26/06/2024
ভেটেরিনারিয়ান ও পেট এনিম্যাল পালন কারীদের ধারণার ব্যাখ্যা....
একজন ভেটেরিনারিয়ান এর এই সাবজেক্ট এ ভর্তি হতে কত যে ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হতে হয় তা বলাই বাহুল্য। এর পর ৫ বছরের দীর্ঘ পড়াশুনা, ইন্টার্ণশীপ শেষ করে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে সার্টিফিকেট নিয়ে প্রেকটিস জীবনে প্রবেশ করেন। এর পর শুরু হয় মূল পড়াশুনা, বিশ্ব প্রতিদিন আপডেট হচ্ছে তাই প্রতিটি ভেটেরিনারিয়ান নতুন ঔষধ ও রোগ সম্পর্কে আপডেট থাকতে হয়, বই পড়তে হয়। সাথে জুনোটিক ডিজিজ সম্পর্কে আর বেশি পড়তে হয়, কারণ পেট এনিম্যাল ও পেট ওনার যাতে নিরাপদ থাকে।
একটি প্রাণি কথা বলতে পারে না, নিজের অসুস্থতার কথা বলতে পারে না, এটার চিকিৎসা করা যে কত কঠিন কাজ তা হয়তো অনেকের মাথায় আসবে না, অনেকে ভাবেন প্রাণিতো একটা ঔষধ দিয়ে দিলে চলে?? আসলে তা নয়, একটি প্রাণ মানে তার কষ্ট আছে, মেন্টাল প্রবলেম আছে, ডিপ্রেশন আছে, খাবার আছে, হাজার রকমের রোগ আছে। আর পোষা প্রাণি সে তো পুরোটা মানুষের মত, মানুষের যেমন ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট এটাক হয়, পোষা প্রাণি বিশেষ করে কুকুর, বিড়াল, পাখি, খরগোশেরও হয়।
একজন ভেটেরিনারিয়ান আপনার পোষ্যের এই সব কিছুর রেস্পন্সিবিটি নিচ্ছে, তার আচর কামড় খাচ্ছে, নিজের জীবন বিপন্ন রেখে আপনাকে সেবা দিচ্ছে। দশ গুণ বেশি মানসিক প্রেসার নিয়ে একজন ভেটেরিনারিয়ান কাজ করে।
একটি অপারেশন এ এনেস্থেশিয়া দিচ্ছে, পেশেন্ট মনিটর করে, সার্জারী করে।।।
আচ্ছা একজন একজন মানুষের সার্জন কি সব করে? সে তো জাস্ট সার্জারী করেন। আমি যদি বলি ভেটেরিনারিতে প্রয়োজন একজন সার্জন, একজন এসিস্ট্যান্ট সার্জন, একজন এনেস্থিওলজিস্ট, ২ জন সহকারী তখন আপনার শুনতে কেমন লাগবে??? অনেকে ভাবতেছেন কুকুর বিড়ালের জন্য এত কিছু কেন? আবার অনেকে ভাবছেন অবশ্যই দরকার। যারা ভাবছেন দরকার তারা আবার এটার জন্য খরচ বহন করতে রাজি না, ও আপনি সেবা চাবেন আমেরিকার আর খরচ করবেন উগান্ডার তাহলে কি সেবা পাবেন একটু ভাবনার অনুরোধ রইলো? আর যারা ভাবছেন দরকার কি? তাদের বলবো আপনার প্রাণি পালনের দরকার নাই, কারণ আপনি পোষা প্রাণি পালনের মূল শর্ত থেকে দুরে চলে গেছেন।
একটি উদাহরণ দিলাম শুধু। আমাদের সেবার মান বাড়াতে হবে সত্য সে সাথে ওনারদের মানসিকতারও পরিবর্তন দরকার, আচ্ছা আপনি কিভাবে বলেন আপনার বাসায় গিয়ে বিড়ালের বা কুকুরের অপারেশন করতে??? আপনার অপারেশন কি বাসায় করেন??? আপনি পাগল বা বিকৃত মস্তিস্কের না হলে এমন কথা বলতেনও না, কারণ পোষা প্রাণি বহন যোগ্য প্রাণি এটা গরু বা হাতি না? যে তাকে বহন করে ক্লিনিক বা হাসপাতালে আনা যাবে না।।।
তাদের কষ্ট কে নিজের কষ্ট ভাবুন।।। একটি পোষা প্রাণির হাজার হাজার ইস্যু আছে আমাদের এখন তাদের নিউট্রিশনিস্ট দরকার, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গ্যাস্ট্রে এন্টেরোলজিস্ট, সার্জন, এনেস্থেথিওলজিস্ট, লিভার এক্সপার্ট, ইএনটি স্পেশালিস্ট, ডেন্টিস্ট ইত্যাদি দরকার।
সবচেয়ে বড় বিষয় হলো সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন পরীক্ষা করা।।। আমরা কয়জন ওনার আছি যে ভেটেরিনারিয়ান টেস্ট দিলে টেস্ট করি?? আফসস।।
কিন্তু প্রাণি মরলে ফেসবুক, নিউজ কাভারেজ সব তোলপাড়, কিন্তু কারণগুলো খুজি না, একটি সার্জারীর পূর্বে প্রয়োজন রক্তের সকল পরীক্ষা, হার্ট, কিডনী, লিভার পরীক্ষা!! বাট করে কে... খালী কথা একটা অমুক তো এত কমে করে আপনার কাছে বেশি কেন???
পোষা প্রাণিকে বলবেন সন্তানের মত, আর খরচ বা ভাল চিকিৎসার বেলা রাস্তার প্রাণি ভাববেন তাহলে কে বলেছ আপনাকে পেট পালতে?? তাদের কষ্ট দেওয়ার অধিকার তো আপনার নাই। একজন ভেটেরিনারিয়ান আপনার ও আপনাদের পোষা প্রাণির বেস্ট যা হবে সেটা করার চেষ্টা করে রাত দিন।
হা মানুষ হিসেবে কেউ ভুলের উর্ধ্বে না, মানুষের ভুল হবে এটা স্বাভাবিক, তবে তাকে অবশ্যই ভুল শুধরাতে হবে, একজন ভেটেরিনারিয়ান মানে সে সবভাল করার মালিক নয় (নায়ুজুবিল্লাহ) ভাল করার মালিক আল্লাহ। সুতরাং ভেটেরিনারিয়ান মানে সব ভাল করেদিবে এমন না, ভেটেরিনারিয়ান একজন মানুষ সে তার জ্ঞান অনুযায়ী বিজ্ঞান অনুযায়ী চেস্টা করবে। আসুন আমরা সম্মান দেওয়া শিখি, নিজেও ফিক্সট গোন্ডি থেকে বের হই।
সবার পরিবর্তন দরকার, আমাদের সবার আচরণ ও মেন্টলিটির পরিবর্তন দরকার। দেশ টা আমাদের দেশ কে উন্নত করতে সেবার মান উন্নত করতে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।
সর্বোপরি একটাই কথা ভেটেরিানারিয়ানগণ সর্বদা আপনার প্রাণির সেবা একমাত্র নিবেদিত প্রাণ তাদের প্রতি বিশ্বাস ও সম্মান রাখুন, আপনার প্রাণিরাও ভাল থাকবে ইনশাল্লাহ।।।।
প্রাণির প্রতি সদয় হোন সঠিক আচরণ করুন.....