Gorgueros Pigeon Park - BD

Gorgueros Pigeon Park - BD Only For Spanish Pouter Buy/Sell & Information.

আসসালামু আলাইকুম,আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা সকলেই কম বেশি কবুতর অনেক পছন্দ করি। বাংলাদেশে কবুতরের অনেক গ...
21/10/2023

আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমরা সকলেই কম বেশি কবুতর অনেক পছন্দ করি। বাংলাদেশে কবুতরের অনেক গুলো জাত আছে, কিছু দেশি আর বড় একটা অংশ যেগুলো বিদেশি। আমাদের দেশের ব্রিডাররা অনেক ধৈর্য্য সহকারে দেশি ও বিদেশি ব্রিড গুলো লালন পালন করে আসছেন।
ধৈর্য্য কথাটা বলার উদ্দেশ্য- কবুতর পালন করতে গিয়ে নানা প্রতিকূলতা আমাদের সম্মুখীন হতে হয়। যা আমরা ইতোমধ্যে অনেকবারই দেখেছি। যার প্রভাব সরাসরি এসে পরে কবুতরের দামের উপর। ফলাফলস্বরূপ আমরা দেখতে পাই ছোট/মাঝারি খামারীরা অনেক সময় খামার আর করতে চায় না, অনেকে কবুতর অনেক কমিয়ে ফেলে যেহেতু লালন পালন খরচও অনেক বেশি ( আমাদের যত ক্ষতিই হোক, অন্তত আমরা চাই যেন খামার পরিচালনা কবুতর থেকেই হয়ে যায়, দেখা যায় বাজার অবস্থার জন্য সেটাও সম্ভব হয় না) , অনেকে পুরো খামারই বিক্রি করে দেয় ও দিতে চায়।
এতে করে বেশিরভাগ মানুষের মধ্যেই কবুতর সেক্টর সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরি হয়। কিন্তু আমি নিশ্চিতরূপে বলতে পারি, আপনি যতই নেতিবাচক মনভাব পোষন করুন, কয়েকদিন পর মার্কেট ভালো হলে আপনি হয়ত আবার ও ফিরে আসবেন। কেও হয়তো অর্থ কামায়ের জন্যে ফিরে, কেও হয়তো আশা নিয়ে ফিরে যে, যাক অন্তত খামার চালানো কবুতরের বাচ্চা বিক্রি করেই সম্ভব হবে। আমরা তাদের ফিরে আসাকে অত্যন্ত সম্মানের সাথে দেখি।
কিন্তু......... এই যে এই খারাপ সময়ে যারা পাশে থাকলো, তারা প্রকৃত কবুতর প্রেমী বলে আমরা মনে করি। সবার পক্ষে সম্ভব হয় না পাশে থাকার, আর্থিক ভাবে কিংবা কবুতর পুষে; কিন্তু অনেকেই আছেন যারা অন্তত এই খারাপ সময়ে আগুনে ডিজেল (ঘি ঢাললে ভালো হতো) ঢালেন, এই ডিজেল ঢালা হয়তো সাময়িক ক্ষতি করে/কিংবা কোন ক্ষতিই করে না। কিন্তু একটা সময় আসবে যখন এই ডিজেল ঢালা মানুষ দের সবাই মনে রাখবে এবং ঘৃণা করবে।
আমাদের SPAB এসোসিয়েশন কারোই বিপক্ষে না, এই এসোসিয়েসান আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। অবশ্য একটা স্বার্থ আছে, সেটা হলো এই সেক্টর বিশেষ করে স্প্যানিশ পোটার কে বাংলাদেশের অন্যতম মডেল কবুতর হিসেবে গড়ে তোলা। আমরা চাই যখন মার্কেট ভালো ছিলো তখন যারা খামারে এক জোড়া ভালো কোয়ালিটি পাঙ্খী/টেডি/শো কিং/মুন্ডিয়ান/বিউটি/লাহরী/বোম্বাই ইত্যাদি রেখে যেমন আনন্দ পেতেন তেমনি এক জোড়া স্প্যানিশ পোটারও যেন আপনারা খামারে রাখতে চান। স্প্যানিশ পোটারের সৌন্দর্য ও নড়াচড়া অন্য যে কোন কবুতর থেকে আলাদা, স্প্যানিশ পোটারের অনেক গুলো ভ্যারাইটি আছে, এতে করে আমাদের দেশেও এটার বড় একটা মার্কেট তৈরি করা সম্ভব। ভারতে গাডিটানো পোটারের খামার আমরা লক্ষ্য করেছি, কিন্তু গরগুয়েরো, জিএনেন্স, গ্রানাডিনো, লাউডিনো, রাফেনো এগুলোর সংখ্যা খুবই কম। আর স্প্যানিশ পোটারের আন্তর্জাতিক মার্কেট খুবই ভালো। তাই আমরা চাই, বাংলাদেশও এই কবুতরের বড় একটা মার্কেট হাব হোক।
এরই লক্ষ্যে, এই দুর্দিনেও এই ব্রিডটা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। আমরা বিস্বাস করি, এই সংকট একদিন আমরা কাটিয়ে উঠবো কিন্তু এই দুঃখের দিন গুলো আমাদের তখন মানসিক শক্তি দিবে। আমরা বলছি না আপনারা আজ থেকেই স্প্যানিশ পোটার কিনুন, আমরা শুধু চাই আপনারা আমাদের সাথে থাকুন, বিস্বাস রাখুন। আমরা চাইলেই মার্কেট রাতারাতি ভালো করতে পারবো না কিন্তু আমরা মার্কেট ভালো করার সকল ধরনের প্রচেষ্টা অব্যহত রাখব।
এই পরিপ্রেক্ষিতে আমরা আমরা আমাদের এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করেছি। এখানে আছেন আমাদের সবার প্রিয় সম্মানিত এডভাইজারগন যাদের বাংলাদেশের সকল কবুতর প্রেমী পছন্দ করেন।
তারা আমাদের এই কমিটির গুরুত্ব বুঝেছেন বিধায় আমাদের গাইড করতে সম্মতি দিয়েছেন এবং সর্বাত্মক সাহায্য করতে চেয়েছেন।

পরিশেষে বলতে চাই, সবাই দুধের মাছি হতে চায়, কিন্তু দুর্দিনে পাশে থাকতে চায় না। অন্য কোনো ব্রিডের ব্যপারে হয়তো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু আমরা আশা রাখি এক জোড়া স্ট্যান্ডার্ড স্প্যানিশ পোটার পুষে আপনি অন্তত কখনো ঠকবেন না।

21/10/2023

Gorgueros Pigeon Park - BD

Address

Dhaka
1229

Telephone

+8801781238019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gorgueros Pigeon Park - BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gorgueros Pigeon Park - BD:

Videos

Share

Category


Other Pet Breeders in Dhaka

Show All