Animal Welfare Organization Dhonia

Animal Welfare Organization Dhonia Our organization feeds 35+ Sstreet dogs everyday and 100 dogs once a week and we have 30 cats. They are ałll street animals.
(9)

We also rescue sick animals and treat them to save them.

😭 সিম্বার জীবন রক্ষার জন্য ছয় জন ডোনার প্রয়োজন😭😭😭 #অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে, সিম্বার জন্য কোন পরিবার পা...
19/05/2023

😭 সিম্বার জীবন রক্ষার জন্য ছয় জন ডোনার প্রয়োজন😭😭😭

#অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে, সিম্বার জন্য কোন পরিবার পাওয়া যায়নি। সিম্বার একটি পা নেই বলে ওকে কেউ নিতে চায়নি। এমনকি ওকে নেওয়ার জন্য কেউ ইচ্ছা প্রকাশ করে একটি কমেন্ট পর্যন্ত করেনি।
#আমি অত্যন্ত নিরুপায় আমার পক্ষে ওকে রাখা সম্ভব না। কেননা প্রতিটা মানুষেরই একটা লিমিটেশন থাকে। তাই ওকে একটি শেল্টারে রাখাটা সবথেকে নিরাপদ মনে করছি। কারণ ওকে রাস্তায় ছেড়ে দিলে ও হয়তো বেশি দিন বেঁচে থাকতে পারবে না। এর মূল কারণ হচ্ছে, আমাদের দেশের রাস্তায় সুস্থ-সবল কুকুর কেই বেঁচে থাকতে আপ্রান যুদ্ধ চালাতে হয়। তার মধ্যে ও তো পা ছাড়া অসহায় ছোট্ট একটা বাচ্চা।
#সিম্বা কে শেল্টারে রাখতে হলে প্রতি মাসে তিন হাজার টাকা প্রয়োজন। আর তাই আমাদের প্রতি মাসে ৫০০ টাকা করে মোট ৬ জন ডোনারের প্রয়োজন। যাদের দানে সিম্বা পাবে সুন্দর একটি জীবন। দয়া করে সিম্বা কে সুন্দর ভাবে বেঁচে থাকার সুযোগ করে দিবেন। আপনাদের এই দান বৃথা যাবে না। কেননা মহান আল্লাহ পাক সকল কিছু দেখেন এবং তিনি আমাদের সকল ভালো কাজের উসিলায় আমাদের নেকের পাল্লা ভারী করে দেন।
#যারা সিম্বার জন্য প্রতি মাসে ৫০০ টাকা ডোনেশন দিতে রাজি আছেন দয়া করে কমেন্ট বক্সে জানান এবং প্রয়োজনে আমাকে কল দিতে পারেন।
#আপনাদের ছোট্ট একটি দানে বেঁচে যাবে একটি অসহায় প্রাণ।

Momita Zaman Shikder
যোগাযোগের জন্য ফোন নাম্বার: 01817280413
লোকেশন: দনিয়া, রসুলপুর, যাত্রাবাড়ী, ঢাকা -১২৩৬.

 #আপডেট পোস্ট: সিম্বার জন্য এখনো কোনো পরিবার পাওয়া যায়নি 😭 পৃথিবীতে প্রায় সবাই সুন্দরের পূজারী তবে কিছু সংখ্যক লোক বা...
17/05/2023

#আপডেট পোস্ট: সিম্বার জন্য এখনো কোনো পরিবার পাওয়া যায়নি 😭 পৃথিবীতে প্রায় সবাই সুন্দরের পূজারী তবে কিছু সংখ্যক লোক বাদে 😭 সিম্বার একটি পা নেই বলে কেউ ওকে নিতে চাইছে না। তাছাড়া আমার ঘরেও রাখা সম্ভব না কেননা আমার ঘরে 36 টা বিড়াল থাকে। তাছাড়া ছোটবেলায় কুকুর বিড়াল একসাথে থাকলেও বড় হয়ে আর থাকা সম্ভব হয় না😭 তাই আমার ইচ্ছা থাকা শর্ত আমি ওকে রাখতে পারব না 😭 কিছুদিন পরেই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তারপর ওর ঠিকানা কোথায় হবে আমি জানিনা। হয়তো আবারো সেই যানজট যুক্ত রাস্তায় ফিরে যেতে হবে ওকে 😭 তাই আপনারা যদি কেউ ওকে নেন তাহলে বাচ্চা টা মাথা গোজার ঠাই পাবে এবং বেঁচে যাবে নিষ্পাপ একটি প্রাণ।

# #সিম্বার জন্য একটি পরিবার প্রয়োজন

#সিম্বা একটি ছোট কুকুরছানা। আর ১০ টা সাধনার কুকুরের মতই ওর জীবন ছিল। কিন্তু একটি দুর্ঘটনা ছোট এই বাচ্চাটির জীবন নষ্ট করে দিয়েছে। যার ফলে হারাতে হয়েছে ওর একটি পা। যার জন্য কেবল মাত্র মানুষরাই দায়ী। একটি সিএনজি সিম্বার পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয় যার ফলে ওর শরীর থেকে পা আলাদা হয়ে যায়।
#আল্লাহর রহমতে আর চিকিৎসা কারণে ও দ্রুত সুস্থ হয়ে উঠছে। কিন্তু ও ছোট হওয়ার কারণে ওকে রাস্তায় ফিরিয়ে দেওয়া সম্ভব না আর রাস্তায় ফিরিয়ে দিলেও হয়তো বেশি দিন বাঁচবে না। কেননা পা না থাকার কারণে অন্য সব কুকুরের মত ও নিজের খাবার যোগার করতে পারবেনা। তাই ওর জন্য একটি ভালো পরিবার প্রয়োজন। যেখানে ওকে নিজের সন্তানের মতো আপন করে ভালোবাসা দিয়ে রাখবে।

#যদি এমন কেউ থাকেন যে, সিম্বা কে ভালবেসে আপন করে নেবেন, ওর সকল দায়িত্ব নিবেন, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।

#সিম্বা অনেক লক্ষী ছেলে। ও সব ধরনের খাবার খায়। কোন জ্বালাতন করে না। কেবলমাত্র একটু ভালোবাসার খোঁজে।

#দয়া করে কেউ আবেগ দিয়ে ওকে নিবেন না। কেননা আবেগ কয়দিন পরে কেটে যায়। তারপর আবার ওদের ঠিকানা হয় রাস্তায়। তাই যদি কেউ সবকিছু জেনে ওকে নিতে রাজি হন তাহলেই আমাদের সাথে যোগাযোগ করবেন।

#যোগাযোগের জন্য ফোন নাম্বার: 01817280413
#লোকেশন: দনিয়া, রসুলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬

Help postআমাদের সিম্বার (কানিজ আপুর দেওয়া নাম) এমন করুন অবস্থার জন্য একমাত্র মানুষই দায়। কিছু অসভ্য মানুষের বর্বরতার ক...
04/05/2023

Help post

আমাদের সিম্বার (কানিজ আপুর দেওয়া নাম) এমন করুন অবস্থার জন্য একমাত্র মানুষই দায়। কিছু অসভ্য মানুষের বর্বরতার কারণে আজ অবলা প্রাণীগুলোর জীবন কঠিন থেকে কঠিন তর হয়ে যাচ্ছে। কিন্তু সেই সব মানুষ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত নয় বরং গর্বের সাথে বুক ফুলিয়ে বলে কুত্তা বিলাই মারলে কি হয় 😡

সিম্বার জন্য চিকিৎসার আপনাদের সহযোগিতা প্রয়োজন। সিম্বার পা টি কেটে ফেলতে হবে 😭 এছাড়াও সিম্বার পায়ে বাসা বেধেছে অসংখ্য মেগট😭😭😭

আপনাদের ছোট্ট একটু ভালোবাসা আর সাহায্যে বেঁচে যেতে পারে সিম্বা। দয়াকরে সিম্বা কে বাঁচার সুযোগ করে দিন।

(আজ সিম্বাকে সাহায্য করার জন্য আমার পাশে ছিলেন নাজমা সুলতানা আপু)

সাহায্যের জন্য বিকাশ নাম্বার: 01817280413

অসহায় প্রাণীদের জীবনে নতুন করে আর কষ্ট বাড়াবেন না 😭 এমনিতেই তাদের জীবনে দুঃখের কষ্টের শেষ নেই 😭 সম্ভব হলে এদেরকে সাহায...
04/05/2023

অসহায় প্রাণীদের জীবনে নতুন করে আর কষ্ট বাড়াবেন না 😭 এমনিতেই তাদের জীবনে দুঃখের কষ্টের শেষ নেই 😭 সম্ভব হলে এদেরকে সাহায্য করুন। আর যদি তা করতে না পারেন তাহলে ইগনোর করুন। ওদের কষ্ট দেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি।

রাস্তার অসহায় প্রাণীকে ভালোবাসুন। সাধ্যমত ওদেরকে সাহায্য করুন ❤️
30/04/2023

রাস্তার অসহায় প্রাণীকে ভালোবাসুন। সাধ্যমত ওদেরকে সাহায্য করুন ❤️

কেউ সারাদিন ঘুমায় আর কারো চোখে ঘুম নাই 😄
26/04/2023

কেউ সারাদিন ঘুমায় আর কারো চোখে ঘুম নাই 😄

পাত্রী পক্ষ দেখতে আসবে তাই একটু সাজু গুজু করলাম 😄বাণী তে কুটুস ❤️❤️❤️
26/04/2023

পাত্রী পক্ষ দেখতে আসবে তাই একটু সাজু গুজু করলাম 😄
বাণী তে কুটুস ❤️❤️❤️

  Post TVT ক্যান্সার আক্রান্ত কুকুর কে সাহায্য করুন #এই অসহায় কুকুর 2টি TVT ক্যান্সারে আক্রান্ত। ওদের কে vet মাহমুদ ভাই...
22/09/2022

Post

TVT ক্যান্সার আক্রান্ত কুকুর কে সাহায্য করুন

#এই অসহায় কুকুর 2টি TVT ক্যান্সারে আক্রান্ত। ওদের কে vet মাহমুদ ভাই কে দেখানো হয়েছে। আজ ওদের 1st কেমো দেওয়া হয়েছে। আরো 4 টা দিতে হবে। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে কুকুরগুলো এই কঠিন রোগ থেকে রক্ষা পাবে এবং তাঁরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।

#দুটি কুকুরকে কেমো দিতে মেডিসিনের জন্য খরচা হয়েছে ৮০০ টাকা। এবং অভয়ারণ্য থেকে শরীফ ভাই ওদেরকে স্পটে এসে কেমো দিয়ে গেছে তার জন্য তাকে পনেরশো টাকা দিতে হয়েছে।

#মোট প্রয়োজন: 800 × 5 = 4000
যাতায়াত : 1500 × 5 = 7500
মোট : 11500 টাকা হলে কুকুরগুলো সম্পূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ।

কুকুর গুলোর করুন জীবদ্দশা থেকে মুক্তি দিতে দয়া করে সাহায্য করুন। আমরা সকলে মিলে যদি নিজের সামর্থ্য অনুযায়ী যে যা পারি তাই সাহায্য করি তাহলে হয়তো কুকুরগুলো মরণব্যাধি ক্যান্সার রোগ থেকে মুক্তি পাবে এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে।

সাহায্যের জন্য :
বিকাশ নাম্বার : 01817280413
নগদ এবং রকেট নাম্বার: 01536231492

Copy from Momita Zaman Shikder

08/11/2021
শীতকাল এবং ক্যাট ফ্লু আমরা সাধারণত সকলেই জানি যে, শীতকাল আসার সাথে সাথেই বিড়ালদের ফ্লু হবার সম্ভাবনা বেড়ে যায় বেশ কয়...
08/11/2021

শীতকাল এবং ক্যাট ফ্লু
আমরা সাধারণত সকলেই জানি যে, শীতকাল আসার সাথে সাথেই বিড়ালদের ফ্লু হবার সম্ভাবনা বেড়ে যায় বেশ কয়েক গুণ. এই সময়টাতে আমরা দেখতে পাই আমাদের আদরের পোষা প্রাণীটি খুব সহজেই ক্যাট ফ্লুতে আক্রান্ত হয়ে যায়. তার ওপর যদি ফ্লু ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে যেকোনো সময় ফ্লু আক্রান্ত হয়ে পরে. এমনকি ফ্লু ভাইরাসের সাথে সর্বশক্তি দিয়ে লড়াই করেও টিকে থাকতে পারে না ( কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ). ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনতে থাকে আদরের বাচ্চাগুলো. আর অবশেষে হার মেনে যায় মৃত্যুর কাছে. তাই সকলের কাছে জোড়হাত মিনতি করে বলছি, যদি আপনি আপনার পোষা বিড়ালটি কে ভালবেসে থাকেন, যদি চান বিড়ালটি সুস্থভাবে বেঁচে থাকুক তাহলে বিলম্ব না করে বিড়াল গুলোকে ফ্লু ভ্যাকসিন দিন. এতে করে আপনার বিড়ালটির ফ্লুর হাত থেকে রক্ষা পাবে.
Nabil Mallick -এর সহায়তায় Animal Welfare Organization Dhonia র' পক্ষ থেকে তিনটি ছেলে বিড়াল কে (কুটুস, কদম, ক্যালাঞ্চি) 4-11-21 তারিখ রোজ বৃহস্পতিবার ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে এবং তার 14 দিন পর ওদের নিউটার করানো হবে. এছাড়াও বিশু নামের আরেকটি বিড়ালকে ঐদিন ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে এবং 14 দিন পর ওকেও নিউটার করানো হবে. বিশুর জন্য ফান্ড পোস্ট দেওয়া হয়েছিল, যারা যারা বিশু কে সাহায্য করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ. আপনাদের সহযোগিতার কারণেই বিশু তার আপন ভুবনে থাকতে পারবে সারা জীবন. ওকে আর কোনদিন আশ্রয় হারা হতে হবে না.
ক্যাট ফ্লু বিড়ালের জন্য ভয়ঙ্কর ও জীবননাশক একটি ভাইরাসজনিত রোগ. বিড়ালের বিভিন্ন অসুখ-বিসুখের মধ্যে আমি ফ্লু ভাইরাসটিকে অধিকমাত্রায় ভয় পাই. কেননা এ ফ্লুর জন্যই আমার অনেক আদরের বাচ্চাদের প্রাণ চলে গেছে. এখন হয়তো অনেকেই বলবেন কেন আমি ওদের ফ্লু ভ্যাকসিন দেইনি ? মূলত আমার ঘরে নিজের এবং রেস্কিউ করা মোট 32 টি বিড়াল রয়েছে. একটি বিড়ালকে ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজন হয় 700 টাকা আর রেবিট ভ্যাকসিন এর জন্য 300 টাকা. মোট দাঁড়ায় এক হাজার টাকা. সেক্ষেত্রে 32 টি বিড়ালের জন্য (32*1000=32000) টাকা. যা আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়. তাছাড়া একজন-একজন করে যে ভ্যাকসিনেশন করবো তাও সম্ভব হয়ে ওঠেনা. কারণ আমাকে প্রতিদিন 55 টি কুকুরের একবেলার খাবার আর 32 টি বিড়ালের তিন বেলার খাবার জোগাড় করতে হয়. যা আমার জন্য খুবই কষ্টসাধ্য একটি কাজ. তাই যদি কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান এই অসহায় বিড়ালগুলো পাশে দাঁড়ান, ওদের ভ্যাকসিন এবং Spay/Neuter এর ব্যবস্থা করে দেন তাহলে বাচ্চাগুলো সুস্থভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে.
এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের সংস্থাটির মাধ্যমে আমরা অসহায়, অসুস্থ ও রাস্তার বিড়ালদের জন্য একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি. সেখানে আশ্রয় পাবে কমপক্ষে 50 টি আশ্রয়হীন অসুস্থ বিড়াল. যাদের কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই. তবে কেন্দ্রটি একদিনে এই গড়ে উঠবে না. এর জন্য প্রয়োজন আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা. আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং আশ্রয় কেন্দ্রটি নিজ চোখে দেখতে চান, তাহলে আশ্রয় কেন্দ্র টি তে আপনাদের স্বাগতম.
সবশেষে একটি কথাই বলতে চাই কোন কাজই একার পক্ষে ঠিকঠাক করে ওঠা সম্ভব হয় না. সকলের প্রচেষ্টায় কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হয়. কথায় আছে, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ.
সাহায্যের জন্য কোন নাম্বার দেওয়া হলো না. তবে আপনারা যদি সাহায্য করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন. এছাড়াও প্রয়োজনে ইনবক্স করতে পারেন.

আমাদের গ্ৰুপ লিংক:
https://www.facebook.com/groups/408814400277855/?ref=share

লোকেশন : দনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা -1236.

সকলকে ধন্যবাদ
Momita Zaman Shikder.
Animal Welfare Organization Dhonia.

জীবনে খারাপ সময় থাকবেই তাই বলে বিচলিত হলে চলবে না. কেননা খারাপ কোন কিছুই বেশি দিন স্থায়ী হয় না. নিজের লক্ষ্য কে ঠিক করে ...
08/11/2021

জীবনে খারাপ সময় থাকবেই তাই বলে বিচলিত হলে চলবে না. কেননা খারাপ কোন কিছুই বেশি দিন স্থায়ী হয় না. নিজের লক্ষ্য কে ঠিক করে এগিয়ে যাওয়ার নামই সাফল্য.

ক্যাট ফ্লু আমার ঘরের আক্রমণ করেছে. গতকাল আমার একটি বড় বিড়াল ফ্লু তে মারা গেছে. মুমুর অবস্থাও খারাপ. সবাই আমার মুমুর জন...
01/07/2021

ক্যাট ফ্লু আমার ঘরের আক্রমণ করেছে. গতকাল আমার একটি বড় বিড়াল ফ্লু তে মারা গেছে. মুমুর অবস্থাও খারাপ. সবাই আমার মুমুর জন্য দোয়া করবেন. যাতে করে দ্রুত সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠে. আমিন.

কাইউ ও মুমু দুই বোন. কাইউ আমাদের মাঝে আজ আর নেই. রয়ে গেছে ওর স্মৃতিগুলো. এক মুহূর্তের জন্য ও  আমি আমার বাচ্চাটাকে ভুলতে...
28/06/2021

কাইউ ও মুমু দুই বোন. কাইউ আমাদের মাঝে আজ আর নেই. রয়ে গেছে ওর স্মৃতিগুলো. এক মুহূর্তের জন্য ও আমি আমার বাচ্চাটাকে ভুলতে পারিনি. তবে কাইউ মারা যাওয়ার পর থেকে মুমু একদম চুপচাপ হয়ে গেছে. সারা দিন মনমরা হয়ে থাকে.

একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে আর তা হল কঠোর লকডাউন. রাস্তার অবলা অসহায় প্রাণী গুলোকে কিভাবে খাবার দিতে যাব? আর খাবার না...
26/06/2021

একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে আর তা হল কঠোর লকডাউন. রাস্তার অবলা অসহায় প্রাণী গুলোকে কিভাবে খাবার দিতে যাব? আর খাবার না পেলে ওরা অসুস্থ হয়ে মারা যাবে. সব কথার এক কথা পেট তো কঠোর লকডাউন মানে না. তাই আমাকে অসহায় অবলা রাস্তার প্রাণীগুলোর জন্য বার হতেই হবে. আমি আমার নিজের জন্য কখনো ভাবি না. কিন্তু এই লকডাউন এর জন্য অবলা অসহায় প্রাণী গুলো না খেয়ে থাকবে সেটা হতে দেওয়া যায় না.

দৃষ্টি আকর্ষণসোমবার থেকে শুরু হচ্ছে কঠিন লকডাউন, তার মধ্যে আবার বর্ষাকাল, এই সময়টাতে রাস্তার অসহায় প্রাণী গুলো পড়ে চর...
25/06/2021

দৃষ্টি আকর্ষণ
সোমবার থেকে শুরু হচ্ছে কঠিন লকডাউন, তার মধ্যে আবার বর্ষাকাল, এই সময়টাতে রাস্তার অসহায় প্রাণী গুলো পড়ে চরম বিপদে, একে তো থাকার জায়গা নেই ক্ষণে ক্ষণে বৃষ্টিতে ভিজতে হয় তার ওপর কপালে জোটে না একটু খাবার. তাই দয়া করে এই সময়টাতে আপনার আশে-পাশের অবলা, অসহায় প্রাণীগুলোর একটু খোঁজ-খবর রাখুন. সামান্য কিছু হলেও ওদেরকে খেতে দিন. এছাড়াও আপনার ঘরের বাসি জুটা খাবারগুলো পলিথিনে মুড়ে ময়লা ডাস্টবিনে না ফেলে কোন অসহায় প্রাণী কে দিন, এতে করে আপনার খাবারটি যেমন অপচয় হবে না তেমনি একটি অসহায় প্রাণী কিছু খেতে পাবে. এছাড়াও এই সময়টিতে যদি কোন অসহায় প্রাণী আপনার বাড়ির আঙিনায় আসে দয়া করে তাকে তাড়িয়ে দিবেন না. সামান্য সময়ের জন্য হলেও ওদেরকে আশ্রয় দিন. মনে রাখবেন আল্লাহ পাক আমাদের প্রতিটি কাজের হিসাব নিবেন এবং প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দিবেন.

Momita Zaman Shikder

Please use your Mask. Avoid COVID-19 yourself and help others to survive. Model: kodom
25/06/2021

Please use your Mask. Avoid COVID-19 yourself and help others to survive.
Model: kodom

আলহামদুলিল্লাহ টাইগার এখন আগের থেকে অনেক সুস্থ আছে, নিয়মিত ঠিকঠাক খাবার খাচ্ছে, এবং লক্ষী ছেলে হয়ে সারাদিন ঘরেই থাকছে,...
25/06/2021

আলহামদুলিল্লাহ টাইগার এখন আগের থেকে অনেক সুস্থ আছে, নিয়মিত ঠিকঠাক খাবার খাচ্ছে, এবং লক্ষী ছেলে হয়ে সারাদিন ঘরেই থাকছে, তবে কেউ যদি টাইগারের খাবারের দায়িত্ব নিতে চান খুব উপকার হয়, এতে করে একটি অসহায় প্রাণী যতদিন বেঁচে থাকবে তার খাবারের জন্য চিন্তা করতে হবে না.

বৃষ্টির আমাদের কাজে বড় একটি বাঁধা তবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পেরেছি.
22/06/2021

বৃষ্টির আমাদের কাজে বড় একটি বাঁধা তবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পেরেছি.

চুরি করে মাছ খাওয়ার মজাই আলাদা 😁😁😁
18/06/2021

চুরি করে মাছ খাওয়ার মজাই আলাদা 😁😁😁

18/06/2021

আমাদের "Animal Welfare Organization Dhonia" বিভিন্ন কর্মকাণ্ডের সামান্য অংশ বিশেষ. যারা যারা আমাদের এই সেবামূলক কাজটিতে অনুপ্রেরণা যুগিয়েছেন এবং অসহায় প্রাণীগুলোর খাদ্যের যোগান দিয়ে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ.

কলিজার একটি অংশ
18/06/2021

কলিজার একটি অংশ

Address

Rasulpur Dhonia
Dhaka
1236

Telephone

+8801536231492

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animal Welfare Organization Dhonia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animal Welfare Organization Dhonia:

Share

Category