Countryside Aviary

Countryside Aviary If you want someone to love you more than yourself - indeed it's a pet. It's a bird's breeding farm. We provide our clients best quality birds.

We have Lovebird's, Cockatiel's, budgerigar's, Australian Dove, Pigeon's, Parrots.

12/03/2023

বাজরিগার দুইটা বাচ্চা বড় হচ্ছে 🖤।আরেকটা ডিম ফোটার বাকি।

09/03/2023

আলহামদুলিল্লাহ 🖤🖤🖤আমার বাজিগর পাখির প্রথম বাচ্চা।

21/02/2023

আলহামদুলিল্লাহ, lovebird গুলা 3 টা আর bazrigar গুলা 2 টা দিম দিসে।আরও ডিম দিবে মনে হয়।

16/02/2023

আলহামদুলিল্লাহ❣️❣️❣️। অনেক জল্পনা-কল্পনার পর আমার lovebird আর bazrigar ডিম পারসে।গত কালকে দেখলাম।আপাততঃ 1টা করে পারসে। আর পারবে আসা করে।

05/02/2023

মাশায়াল্লাহ।কবুতরের বাচ্চা গুলা বড় হচ্ছে।হাড়ি থাকে নেমে যায় এখনই।

10/01/2023

Cockatiel baby গুলা বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ ♥️♥️।3rd baby টা hand feeding করানোর সময় স্ট্রোক করে মারা গেছে।😢😢😢

30/12/2022

আলহামুলিল্লাহ ♥️♥️♥️
আমার cockateil এর 3 নম্বর ডিম টা থেকে ও বাচ্চা ফুটছে।খুব খুশি লাগতেসে আজকে 😃😃😃। এখন শুধু baby গুলা কে takecare করার পালা।

28/12/2022

আলহামদুলিল্লাহ ♥️♥️।
Cockateil পাখির 2 নম্বর ডিম থাকে বাচ্চা হইসে।আর আছে 1 টাহ্ ডিম ফুটার বাকি।

27/12/2022

আলহামদুিল্লাহ!❤️😀
Cockateil পাখির ডিম থেকে বাচ্চা ফুটছে 1 টা।আর আছে 2 টা ডিম।pray for my birds

25/12/2022

Cockateil পাখি ডিম দিসে 16 দিন হইলো।আর 5-6 দিন পর বুঝা যাবে ডিম জমছে কিনা।ঘুঘু পাখি ও ডিম দিসে 12-13 দিন হবে।ধলা কবুতর ডিম দিসে 17-18 দিন হইসে।দেখা যাক কি হয়!

13/12/2022

ককাটেল update: আজকে ৩ নম্বর ডিম পারলো । আলহামদুলিল্লাহ ♥️।পাখির activity ভালোই মনে হচ্ছে। আর ধলা কবুতর ও ডিম পারছে।কবুতর গুলা খুব aggressive হইয়া আছে।খাঁচায় হাত দিলেই মারতে আসে😀।

11/12/2022

ককাটেল update: আলহামদুিল্লাহ আজকে আরো ১টা ডিম দিল। মোট 2 টা হইলো। আশা করি আরো দিবে ডিম।

10/12/2022

আলহামুলিল্লাহ,ককাটেল পাখি ডিম দেয়া শুরু করেছে।

18/11/2022

নতুন 1 জোড়া cacatail আসছে Countryside Aviary তে।তাদের সেবাযত্ন করা হচ্ছে।😀

10/11/2022

পাখির জন্য বারান্দা নেটিং করলাম।Basically পাখির জন্য নাহ চোরের জন্য 😃। রোদ,বৃষ্টি, ঠান্ডার জন্য ট্রিপল ও দেয়া হয়েছে।নতুন 1 জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু আর 1 জোড়া কাকজি কবুতর আনলাম আমার Countryside Aviary তে।একটা ড্রাগন গাছ ও লাগলাম সখ করে।Next year নিজের গাছের ড্রাগন ফল খাবো ইনশাআল্লাহ 😃।

05/11/2022

নতুন পাখির জন্য খাঁচা ready করা হচ্ছে। ইনশাআল্লাহ আজকের মধ্যে চলে আসবে Countryside Aviary র নতুন member।

01/11/2022

গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে গতকালকে রাত 9.30 1টা aviary তে যাই।উদ্দেশ্য ছিলো cocatail পাখি কিনার।কিন্তু গিয়ে দেখি বিশাল বাজরিগার এর aviary । সাথে ফিঞ্চ,জাভা পাখি ও ছিলো অনেক ।এক টা দেশী ঘুঘু পাখি ও আছে। ঐ টা কে আহত অবস্থায় পেয়ে সুস্থ করা হইসে। দেখে মন ভরে গেলো। সময়ের অভাবে ভালো করে ভিডিও করতে পারি নাই।সময় করে আবার যাবো ইনশাআল্লাহ।

30/10/2022

গতকয়দিন আগে এক বড় ভাইয়ের কাছ থেকে Apple cider vinegar নিয়ে আসছি 50ml এর মত।1 লিটার ACV দাম মোটামুটি 1200-1300 টাকা।তাই পুরো বোতল কিনার সাহস পাই নাই 😊।আর এই ACV মিলানো পানি খাওয়ার পর পাখির চেহারার এক্সপ্রেশনই 🤮চেঞ্জ হয়ে গেসে😃।

29/10/2022

পাখিগুলোকে আজকে softfood হিসাবে ভিজানো গম আর নিম পাতা সিদ্ধ দিলাম।গম খুব পছন্দ করে lovebird গুলা।নিম পাতা পাখির হেলথ এর জন্য ভালো তাই নিম পাতা সিদ্ধ করে দিলাম আজকে।

23/10/2022

Bird's Exhibition🖤

13/10/2022

বাজরিগার পাখিগুলো কিনেছিলাম এক বন্ধুর দোকান থেকে।কিন্তু ঐ দিন বন্ধু দোকানে ছিলো না ।তাই ভুলভাল পাখি নিয়ে আসি। আমার male বাজরিগারটা new adult ছিলো ।গতকালকে ঐটাকে change করে full adult একটা male নিয়ে আসলাম। ধন্যবাদ বন্ধুকে আমাকে সুন্দর একটা পাখি দেয়ার জন্য😊।

06/10/2022

একজন vet expert এর সাথে পরামর্শ করে Breeding বক্সটা খুলে দিলাম।এই একমাস bird গুলাকে rest দিতে বলছে।নভেম্বর মাসে আবার breeding medicine course সম্পূর্ণ করে আবার box দিবো ইনশাআল্লাহ।নতুন তো তাই শুধু ভুল করি 😃

05/10/2022

😐 1 টা ব্যর্থ সফলতার গল্প 😭।আমার lutino opalion pair ta 1 টাই ডিম দিসিলো।আর ঐটাই ভেঙ্গে ফেলছে।কি আর করবো ।ডিম টা বার করে ফেললাম।আমি যার থেকে এই pair টা কিনছ‌ি ওরা মনে হয় আগের ডিম গুলা নিজেরা রেখে আমার কাছে এই pair টা বিক্রি করছে।এই জন্য আমার কাছে আর ডিম দেয় নাই।এই টাই আমার কপালে ছিলো ।যাক আল্লাহ্ যা করে ভালোর জন্যই করে😊।

03/10/2022

পাখি পালনের কিছু সেরা মুহূর্তের মধ্যে এইটা 1 টা।পাখির খাবার সময়। দেখতে ভালই লাগে আমার।

02/10/2022

খাঁচাটা upgrade করলাম।lutino male টা almost খাঁচা থেকে বের হয়ে গেছিল।normally lovebird ar খাঁচা গুলা 0.5 ইঞ্চি গ্যাপ থাকে।আর আমার খাঁচাটা ছিল 1 ইঞ্চি গ্যাপ। তাই গুনা তার দিয়া কোনোরকম গ্যাপ গুলা cover করলাম।

01/10/2022

পাখির হাটে গিয়া নিজেরে অনেক গরীব মনে হইলো 😀।

30/09/2022

আমার পাখি গুলার শরীর খারাপ। জ্বর হইসে।মেডিসিন ও নিয়ে আসছি।জ্বর ভালো হইসে কিন্তু পাখি গুলো খুব দূর্বল হয়ে গেসে।

27/09/2022
27/09/2022

আমার Lovebird গুলাকে nesting করার সময় দিতে পারি নাই।তার আগেই ওরা ডিম পেড়ে দিসে। আর dry খেজুরপাতা ও পাওয়া difficult. তাই কাঠের দোকান থেকে কাঠের গুঁড়া নিয়ে আসলাম।But গুঁড়া গুলো তে moisture ছিল অনেক। তাই চুলায় দিয়ে একটু dry করে নিলাম।এখন মনে হচ্ছে nesting এর জন্য perfect. মোটামুটি nest set করে দিসি। বাকি সব আল্লাহর হাতে। সবাই আমার পাখির জন্য দোয়া করবেন।🙂

26/09/2022

পাখির জন্য marketing এ গিয়েছিলাম।পাখির জন্য ja atto কিসু লাগবে আমি ভাবতেই পারি নাই।৮-১০রকম দানা জাতীয় খাবার,পানির পট,খাবার পট,tray,medicine.

25/09/2022

আমার red head lutino opalion lovebird গুলো এই ভাইয়ের থেকে নিসি।ভাই এর নাম সোহেল ভাই।বাড়ি ব্রাক্ষণবাড়িয়া।খুব ভালো মানুষ। শুধু 1 টাই সমস্যা ।পাখির দাম 1 বার এর বেশি 2 বার জিগাইলে দাম বাড়াইয়াদে😄। আমার বাড়ি কুমিল্লা শুনে আমারে 1 টা খাচা ফ্রী দিসে।এই খাচা টা না দিলে আমি বিপদে পড়তাম।ভাই কে ধন্যবাদ।

24/09/2022

পাখি কিনে বিশাল ঝামেলায় পড়া গেলাম।পাখি বিক্রেতা আমাকে বলসে আগামী 1 সপ্তাহর মধ্যে ডিম পারবে।আমি তো শুনে খুব খুশি😃।পাখি নিয়া বাসায় আসলাম।খাঁচায় পানি আর খানা দিলাম।2 ঘণ্টা পর গিয়া দেখি পাখি ডিম পাইরা দিসে😮।আমি পড়লাম মহা ফাঁপরে।পাখি আমারে কি একটা বিপদে ফেলে।নাই বড় খাচা।আর কি কোনো রকম 1 টা ব্যাবস্থা করলাম। আলহামদুলিল্লাহ আমি খুশি😃

23/09/2022

আলহামদুিল্লাহ,মিরপুর 1 নম্বর থেকে 2 pair love bird কিনলাম। 1 pair lutino opaline lovebird,ar 1 pair Fischer's lovebird.

23/09/2022

ভালোবাসার হাট ♥️

22/09/2022

সকালের নাস্তা ।

Address

Goyambagica
Comilla
3500

Telephone

+8801681864514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Countryside Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Countryside Aviary:

Videos

Share