Sherus PET SHOP

Sherus PET SHOP All kinds of pets item available
(10)

পোষা প্রাণীর মালিকদের জন্য সুখবর !!!  আমাদের পেজ থেকে ৩ টি প্রোডাক্টস ক্রয় করিলে পেয়ে যাবেন গিফট।  তাই দেরি না করে আপনার...
22/09/2023

পোষা প্রাণীর মালিকদের জন্য সুখবর !!!
আমাদের পেজ থেকে ৩ টি প্রোডাক্টস ক্রয় করিলে পেয়ে যাবেন গিফট। তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টস টি ORDER করে ফেলুন।

বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডেড পেট ফুড, লিটার, একসেসোরিজ, খেলনাসহ সকল প্রয়োজনীয় প্রোডাক্টস নিয়ে এসেছে Sherus PET SHOP আমরা সুলভ মূল্যে আমদানিকৃত এবং উচ্চমানের পণ্য দিয়ে থাকি। আর তাই আপনি থাকবেন নিশ্চিন্ত সবসময়।

এছাড়াও পাবেন -
ফাস্ট ডেলিভারি
হাই কোয়ালিটি প্রোডাক্ট
১০০% অরিজিনাল ও ইমপোর্টেড প্রোডাক্ট

অর্ডার প্রসেস :
আপনার পছন্দের প্রোডাক্টটি পেতে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করুন অথবা
ফোন করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি অর্ডার করুন:
+88 01973224280 ( হোয়াটস অ্যাপ )
অথবা কল করুন

আপনাদের পাশে আছিএবং থাকবো সবসময়

17/09/2023

AGAIN BACK Sherus PET SHOP
ALL KIND OF PETS ITEAM AND FOOD AVAILABLE ❤️

পোস্ট টা পড়তে পড়তে কখন যে চোখের কোনে পানি জমে গেলো বুজতেই পারিনি..  🙂**কিয়ামতের দিন**রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত ।  ...
05/04/2023

পোস্ট টা পড়তে পড়তে কখন যে চোখের কোনে

পানি জমে গেলো বুজতেই পারিনি.. 🙂

**কিয়ামতের দিন**

রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত । পুলসিরাত, মিযানের পাল্লা,হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।

রাসূল (স:) জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'

ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।

পেরেশান, তিনি হয়রান!!!

অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷

আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'

তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'

আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'

নবী (স:) বলবেন- 'না, যাবো না!'

আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'

নবী (স:) বলবেন- 'না, পড়বো না!'

আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'

নবী (স:) বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।

কিয়ামতের দিন এক রাসূল (স:) ছাড়া কেউ কাউকে চিনবেনা।

অতএব রাসূল এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাই কে হেদায়াত দান করুক আমিন 🤲

ও ম্যাডাম........লেখকদের বলে দিয়েন আমাদের ভালোবাসার কথাও বইয়ে লিখতে❤️❤️আমরাও স্রষ্টার সৃষ্টি ❤️এই পৃথিবী আমাদেরও ❤️একটু ...
11/02/2023

ও ম্যাডাম........

লেখকদের বলে দিয়েন আমাদের ভালোবাসার কথাও বইয়ে লিখতে❤️❤️

আমরাও স্রষ্টার সৃষ্টি ❤️

এই পৃথিবী আমাদেরও ❤️

একটু ভালোবাসা আমরাও ডিজার্ভ করি ❤️❤️❤️

১৪ ই  ফেব্রুয়ারি যারা সিঙ্গেল তাদের  🤭তাদের জন্য
02/02/2023

১৪ ই ফেব্রুয়ারি যারা সিঙ্গেল তাদের 🤭তাদের জন্য

And then proceeds to not receive the package or the call 🙃🥲
31/01/2023

And then proceeds to not receive the package or the call 🙃🥲

🌙 We ask Allah to let us reach the month of Ramadan and to be of the successful. Aameen ❤
31/01/2023

🌙 We ask Allah to let us reach the month of Ramadan and to be of the successful.

Aameen ❤

আর্জেন্ট এডপশন পোস্টদুই বাচ্চা সহ মাকে এডপশনে দেবো। খুব প্লেফুল ও মিশুক।দুদিন আগে বাড়ির দারোয়ানকে খেয়ে ফেলছিল,আবার সামনে...
30/01/2023

আর্জেন্ট এডপশন পোস্ট
দুই বাচ্চা সহ মাকে এডপশনে দেবো। খুব প্লেফুল ও মিশুক।দুদিন আগে বাড়ির দারোয়ানকে খেয়ে ফেলছিল,আবার সামনে আমার এক্সাম।তাই আম্মু বাসায় রাখতে রাজি হচ্ছে না।কেউ এডপ্ট না নিলে রাস্তায় ছেড়ে দেয়া ছাড়া উপায় থাকবে না।
লোকেশনঃ পুরান ঢাকা
বাচ্চাদের বয়সঃ ২মাস
পটি ট্রেইনঃ কাঠের গুড়া,বালু
ফুড হ্যাবিটঃ মানুষের মাংস,গরুর মাংস থেকে শুরু করে সব প্রাণীর মাংসই খায়।
আজীবনের দায়িত্ব নিয়ে পালবেন।এডপশন পেপার আর ডেথ পেপারে সাইন করে নিতে হবে একসাথে।
ধন্যবাদ 🙂

Don't make fun of someone who cries over the loss of a pet. Sometimes, it's better than a thousand friends ♥️   You are ...
30/01/2023

Don't make fun of someone who cries over the loss of a pet. Sometimes, it's better than a thousand friends ♥️

You are invited to join our Group 👉👉 SHSHERUS Pet ShopeSHERUS Pet ShophSHERUS Pet Shop

24/01/2023

মেসের খালাকে জিজ্ঞেস করলাম, "মাছ ধুয়ে রান্না করেন না?"

খালা পান খাওয়া দাতগুলা বের করে হাসি দিয়ে বললো, "মাছ তো পানিতেই থাকে, আবার ধোয়ার কি দরকার!"🙂

KHELA SESH🤣😅😅
24/01/2023

KHELA SESH🤣😅😅

নিয়মিত গ্রুমিং করা একটি বিড়াল/কুকুরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দিনের একটা সময় প্রাণীর সারা শরীর ব্রাশ করে দেওয়া অ...
17/01/2023

নিয়মিত গ্রুমিং করা একটি বিড়াল/কুকুরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দিনের একটা সময় প্রাণীর সারা শরীর ব্রাশ করে দেওয়া অত্যন্ত জরুরি। এটা ম্যাসেজ হিসাবে কাজ করবে এবং পরজীবী হতে বাধা দান করে।

বিড়াল /কুকুরের গ্রুমিং এর জন্য সারা পৃথিবীতে নরম এই গ্লাভস ব্যবহার করা হয়। নিয়মিত ব্রাশ করলে আপনার বিড়াল/কুকুরের শরীর জুড়ে রক্ত চলাচল করতে এটি সাহায্য করে।
Grooming এর প্রয়োজনীয়তা –
১) এটা চর্মরোগ, ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মুক্ত রাখে।
২)বিড়ালের গায়ে উকুন ও পোকা বংশবৃদ্ধি করতে পারে না।
৩) সাধারন পরিষ্কার পরিচ্ছন্নতা।
৪) এর ফলে কোনো অসুখ, ক্ষত, ভাঙ্গা সহজে চোখে পরে এবং চিকিৎসা করা সহজ হয়।
৫) বিড়াল এবং মালিকের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়।
৬) অনেকের বিড়াল পরজীবি আক্রান্ত। নিয়মিত গ্রুমিং করালে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

🥺🥺🥺
15/01/2023

🥺🥺🥺

আপনার  আদরের পোষা প্রাণীর জন্য  নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটি  কেনাকাটা   করলেই পেয়ে যাবেন ৫% ডিসকাউন্ট। এছাড়াও পাবেন -...
12/01/2023

আপনার আদরের পোষা প্রাণীর জন্য নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটি কেনাকাটা করলেই পেয়ে যাবেন ৫% ডিসকাউন্ট।

এছাড়াও পাবেন -
🌟 ফাস্ট ডেলিভারি
🌟 হাই কোয়ালিটি প্রোডাক্ট
🌟 ১০০% অরিজিনাল ও ইমপোর্টেড প্রোডাক্ট

অর্ডার প্রসেস :
আপনার পছন্দের প্রোডাক্টটি পেতে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করুন অথবা
ফোন করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি অর্ডার করুন:
+88 01973224280 ( হোয়াটস অ্যাপ )

আপনাদের পাশে আছিএবং থাকবো সবসময়

10/01/2023

পশু হাসপাতাল এক অদ্ভুত জায়গা, এখানে চিকিৎসা হয় পশুর, আর খাতায় নাম লেখা হয় মালিকের৷
যেমন - নামঃ সাদিয়া
সমস্যাঃ লেজে ঘাঁ 🙂🤣

Address

Wari
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Sherus PET SHOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sherus PET SHOP:

Videos

Share

Category


Other Pet Stores in Dhaka

Show All