বাজরিগার দুইটা বাচ্চা বড় হচ্ছে 🖤।আরেকটা ডিম ফোটার বাকি।
আলহামদুলিল্লাহ 🖤🖤🖤আমার বাজিগর পাখির প্রথম বাচ্চা।
আলহামদুলিল্লাহ, lovebird গুলা 3 টা আর bazrigar গুলা 2 টা দিম দিসে।আরও ডিম দিবে মনে হয়।
আলহামদুলিল্লাহ❣️❣️❣️। অনেক জল্পনা-কল্পনার পর আমার lovebird আর bazrigar ডিম পারসে।গত কালকে দেখলাম।আপাততঃ 1টা করে পারসে। আর পারবে আসা করে।
মাশায়াল্লাহ।কবুতরের বাচ্চা গুলা বড় হচ্ছে।হাড়ি থাকে নেমে যায় এখনই।
Cockatiel baby গুলা বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ ♥️♥️।3rd baby টা hand feeding করানোর সময় স্ট্রোক করে মারা গেছে।😢😢😢
আলহামুলিল্লাহ ♥️♥️♥️
আমার cockateil এর 3 নম্বর ডিম টা থেকে ও বাচ্চা ফুটছে।খুব খুশি লাগতেসে আজকে 😃😃😃। এখন শুধু baby গুলা কে takecare করার পালা।
আলহামদুলিল্লাহ ♥️♥️।
Cockateil পাখির 2 নম্বর ডিম থাকে বাচ্চা হইসে।আর আছে 1 টাহ্ ডিম ফুটার বাকি।
আলহামদুিল্লাহ!❤️😀
Cockateil পাখির ডিম থেকে বাচ্চা ফুটছে 1 টা।আর আছে 2 টা ডিম।pray for my birds
Cockateil পাখি ডিম দিসে 16 দিন হইলো।আর 5-6 দিন পর বুঝা যাবে ডিম জমছে কিনা।ঘুঘু পাখি ও ডিম দিসে 12-13 দিন হবে।ধলা কবুতর ডিম দিসে 17-18 দিন হইসে।দেখা যাক কি হয়!
ককাটেল update: আজকে ৩ নম্বর ডিম পারলো । আলহামদুলিল্লাহ ♥️।পাখির activity ভালোই মনে হচ্ছে। আর ধলা কবুতর ও ডিম পারছে।কবুতর গুলা খুব aggressive হইয়া আছে।খাঁচায় হাত দিলেই মারতে আসে😀।