Vision Ideal Agro Limited

Vision Ideal Agro Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vision Ideal Agro Limited, Urban Farm, Azampur Bazar, Mirsarai, Chittagong.

03/02/2023

বানিজ্যিকভাবে আম চাষীদের জন্য করনীয়
----------------------------------------------------
০১. মুকুল বের হওয়ার ১৫-২০ দিন পূর্বে-
প্রতি লিটার পানিতে সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন- থিওভিট বা কুমুলাস ০২ গ্রাম এবং সাপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন - রেলোথ্রিন ০১ মিলি মিশ্রিত করে স্প্রে করা।
০২. মুকুল বের হওয়ার পর বুস্টার-২ ম্যাজিক ড্রপ ১০ লিটার পানিতে ১০-১৫ ফোটা মিশিয়ে প্রথম ফুলে কুড়ি এলে ১ বার,পরে ২০ দিন অন্তর আরেক বার স্প্রে করতে হবে।
যখন মুকুলের দৈর্ঘ্য ৪-৬ ইঞ্চি হলে-
প্রতি লিটার পানিতে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন- টিডো বা ইমিটাপ ০.৫ মিলি এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন- টাইকোজেব ২ গ্রাম মিশিয়ে স্প্রে করা।
০৩. আম মটর দানার মত হলে-
কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমন - অটোস্টিন ২ গ্রাম এবং কার্বারিল জাতীয় কীটনাশক যেমন- এসিকার্ব বা সেবিন ০১ মিলি প্রতি লটার পানিতে মিশিয়ে স্প্রে করা।
০৪. মুকুল বের হওয়ার পর মাটিতে রস কম থাকলে ১৫ দিন পর পর সেচ দিতে হয়।
০৫. মুকুল থেকে ফুল ফোটা অবস্থায় কোন প্রকার স্প্রে করা যাবে না।
০৬. আমের গুটি মটর দানার মত বড় হলে।
প্রতি ১০ লিটার পানিতে ০৩ মিলি প্লানোফিক্স হরমোন মিশিয়ে স্প্রে করলে ফল ঝরা বন্ধ হয়। অথবা প্রতি লিটার পানিতে ২০গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করলে ফল ঝরা বন্ধ হয়।
০৭. সেপ্টেম্বর -অক্টোবর থেকে মুকুল বের হওয়ার আগ পযর্ন্ত গাছের গোড়ায় সেচ দেয়া যাবে না।
বি:দ: পরামর্শ গুলো পালন করলে আমের হপার পোকা, অ্যান্থ্রাকনোজ, পাউডারি মিলডিউ, পাতা দাগ, মুকুল ও পাতার স্যুটি মোল্ড রোগের ভালো প্রতিকার দেয় এবং ফলনও চমৎকার হয়।

তথ্য-কৃষি সম্প্রসারণ অফিসার, চাঁদপুর

#আমের #পরিচর্যা #মুকুল #পোকা #দমন #আম #চাষী

11/09/2022

গরুর খামারকে লাভবান করতে হলে গরুকে অবশ্যই
কৃমি মুক্ত রাখতে হবে

গবাদি পশুকে কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর নিয়মঃ-

(১) কৃমিনাশক ঔষুধ সকালে খালি পেটে খাওয়াতে হবে।
(২) গরমের ভিতর কৃমিনাশক না খাওয়ানোই ভাল। যদি খাওয়াতেই হয়, তাহলে খাওয়ানোর সাথে সাথে গরুকে ১০/১৫ মিনিটের মত সময় ধরে গোসল করাতে হবে এবং ফ্যানের নিচে রাখতে হবে।
(৩) দানাদার খাবারের পানির সাথে কৃমিনাশক ঔষুধ খাওয়ালে কোন কাজ করবে না।
(৪) কৃমিনাশক ট্যাবলেট গুড়া করে চিটাগুড় বা কলার পাতার সাথে মুড়িয়ে খালি পেটে খাওয়াতে হবে।
(৫) কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর পর কমপক্ষে ১ ঘন্টা কোন ধরনের খাবার দেয়া যাবে না।
(৬) কৃমিনাশক ঔষুধ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমান খাওয়ালেও কোন ক্ষতি হবে না।
(৭) মাত্রার চেয়ে কম খাওয়ালে কৃমিতো মরবেই না বরং আরও সক্রিয় হবে।
(৮) গাভী বা ছাগী বাচ্চা দেয়ার কমপক্ষে ৪৫ দিন পর কৃমিনাশক ঔষুধ খাওয়ান, এর আগে না।
(৯) আট মাসের উপর গর্ভবতী গাভীকে কৃমিনাশক খাওয়ানো উচিত নয়।
(১০) নিয়মিত তিন-চার মাস পরপর সকল গবাদি পশুকে কৃমিনাশক ঔষুধ খাওয়াতে হবে।
(১১) সদ্য ভুমিষ্ঠ গরুর বাচ্চাকে জন্মের ৫/৭ দিনের মধ্যে পাইপারজিন গ্রুপের কৃমিনাশক পাউডার খাওয়াতে হবে। এবং ৬ মাস বয়স পর্যন্ত প্রতি মাসে ১ বার করে অ্যালবেন্ডাজল গ্রুপের ট্যাবলেট খাওয়াতে হবে।
(১২) প্রতিবার কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর পর অবশ্যই মাত্রানুযায়ী লিভার টনিক খাওয়াতে হবে। কারন কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর ফলে গবাদি পশুর লিভারের উপর ধকল পড়ে, সে কারনেই লিভার টনিক খাওয়াতে হবে।

কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর পর যদি খাওয়ার রুচি কমে যায়, তাহলে রুচিবর্ধক পাউডার/ট্যাবলেট খাওয়ালে দ্রুত রুচি ফিরে আসবে ইনশাআল্লাহ্।

মেসার্স রোজা এগ্রো ফার্ম
সিরাজগঞ্জ সদর
০১৭১০২৭৭৭৭১

Address

Azampur Bazar, Mirsarai
Chittagong

Telephone

01811116815

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vision Ideal Agro Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vision Ideal Agro Limited:

Share

Category

Nearby pet stores & pet services


Other Urban Farms in Chittagong

Show All

You may also like