#সতর্কিকরন
নাপা বিড়াল এর জন্য না। দয়া করে কোন কারনেই বিড়াল কে নাপা দিবেন না।
নাপা বিড়াল এর শরীরে বিষ এর কাজ করে।
দেখুন বাচ্চাটার চোখ মুখ ফুলে গেছে, মুখের ভিতর বিবর্ন হয়ে গেছে।
#animallover
#cat
#poison
#NAPA
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সন্তান সমতুল্য বলতে রাজী না।সন্তান বলতেই বেশি COMFORT. ভয়ঙ্কর
ফাঙ্গাল এ মৃত্যু সয্যায় ছিল। আলহামদুলিল্লাহ এখন তারা পুরোপুরিই সুস্থ। হঠাৎ করে পেট খারাপ তাই আবার আসতে হল।সবাই দোয়া করবেন তাদের জন্য।
#lina বাবু ব্যাথা পেয়েছে। সে নিজের নাম বলতে পারে।মন খারাপ তাই কথা বন্ধ। সবাই দোয়া করবেন।ভেট ভাইয়ার অপেক্ষায়।
Feline Panleukopenia তে আক্রান্ত বাচ্চাটির IV Saline সহ বাকি চিকিৎসা চলছে।
এই ভাইরাস জনিত রোগটি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার বিড়াল কে ভ্যাক্সিন করান সময়মতো।অবহেলায় আপনার বাচ্চার জীবনকে ঝুঁকির মুখে না ফেলে নিয়মিত ভ্যাক্সিন করান।
ভ্যাক্সিনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ক্লিনিকে।
ফানগাল ইনফেকশন এ ভয়াবহ অবস্থা বাচ্চা গুলোর।
ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
Pet Care zone
D block, 9 Number road, 3 number house, Pakhi Bazaar, Mirpur 1
Call : 01703-449996
Fur cleaning brush review.
It's very helpful and very useful.
Inbox for order.
Stock limited
সব বিড়াল মালিক তার বিড়ালের প্রতি অসম্ভব যত্নবান এই বিষয়ে মোটেও সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু
সব বিড়াল মালিক তার বিড়ালের প্রতি অসম্ভব যত্নবান এই বিষয়ে মোটেও সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু ঘটনা বা দুর্ঘটনা খুবই পীড়াদায়ক, মেনে নিতে খুব কষ্ট হয়।
বিড়ালটার গলায় রাবার পেচিয়ে ছিল সম্ভবত অনেকদিন। গলা সহ কাঁধ সব অংশ কেটে গেছে। গলায় এমন ভাবে কেটেছে যে খাদ্যনালী এবং শ্বাসনালী খুব কাছাকাছি অংশ পর্যন্ত চলে গেছে। খুবই আসার কথা বিড়ালটি হয়তো দ্রুত সুস্থ হয়ে যাবে এবং বিড়ালের মালিক অনেকদিন পরে হলেও গলায় রাবার পেচিয়ে আছে বিষয়টা বুঝতে পেরেছেন।
আপনার পোষা প্রাণীদের প্রতি যত্নবান হোন। প্রয়োজনে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন যেন সঠিক চিকিৎসা ঠিক সময়ে প্রাপ্ত হয়।
ধন্যবাদান্তে
Dr. Md. Rabiul Hasan
Pet Animal Consultant
PGD (EnvA, France); MS (SAU, Dhaka);
BSc. Vet. Sci. & A. H. (SAU, Dhaka);
Cell: 017 23 649 754
Max hair Trimming time.
Max hair Trimming time.
Minus' X-ray is going on.
Keep Praying 🙏
Address: 10/28, Block-C, Tajmahal Road (South Side of Kisoloy School), Mohammadpur, Dhaka.
Pet Care Clinic
Cell: 01703449996
###Google map-
https://maps.app.goo.gl/5ZvptNd2imPw5bHW9
বাচ্চাটা গত মার্চ মাসে উপর থেকে পড়ে গিয়ে মেরুদন্ড ভেঙ্গে ফেলে। পরবর্তীতে 30 মার্চ প্লাস্টার করা হয়।
এখন পর্যন্ত সবকিছুই ভালো আছে খাওয়া-দাওয়া, পটি, পি। আশাকরি খুব সল্প সময়ের মধ্যেই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আগের মত হাঁটাহাঁটি করবে।
Follow Up After 24 days.
Masha Allah.
Keep your pet safe.
Dangerous 🥺😀🙈