08/11/2021
শীতকাল এবং ক্যাট ফ্লু
আমরা সাধারণত সকলেই জানি যে, শীতকাল আসার সাথে সাথেই বিড়ালদের ফ্লু হবার সম্ভাবনা বেড়ে যায় বেশ কয়েক গুণ. এই সময়টাতে আমরা দেখতে পাই আমাদের আদরের পোষা প্রাণীটি খুব সহজেই ক্যাট ফ্লুতে আক্রান্ত হয়ে যায়. তার ওপর যদি ফ্লু ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে যেকোনো সময় ফ্লু আক্রান্ত হয়ে পরে. এমনকি ফ্লু ভাইরাসের সাথে সর্বশক্তি দিয়ে লড়াই করেও টিকে থাকতে পারে না ( কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ). ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনতে থাকে আদরের বাচ্চাগুলো. আর অবশেষে হার মেনে যায় মৃত্যুর কাছে. তাই সকলের কাছে জোড়হাত মিনতি করে বলছি, যদি আপনি আপনার পোষা বিড়ালটি কে ভালবেসে থাকেন, যদি চান বিড়ালটি সুস্থভাবে বেঁচে থাকুক তাহলে বিলম্ব না করে বিড়াল গুলোকে ফ্লু ভ্যাকসিন দিন. এতে করে আপনার বিড়ালটির ফ্লুর হাত থেকে রক্ষা পাবে.
Nabil Mallick -এর সহায়তায় Animal Welfare Organization Dhonia র' পক্ষ থেকে তিনটি ছেলে বিড়াল কে (কুটুস, কদম, ক্যালাঞ্চি) 4-11-21 তারিখ রোজ বৃহস্পতিবার ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে এবং তার 14 দিন পর ওদের নিউটার করানো হবে. এছাড়াও বিশু নামের আরেকটি বিড়ালকে ঐদিন ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে এবং 14 দিন পর ওকেও নিউটার করানো হবে. বিশুর জন্য ফান্ড পোস্ট দেওয়া হয়েছিল, যারা যারা বিশু কে সাহায্য করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ. আপনাদের সহযোগিতার কারণেই বিশু তার আপন ভুবনে থাকতে পারবে সারা জীবন. ওকে আর কোনদিন আশ্রয় হারা হতে হবে না.
ক্যাট ফ্লু বিড়ালের জন্য ভয়ঙ্কর ও জীবননাশক একটি ভাইরাসজনিত রোগ. বিড়ালের বিভিন্ন অসুখ-বিসুখের মধ্যে আমি ফ্লু ভাইরাসটিকে অধিকমাত্রায় ভয় পাই. কেননা এ ফ্লুর জন্যই আমার অনেক আদরের বাচ্চাদের প্রাণ চলে গেছে. এখন হয়তো অনেকেই বলবেন কেন আমি ওদের ফ্লু ভ্যাকসিন দেইনি ? মূলত আমার ঘরে নিজের এবং রেস্কিউ করা মোট 32 টি বিড়াল রয়েছে. একটি বিড়ালকে ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজন হয় 700 টাকা আর রেবিট ভ্যাকসিন এর জন্য 300 টাকা. মোট দাঁড়ায় এক হাজার টাকা. সেক্ষেত্রে 32 টি বিড়ালের জন্য (32*1000=32000) টাকা. যা আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়. তাছাড়া একজন-একজন করে যে ভ্যাকসিনেশন করবো তাও সম্ভব হয়ে ওঠেনা. কারণ আমাকে প্রতিদিন 55 টি কুকুরের একবেলার খাবার আর 32 টি বিড়ালের তিন বেলার খাবার জোগাড় করতে হয়. যা আমার জন্য খুবই কষ্টসাধ্য একটি কাজ. তাই যদি কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান এই অসহায় বিড়ালগুলো পাশে দাঁড়ান, ওদের ভ্যাকসিন এবং Spay/Neuter এর ব্যবস্থা করে দেন তাহলে বাচ্চাগুলো সুস্থভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে.
এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের সংস্থাটির মাধ্যমে আমরা অসহায়, অসুস্থ ও রাস্তার বিড়ালদের জন্য একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি. সেখানে আশ্রয় পাবে কমপক্ষে 50 টি আশ্রয়হীন অসুস্থ বিড়াল. যাদের কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই. তবে কেন্দ্রটি একদিনে এই গড়ে উঠবে না. এর জন্য প্রয়োজন আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা. আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং আশ্রয় কেন্দ্রটি নিজ চোখে দেখতে চান, তাহলে আশ্রয় কেন্দ্র টি তে আপনাদের স্বাগতম.
সবশেষে একটি কথাই বলতে চাই কোন কাজই একার পক্ষে ঠিকঠাক করে ওঠা সম্ভব হয় না. সকলের প্রচেষ্টায় কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হয়. কথায় আছে, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ.
সাহায্যের জন্য কোন নাম্বার দেওয়া হলো না. তবে আপনারা যদি সাহায্য করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন. এছাড়াও প্রয়োজনে ইনবক্স করতে পারেন.
আমাদের গ্ৰুপ লিংক:
https://www.facebook.com/groups/408814400277855/?ref=share
লোকেশন : দনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা -1236.
সকলকে ধন্যবাদ
Momita Zaman Shikder.
Animal Welfare Organization Dhonia.