বাজরিগার দুইটা বাচ্চা বড় হচ্ছে 🖤।আরেকটা ডিম ফোটার বাকি।
আলহামদুলিল্লাহ 🖤🖤🖤আমার বাজিগর পাখির প্রথম বাচ্চা।
আলহামদুলিল্লাহ, lovebird গুলা 3 টা আর bazrigar গুলা 2 টা দিম দিসে।আরও ডিম দিবে মনে হয়।
আলহামদুলিল্লাহ❣️❣️❣️। অনেক জল্পনা-কল্পনার পর আমার lovebird আর bazrigar ডিম পারসে।গত কালকে দেখলাম।আপাততঃ 1টা করে পারসে। আর পারবে আসা করে।
মাশায়াল্লাহ।কবুতরের বাচ্চা গুলা বড় হচ্ছে।হাড়ি থাকে নেমে যায় এখনই।
Cockatiel baby গুলা বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ ♥️♥️।3rd baby টা hand feeding করানোর সময় স্ট্রোক করে মারা গেছে।😢😢😢
আলহামুলিল্লাহ ♥️♥️♥️
আমার cockateil এর 3 নম্বর ডিম টা থেকে ও বাচ্চা ফুটছে।খুব খুশি লাগতেসে আজকে 😃😃😃। এখন শুধু baby গুলা কে takecare করার পালা।
আলহামদুলিল্লাহ ♥️♥️।
Cockateil পাখির 2 নম্বর ডিম থাকে বাচ্চা হইসে।আর আছে 1 টাহ্ ডিম ফুটার বাকি।
আলহামদুিল্লাহ!❤️😀
Cockateil পাখির ডিম থেকে বাচ্চা ফুটছে 1 টা।আর আছে 2 টা ডিম।pray for my birds
Cockateil পাখি ডিম দিসে 16 দিন হইলো।আর 5-6 দিন পর বুঝা যাবে ডিম জমছে কিনা।ঘুঘু পাখি ও ডিম দিসে 12-13 দিন হবে।ধলা কবুতর ডিম দিসে 17-18 দিন হইসে।দেখা যাক কি হয়!
ককাটেল update: আজকে ৩ নম্বর ডিম পারলো । আলহামদুলিল্লাহ ♥️।পাখির activity ভালোই মনে হচ্ছে। আর ধলা কবুতর ও ডিম পারছে।কবুতর গুলা খুব aggressive হইয়া আছে।খাঁচায় হাত দিলেই মারতে আসে😀।
ককাটেল update: আলহামদুিল্লাহ আজকে আরো ১টা ডিম দিল। মোট 2 টা হইলো। আশা করি আরো দিবে ডিম।
আলহামুলিল্লাহ,ককাটেল পাখি ডিম দেয়া শুরু করেছে।
নতুন 1 জোড়া cacatail আসছে Countryside Aviary তে।তাদের সেবাযত্ন করা হচ্ছে।😀
পাখির জন্য বারান্দা নেটিং করলাম।Basically পাখির জন্য নাহ চোরের জন্য 😃। রোদ,বৃষ্টি, ঠান্ডার জন্য ট্রিপল ও দেয়া হয়েছে।নতুন 1 জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু আর 1 জোড়া কাকজি কবুতর আনলাম আমার Countryside Aviary তে।একটা ড্রাগন গাছ ও লাগলাম সখ করে।Next year নিজের গাছের ড্রাগন ফল খাবো ইনশাআল্লাহ 😃।
নতুন পাখির জন্য খাঁচা ready করা হচ্ছে। ইনশাআল্লাহ আজকের মধ্যে চলে আসবে Countryside Aviary র নতুন member।
গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে গতকালকে রাত 9.30 1টা aviary তে যাই।উদ্দেশ্য ছিলো cocatail পাখি কিনার।কিন্তু গিয়ে দেখি বিশাল বাজরিগার এর aviary । সাথে ফিঞ্চ,জাভা পাখি ও ছিলো অনেক ।এক টা দেশী ঘুঘু পাখি ও আছে। ঐ টা কে আহত অবস্থায় পেয়ে সুস্থ করা হইসে। দেখে মন ভরে গেলো। সময়ের অভাবে ভালো করে ভিডিও করতে পারি নাই।সময় করে আবার যাবো ইনশাআল্লাহ।
গতকয়দিন আগে এক বড় ভাইয়ের কাছ থেকে Apple cider vinegar নিয়ে আসছি 50ml এর মত।1 লিটার ACV দাম মোটামুটি 1200-1300 টাকা।তাই পুরো বোতল কিনার সাহস পাই নাই 😊।আর এই ACV মিলানো পানি খাওয়ার পর পাখির চেহারার এক্সপ্রেশনই 🤮চেঞ্জ হয়ে গেসে😃।
পাখিগুলোকে আজকে softfood হিসাবে ভিজানো গম আর নিম পাতা সিদ্ধ দিলাম।গম খুব পছন্দ করে lovebird গুলা।নিম পাতা পাখির হেলথ এর জন্য ভালো তাই নিম পাতা সিদ্ধ করে দিলাম আজকে।
বাজরিগার পাখিগুলো কিনেছিলাম এক বন্ধুর দোকান থেকে।কিন্তু ঐ দিন বন্ধু দোকানে ছিলো না ।তাই ভুলভাল পাখি নিয়ে আসি। আমার male বাজরিগারটা new adult ছিলো ।গতকালকে ঐটাকে change করে full adult একটা male নিয়ে আসলাম। ধন্যবাদ বন্ধুকে আমাকে সুন্দর একটা পাখি দেয়ার জন্য😊।
একজন vet expert এর সাথে পরামর্শ করে Breeding বক্সটা খুলে দিলাম।এই একমাস bird গুলাকে rest দিতে বলছে।নভেম্বর মাসে আবার breeding medicine course সম্পূর্ণ করে আবার box দিবো ইনশাআল্লাহ।নতুন তো তাই শুধু ভুল করি 😃
😐 1 টা ব্যর্থ সফলতার গল্প 😭।আমার lutino opalion pair ta 1 টাই ডিম দিসিলো।আর ঐটাই ভেঙ্গে ফেলছে।কি আর করবো ।ডিম টা বার করে ফেললাম।আমি যার থেকে এই pair টা কিনছি ওরা মনে হয় আগের ডিম গুলা নিজেরা রেখে আমার কাছে এই pair টা বিক্রি করছে।এই জন্য আমার কাছে আর ডিম দেয় নাই।এই টাই আমার কপালে ছিলো ।যাক আল্লাহ্ যা করে ভালোর জন্যই করে😊।
পাখি পালনের কিছু সেরা মুহূর্তের মধ্যে এইটা 1 টা।পাখির খাবার সময়। দেখতে ভালই লাগে আমার।
খাঁচাটা upgrade করলাম।lutino male টা almost খাঁচা থেকে বের হয়ে গেছিল।normally lovebird ar খাঁচা গুলা 0.5 ইঞ্চি গ্যাপ থাকে।আর আমার খাঁচাটা ছিল 1 ইঞ্চি গ্যাপ। তাই গুনা তার দিয়া কোনোরকম গ্যাপ গুলা cover করলাম।
পাখির হাটে গিয়া নিজেরে অনেক গরীব মনে হইলো 😀।
আমার পাখি গুলার শরীর খারাপ। জ্বর হইসে।মেডিসিন ও নিয়ে আসছি।জ্বর ভালো হইসে কিন্তু পাখি গুলো খুব দূর্বল হয়ে গেসে।
আমার Lovebird গুলাকে nesting করার সময় দিতে পারি নাই।তার আগেই ওরা ডিম পেড়ে দিসে। আর dry খেজুরপাতা ও পাওয়া difficult. তাই কাঠের দোকান থেকে কাঠের গুঁড়া নিয়ে আসলাম।But গুঁড়া গুলো তে moisture ছিল অনেক। তাই চুলায় দিয়ে একটু dry করে নিলাম।এখন মনে হচ্ছে nesting এর জন্য perfect. মোটামুটি nest set করে দিসি। বাকি সব আল্লাহর হাতে। সবাই আমার পাখির জন্য দোয়া করবেন।🙂
পাখির জন্য marketing এ গিয়েছিলাম।পাখির জন্য ja atto কিসু লাগবে আমি ভাবতেই পারি নাই।৮-১০রকম দানা জাতীয় খাবার,পানির পট,খাবার পট,tray,medicine.