MEH Vlog

MEH Vlog Fancy photographer and videographer.

02/05/2024

এখনই বিকাশ প্রতারক থেকে সাবধান হোন..
সতর্কতামূলক ভিডিও, বিকাশ প্রতারণা থেকে সবাই সতর্ক থাকুন।

এসেছি একা যেতে হবে একা। এটাই জগতের নিয়ম। যাওয়া আসা এই অল্প সময়কে জীবন বলে।
26/03/2024

এসেছি একা যেতে হবে একা। এটাই জগতের নিয়ম।
যাওয়া আসা এই অল্প সময়কে জীবন বলে।

13/01/2024

হিরো থেকে জিরো হতে অভিশাপ লাগে না মজলুম মানুষের দীর্ঘশ্বাস-ই যথেষ্ট।
সাধু সাবধান..

26/11/2023

HSC রেজাল্ট দেখার লিংক কমেন্টে..

কিছু ভালো কাজের উপদেশ..১. প্রতিদিন শুরু হোক একটি নির্দিষ্ট লক্ষ্য বা লক্ষ্যের দিকে ধাক্কা দিতে।২. নিজের দৃঢ় বিশ্বাস ও সঠ...
23/11/2023

কিছু ভালো কাজের উপদেশ..

১. প্রতিদিন শুরু হোক একটি নির্দিষ্ট লক্ষ্য বা লক্ষ্যের দিকে ধাক্কা দিতে।
২. নিজের দৃঢ় বিশ্বাস ও সঠিক পরিকল্পনা বিনায়কতা কার্যকর করে।
৩. সময়ের মূল্য সম্পর্কে সচেতন থাকুন এবং সময় নিয়মিতভাবে ব্যবহার করুন।
৪. সাম্প্রতিক ও সুসংহত তথ্যের উপর ভিত্তি করে নিজের স্কিল এবং জ্ঞান উন্নতি করুন।
৫. আপনার কাজে মনোনিবেশ ও নিঃস্বার্থে সাহায্য করার চেষ্টা করুন।
৬. ব্যক্তিগত উন্নয়নের জন্য নিজের সময় ব্যয় করুন, যেমন প্রতিদিন পড়াশোনা, ধ্যান বা শারীরিক ব্যায়াম।
৭. প্রতিবাদ ও ভীতির মধ্য থেকে পার হয়ে উঠুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি নিন।
৮. প্রতিদিনের কাজের পর নিজের জন্য সময় ব্যয় করুন এবং শক্তিশালী সম্পর্ক ও সামাজিক জীবন সংরক্ষণ করুন।
৯. অপেক্ষার সময়ে ধৈর্য ধরে থাকুন এবং নিরাপত্তার সাথে সঠিক পরিকল্পনা তৈরি করুন।
১০. প্রতিদিন আপনার কাজের প্রশংসা করুন এবং নিজের উন্নতির উপর দৃষ্টি রাখুন।

লিখেছেন-ChatGPT

01/11/2023

গ্রাম থেকে দেশী শিং মাছ কিনলাম..😜😜

31/10/2023

বঙ্গবন্ধু টানেল 🕳️🕳️

আসসালামু আলাইকুম..   #ভিডিও_লিংক_কমেন্ট_বক্সে।অনেকদিন ধরে ভাবছিলাম একদিন ভ্লগ ভিডিও বানাবো, টপিক খুঁজে পাচ্ছিলমনা। বঙ্গব...
29/10/2023

আসসালামু আলাইকুম.. #ভিডিও_লিংক_কমেন্ট_বক্সে।
অনেকদিন ধরে ভাবছিলাম একদিন ভ্লগ ভিডিও বানাবো, টপিক খুঁজে পাচ্ছিলমনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনের কথা শুনে আমরা সবাই (আমি মোঃ ইমাম হোসেন, রুবেল ভাই, জাফর ভাই, রহমত ভাই ও তাজু ভাই প্লান করে ফেল্লাম বঙ্গবন্ধু টানেল ঘুরে দেখবো ও একটি ভ্লগ ভিডিও বানাবো।
আলহামদুলিল্লাহ.. আজ বঙ্গবন্ধু টানেল ঘুরে দেখা হলো এবং ভ্লগ ভিডিও বানানো হলো।

বাচ্চারা কি শিখছে?
28/10/2023

বাচ্চারা কি শিখছে?

ঘূর্ণিঝড়ের সতর্কতা।
24/10/2022

ঘূর্ণিঝড়ের সতর্কতা।

24/08/2022

😢😥😢😥

বাবা তোমায় অনেক মিস করি😥😥😥
19/06/2022

বাবা তোমায় অনেক মিস করি😥😥😥

19/05/2022
দ্রব্যমূল্যের দাম আপনার হাতে, আপনি চাইলেই কমানো সম্ভব!আপনি কি চান সবকিছুর দাম আপনার নাগালের মধ্যে আসুক?তাহলে আসুন, দেখি ...
16/05/2022

দ্রব্যমূল্যের দাম আপনার হাতে, আপনি চাইলেই কমানো সম্ভব!

আপনি কি চান সবকিছুর দাম আপনার নাগালের মধ্যে আসুক?

তাহলে আসুন, দেখি এক হওয়া যায় কি না!
১. কাঁচামাল- ২০ টাকার বেগুনের দাম এক লাফে ৮০ টাকা হল,
আর শুনেই আমরা হুমড়ি খেয়ে পড়লাম বেগুনের উপর, ১৫ টাকার তরমুজ ৪০ টাকা কেজি দাম ধরা হল আমরাও নাছোড় বান্দা যখন যেটার দাম বাড়নো হবে ঠিক তখুনি ওটাই আমাদের চাই ই চাই।
আরে ভাই মাত্র সাতটা দিনের জন্য ওগুলো বর্জন করুন, দেখবেন ভ্যানে করে আপনার বাড়ির সামনে নিয়ে মাইকিং করে ২০ টাকার বেগুন ১০ টাকা আর ১৫ টাকার তরমুজ ৫ টাকায় দিচ্ছে।

২. মাংস- এই সেদিন ও গরুর মাংস ৬০০/৬৫০ টাকা কেজি ছিলো, চোখের পলকে তা ৬৫০/৬৮০ টাকা হল, আর ঈদের আগের রাতে এক লাফে তা ৭০০ টাকায় পৌঁছে গেলো, কেনরে ভাই?
কেন দিলেন কেজিতে ২০ টাকা বেশি?
সবাই মিলে একটা বার না বললে ওরা মাংস নিয়ে যেতো কোথায়?
আপনার চারপাশের বহু লোক তো বছরে বড়জোর একদিন গরুর মাংস খেতে পায় আপনি নাহয় একটা মাস খেলেন না,
আপনার একটা না ই পারতো ওই পণ্যকে সহনশীল দামে নিয়ে আসতে।

৩. মিষ্টির দোকান এবং হোটেলে প্রতিটি জিনিসের দাম বাড়ানো হয়েছে, সাথে আকৃতি ছোট করা হয়েছে,
একবারও প্রতিবাদ করেছেন কখনো এর?
মাত্র একটা মাসের জন্য ওসব বর্জন করে দেখুন দাম না হোক অন্তত সবকিছুর আকার আকৃতি আগের জায়গায় ফিরতে বাধ্য।
এমন হাজারো উদাহরণ আছে, যার প্রত্যেকটারই লাগাম আমাদের হাতে, প্রতিটা কাঁচামালের ক্ষেত্রে হিসাব ওই একই,
দাম বাড়লেই হুমড়ি খেয়ে ৫/১০ কেজি একসাথে কেনা বর্জন করুন।
বেশি না কেবল একটা সপ্তাহের জন্য সরে আসলেই কেউ ওটার অভাবে মারা পরবেন না, কিন্তু অসাধু ব্যবসায়ী ওখান থেকে সরে আসতে বাধ্য হবেন, এখন প্রয়োজন কেবল সম্মিলিত প্রচেষ্টা। আর কিছু নয়।

#পোস্ট_কালেক্টেড
#দ্রব্যমূল্য

😔😔
14/05/2022

😔😔

02/05/2022

🌹ঈদ মোবারক🌹

এখনই নিজেকে আপডেট করুন, না হলে ভবিষ্যতে মুসিবত আসতে পারে।
02/04/2022

এখনই নিজেকে আপডেট করুন, না হলে ভবিষ্যতে মুসিবত আসতে পারে।

আমরা প্রত্যেকেই পৃথক, তবে এমন একটি জিনিস আছে যা আমাদের একই সুতোয় বেঁধে দেয়, সেটি হল স্বাধীনতা। এই দিনটিকে সম্মান জানানো ...
25/03/2022

আমরা প্রত্যেকেই পৃথক, তবে এমন একটি জিনিস আছে যা আমাদের একই সুতোয় বেঁধে দেয়, সেটি হল স্বাধীনতা। এই দিনটিকে সম্মান জানানো উচিত। কখনও ভুলে যেও না, এই স্বাধীনতা অর্জন করা কত কঠিন ছিল। এই সুন্দর স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

যারা নতুন ড্রাইভিং শিকতে চান ভিডিওটি তাদের জন্য |https://youtu.be/C2XkK6NunQk
07/03/2022

যারা নতুন ড্রাইভিং শিকতে চান ভিডিওটি তাদের জন্য |
https://youtu.be/C2XkK6NunQk

02/02/2022

কুয়াশা না হলে শীতের মজা কি

01/02/2022
17/07/2021

১ জুলাই বাজার বন্ধ হওয়ার পর থেকে প্রায় ৪০০ পাখি এবং কয়েক ডজন কুকুর, বিড়াল, খরগোশ, ইঁদুর এবং গিনিপিগ মারা গেছে

I am from Bangladesh🇧🇩 & I stand with Palestine🇵🇸
20/05/2021

I am from Bangladesh🇧🇩 & I stand with Palestine🇵🇸








17/11/2020

শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে একটি কবুতরের মূল্য ১৭ কোটি টাকা।

 #জরুরী_পোস্ট বন্দর ও পতেঙ্গা থেকে করোনা পরীক্ষার জন্য কিছু দিকনির্দেশনাঃ-পতেঙ্গা থেকে করোনা পরীক্ষা করার জন্য যেতে হবে ...
29/05/2020

#জরুরী_পোস্ট

বন্দর ও পতেঙ্গা থেকে করোনা পরীক্ষার জন্য কিছু দিকনির্দেশনাঃ-

পতেঙ্গা থেকে করোনা পরীক্ষা করার জন্য যেতে হবে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল,আন্দরকিল্লা অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

তবে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ছাড়া পরীক্ষা করা হয় না। তাই, যারা আউটডোরে দিনে দিনে পরীক্ষা করাতে চান তাদের যেতে হবে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে। যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি।

১.আন্দরকিল্লায় আউটডোর খোলে সকাল ০৯টায় এবং প্রতিদিন ৭০ জনের সেম্পল নেওয়া হয়। তাই, পতেঙ্গা থেকে গেলে আপনাকে অবশ্যই ৭ টায় রওনা দিতে হবে, অন্যথায় সিরিয়াল পাবেন না।

২.রোগী দেখানোর জন্য টিকেট কাউন্টার থেকে টিকেট কাটার দরকার নেই।সোজা ১০১ নং রুমের সামনে সিরিয়াল ধরতে হবে।

৩.১০১ নং রুমে ডাক্তার দেখে যদি মনে করে আপনার টেস্ট লাগবে তাহলে একটা ফরম দিবে।সেটা নিয়ে ১০৫ নং রুমে জমা দিতে হবে।

৪. স্যাম্পল কালেকশন শুরু হয় ১২ টার পর।তাই দীর্ঘ সময় অপেক্ষা করার মানসিক প্রস্তুতি নিয়ে যাবেন।

৫. যদি সম্ভব হয় রিজার্ভ সিএনজি নিয়ে যাবেন। এবং রোগীকে যতক্ষন সম্ভব বাইরে সিএনজি তে বসায় রাখবেন। ভেতরে সব অসুস্থ রোগীর সাথে নিজের রোগীকে লাইনে দাঁড় না করানোয় ভালো।

৬. যারা যাবেন সকলে অবশ্যই ডাবল / ট্রিপল মাস্ক, হ্যান্ড গ্লোবস, সম্ভব হলে গোগলস পরে যাবেন।

৭. যতটা সম্ভব অন্য রোগীদের থেকে দুরে থাকবেন।

৮. স্যাম্পল দেওয়ার ৬-৭ দিন পরে ২য় তলায় রিপোর্ট দেওয়া হয়।

লেখাঃ ডাঃ আমান কায়সার (বাপ্পী)
এমবিবিএস,(সিইউ)
বিসিএস(স্বাস্থ্য)
দাতা সদস্য,

Copy post

27/05/2020

প্রিয় কবুতরের স্মৃতি!

30/04/2020

আজ অথবা কাল হয়তো আমার খুব শখের এই কবুতরগুলো আমার থেকে নিয়ে যাবে অন্য কেউ...

আতঙ্কিত না হয়ে সচেতন হোন।
19/03/2020

আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

15/03/2020

WOW

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when MEH Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MEH Vlog:

Videos

Share


Other Chittagong pet stores & pet services

Show All