Md Rahadul Islam Fahat

Md Rahadul Islam Fahat হায়রে মানুষ রংগের মানুষ কাযের বেলায় ঠ?

08/07/2022

"""শুভ সকাল

Good Morning
🌷
আজ শুক্রবার
০৮ জুলাই, ২০২২ খ্রীস্টাব্দ
০৮ জ্বিলহজ্জ, ১৪৪৩ হিজরী
২৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
এখন বর্ষাকাল

☀️
আজকের সূর্যোদয় ০৫:১৭
এবং সূর্যাস্ত ৬:৪৯ মিনিটে
সতর্ক থাকুন, নিরাপদে থাকুনে
আনন্দময় হোক আপনার সারাদিন"""

সুযোগ পাইছেন- শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যাবহার কইরেন না!!আর যেখানে সেখানে মাথা ঢোকাইয়েন না! এক বার মাথা আটকে গেলে শেষ প...
06/07/2022

সুযোগ পাইছেন- শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যাবহার কইরেন না!!
আর যেখানে সেখানে মাথা ঢোকাইয়েন না!
এক বার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগবে না।

04/07/2022

বাংলাদেশের কিসোর গ্যাং

24/06/2022

আজকে আমার মন ভালো নেই’ লিখে বিপদে জবি শিক্ষার্থী
পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন।

-জবি সংবাদদাতা

02/06/2022

এশিয়ার সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের একটিও বিশ্ববিদ্যালয় নেই বাংলাদেশের

25/05/2022
সবচেয়ে বড় অভাগা হলেন কাজী নজরুল ইসলামতার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/রা গিয়েছিল,সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল...
23/05/2022

সবচেয়ে বড় অভাগা হলেন কাজী নজরুল ইসলাম

তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/রা গিয়েছিল,
সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না।
অথচ কা'ফন দা'ফন, গাড়িতে করে দেহ দেওয়া ও গো'রস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে।বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হলো,না টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাএ ডি.এম লাইব্রেরী দিয়েছিল ৩৫ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।

ঘরে দে'হ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল। এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা...

কবি মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়...

"ঘুমিয়ে গেছে শান্ত হয়ে
আমার গাছের বুলবুলি
করুন চোখে চেয়ে আছে
সাঁঝের ঝরা ফুলগুলি"....❤️

21/05/2022

সাগরে মাছ ধরার ওপর শুক্রবার থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ার কারণে মাছ শিকার বন্ধ রেখেছেন বাংলাদেশের উপকূলের জেলেরা। তবে জেলেদের অভিযোগ, বাংলাদেশী জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখলে আমাদের জলসীমায় অবৈধভাবে প্রবেশের মাধ্যমে ভারতীয় জেলেরা মাছ শিকার করছেন।

পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করলেন, আপন...
21/05/2022

পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করলেন, আপনি এতে কষ্ট পাননি?
তিনি তখন বলেন, মানুষ হিসেবে তো কষ্ট পাবোই। কিন্তু আল্লাহ তা'আলা তাকে এ অধিকার দিয়েছেন। এখন কি আমি আল্লাহর দেয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করব? বরং আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেই, এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা। তিনি দেখতে চান, তাঁর দেয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈর্যধারণ করতে পারি।

18/05/2022

কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমার ইসলামগ্রহণ

17/05/2022

Steve Jobs বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তি, Apple এর মালিক ছিলেন।ভদ্রলোক ক্যান্সারে মারা যাবার আগে কয়েকটা কথা বলে গেছেন! যার অর্থ অনেক গভীর!

- আপনার সন্তানদের ধনী হতে শিক্ষিত করবেন না। তাদের সুখী হতে শিক্ষিত করুন।
- তারা যখন বড় হবে তখন তারা জিনিসের মূল্য জানবে,দাম নয়।
- আপনার খাবারকে ওষুধ হিসাবে খান,অন্যথায় আপনাকে আপনার ওষুধকে খাবার হিসাবে খেতে হবে।
-যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না,এমনকি তার হাল ছেড়ে দেওয়ার 100টি কারণ থাকলেও।তারা সবসময় ধরে রাখার একটি কারণ খুঁজে পাবে।
- মানুষ এবং মানুষ হওয়ার মধ্যে একটি বড় পার্থক্য আছে।
- আপনি যদি দ্রুত যেতে চান - একা যান!
তবে আপনি যদি অনেক দূর যেতে চান - একসাথে যান।

16/05/2022

মানুষ
৪৫ টাকা
পেঁয়াজ খাবে
এটাই
স্বাভাবিক:
বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে পুলিশের হাতের কব্জি বিচ্ছিন্ন! আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। এমন ঘ...
16/05/2022

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে পুলিশের হাতের কব্জি বিচ্ছিন্ন! আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।

15/05/2022

কালবৈশাখীতে

কালবৈশাখীতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ধান কেটে ঘরে তুলছেন এক কৃষক। গতকাল বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রাম থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বগুড়ার শেরপুরে অন্তত এক হাজার ৬৫০ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে। নওগাঁর বদলগাছীতে কেটে রাখা ধান ভিজে পচে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় পানিতে নিমজ্জিত ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ ক্ষেত্রে বাড়তি টাকা দিয়ে শ্রমিক আনলেও লোকসানের আশঙ্কায় কৃষক।

শেরপুর উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। শুরু থেকে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকলেও ফসল ঘরে তোলার সময় আবহাওয়া অনুকূলে নেই। প্রায় দুই সপ্তাহ ধরে শুরু হয়েছে বৃষ্টিপাত। বিশেষ করে অশনির প্রভাবে এই উপজেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে গেছে। এতে এক হাজার ৬৫০ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে কৃষকরা বলছেন, ঝড়-বৃষ্টিতে উপজেলার বেশির ভাগ জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। এমনকি ক্ষেতে জমে থাকা পানিতে ধানের শীষ ডুবে পচে যাচ্ছে। শ্রমিকসংকটে জমির পাকা ধান কাটতেও পারছেন না কৃষক। চোখের সামনেই পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে।

কৃষক গোলাম রব্বানী বলেন, এমনিতেই বৈরী আবহাওয়া, তারপর শ্রমিকসংকট। সেই সঙ্গে ধানের বর্তমান বাজারদর কৃষকের কোমর ভেঙে দিচ্ছে। এই ভাঙা কোমর নিয়ে আগামী মৌসুমের ফসল কী করে চাষ করবেন, এমন ভাবনায় এখন থেকেই শঙ্কিত তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, মৌসুমের শেষ সময়ে এসে আবহাওয়া প্রতিকূল হওয়ায় যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে তা দ্রুত কেটে ঘরে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কৃষকরা ধান কাটছেন। এরই মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন তাঁরা।

ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টিতে মৌসুমি ফল আম, লিচু, কলা, ভুট্টা, ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক বলেন, শুক্রবার মধ্যরাতের দিকে ঝড় শুরু হয়। ঝড়ে পাঁচ শতাধিক পরিবারের বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

নন্দীগ্রাম উপজেলায় ফসলের মাঠগুলোতে পানি জমে থাকায় পাকা ধান নষ্ট হচ্ছে। অথচ এখনো ৫৫ শতাংশ বোরো ধান কৃষকের জমিতে, যার বেশির ভাগই কাটার উপযোগী।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে একটি পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৯ হাজার ৫৪৬ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা জানান, শেষ সময়ে ঝড়-বৃষ্টিতে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি জমে যাওয়া এক বিঘা জমির ধান কাটার জন্য শ্রমিকদের পাঁচ থেকে ছয় হাজার টাকা মজুরি দিতে হচ্ছে। কেটে রাখা ধানে পানি জমে আছে। ধানের রং নষ্ট হয়ে যাচ্ছে।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু জানান, ঝড়-বৃষ্টিতে ধানগাছ পড়ে গিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। যত দ্রুত সম্ভব পাকা ধান কাটতে হবে।

নওগাঁর বদলগাছীতে বৃষ্টির কারণে ধান কেটে মজুরি দিয়ে কিছুই থাকছে না কৃষকের। বিঘাপ্রতি ধান কাটায় ৮-৯ হাজার টাকা শ্রমিকের মজুরি দিয়ে কৃষককে লোকসান গুনতে হচ্ছে। তার ওপর ঘরে ও মাঠে হাজার হাজার মণ ভিজা বোরো ধান নিয়ে বিপাকে কৃষক।

কৃষকরা জানান, ঈদের আগে যাঁরা ধান কেটেছেন তাঁদের কাটা ও মাড়াই খরচ কম হয়েছে। ঈদের দিন থেকেই শুরু হয় প্রতিদিন বৃষ্টি। চলতি মৌসুমে ঝড়-বৃষ্টিতে আগেই মাঠের পর মাঠ ধান জমিতে শুয়ে পড়েছে। এসব ধানে বৃষ্টির পানি জমে থাকায় অনেক জমির ধানে পচন ধরেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী জানান, এই উপজেলায় ১২ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। শ্রমিকসংকট মোকাবেলায় কৃষককে কৃষিযন্ত্রের ওপর নির্ভরশীল হতে হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অতিবৃষ্টিতে নিচু এলাকায় পানি বেড়েছে। ছাইলাকালি, কেওলার হাওরসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কাটার বাকি থাকা প্রায় ৬০০ হেক্টর বোরো ধান ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ভাটি এলাকা ইসলামপুর ও আদমপুরেও এখনো বৃষ্টির পানি রয়েছে।

বৃষ্টিপাতে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা দ্রুত ধান কেটে ফেলছেন। পতনউষারের ধোপাটিলা গ্রামের কৃষক জব্বার মিয়া বলেন, হাওরে তিনি এক বিঘা জমি চাষ করেছেন। পাকা ধান কাটার বাকি ছিল, তা বৃষ্টিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, বৃষ্টি ও ঢলের পানিতে বোরো ধানের কিছু এলাকা আংশিক নিমজ্জিত হলেও দ্রুত পানি নেমে যাচ্ছে। তবে কৃষকরাও ধান কেটে ঘরে তুলে নিচ্ছেন।

সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় এবং বিশ্বম্ভরপুর উপজেলার গজারিয়া রাবার ড্যাম দিয়ে পানি প্রবেশ করায় খরচার হাওরের উঁচু অংশের হাজার হেক্টর জমির ধান ঝুঁকিতে পড়েছে। শুক্রবার রাতে জরুরি সভা করে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ কৃষি বিভাগকে দ্রুত ধান কাটার নির্দেশনা দিয়েছে। গতকাল দিনভর নিমজ্জিত বোরো ধান কাটতে দেখা গেছে কৃষকদের।

15/05/2022

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গুলিতে অন্তত ১০ জনের প্রাণ গেছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বাফেলো শহরের এ ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন।

12/05/2022

%%আল্লার দুনিয়া কিবাবে ধ্বংস করবেন %%

12/05/2022

রাশিয়ার গ্রামে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এতে একজন রাশিয়ান নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটির হামলায় রুশ ভুখণ্ডে কোনো রাশিয়ানের মৃত্যু হলো বলে প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

খুলনার তিন প্রতিষ্ঠানে অবৈধ মজুদ অবস্থায় ২ লাখ ৪৬ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করেছে র‌্যাব-৬। এ সময় মজুদের দায়...
12/05/2022

খুলনার তিন প্রতিষ্ঠানে অবৈধ মজুদ অবস্থায় ২ লাখ ৪৬ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করেছে র‌্যাব-৬। এ সময় মজুদের দায়ে এসব প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৬ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rahadul Islam Fahat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rahadul Islam Fahat:

Videos

Share

Category


Other Chittagong pet stores & pet services

Show All