেল ফর...
20/10/2023

🍁 #ফরপাসে মেল ও ফিমেল কিভাবে চিনব?🍁

কয়েকটি মিউটেশন বাদে প্রায় সব মিউটেশনেই বেশ সহজে মেল ফিমেল শনাক্ত করা যায়।

🟣 মেল ফরপাসের ফ্লাইট ফেদারে (ডানার পালকে) গাঢ় নীল বা কোবাল্ট রং থাকবে।
🟠 ফিমেল ফরপাসের ফ্লাইট ফেদারে এই নীল রংয়ের উপস্থিতি থাকবে না। তবে ফিমেলের চোখের পাশে, রাম্পে(পিঠের নিচ থেকে লেজের আগ পর্যন্ত) গাঢ় নীল রঙের উপস্থিতি থাকতে পারে।

Exception:
🟡 লুটিনো ফরপাসের ক্ষেত্রে মেলের ফ্লাইট ফেদার, চোখের পাশে সাদা রঙের মার্কিং থাকবে।
কিন্তু ফিমেলে এই সাদা রং পরিলক্ষিত হবে না ও ফুল বডি হলুদ হবে।

🔴 অ্যালবিনো, ক্রিমিনো ও কিছু কিছু পাইডের ক্ষেত্রে মেল ফিমেল সনাক্ত করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে DNA করে মেল ফিমেল কনফার্ম হতে হয়।

এই টপিকের উপর ইউটিউবে আমার একটি ভিডিও আছে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন।

#ফরপুস

pic collected

ব্রিডিং শুরু 🥰
20/10/2023

ব্রিডিং শুরু 🥰

💚২০-১০-২৩
20/10/2023

💚

২০-১০-২৩

Forpus Couple 💙💛T/S Aviary
19/10/2023

Forpus Couple 💙💛

T/S Aviary

🔶 ACV (Apple Cider Vinegar)🔶পোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক  ভিটামিন, মিনারেল, নিউট্রিয়েন্টস এবং অ...
28/09/2023

🔶 ACV (Apple Cider Vinegar)🔶

পোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক ভিটামিন, মিনারেল, নিউট্রিয়েন্টস এবং অন্যান্য পদার্থ থাকে ACV তে, যা পাখিদেরকে গুরুত্বপূর্ণ এনজাইম, মিনারেল যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন, ফসফরাস, আয়রন, সিলিকন ইত্যাদি সরবরাহ করে থাকে। ভিটামিন এর মধ্যে থাকে এ, সি, ই, বি1, বি2, বি6, পি।

এক কথায় বলতে গেলে, এটা একটা মাস্টার মেডি*সিন। যেটায় প্রায় সমস্ত কিছুই বিদ্যমান।

🟥প্রয়োজনীয়তাঃ

১. ACV একটি প্রাকৃতিক এন্টিবায়োটিক যা একই সাথে প্রোবায়োটিক এবং জীবাণুনাশকের কাজ করে।

২. এটা পাখির শরিরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ গুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে। মুখে ও গলায় ঘা বা কাংকার হওয়া থেকে মুক্ত রাখে।

৩. এটি পরিপাক তন্ত্র সম্পর্কিত রোগের সমাধান করে। পেট, যকৃত, কিডনী, লিভার, অন্ত্র ইত্যাদী অঙ্গ কে সুস্থ-সবল রাখে। শরীরে কোন ক্ষত তৈরি হলে তা দ্রুত শুকাতে সাহায্য করে।

৪. সফটফুডের সাথে অল্প পরিমানে acv মিক্স করে দিলে অনেকটা সময় সফট ফুড পাখির খাচায় রাখা যায়, তখন ফাংগাস বা ব্যাকটেরিয়া সহজে গ্রো করতে পারেনা। স্প্রাউট তৈরিতেও acv কাজে আসে।

৫. অতিরিক্ত শীত বা গরমে পাখিকে ACV খাওয়ালে আবহাওয়ার সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। হটাত বৃষ্টি হলেও ACV দেয়া উচিত।

৬. পাখিদের শরীরে pH লেভেল ঠিক রেখে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও পাখিদের শরীরের ইমিউন সিস্টেম কে বুস্ট করে।

৭. পাখিদের শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে হার্ট ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

৮. পাখির পালকের সমস্যা, চুলকানি, স্কিন, কাটা, পোড়া জায়গায় ব্যবহার করলে ইনফেকশন কমে এবং দ্রুত সেরে উঠতে সহায়তা করে।

🟥ব্যবহারবিধিঃ

✅ ১০ ml ACV ১ লিটার বিশুদ্ধ পানিতে মিক্সড করে দিয়ে হবে। চাইলে সারাদিন রাখতে পারেন। যেহেতু এটা এন্টিফাংগাল, সেহেতু এটা নষ্ট হয়না এতো সহজে।
*** ফিঞ্চ এর জন্য এটা মহৌষধ। তবে ১ লিটার পানিতে ৫ এমেল এসিভি করে দেয়ার পরামর্শ থাকলো।

✅ প্রতি মাসে মিনিমাম ৪ দিন দিতে হবে। (প্রতি সপ্তাহে ১ দিন করে)

✅ এসিভি অবশ্যই ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে রাখা সর্বোত্তম।

লাভবার্ডস মেল ফিমেল চেনার উপায়।
25/09/2023

লাভবার্ডস মেল ফিমেল চেনার উপায়।

স্বপ্ন দেখা যতটা সহজ, সেটা বাস্তবায়ন করা ততটুকুই কঠিন..
25/09/2023

স্বপ্ন দেখা যতটা সহজ, সেটা বাস্তবায়ন করা ততটুকুই কঠিন..

প্রসঙ্গ সফটফুড🐦কমবেশি সবাই পাখিকে সফটফুড খাওয়ান নানাবিধ উপকরণ দিয়ে। শীত শেষ হতেই বসন্তের এই সময়টাতে বেশ কিছুটা গরম অনুভু...
23/09/2023

প্রসঙ্গ সফটফুড🐦

কমবেশি সবাই পাখিকে সফটফুড খাওয়ান নানাবিধ উপকরণ দিয়ে। শীত শেষ হতেই বসন্তের এই সময়টাতে বেশ কিছুটা গরম অনুভুত হচ্ছে। সবার কাছে জানার ছিলো গরমে সফট ফুডের উপাদানে কোন পরিবর্তন এনেছেন? বা আনবেন? যদি হয়ে থাকে, সেটা কি? আর সফটফুড সপ্তাহে কতদিন দিয়ে থাকেন? কিভাবে পরিবেশন করেন? সাথে কি কোন হার্বস বা সবজী মেশান???
শষ্যদানা কিভাবে সংরক্ষণ করেন?

আমি যা করি মূলত :
* উপকরণ : ভূট্টা ভাংগা, গম,ছোলা,কাঁচা মুগ, এংকর ডাল বা অড়হড় এর ডাল ব্যবহার করি,মসুর বা খেসারী দেই না!
* সারারাত ভিজিয়ে সকালে সেদ্ধ করে,সাথে আপেল, ধনেপাতা,গাজর,বীটরুট, বা শাক(পুই শাক বাদে) মিশিয়ে দেই,আবার মাঝে সাঝে হার্বস,বা এগফুড দেই! গরম বলে এগ ফুড বন্ধ করে দিয়েছি।
* সফটফুড সাধারণত ৬/৭ ঘন্টা খাঁচায় ভালো থাকে! গরম এর জন্যে ৬ ঘন্টাতে সরানো ভালো! তবে যেহেতু আমি একজন চাকুরীজীবি,বাসায় ফিরতে দেরী, তাই আমি পরিমাণ টা এমন ভাবে দেই যাতে মোটামুটি শেষ করে নেয়!
* আমি সব শষ্যদানা কিনে এনে ঝেড়ে, রোদে দিয়ে, কন্টেইনার বা পলি করে ডীপে বা নরমাল ফ্রিজে রাখি! কেননা ঠান্ডা তে পোকা আসে না, দানা ভালো থাকে! শস্যদানা বিশেষ করে ডাল জাতীয়,খুব দ্রুত পোকা আসে!
*খাবারে অরুচি না আসার জন্যে একেকদিন একেক টাইপ সবজী,শাক দেই!
*শষ্যদানা মিশ্রণ এর অনুপাত অনুমান নির্ভর, তবে ভূট্টা ভাংগা টা একটু বেশী দেই,বাকী সব সামানুপাতিক হারে দেই 🙂

আমার পদ্ধতিতে ভুল থাকতে পারে,এর চেয়েও নিশ্চয় ভালো কিছু আছে বা হতে পারে। নিজেদের এক্সপেরিয়েন্স শেয়ার করলে উপকৃত হবো 🙏

বৃষ্টির দিনে এবং আবহাওয়া চেঞ্জ হওয়ার টাইমে পাখিদের এক্সট্রা যত্ন নিন। খাবার পানি ডেইলি চেঞ্জ করুন। সপ্তাহে একদিন সাজনে প...
22/09/2023

বৃষ্টির দিনে এবং আবহাওয়া চেঞ্জ হওয়ার টাইমে পাখিদের এক্সট্রা যত্ন নিন। খাবার পানি ডেইলি চেঞ্জ করুন। সপ্তাহে একদিন সাজনে পাতা দিন।

#মাশাআল্লাহ الله‎‎

মাশা-আল্লাহ নিউ কালেকশন  💙
22/09/2023

মাশা-আল্লাহ নিউ কালেকশন 💙

পাখি দেখার জন্য নীরবতা অপরিহার্য।পাখির শব্দ আমার মনের অস্থিরতাকে থামিয়ে দেয়।আমার ছোট্ট সংরক্ষণ সালায় জাপানিজ বাজ্রিগার...
08/09/2023

পাখি দেখার জন্য নীরবতা অপরিহার্য।
পাখির শব্দ আমার মনের অস্থিরতাকে থামিয়ে দেয়।

আমার ছোট্ট সংরক্ষণ সালায় জাপানিজ বাজ্রিগার। 💙

Male lutino Female Lutino pearl 💙 নেক্সট ক্লাস শুরু....  #মাশাআল্লাহ
22/08/2023

Male lutino Female Lutino pearl 💙
নেক্সট ক্লাস শুরু....

#মাশাআল্লাহ

You're not just a pet, you're also part of the family. ❤
11/08/2023

You're not just a pet, you're also part of the family. ❤

A heart without dreams is like a bird without feathers.” - ...
11/08/2023

A heart without dreams is like a bird without feathers.” - ...

So true...Nah???❤️
11/08/2023

So true...Nah???❤️

একজোড়া রেইনবো বেবি ঢাকা এক ভাইয়ের কাছে পাঠায় দিলাম।
11/08/2023

একজোড়া রেইনবো বেবি ঢাকা এক ভাইয়ের কাছে পাঠায় দিলাম।

10/08/2023

TCB japanese Bugriger Male baby 💛

10/08/2023

Sultan 😢

“সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো।”japanese Bugriger master pair  #মাশাআল্লাহ
09/08/2023

“সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো।”

japanese Bugriger master pair

#মাশাআল্লাহ

মাশা-আল্লাহ খুব শিগগিরী এদেরকে ব্রিডে দিব...Red Hed opaline Love Bird Pair 💙 Ring Bird 💝
09/08/2023

মাশা-আল্লাহ খুব শিগগিরী এদেরকে ব্রিডে দিব...

Red Hed opaline Love Bird Pair 💙

Ring Bird 💝

পাখি ছাড়া প্রকৃতি একেবারেই বেমানান... 💙 #মাশাআল্লাহ
08/08/2023

পাখি ছাড়া প্রকৃতি একেবারেই বেমানান... 💙

#মাশাআল্লাহ

“শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা।”
07/08/2023

“শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা।”

Pineapple conur double factor 💙💙💙
21/07/2023

Pineapple conur double factor 💙💙💙

  Full fresh Indian kagji Chandpur sodor
04/02/2022


Full fresh
Indian kagji
Chandpur sodor

  Saf cokher gorra new adult pair 10km toss kora 100% sustho Full fresh Location ;Chandpur Sodor
04/02/2022


Saf cokher gorra new adult pair
10km toss kora
100% sustho Full fresh
Location ;Chandpur Sodor

26/08/2021

🔥
Awei TC- 1
Regular Price - 550/- Tk
Offer price - 399/- TK

Our showroom-
South plaza 👇
1⃣ Shop No-24, Ground Floor
2⃣ Kali Bari, Opposite of Railway Hawkers Market,Chandpur
Helpline Number
01300466426

27/07/2021

P8 pro + smart watch
Available Right Now

আর্ডারের জন্য ইনবক্স করুন
নাম :
ফোন নম্বর :
লোকেশন :
প্রডাক্ট এর নাম :

কুরিয়ার চার্জ 80 থেকে 100 টাকা ৷ অর্ডারের সময় প্রডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ এ্যাডভান্স পেমেন্ট করা লাগবে৷

Personal bkash
01300-466426

Our showroom-
South plaza 👇
1⃣ Shop No-24, Ground Floor
2⃣ Kali Bari, Opposite of Railway Hawkers Market,Chandpur.

15/02/2021

🔻
💥 Awei A700BL Wireless Bluetooth Stereo Headset💥

🥶Specifications:🥶
👉Brand : Awei
👉Model : A700BL
👉Wearing type Headband
👉In Sales Package Headphone,
👉USB Charging,
👉Audio Cable, User Manual
👉Bluetooth Version : V4.2
👉Support Profile : AVRCP 1.3, A2DP1.0 HFP1.5, HSP1.0
👉Working Distance Range : 10m
👉Battery Specifications : 3.7V
300mAh,
👉Built-in rechargeable lithium battery
👉Charging Voltage : DC4.2-5.5V
👉Charging Time : about 2 hours
👉Talking/Music time : about 5 hours
👉Standby Time : about 480 hours
👉Driver : 2 x 40mm
👉Impedance : 32 Ohm S.P.L(at 1 KHz)

Price👉(1450/= BDT) Lowest Price in
Chandpur.

Home delivery available outside Chandpur 🚐

For order inbox us or call at 01300466426

Our showroom-
South plaza 👇
1⃣ Shop No-24, Ground Floor
2⃣ Kali Bari, Opposite of Railway Hawkers Market,Chandpur.

হাত বদল হবে। বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দেন।
10/02/2021

হাত বদল হবে।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দেন।

Address

Chandpur Sodor
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when T/S Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category