Snake Saving Organisation Bangladesh

Snake Saving Organisation Bangladesh আসসালামু আলাইকুম💖
সাপ ও বন্যপ্রাণী সংক্রান্ত যেকোনো সমস্যা যোগাযোগ করুন!
(2)

 উদ্ধারঃ--ঘর গিন্নি সাপ/Common Wolf snake(Lycondon aulicus)✴️বিষের ধরণ : সম্পূর্ণ নির্বিষ✅📌সাপটি সেহরির সময় একটি ঘরের মে...
10/04/2022


উদ্ধারঃ--ঘর গিন্নি সাপ/Common Wolf snake(Lycondon aulicus)

✴️বিষের ধরণ : সম্পূর্ণ নির্বিষ✅

📌সাপটি সেহরির সময় একটি ঘরের মেঝেতে দেখা যায়,ঘরের মালিক আতংকিত হয়ে SSOBD হেল্প লাইনে যোগাযোগ করে,সে খবর এর পরিপেক্ষিতে উদ্ধারকর্মী Salauddin mahadi খবর পেয়ে অতি দ্রুততার সাথে সেখানে পৌছায় এবং নিরাপদে সাপটি রেস্কিউ করতে সক্ষম হয় |একই সাথে বাড়ির মালিক ও আশেপাশের জনসাধারণ কে সাপ দেখা মাত্র না মারার উপদেশাবলি প্রদান করেন এবং বাড়ির আঙিনা সবসময় পরিস্কার রাখার তাগিদ দেন😇

📍স্থানঃ মিরসরাই, চট্টগ্রাম
সময়ঃ-সকাল ৫ টা

👉সাপ অতীব ভীতু এক প্রাণী,প্রকৃতির অপার এই সুন্দর প্রাণীর গুরুত্ব অপরিসীম ,সাপ সম্পর্কিত যেকোন তথ্য,অভিযান, ও সমাধানে যোগাযোগ করুন আমাদের হেল্প লাইনে এছাড়াও যে কোন বন্যপ্রাণীর অবিচার রোধে ও উদ্ধারকার্যে আমরা আছি আপনার পাশে✅

Team : Snake Saving Organisation Bangladesh (SSOBD)
𝐎𝐮𝐫 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐅𝐨𝐫 𝐓𝐡𝐞 𝐖𝐢𝐥𝐝𝐥𝐢𝐟𝐞 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲

 উদ্ধারঃ- দাড়াঁশ সাপ/ Indian Rat snake (plyas Mucossa)✴️এটি সম্পূর্ণ নির্বিষ সাপ। 📌সাপটি রাত্রে একটি বাড়িতে খাবারের সন্ধ...
08/04/2022


উদ্ধারঃ- দাড়াঁশ সাপ/ Indian Rat snake (plyas Mucossa)
✴️এটি সম্পূর্ণ নির্বিষ সাপ।

📌সাপটি রাত্রে একটি বাড়িতে খাবারের সন্ধানে গেলে সেখানে আটকে যায় এবং বাড়ির মালিক সাপ টি দেখে আতংকিত হয়ে পড়ে, এসময় তার প্রতিবেশী ঘটনাটি টের পেলে তাকে আশ্বস্ত করে আতংকিত না হতে এবং সে সাথে SSOBD এর রেস্কিউয়ার কে খবর দেয়। খবর পেয়ে Neloy দ্রুত সাথে সেখানে পৌছায় এবং নিরাপদে সাপটি রেস্কিউ করতে সক্ষম হয় একই সাথে বাড়ির মালিক ও আশেপাশের জনসাধারণ কে সাপ দেখা মাত্র না মারার উপদেশাবলি প্রদান করেন এবং বাড়ির আঙিনা সবসময় পরিস্কার রাখার তাগিদ দেন।

রেস্কিউয়ার: Naimul Islam Neloy
রেস্কিউ তারিখ:৩১-০৩-২০২২
স্থান: ঘনকছড়া,জোরারগঞ্জ,মিরসরাই,চট্টগ্রাম।

👉সাপ অতীব ভীতু এক প্রাণী,প্রকৃতির অপার এই সুন্দর প্রাণীর গুরুত্ব অপরিসীম ,সাপ সম্পর্কিত যেকোন তথ্য,অভিযান, ও সমাধানে যোগাযোগ করুন আমাদের হেল্প লাইনে, এছাড়াও যে কোন বন্যপ্রাণীর অবিচার রোধে ও উদ্ধারকার্যে আমরা আছি আপনার পাশে✅

Team : Snake Saving Organisation Bangladesh (SSOBD)
𝐎𝐮𝐫 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐅𝐨𝐫 𝐓𝐡𝐞 𝐖𝐢𝐥𝐝𝐥𝐢𝐟𝐞 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲.

 🟢উদ্ধারঃ-সবুজ বোড়া/Spot tailed pit viper(Trimeresurus erythrurus)⚠️বিষের ধরনঃ-হিমোটক্সিন (বিষধর) 📌সাপটি একটি বাড়ির আঙ্গ...
07/04/2022


🟢উদ্ধারঃ-সবুজ বোড়া/Spot tailed pit viper
(Trimeresurus erythrurus)

⚠️বিষের ধরনঃ-হিমোটক্সিন (বিষধর)

📌সাপটি একটি বাড়ির আঙ্গিনার ফুল বাগানে দেখা মিলে, সেখানকার একটি মেয়ে ফুল সংগ্রহ কালে সাপটি দেখে আতংকিত হয়ে পড়লে,বাড়ির লোকজন SSOBD হেল্প লাইনে যোগাযোগ করেন,খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান অভিজ্ঞ রেস্কিউয়ার Ismail Mithun ভাই, বাগান থেকে নিরাপদে সাপ টি উদ্ধার করতে সক্ষম হয় একই সাথে বাড়ির মালিক ও আশেপাশের জনসাধারণ কে সাপ দেখা মাত্র না মারার উপদেশাবলি প্রদান করেন এবং বাড়ির আঙ্গিনা সবসময় পরিস্কার রাখার তাগিদ দেন

📍স্থানঃ-ছাগলনাইয়া,ফেনী

👉সাপ অতীব ভীতু এক প্রাণী,প্রকৃতির অপার এই সুন্দর প্রাণীর গুরুত্ব অপরিসীম ,সাপ সম্পর্কিত যেকোন তথ্য,অভিযান, ও সমাধানে যোগাযোগ করুন আমাদের হেল্প লাইনে এছাড়াও যে কোন বন্যপ্রাণীর অবিচার রোধে ও উদ্ধারকার্যে আমরা আছি আপনার পাশে✅

Team : Snake Saving Organisation Bangladesh (SSOBD)
𝐎𝐮𝐫 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐅𝐨𝐫 𝐓𝐡𝐞 𝐖𝐢𝐥𝐝𝐥𝐢𝐟𝐞 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲

 #সর্প_পরিচিতি #পদ্ম_গোখরা_সাপআঞ্চলিক নামঃ কালা হানক,পদ্মা হানক,জাতি সাপ,জাইত হাপ,কালগোহমা,মাছুয়া আলদ,কাল কেউটে।ইংরেজি ন...
05/04/2022

#সর্প_পরিচিতি
#পদ্ম_গোখরা_সাপ

আঞ্চলিক নামঃ কালা হানক,পদ্মা হানক,জাতি সাপ,জাইত হাপ,কালগোহমা,মাছুয়া আলদ,কাল কেউটে।

ইংরেজি নামঃ 𝐌𝐨𝐧𝐨𝐜𝐥𝐞𝐝 𝐂𝐨𝐛𝐫𝐚

বৈজ্ঞানিক নামঃ 𝐍𝐚𝐣𝐚 𝐊𝐚𝐨𝐮𝐭𝐡𝐢𝐚

পদ্ম গোখরা প্রাণঘাতী বিষধর সাপ।এটি নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ।

🔴এই সাপের কামড়ে রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে।কোনো ভাবেই রোগীকে নিয়ে ওঝার শরনাপন্ন হওয়া যাবে না।

🔴স্থান,কাল,জাত বেদে এই সাপের শরীরের গঠন এবং রঙ বিভিন্ন রকম হতে পারে।তবে মাথার হুড মার্ক একই থাকে।

🔴সাপ সম্পর্কিত যেকোনো সমস্যায় যোগাযোগ করুন Snake Saving Organisation Bangladesh (SSOBD) এর সাথে।
𝐎𝐮𝐫 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐖𝐢𝐝𝐥𝐢𝐟𝐞 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲.

ধন্যবাদ BiswasTV  ❤️সারাদেশে বন্যপ্রাণী এবং সাপ রক্ষায় আমরা Snake Saving Organisation Bangladesh (SSOBD) আছি আপনাদের পাশ...
04/04/2022

ধন্যবাদ BiswasTV ❤️
সারাদেশে বন্যপ্রাণী এবং সাপ রক্ষায় আমরা Snake Saving Organisation Bangladesh (SSOBD) আছি আপনাদের পাশে।
সাপ এবং বন্যপ্রাণী সম্পৃক্ত যেকোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে।
𝐎𝐮𝐫 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐖𝐢𝐝𝐥𝐢𝐟𝐞 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲.

ধন্যবাদ ‘সমসাময়িক প্রতিদিন' ❤️আপনাদের ভালোবাসা গুলোই আমাদের পথচলার অনুপ্রেরণা। আমাদের গ্রুপ: Snake Saving Organisation B...
03/04/2022

ধন্যবাদ ‘সমসাময়িক প্রতিদিন' ❤️
আপনাদের ভালোবাসা গুলোই আমাদের পথচলার অনুপ্রেরণা।
আমাদের গ্রুপ: Snake Saving Organisation Bangladesh (SSOBD)

 🟩 উদ্ধার দাড়াঁশ সাপ/ Indian Rat snake (plyas Mucossa)✴️বিষের ধরণ : সম্পূর্ণ নির্বিষ📌 খাবারের খোঁজে  সাপটি একটি মুরগির খ...
01/04/2022


🟩 উদ্ধার দাড়াঁশ সাপ/ Indian Rat snake (plyas Mucossa)

✴️বিষের ধরণ : সম্পূর্ণ নির্বিষ

📌 খাবারের খোঁজে সাপটি একটি মুরগির খামারের ভেতর আশ্রয় নিতে দেখা যায়|সচেতন খামার মালিক তৎক্ষনাৎ Snake Saving Organisation Bangladesh হেল্পলাইনে যোগাযোগ করলে সর্প উদ্ধারকর্মী মোঃতারেক তার সুনিপুণ দক্ষতায় দাঁড়াশ সাপটি নিরাপদে রেস্কিউ করতে সক্ষম হয় এবং খামার মালিককে আস্বস্ত করে, একই সাথে খামার মালিক ও আশেপাশের জনসাধারণ কে সাপ দেখা মাত্র না মারার উপদেশাবলি প্রদান করেন এবং বাড়ি,খামার আঙিনা সবসময় পরিস্কার রাখার তাগিদ দেন

📍স্থানঃ- ছাগলনাইয়া,ফেনী

👉সাপ অতীব ভীতু এক প্রাণী,প্রকৃতির অপার এই সুন্দর প্রাণীর গুরুত্ব অপরিসীম ,সাপ সম্পর্কিত যেকোন তথ্য,অভিযান, ও সমাধানে যোগাযোগ করুন আমাদের হেল্প লাইনে এছাড়াও যে কোন বন্যপ্রাণীর অবিচার রোধে ও উদ্ধারকার্যে আমরা আছি আপনার পাশে✅

Team : Snake Saving Organisation Bangladesh (SSOBD)
our action for the wildlife safety🔸

 সাপের নাম: সবুজ বোড়া (Spot Tailed Pit Viper) হিমোটক্সিন বিষধর।সাপটি রাস্তার মাঝখানে চলে আসলে সেটি দেখে তাৎক্ষনিক ভাবে উ...
25/03/2022


সাপের নাম: সবুজ বোড়া (Spot Tailed Pit Viper)
হিমোটক্সিন বিষধর।
সাপটি রাস্তার মাঝখানে চলে আসলে সেটি দেখে তাৎক্ষনিক ভাবে উদ্ধার করেন আমাদের রেস্কিউয়ার মো: তারেক ভাই।পরে সাপটি নিরাপদে ছেড়ে দেওয়া হয়।
লোকেশান: নতুন কৈরয়া , ছাগলনাইয়া,ফেনী।
তারিখ: ১৯-০৩-২০২২
#সাপে_কাটলে_সময়_নষ্ট_না_করে_দ্রুত_নিকটস্থ_সদর_হাসপাতালে_চলে_যাবেন
Team: Snake Saving Organisation Bangladesh (SSOBD)
𝐎𝐮𝐫 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐖𝐢𝐝𝐥𝐢𝐟𝐞 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲

সাপ সম্পর্কে ইসলাম কি বলে?সাপ দেখামাত্রই কি মেরে ফেলতে হবে নাকি যদি তা দ্বারা আপনার কোনোরূপ ক্ষতির সম্ভাবনা না থেকে থাকে...
22/03/2022

সাপ সম্পর্কে ইসলাম কি বলে?সাপ দেখামাত্রই কি মেরে ফেলতে হবে নাকি যদি তা দ্বারা আপনার কোনোরূপ ক্ষতির সম্ভাবনা না থেকে থাকে তাও?আসুন হাদীসের আলোকে সাপ সম্পর্কে কিছু বিষয় জেনে নেই যে, ইসলাম আসলে কি বলে সাপ সম্পর্কে।এ সম্পর্কে একজন "ইমাম ও খতিব" একটি আর্টিকেল লিখেন যা প্রকাশিত হয় "কালের কন্ঠ" পত্রিকায়,২৮ এপ্রিল,২০১৭ তে।আপনাদের সুবিধার্থে আর্টিকেল টি হুবুহু তুলে দেওয়া হলো।

লেখকের নামঃআমিনুল ইসলাম,ইমাম ও খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

আর্টিকেলের নামঃ"সাপ দেখলেই মারতে নেই"।

সাপ সরীসৃপ প্রজাতির অন্তর্ভুক্ত লম্বা বেলনাকার পা-বিহীন এক মেরুদণ্ডী প্রাণী। এদের দেহ আঁশ দ্বারা আবৃত।মানুষের আবাসস্থল বাড়ি, গভীর জঙ্গলের মাটি ও মাটির নিচে গর্তে বা সুড়ঙ্গে, গাছে ও পানিতে সাপের বসবাস। সাপ বছরে কয়েকবার খোলস বদলায়। এদের কোনো বহিঃকর্ণ নেই। সে জন্য এরা বায়ুবাহিত শব্দ নিখুঁতভাবে গ্রহণ করতে পারে না। তবে মাটি বা অন্য যেকোনো মাধ্যমে এরা অন্তঃকর্ণ গ্রহণ করতে পারে। সাপের কান ও চোখের পাতা নেই। চোয়ালের দুই অংশের হাড় নমনীয় অস্থিবন্ধনী দিয়ে যুক্ত থাকায় শিকার গেলার সময় চোয়ালের প্রতি অর্ধাংশ স্বাধীনভাবে কাজ করতে পারে। সাপকে ভয় পায় না এমন মানুষের সংখ্যা একেবারেই হাতেগোনা। কেননা এটি শুধু ভীতিকর প্রাণীই নয়, বরং প্রাণসংহারীও।প্রতিবছর অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে এর বিষাক্ত ছোবলে। মজার ব্যাপার হচ্ছে, সাপ আমরা যতটুকু ভয় পাই, সাপ তার চেয়ে শতগুণ বেশি ভয় পায় আমাদের। সে জন্যই দেখা যায়, মানুষের উপস্থিতি টের পেলে সাপ খুব দ্রুত পলায়ন করে। অনেকেই অবাক হবেন, এই প্রাণসংহারী সাপ মানুষের পরম উপকারী বন্ধু। যে সাপের ভয়ে মানুষ জড়সড়, যে বিষের কারণে মানুষের প্রাণহানি ঘটে, সেই সাপ আর সাপের বিষই মানবদেহের রোগ নিরাময়ের অন্যতম প্রতিষেধক। সম্প্রতি সাপ নিয়ে উন্নত বিশ্বের গবেষণাগারে এটা প্রমাণিত হয়েছে, ক্যান্সার নিরাময়ে সাপের বিষ এক অনন্য নিয়ামক। ব্যাঙ্গোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উলফগ্যাং উস্টার জানান, ‘বিষধর সাপের বিষ মানুষের নানা জটিল রোগের প্রতিষেধক। ’ ফ্রাংকফুর্টের জীবরসায়নবিদ ইয়োহানেস এবলে বলেন, ‘সাপের বিষ হৃদরোগের ঝুঁকি কমায়। ’
উন্নত বিশ্বের ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়াসহ যেসব দেশ রাসায়নিক মৌল বা যৌগ উপাদান তৈরি করে, সেসব দেশে এক আউন্স সাপের বিষের দাম হচ্ছে কোটি টাকা। এ ছাড়া সাপ আমাদের আরো অনেক উপকার করে থাকে। যেমন—ফসলি জমির ইঁদুর ও পোকামাকড় খেয়ে কৃষকের ফসল অনিষ্টতার হাত থেকে রক্ষা করা, মাটির উর্বরতা বৃদ্ধি করা ইত্যাদি। তা ছাড়া সাপের চমৎকার কারুকার্যময় চামড়া দিয়ে তৈরি করা হয় নানা রকম শৌখিন জিনিসপত্র।পৃথিবীতে বর্তমানে প্রায় তিন হাজার প্রজাতির সাপ আছে। এর মধ্যে প্রায় ৫০০ প্রজাতির সাপ বিষধর। বাকি সবই নির্বিষ। আমাদের বাংলাদেশেই রয়েছে প্রায় ১০০ প্রজাতির সাপ। এর চার ভাগের তিন ভাগই নির্বিষ। এদের মধ্যে সহজে দেখা যায় এমন সাপ হচ্ছে—ঢোঁড়া, ঘরগিন্নি, কুকরি, মেটে সাপ, দুধরাজ সাপ, ফণীমনসা, পাইন্যা বা পানি সাপ, দাঁড়াশ, অজগর, গোখরো ও কিছু সামুদ্রিক সাপ।

আমাদের একটা নিন্দনীয় স্বভাব হলো, সাপ দেখলেই তা মেরে ফেলা। এ কথা সত্য যে সাপ একটি প্রাণসংহারী প্রাণী। পৃথিবীতে এমন সাপও আছে, যার এক ফোঁটা বিষ এক মিনিটের মধ্যে একাধিক মানুষের প্রাণনাশে সক্ষম। কিন্তু সব সাপ বিষধর নয়। তা ছাড়া বেশির ভাগ সাপ কেউ উত্ত্যক্ত না করলে সহসা কামড় বসায় না। তার পরও সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই। তবে সাপ মারার আগে আমাদের করণীয় হলো ওই সাপ আমাদের ক্ষতি করবে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া। এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে-

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে। এর পরও যদি সে (গর্ত থেকে) বের হয়, তখন তাকে মেরে ফেলবে। কেননা সে শয়তান। ’ (আবু দাউদ, হাদিস : ৫১৬৮)

হজরত সালিম (রহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেই সাপ মারবে, যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই। কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শনশক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয়। ’ বর্ণনাকারী বলেন, এর পর থেকে আবদুল্লাহ (রা.) যেকোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন। একবার আবু লুবাবা (রা.) অথবা জায়েদ ইবনে খাওয়াব (রা.) তাঁকে একটি সাপ মারতে উদ্যত দেখে বললেন, নবী করিম (সা.) ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন। (আবু দাউদ, হাদিস : ৫১৬২)

অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনরা বিচরণ করে থাকে। যেমনটি হাদিস থেকেও জানা যায়। হজরত ইয়াজিদ ইবনে মাওহাব (রহ.) আবু সাইদ (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন—একদা আমি আবু সাঈদ খুদরি (রা.)-এর কাছে এসে বসি। এ সময় আমি তাঁর চৌকির নিচে কিছুর আওয়াজ শুনতে পাই। আমি তাকিয়ে দেখি যে একটি সাপ। তখন আমি দাঁড়ালে আবু সাইদ (রা.) জিজ্ঞাসা করেন, তোমার কী হয়েছে? তখন আমি বললাম, এখানে একটা সাপ আছে। তিনি বলেন, তুমি কী করতে চাও? তখন আমি বললাম, আমি তাকে মেরে ফেলব। তখন তিনি তাঁর বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বলেন, এখানে আমার চাচাতো ভাই থাকত। খন্দকের যুদ্ধের সময় সে রাসুল (সা.)-এর কাছে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায়। কেননা সে তখন নতুন বিয়ে করেছিল। তখন রাসুল (সা.) তাকে অনুমতি দেন এবং বলেন, তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও। সে নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার ওপর দাঁড়িয়ে থাকতে দেখলে তার (স্ত্রীর) প্রতি কলম দিয়ে ইশারা করে। তখন তার স্ত্রী বলল, তাড়াহুড়ো কোরো না। এসে দেখো কী যেন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন সে ঘরে ঢুকে একটি কুৎসিত সাপ দেখতে পায়। সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লমে তার দেহ ফুঁড়ে বাইরে নিয়ে আসে।

বর্ণনাকারী বলেন, আমি জানি না, এরপর কে আগে মারা গিয়েছিল—লোকটি, না সাপটি। তখন তার জাতির লোকেরা রাসুল (সা.)-এর কাছে এসে বলেছে, আপনি দোয়া করুন, যাতে আমাদের সঙ্গী বেঁচে যায়। তখন নবী (সা.) বলেন, ‘তোমরা তার মাগফিরাতের জন্য দোয়া করো। ’ এরপর তিনি বলেন, ‘মদিনার একদল জিন ইসলাম গ্রহণ করেছে।তাই তোমরা যখন তাদের (সাপ) কাউকে দেখবে, তখন তাকে তিনবার ভীতি প্রদর্শন করবে যে আর ওখান (গর্ত) থেকে বের হবে না, অন্যথায় মারা পড়বে।এরপরও যদি সে উক্ত সময়ে (গর্ত থেকে) বের হয় তাহলে তাকে মেরে ফেলবে।' (আবু দাউদ, হাদিস : ৫১৬৭)

তাই আসুন! সাপ দেখামাত্রই না মেরে নবীজির এই হাদিসের অনুসরণ করি। অযথা এদের উত্ত্যক্ত না করি। সাপকে সাপের মতোই বেড়ে উঠতে দিই। কারণ এরাও আমাদের জীববৈচিত্র্যের অন্যতম অংশীদার। পরিবেশ রক্ষায় এদের ভূমিকাও অনস্বীকার্য।

এবার আসি মূল কথায়ঃ

ইসলামে নিয়মকানুনের জন্য প্রেক্ষাপট অনেক গুরুত্বপূর্ণ। মদিনায় যেসব সাপের উপদ্রব হয় সেগুলোর কামড়ে মানুষ অন্ধ হয়ে যেতো এবং মহিলাদের মিসক্যারেজ হতো।এখন বলেন, এমন একটা সময় যখন না ছিলো এন্টিভেনম না ছিলো প্রফেশনাল স্নেক রেসকিউয়ার.....ওই সাপ না মেরে কি করতো? ওই নিয়ম সেই সময়ের জন্য এপ্রোপ্রিয়েট ছিলো এতে কোনো সন্দেহ করার অবকাশ নেই। আমাদের নরমাল সময় এর মাসআলা আর স্পেশাল সিচুয়েশনের মাসআলা তো বুঝতে হবে আলাদা করে। হাদিসে তো এটাও আছে যে, “A good deed done to an animal is like a good deed done to a human being,while an act of cruelty to an animal is as bad as cruelty to a human being.” - মিশকাত- আল-মাসাবিহ।

 সাপের নাম:  হেলে সাপ/  Buff Stripped Keelbackসম্পূর্ণ নির্বিষ সাপ।কিছুদিন আগে সাপটি লোকালয়ে চলে আসলে সেখান থেকে উদ্ধার ...
21/03/2022


সাপের নাম: হেলে সাপ/ Buff Stripped Keelback
সম্পূর্ণ নির্বিষ সাপ।
কিছুদিন আগে সাপটি লোকালয়ে চলে আসলে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন আমাদের টিমের রেস্কিউয়ার মোঃ তারেক

লোকেশান:উত্তর কুহুমা,ছাগলনাইয়া,ফেনী
তারিখ:১৩-০৩-২০২২ ইং
সাপ এবং বন্যপ্রাণী সম্পৃক্ত যেকোনো তথ্য ও সাহায্য নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Snake Saving Organisation Bangladesh
𝐎𝐮𝐫 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐖𝐢𝐝𝐥𝐢𝐟𝐞 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲

সাপের নাম: Painted Keelback / চিত্রিত ঢোরা সম্পূর্ণ নির্বিষ সাপ।সাপটি  আমাদের সম্মানিত সদস্য মঈনুল ইসলাম ( Moein) এর পাশ...
20/03/2022

সাপের নাম: Painted Keelback / চিত্রিত ঢোরা
সম্পূর্ণ নির্বিষ সাপ।

সাপটি আমাদের সম্মানিত সদস্য মঈনুল ইসলাম ( Moein) এর পাশের একটি বাড়িতে ডুকে গেলে তাকে খবর দেওয়া হয়।খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে সাপটি রেস্কিউ করেন এবং নিরাপদ স্থানে রিলিজ করে দেন।
লোকেশান: কায়েতপাড়া,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ
রেস্কিউ তারিখ: ১৮-০৩-২০২২ ইং

বি.দ্র : সাপ আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য একটি অংশ ও অনেক উপকারী প্রাণী,সাপ দেখে আতংকিত না হয়ে শান্ত থাকব, সাপ মারা থেকে বিরত থাকব,
যেকোন বন্যপ্রাণী উদ্ধার, ও অবিচার রোধে আমরা আছি আপনার পাশেই।

Team: Snake Saving Organisation Bangladesh (SSOBD)
𝐎𝐮𝐫 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐖𝐢𝐝𝐥𝐢𝐟𝐞 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲.

18/03/2022

আসসালামু আলাইকুম
Snake Saving Organisation Bangladesh এর পক্ষ থেকে সকলকে আমাদের পেজে স্বাগতম🖤
আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা,
সকলকে সাপ ও বন্যপ্রাণী সম্পর্কে সচেতন ও অবগত করার জন্য আমাদের যাত্রা শুরু আশা করি পাশে থাকবেন🥰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Snake Saving Organisation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Snake Saving Organisation Bangladesh:

Share


Other Animal Rescue Service in Dhaka

Show All