Mew Nobab মিউ নবাব

Mew Nobab মিউ নবাব We Ensure safety for your loving fur baby.
(3)

Appreciating ❤️!!!
30/05/2024

Appreciating ❤️!!!

মেটাল  উইথ  Pvc coating নেট বলেই এত বড় একটা নেট কে ভাজ করে ডেলিভারী করা সম্ভব হয়েছে। একবার সেট করলে মিনিমাম ৫-৭ বছর টেনশ...
20/09/2023

মেটাল উইথ Pvc coating নেট বলেই এত বড় একটা নেট কে ভাজ করে ডেলিভারী করা সম্ভব হয়েছে।
একবার সেট করলে মিনিমাম ৫-৭ বছর টেনশন ফ্রি।

29/07/2023

ব্যবহৃত metal নেট (হাদিয়া)

বাসা পরিবর্তন চেঞ্জ করার পর নতুন নেট সেট করা হয়েছে। কেউ চাইলে আগের ব্যবহৃত নেট টি নিতে পারেন।
নেটের কন্ডিশন : ১ইঞ্চি গ্যাপ মেটাল নেট, ব্যবহৃত (২বছর)। খুলে বারান্দায় রাখা হয়েছিল, তাই একটু ধুলা বালি পরিস্কার করে নিতে হবে।

পরিমান: আনুমানিক ২৫-৩০ ফিট, এর বেশিও হতে পারে ( দুই বারান্দা, ২ জানালার জন্য ছিল)

এলাকা : হাতির ঝিল, দক্ষিণ বাড্ডা। ( Police plaza market) এর পিছনে।
এসে নিয়ে যেতে হবে।কুরিয়ার করা সম্ভব নয়।

ইচ্ছা থাকা সত্ত্বেও ফিনান্সিয়াল কারনে প্রিয় বাচ্চাটার জন্য বাসা ক্যাটপ্রুফ করতে পারছেন না, এমন একজন কে দিতে পারলে, মানসিক শান্তি পাব।

আমি বাসার নিচে নেট রেখে দিব। তাই আমার সাথে দেখা করে নেট নেয়ার প্রয়োজন হবে না। যার আসলে খুব দরকার শুধু তারা দয়া করে ইনবক্স করুন।
ধন্যবাদ।

02/03/2023
বিড়াল ঠান্ডায় খুব সেনসিটিভ। শীতের পোশাক পরানোর সাথে সাথে ওদের কে একটু রোদে রাখলে ওরা আরাম পাবে। আদরের প্রানীটির নিরাপত্ত...
31/12/2022

বিড়াল ঠান্ডায় খুব সেনসিটিভ। শীতের পোশাক পরানোর সাথে সাথে ওদের কে একটু রোদে রাখলে ওরা আরাম পাবে। আদরের প্রানীটির নিরাপত্তার কথা ভেবে হয়তো জানালা, বারান্দা বন্ধ করে রাখাছেন, পর্যাপ্ত আলো বাতাসের অভাবে ঘর গুমোট আর স্যাতস্যেতে হয়ে যাচ্ছে। এর ফলে হতে পারে খোস - পাচড়া, চুলকানি, ফাংগাল ইনফেকশন সহ স্কিনের নানা ধরনের রোগ। নিজেদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আপনার পোষা প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে বাসা ক্যাটপ্রুফ catproof করুন। কারণ একটু অসাবধানতায় আপনার আদরের প্রানীটি পড়ে গিয়ে মারাত্মক আঘাত পেতে পারে, অথবা হারিয়ে যেতে পারে না ফেরার দেশে।
৫ ফিট/৫ ফিট সাইজের একটি জানালায় নেট সেট করতে খরচ পড়তে পারে ৪০০-৪৫০/=। তাই এক রুম এক রুম করে হলেও বাসা ক্যাটপ্রুফ করুন।
মেটাল নেট মাত্র ১৮ টাকা/ স্কয়ার ফিট!!

১. হেক্সা জিয়াই মেটাল নেটের উপর প্লাস্টিকের কোটিং করা তাই মরিচা পড়ে না, ভাংগে না, তাই ৫-৭ বছর কোন টেনশন নেই
২. আলো বাতাস আসবে এবং জানালা খোলা এবং আটকাতে পারবেন
৩. ক্যাশ অন ডেলিভারি inside ঢাকা। বাহিরেও পাঠানোর ব্যবস্থা রয়েছে।
৪. নিজেরাই এই নেট সেট করতে পারবেন
৫. নেট সেট করার জিপলক টাই order করতে পারবেন।

ইনডোর ক্যাট এর নখ কাটার সঠিক নিয়ম।৪-৫ মাস বয়সের আগে নখ ট্রিম না করাই ভালো।
23/12/2022

ইনডোর ক্যাট এর নখ কাটার সঠিক নিয়ম।৪-৫ মাস বয়সের আগে নখ ট্রিম না করাই ভালো।

Alhamdulillah!!!  Another valuable feedback from precious pet lover!!!
12/12/2022

Alhamdulillah!!! Another valuable feedback from precious pet lover!!!

প্রতিদিন এতএত বিড়াল হারিয়ে যাওয়ার পোস্ট, কেউ ফিরে আসছে আর কেউ যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। উপর থেকে পড়ে আঘাত পাওয়ার পোস্ট ত...
08/12/2022

প্রতিদিন এতএত বিড়াল হারিয়ে যাওয়ার পোস্ট, কেউ ফিরে আসছে আর কেউ যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। উপর থেকে পড়ে আঘাত পাওয়ার পোস্ট তো আছেই । আর শীত শুরু হওয়ার সাথে সাথে যোগ হয়েছে ফ্লু। এত এত মৃত্যু ..... বুকটা ভার হয়ে আসে।
প্লিজ আপনার আদরের বাচ্চাকে ভ্যাক্সিন দিন, তার নিরাপত্তা নিশ্চিত করতে বাসা ক্যাটপ্রুফ করুন। বিশ্বাস করুন আমরা চাইলেই এই দুইটি কাজ করতে পারি।



বাসা ক্যাটপ্রুফ করার ইচ্ছা থাকলেও হয়ত নেট কোথায় পাওয়া যায় তা জানেন না বা ব্যাস্ততার জন্য কিনতে যাওয়ার সময় হয়না। তারা নিশ্চিন্তে ঘরে বসে order করে ফেলুন মাত্র ১৮ টাকা / স্কয়ার ফিট। একবার কেটপ্রুফ করে নিলে মিনিমাম ৮-১০ বছর কোন টেনশন নেই।
নেট কেনো লাগাবেনঃ
১.বিড়াল পড়ে গিয়ে আঘাত/ মারা যাওয়ায় ভয় নেই
২. বাহিরে যেতে পারবেনা তাই হারানোর বা বাহিরের বিড়ালের সাথে মিশে রোগ বালাই বা উকুন হওয়ার সম্ভাবনা নেই
৩.আলো বাতাস আসে, জানালা খোলা এবং আটকাতে পারবেন
৪. মেটাল জিয়াই তারের উপর প্লাস্টিকের কোটিং করা তাই অনেক দিন ভালো থাকে
৫. নিজেরাই এই নেট সেট পারবেন

এত মায়া এই ছবিটায় !!
08/12/2022

এত মায়া এই ছবিটায় !!

ভালো থাকুক সবার নবাব!!
07/12/2022

ভালো থাকুক সবার নবাব!!

  ur home!!ভিটামিন -D  এর একটি গুরুত্বপূর্ণ উৎস হলো সূর্যের  আলো। জানেন কি এর অভাবে হতে পারে হাড়ের দুর্বলতা সহ  নানা ধরন...
02/12/2022

ur home!!
ভিটামিন -D এর একটি গুরুত্বপূর্ণ উৎস হলো সূর্যের আলো। জানেন কি এর অভাবে হতে পারে হাড়ের দুর্বলতা সহ নানা ধরনের শারিরীক অসুস্থতা। আদরের প্রানীটির নিরাপত্তার কথা ভেবে হয়তো জানালা, বারান্দা বন্ধ করে রাখাছেন, পর্যাপ্ত আলো বাতাসের অভাবে ঘর গুমোট আর স্যাতস্যেতে হয়ে যাচ্ছে। এর ফলে হতে পারে খোস - পাচড়া, চুলকানি, ফাংগাল ইনফেকশন সহ স্কিনের নানা ধরনের রোগ। নিজেদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আপনার পোষা প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে বাসা ক্যাটপ্রুফ catproof করুন। কারণ একটু অসাবধানতায় আপনার আদরের প্রানীটি পড়ে গিয়ে মারাত্মক আঘাত পেতে পারে, অথবা হারিয়ে যেতে পারে না ফেরার দেশে।
৫ ফিট/৫ ফিট সাইজের একটি জানালায় নেট সেট করতে খরচ পড়তে পারে ৪০০-৪৫০/=। তাই এক রুম এক রুম করে হলেও বাসা ক্যাটপ্রুফ করুন।
মেটাল নেট মাত্র ১৮ টাকা/ স্কয়ার ফিট!!

১. হেক্সা জিয়াই মেটাল নেটের উপর প্লাস্টিকের কোটিং করা তাই মরিচা পড়ে না, ভাংগে না, তাই ৫-৭ বছর কোন টেনশন নেই
২. আলো বাতাস আসবে এবং জানালা খোলা এবং আটকাতে পারবেন
৩. ক্যাশ অন ডেলিভারি inside ঢাকা। বাহিরেও পাঠানোর ব্যবস্থা রয়েছে।
৪. নিজেরাই এই নেট সেট করতে পারবেন
৫. নেট সেট করার জিপলক টাই order করতে পারবেন।

পাশের বাসায় যখন নতুন প্রতিবেশী  আসে🫣🫣🫣
30/11/2022

পাশের বাসায় যখন নতুন প্রতিবেশী আসে🫣🫣🫣

এদের জন্য খেলনা কিনে এই দসাই হয়, সব ফেলে রেখে এক বোতলের ক্যাপ পেলেই খুশি!!
30/11/2022

এদের জন্য খেলনা কিনে এই দসাই হয়, সব ফেলে রেখে এক বোতলের ক্যাপ পেলেই খুশি!!

Its our proud moment, when our honorable customer recommend us for cat proofing.Thanks a lot!!
30/11/2022

Its our proud moment, when our honorable customer recommend us for cat proofing.
Thanks a lot!!

যারা মিউ নবাব থেকে প্রডাক্ট নিয়েছেন, তাদের সবারই ফিডব্যাক একই পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য!!!
30/11/2022

যারা মিউ নবাব থেকে প্রডাক্ট নিয়েছেন, তাদের সবারই ফিডব্যাক একই পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য!!!

If, দেখতেছি সবই কিন্তু বলতেছিনা কিছু, have face🙄(Collected)
29/11/2022

If, দেখতেছি সবই কিন্তু বলতেছিনা কিছু, have face🙄
(Collected)

Address

Gulshan 1
Dhaka
1212

Telephone

+8801919222241

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mew Nobab মিউ নবাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mew Nobab মিউ নবাব:

Share

Category

Nearby pet stores & pet services


Other Pet Services in Dhaka

Show All