Heart Lock Pet Courier

Heart Lock Pet Courier Heart Lock Pet Service Bd
Your Pet's Travelling Partner
We Can Safely Transport Pet's All over world.
(31)

Heart Lock Pet Service এর সম্মানিত সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন।
আমাদের এই পেজ টি শুরু করার পর থেকেই আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।। চলার পথে অনেকের ভালোবাসা যেমন অর্জন করতে পেরেছি ঠিক উল্টো অনেকের ভালোবাসা পেতে আমরা ব্যার্থ হয়েচি।
এইখানে নতুন, পুরতন অনেক সদস্যই আছেন যারা আমাদের অনেক নিয়ম কানুন এখনও জানেন না।
আপনাদের সুবিধার জন্য আজকে কিছু বিষয় পরিষ্কার করতে পোস্ট করা



�আপনার আদরের বিড়াল/কুকুর আমাদের কাছে কোনো পণ্য না। আপনার পোষ্যকে যথাযথ সতর্কতার সঙ্গে আমরা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিয়ে থাকি।
� ঢাকার মধ্যে কোনো বিড়াল/কুকুর পরিবহনে আমরা আমরা রিক্সা, বাস এগুলো ব্যাবহার করি না। শুধুমাত্র সিএনজি বা প্রাইভেট গাড়িতে বিড়াল ট্রান্সপোর্ট করি।
কুকুরের ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রাইভেট কার।
� ঢাকার বাহিরে বিড়াল/কুকুর ট্রান্সপোর্ট করার সময় মালিকের কথা অনুযায়ী এসি/নন এসি বাস, লঞ্চ দিয়ে ট্রান্সপোর্ট করে থাকি। অবশ্যই চার্জ এর উপর নির্ভর করে এটা। (কুকুরের ট্রান্সপোর্ট শুধুমাত্র প্রাইভেট কারে সার্ভিস।
� আমরা কোনো প্রকার বস্তা, ঠুঙ্গা, বিস্কিট এর কার্টুন, বাজারের ব্যাগ এগুলো দিয়ে ট্রান্সপোর্ট করি না। আমাদের কাছে বিড়ালের/কুকুরের নিরাপত্তা মানুষের বাচ্চার মতই সব সময়।
� কারো ঝুড়ি না থাকলে আগেই জানিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা নিজেরা আমাদের ঝুড়ি দিয়ে সার্ভিস দিবো। যদিও RFL এঁর ঝুড়ি আমরা ব্যাবহার করি না।
� বিড়াল/কুকুর কে ট্রান্সপোর্ট করার আগে বিড়ালের/কুকুরের কোনো প্রকার সমস্যা জ্বর, ঠান্ডা, পাতলা পটি, ডাইরিয়া, নিশ্বাস এর সমস্যা থেকে থাকলে কোনো টাই গোপন করা যাবে না । এক্ষেত্রে বিড়াল/কুকুর ট্রান্সপোর্ট এ কিছু হলে বা মারা গেলে আমরা এর কোনো দায় নিবো না।
� অনেক বিড়াল/কুকুর বাসার বাহিরে পরিবেশে আসলে অনেক ভয় পায়। অনেক কান্না করে থাকে। অনেক সময় জিভ বের করে হাঁপাতে থাকে। এই বিষয় গুলো মানিয়ে নিতে হবে। এইক্ষেত্রে আমাদের নিজেদের ও কিছু করার নাই।
�৩ মাসের অধিক বয়সের বিড়ালের/কুকুরের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন করানো থাকতে হবে। আর না করানো থাকলেও আমাদেরকে জানাতে হবে।( কোনো বিড়াল/কুকুর এর rabies থাকলে সতর্ক থাকার জন্যই)
� ট্রান্সপোর্ট করার সময় যদি ভয় পেয়ে স্ট্রোকে, অ্যাকসিডেন্ট করে কোনো বিড়াল/কুকুর মারা যায় সেই ক্ষেত্রে আমাদের কোনপ্রকার দোষারূপ করা যাবে না।। অলৌকিক কোনো বিষয় এর উপর আমাদের কারো কোনো কিছু করার থাকে না। বিষয় গুলো জেনেই বিড়াল দিবেন।
� আপনার বিড়ালের/কুকুর আচরণ যদি দুষ্ট প্রকৃতির হয় আর সে যদি ঝুড়ি ভেঙ্গে বের হয়ে যায় আমরা কোনো দায় নিবো না। কারণ আপনার আদরের বিড়াল আমরা যতক্ষণ ভালো থাকবো ঠিক ততক্ষণ ওদের ভালো রাখবো এই প্রতিজ্ঞা করি আমরা। কিন্তু আপনার বিড়াল যদি ঝুড়ি ভেঙে বের হয়ে যায় সেক্ষেত্রে Heart Lock Pet Service এঁর দায় নিবে না।
�২ মাসের অধিক বয়সের দেশি বিড়ালের ক্ষেত্রে একবার বিড়ালকে ঝুড়িতে ঢুকানোর পরে ঝুড়ি লক করে দেয়া হবে। বিড়াল গন্তব্যে পৌঁছানোর আগে পর্যন্ত ঝুড়ি কোনোভাবেই খোলা হবে না। কারণ আপনার বিড়াল হারিয়ে গেলে আপনি কিন্তু আমাদের ছাড় দিবেন না।
� আপনার বিড়ালের/কুকুরের দ্বারা আমাদের কোন ট্রান্সপোর্টের কর্মীর কিছু হলে এঁর সম্পুর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে।
� বিড়ালের/কুকুরের ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে ১ জন মানুষের আপনার লোকেশন এ যাওয়া এবং ফেরত আশা, ট্রান্সপোর্ট খরচ, শ্রম এবং অনুসাঙ্গিক আরো কিছু বিষয় জড়িত থাকে। তাই এই বিষয় গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করার অনুরুদ থাকবে।
� কুকুরের ট্রান্সপোর্ট এর জন্য প্রাইভেট কারে সার্ভিস দেয়ায় অনেক বিষয় জড়িত থাকে।
� বিড়াল/কুকুর যার কাছে পৌঁছে দিতে হবে ওনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এগুলো ভালোমত দিতে হবে। কারণ অনেক সময় ঠিকানা মতো বিড়াল/কুকুর নিয়ে যাবার পর ওনারা সময়মতো ফোন পিক করেন না বা মোবাইল বন্ধ করে রাখে। এইক্ষেত্রে আমাদের অনেক বিড়ম্বনার শিকার হতে হয়।
�অনলাই প্লাটফর্মে এগিয়ে থাকার জন্যে রিভিউ ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আর তাই আমরা আমদের থেকে ১০০% করার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ করবো। এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।আপনার আমানত সহিসালামত পৌছিয়ে দিতে পারলেই আমরা স্বার্থক।

� উপরোক্ত বিষয় গুলো ভালো মত পর্যালোচনা করে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে জানাবেন।
� সকল বিষয় বস্তু ভালো মত পড়ে আপনার মূল্যবান সিদ্ধান্ত নিতে পারেন।

কিছু বিষয়ে ঢাকঢোল পিটিয়ে কাজ করতে হয় না।কাজ করে নিজেদের সক্ষমতা প্রকাশ করা শ্রেয়।Alhumdulillah একারণেই তো Pet Servic...
27/06/2024

কিছু বিষয়ে ঢাকঢোল পিটিয়ে কাজ করতে হয় না।
কাজ করে নিজেদের সক্ষমতা প্রকাশ করা শ্রেয়।
Alhumdulillah একারণেই তো Pet Service BD Ltd. ও Heart Lock Pet Courier এর বন্ধন টা ছিলো, আছে, থাকবে ইনশাআল্লাহ্।
ওনাদের যাত্রা ও লন্ডন ।

26/06/2024


আপডেট গুলো দিতে দেরী হয় নিজেদের অলসতার কারণেই। কাজ তো হয়ে যায়। কিন্তু কাজের শেষে আর অনেক সময় আপডেট গুলো সময়মত দেয়া হয় না। এইজন্য দুঃখিত।
এই বাবুর সার্ভিস দেয়া হয়েছে ঢাকা থেকে #ফেনী জেলায়।
:HLPS 1728


26/06/2024


#ওয়ারি টু #গাজীপুর
পৌঁছে দেয়া ভালোবাসার পোষ্য এক শান্তির কাজ।
:HLPS 1727

25/06/2024


#ঢাকা থেকে নিয়ে #বরিশাল এ পৌঁছে দেয়া হয়েছিলো ওনাকে। খুবই মিষ্টি একটি বাবু ছিলো।
:HLPS 1726


  গরমে চরমে কেও বের হতে না চাইলেও আমরা কিন্তু ঠিক ই বের হই বাবুদের পৌঁছে দিতে।এই বাবুকে  #ঢাকা থেকে নিয়ে  #কোম্পানীগঞ্জ...
25/06/2024


গরমে চরমে কেও বের হতে না চাইলেও আমরা কিন্তু ঠিক ই বের হই বাবুদের পৌঁছে দিতে।
এই বাবুকে #ঢাকা থেকে নিয়ে #কোম্পানীগঞ্জ এ পৌঁছে দিতে পারি আমরা।
:HLPS 1725

23/06/2024

#আলহামদুলিল্লাহ্
ভালোবাসার পোষ্যকে কেও চায় না দূরে কোথাও রেখে যেতে। আগে যদিও দেশের বাহিরে পোষ্য নিয়ে যাওয়ার বিষয়টি অনেক কঠিন, সময়সাপেক্ষ ও অনেক ঝামেলার বিষয় ছিলো। কিন্তু বর্তমানে দেশের একমাত্র ইন্টারন্যাশনাল পেট ট্রান্সপোর্ট সার্ভিস দেয়া কোম্পানি Pet Service BD Ltd. বিষয়টি কে সহজ ও ঝামেলামুক্ত করে তুলেছে। আর এইজন্যই তো অনেক পোষ্য ভালোবাসার পরিবারে সকল সময়ে সাথেই থাকতে পারছে। এই যেমন এই বাবুটা বাংলাদেশ থেকে #আমেরিকা তে পৌঁছে গিয়েছে। আর আমরা মানে Heart Lock Pet Courier তো দেশের অভ্যন্তরের সার্ভিস টুকু দিয়ে যাচ্ছি ওদেরকে প্রতিনিয়তই।
:HLPS 1724


  বিদেশ যাওয়ার আগেই সকল পোষ্যদের কিছু কার্যক্রম থাকে। আর এই বিল্লু বাবুদের ও বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অগানো ...
23/06/2024


বিদেশ যাওয়ার আগেই সকল পোষ্যদের কিছু কার্যক্রম থাকে। আর এই বিল্লু বাবুদের ও বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অগানো হচ্ছে। ওদের ভেট চেকআপ করিয়ে ওদেরকে দিয়ে আসার দায়িত্বও ছিলো Heart Lock Pet Courier এর। আমরাও সেটা সম্পন্ন করেছি। প্রসঙ্গত বলে রাখা ভালো শুধুমাএ ঢাকা সিটি তে ২০+ ভেটেনারী চেম্বারে সরাসরি ট্রান্সপোর্টের সার্ভিস দেয়া হয় আমাদের দ্বারা alhumdulillah।
:HLPS 1723

Heart Lock Pet Courier জন্মের ৪বছর হয়ে গেলো। কয়েকহাজার পোষা প্রাণী এইদিক থেকে ঐদিকে, এক শহর থেকে ভিন্ন শহরে, এক এলাকা ...
22/06/2024

Heart Lock Pet Courier
জন্মের ৪বছর হয়ে গেলো। কয়েকহাজার পোষা প্রাণী এইদিক থেকে ঐদিকে, এক শহর থেকে ভিন্ন শহরে, এক এলাকা থেকে অন্য এলাকায়, এক বিভাগ থেকে অন্য বিভাগে, এক ব্যক্তি থেকে অন্য ব্যাক্তির নিকট পৌঁছে দিয়ে এসেছে। এখনও আমাদের সার্ভিস চলমান রয়েছে। এর মধ্যে কত কত প্রাণের সাথে আমাদের সম্পর্ক হয়েছে। কত কত প্রতিষ্ঠান, কত নামি দামি ব্যাক্তির কাজ করা হয়েছে আল্লাহর অশেষ রহমতে।
বৈধ উপায়ে ব্যাবসা চালানোর জন্য সরকারি নিবন্ধন, অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এইটুকু বলতেই পারি আমি নিজে ও আমাদের টীম মেম্বার দ্বারা এখন পর্যন্ত এমন কোনো ঘটনা হয়নি যে আমরা সার্ভিস না দিয়ে কোনো প্রকার উল্টা পাল্টা করেছি। হ্যাঁ এটা বলতে পারি দীর্ঘ এই পথচলায় অনেকের সাথে হয়তো কথা কাটাকাটি, ভূল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আবার আমরা সমাধান ও করেছি যেটুকু পেরেছি। আমাদের সার্ভিস নিয়ে অনেকের মুখে যেমন হাসি ফুটেছে আবার হয়তো কারো কারো মনে কষ্ট ও লাগতে পারে কোনো কারণেই।। কিন্তু হ্যাঁ পোষা প্রাণী দের কে সর্বোচ্চ সতর্কতা, নিরাপদ, আরামদায়ক ও দ্রুততার সঙ্গে সার্ভিস প্রদানের ক্ষেত্রে আমরা সচেষ্ট সকল সময়।
দোয়া করবেন আমাদের আগামীর পথচলার জন্য।

    to    :HLPS1722
22/06/2024


to
:HLPS1722

22/06/2024


:HLPS 1721
টু


22/06/2024

এইদেশে কোনো একটা কাজ আপনি শিখে করতে আসবেন দেখবেন একটা সময়ই আপনি মূল্যহীন হয়ে যাবেন। কারণ ঐযে আমরা কপি তে আসক্ত। কাজ গুলো কীভাবে হয়, কোন ক্ষেত্রে কোন সূত্র এপ্লাই করতে হবে, কীভাবে করলে কোনটা হবে এগুলো সম্পর্কে ধারণা না নিয়েই অনেকেই চলে আসে কপি ব্যবসা করতে। ফলাফল টা খুব যে একটা ভালো হয় তা কিন্তু না।। না দিতে পারে প্রপার কোনো সেবা আর না দিতে পারে সন্তুষ্টি। ফলাফল Red Flag

21/06/2024


#চট্টগ্রামের মাটি থেকে ওকে নিয়ে আসা হয়েছে #নারায়ণগঞ্জ এর মাটিতে। এসি গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে ই এসেছেন ওনি।
:HLPS 1720



21/06/2024


#ঢাকা টু #কুমিল্লা
: HLPS 1719


20/06/2024


#ঢাকা টু #সিলেট
পৌঁছে দিয়ে ভালোবাসা পাওয়া এটাই তো কাজ আমাদের।
:HLPS 1718

এই সেই ছাগল। কি যে পাওয়ার এই ছাগলের ভাই রে ভাই। কয়েকজনের গদি নাড়িয়ে দিয়ে এই ছাগল দিব্যি এখনও ঘাস লতা চিবুচ্ছে।। বাপ...
19/06/2024

এই সেই ছাগল। কি যে পাওয়ার এই ছাগলের ভাই রে ভাই। কয়েকজনের গদি নাড়িয়ে দিয়ে এই ছাগল দিব্যি এখনও ঘাস লতা চিবুচ্ছে।। বাপ পোলাকে চিনে না, রাজস্থান হয়ে গেলো যশোর আরোও কত কিছু।
ছবি:

19/06/2024


#খিলগাঁও টু #টঙ্গি
:HLPS 1717

18/06/2024


:HLPS 1716
#গাজীপুর টু #ঢাকা


18/06/2024


#ঢাকা টু #বিয়ানীবাজার
:HLPS 1715

18/06/2024

Alhumdulillah
এইবারে প্রথম বারের মত কোরবানির গরু ডেলিভারী দিয়েছিলো Heart Lock Pet Courier
অনেকের কাছে বিষয়টি হয়তো অদ্ভুত মনে হতে পারে। আসলে বিষয়টি আমাদের কাছেও নতুন এক অভিজ্ঞতা ছিল। Ideal Agro এর কর্ণধার আমাদের বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল। আলহামদুলিল্লাহ্ আমরা ও কথামত কাজ করতে পেরে সন্তুষ্ট। আমাদের মাধ্যমে প্রায় ৩০ টি গরু ঢাকার ভিতরে ও বাহিরে বিভিন্ন জায়গায় হস্তান্তর করা হয়েছিলো। কোরবানির পশু ডেলিভারী তে সর্বোচ্চ পরিমাণ সতর্কতা অবলম্বন করে ডেলিভারী গুলো পরিচালনা করতে হয়েছিলো। কারণ কয়েক লক্ষাধিক টাকার পশু আর সাথে কোরবানির পশু দায় টা ও প্রচুর।

16/06/2024

সকলকে জানাই ঈদুল আযহা এর আন্তরিক শুভেচ্ছা
ঈদ মোবারক

প্রথমেই দুঃখিত বলে নিচ্ছি। আমাদের অনেকগুলো কাজের আপডেট এখনও দেয়া হয়নি।কাজ গুলো সম্পন্ন হয়েছে ঠিকঠাক মতই কিন্তু ব্যস্ত...
14/06/2024

প্রথমেই দুঃখিত বলে নিচ্ছি। আমাদের অনেকগুলো কাজের আপডেট এখনও দেয়া হয়নি।
কাজ গুলো সম্পন্ন হয়েছে ঠিকঠাক মতই কিন্তু ব্যস্ততার কারণে ও পারিবারিক কিছু বিষয়ে বেস্ত থাকায় পোস্ট দেয়া হচ্ছে না।। আমরা কথা দিচ্ছি একটু ফ্রী হলেই আপডেট গুলো পোস্ট করা হবে।

VVIP ব্যাক্তির কুকুর খুশিতে আত্মহারা
13/06/2024

VVIP ব্যাক্তির কুকুর
খুশিতে আত্মহারা

কুকুর , বিড়াল নিয়ে নেতিবাচক কোন খবর প্রকাশ হলেই আমরা মানব সমাজ নেমে যাই এঁদের নিধন করতে। দুনিয়া থেকে বিদায় না করা পর...
12/06/2024

কুকুর , বিড়াল নিয়ে নেতিবাচক কোন খবর প্রকাশ হলেই আমরা মানব সমাজ নেমে যাই এঁদের নিধন করতে। দুনিয়া থেকে বিদায় না করা পর্যন্ত যেমন আমাদের নিস্তার নাই এমন মনোভাব পোষণ করি। কিন্তু পক্ষান্তরে যখন কুকুর বিড়াল নিয়ে কোনো ইতিবাচক তথ্য প্রকাশ হয় তখন আমরা কি করি তাঁদের? কোনো ভাবে কি তাঁদের পুরস্কৃত করি? ২০টি গরুকে চুরির হাত থেকে রক্ষা করা কুকুরকে চোরেরা কুপিয়েছে রাগের বশে। জানিনা এখন কুকুরটা কেমন আছে?

12/06/2024


#ঢাকা টু #কুমিল্লা
:HLPS 1714



10/06/2024


#নারায়ণগঞ্জ থেকে নিয়ে #চট্টগ্রামে পৌঁছে দেয়া হয়েছে ওকে।
:HLPS 1713

10/06/2024


#রায়েরবাগ টু #আদাবর
#কোড :HLPS 1712

09/06/2024

আমাদের বাসার সামনেই এই বাহিনীর বসবাস। আর যে ভাইয়াকে দেখছেন, ভাইয়া প্রতিদিন রাত্রে এঁদের কে এইভাবে বিস্কিট খাইয়ে তারপর যাবে। বলা যায় এক প্রকার রুটিন হয়ে গিয়েছে।
এটাই ভালোবাসা।

08/06/2024


#কেরানীগঞ্জ টু #রাজশাহী
ভালো মতো পৌঁছে দিয়ে সবার মুখে হাঁসি ফুনানোয় আমাদের অর্জন।
:HLPS 1711

07/06/2024


#ঢাকা টু #লাকসাম
:HLPS 1710

  👉 খিলগাঁও 🔀 ডেমরা, কোনাপাড়া 👈⭕ Code:HLPS:1709💚
06/06/2024


👉 খিলগাঁও 🔀 ডেমরা, কোনাপাড়া 👈
⭕ Code:HLPS:1709💚

Address

Khilgoan
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Heart Lock Pet Courier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heart Lock Pet Courier:

Videos

Share

Category

Cat Courier

We Carry Your Cat Fully Safely.


Other Pet Services in Dhaka

Show All

You may also like