15/08/2023
"বিআরটিএ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্সের ন্যায় স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে ব্যবহার করতে পারবে। যা QR কোডের মাধ্যমে যাচাই করা যাবে।"
---------------------------------------
অর্থাৎ, লাইসেন্স সাথে না থাকলেও মোবাইলে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে মোটরযান চালাতে পারবেন।