Shuvro's Birds Heaven

Shuvro's Birds Heaven Petting birds is my favorite hobby.

Superb parrot, new members of my aviary...
24/08/2022

Superb parrot, new members of my aviary...

পাখিদের কি জ্বর হয়??জ্বর হলে মানুষের মতো শরীর গরম হয়ে যায়??জ্বর হলে কি নাপা/প্যারাসিটামল দেয়া যাবে ??চলুন জানা যাক প...
05/12/2021

পাখিদের কি জ্বর হয়??
জ্বর হলে মানুষের মতো শরীর গরম হয়ে যায়??
জ্বর হলে কি নাপা/প্যারাসিটামল দেয়া যাবে ??

চলুন জানা যাক পাখির জ্বর বলতে কিছু আছে কিনা।।
পাখির জ্বর v মানুষের জ্বর।

অনেক পাখাল বলেন যে পাখির জ্বর হয়।
স্পর্শ করলে তারা অনুভব করে পাখির শরীর গরম।

মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 36.1C (97F) থেকে 37.2C (99F) এর মধ্যে, পাখিদের স্বাভাবিক শরীরের তাপমাত্রা প্রজাতির উপর নির্ভর করে 38.3C (101F) থেকে 41.7C (107F) পর্যন্ত হয়।
এই কারণেই আমরা যখন পাখিদের ধরে রাখি তখন আমরা গরম অনুভব করি, কারণ তাদের শরীরের তাপমাত্রা আমাদের চেয়ে বেশি।
পাখিরা মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো জ্বরে ভোগে না।

আর পাখিরা ঘামে না, তাই তারা অতি গরমে হাঁপায়।
যখন পাখি হাঁপায় তখন বুঝতে হবে যে পাখিটি তাপ বা গরম অনুভব করছে, তখন তারা তাদের ডানা চেপ্টা করে ধরে রেখে নিজেকে ঠান্ডা করে।
পানি পেলে তারা গোসল করে বডি ঠান্ডা করে।
একটি পাখি যে তাপ দ্বারা প্রভাবিত হয় সেটা জ্বর নয় , গরমে তাদের ঘাম হয় না তাই বডি টেম্পারেচার বেড়ে যায়। এই জন্য দেখা যায় গরম পড়লে পাখি হাপায় আর বডি ও গরম হয়ে যায় অনেক।
আক্রান্ত পাখির শরীরের তাপমাত্রা কমিয়ে আনা না হলে তা হিটস্ট্রোক এবং সম্ভাব্য মৃত্যুর কারণ হতে পারে।

পাখি অসুস্থ হলে বরং তাদের শরীরের তাপ কমে যায়।
পাখির তাপমাত্রা যাওয়াকেই পাখির হাইপোথার্মিয়া বা জ্বর বলে। পাখি অসুস্থ হলে তাদের শক্তি ক্ষয় হতে শুরু করে এতে করে শরীরের তাপমাত্রা কমে যায়। তাই পাখিকে বাল্ব এর হিট দিতে হয় যাতে পাখিটি শরীরের তাপ হারাতে না পারে এবং সেই শক্তিটি অসুস্থতার সাথে লড়াই করার জন্য ব্যবহার করে, শরীরের শক্তি বজায় রাখতে না। বাল্ব এর হিট দিলে পাখি সুস্থ হয় না বরং পাখির শরীরের তাপমাত্রা ঠিক থাকে তাই পাখির গায়ে শক্তি থাকে রোগ মোকাবেলা করার।
একটি অসুস্থ পাখিকে তাপমাত্রা 80 - 85 ফারেনহাইট (27 - 30 ডিগ্রি সেলসিয়াস) দিতে হবে।
তবে আরও ভালো হবে যদি এক বা দুই দিনের জন্য 100 ফারেনহাইট (38 ডিগ্রি সেলসিয়াস) বৃদ্ধি করা হয় এবং ধীরে ধীরে হ্রাস করা হয়।

তাই যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় এর মানে হল যে পাখিটি হিটস্ট্রোক করতে পারে।
তাই পাখিকে ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিডনি প্রবলেম হলেও পাখির তাপমাত্রা বেড়ে যায়।

যখন পাখিটি তার শরীরের তাপমাত্রা হারাতে শুরু করে তার মানে পাখিটি অসুস্থ (জ্বর হয়েছে)।
পাখিকে উষ্ণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে তার শরীরের তাপমাত্রা বজায় থাকে, তাপ পাখিকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

মানুষ এবং স্তন্যপায়ী প্রাণীদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় যখন তারা অসুস্থ হয় এবং পাখিদের সাথে ঠিক উল্টো কারণ তারা অসুস্থতার কারণে তাপ হারায়।

এখন দ্বিতীয় প্রশ্নে আসি পাখিদের কি নাপা/প্যারাসিটামল (অ্যাসিটামিনোফেন) দেওয়া যেতে পারে?

এটি এমন একটি ওষুধ যা মানুষ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কিছু সংক্রমণের কারণে বেড়ে যাওয়া তাপমাত্রা কমাতে ব্যবহৃত হয়।
কিন্তু পাখিদের ক্ষেত্রে তা হয় না। কারণ পাখির জ্বর হলে তাপমাত্রা কমে আর প্যারাসিটামল তাপমাত্রা কমায়। তাহলে পাখির জ্বর হলে নাপা প্যারাসিটামল দিলে পাখির তাপমাত্রা আরো দ্রুত কমে পাখি মারা যাবে। পাখির আর মানুষের জ্বর একরকম না । তাই মানুষের জ্বর হলে তাপমাত্রা কমাতে নাপা প্যারাসিটামল খাওয়া গেলেও পাখির ক্ষেত্রে খাওয়ানো যাবে না।
শরীরের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় শরীরের তাপমাত্রা হ্রাসের ক্ষেত্রে নয়।

এটি পাখিদের জন্য অত্যন্ত বিষাক্ত বলে প্রমাণিত হয়েছে।
কিন্তু এশিয়ান উপমহাদেশে অ্যাভিকালচারে এর ব্যবহারে খুব বেশি ক্ষতি হয় না কারণ এটি ট্রেস আকারে ব্যবহৃত হয় নিয়মমাফিক ডোজ দিয়ে।
প্যারাসিটামলের একটি ট্যাবলেট একটি ভাল জাতের টিয়া পাখি কে মেরে ফেলতে পারে।
সো পাখির জ্বর হয়, জ্বর হলে নাপা/প্যারাসিটামল খাওয়ান এসব ভিত্তিহীন কথা।

পাখির জ্বর=তাপমাত্রা কমে।
মানুষের জ্বর=তাপমাত্রা বাড়ে।
প্যারাসিটামল=(তাপমাত্রা বেড়ে গেলে দেয়া হয়)।

Collected

Alhamdulillah babies are comming out....
27/08/2021

Alhamdulillah babies are comming out....

Alhamdulillah...
25/08/2021

Alhamdulillah...

04/08/2021

আলহামদুলিল্লাহ...।

04/06/2021

আলহামদুলিল্লাহ....

31/05/2021
My Lovebird collections...
18/05/2021

My Lovebird collections...

14/05/2021

একটু চালাক না হলে জগতে টিকে থাকা মুশকিল 😌😇

Yellow Collard Lovebird. My Aviary's New Member...
07/05/2021

Yellow Collard Lovebird. My Aviary's New Member...

06/05/2021
My aviary's update...
17/04/2021

My aviary's update...

09/04/2021

Alhamdulillah..... Babies are growing up..

25/03/2021
Alhamdulillah New babies are coming out..
22/03/2021

Alhamdulillah New babies are coming out..

Alhamdulillah,  Lotinu Cokateil baby...
14/03/2021

Alhamdulillah, Lotinu Cokateil baby...

Alhamdulillah Cokatiel babies. Gray & Lutino Pearl red eyes..
27/02/2021

Alhamdulillah Cokatiel babies. Gray & Lutino Pearl red eyes..

Alhamdulillah for every thing...
12/02/2021

Alhamdulillah for every thing...

Shuvror favourite bird...
31/01/2021

Shuvror favourite bird...

আলহামদুলিল্লাহ....
30/01/2021

আলহামদুলিল্লাহ....

21/01/2021

#প্রশ্ন❓❓❓
পাখির বাচ্চা ডিমের ভেতর কিসের জন্য মারা যায়❓❔❓

সবাইকে একটু সময় নিয়ে পড়ার জন্য অনুরোধ করছি।

ইদানীং অনেক গ্রুপে অনেক পোস্টেই এই প্রশ্নটি দেখছি,,চলুন যেনে নেয়া যাক কি কারণে ডিমের ভেতর পাখির বাচ্চা মারা যায় এবং তা প্রতিরোধে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি_
এইখানে আমি পাখির(বাজেরিগার ধরেই করছি,,অন্যান্য পাখির ক্ষেত্রে আপনারা সুবিধাজনক ভাবে ভাগ করে নিবেন) ডিমে তা দেওয়ার সময়টিকে ৩টি ভাগে ভাগ করছি,,,
১)১ম-৪র্থ দিন
২)৫ম-১৪তম দিন
৩)১৫-১৮ তম দিন

্থ_দিন
এই কয়েকদিনের মধ্যে ডিমের ভেতর ভ্রুণের মৃত্যুর কারণ হলো অপর্যাপ্ত পরিমানে তাপ,,এই সময়ে যদি মা বাবা ডিমে কম তা দেয় তাহলে ভ্রুণের মৃত্যু হতে পারে।কারণ এই সময়েই ভ্রুণ বিকশিত হয়। ডিম্বাশয় থেকে ডিম বের হওয়ার সময় যদি ডিমে অতিরিক্ত ঝাকুনি বা কম্পন হয় তবে সেই কম্পন ডিমের কুসুমকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করে,ফলে ভ্রুণ কুসুম থেকে পুষ্টি গ্রহণ করতে না পেরে মারা যায়।আবার ডিম ডিম্বাশয়ে থাকাকালীন সময়ে সালমোনেলা বা ক্ল্যামিডিয়া জাতীয় অণুজীব ডিমের সাথে মিশে যেতে পারে। এই অনুজীব গুলো পরে ভ্রুণের মৃত্যুর কারণ হতে পারে। তাই পাখির এভিয়ারি অণুজীবমুক্ত তথা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আবার অনেক ক্ষেত্রে পাখির ব্রিডিং বক্স বা হাড়ির অবস্থান বা খাচার সেটআপ পছন্দ হয় না,ফলে পাখি ডিমে তা দেয় না।তাই তাপমাত্রা কম হওয়ার কারণে ভ্রুণের বিকাশ শুরু হওয়ার পরে ডিম ঠান্ডা হয়ে যায়,ফলে ভ্রুণটি মারা যায়। আর এরজন্যই অভিজ্ঞ ব্রিডারগণ পাখি ডিম দেওয়ার পর পাখিকে ডিস্টার্ব করতে নিষেধ করেন,,যেন পাখি যথেষ্ট পরিমাণে তাপ দিতে পারে।

িন
১-৪ দিনের মধ্যে যদি ভ্রুণ মারা না যায় তবে এই সময়ে ক্যান্ডেলিং করলে ডিমের উর্বরতা বা অনুর্বরতা যাচাই করা যায়।এই ৫-১৪ তম দিন ভ্রুণের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই ভ্রুণ ভালোভাবে বৃদ্ধি পায়।যদি এই সময়ের মধ্যে বাচ্চা মারা যায় তাহলে বুঝতে হবে কুসুমের পুষ্টির ঘাটতি ছিলো। কারণ এই সময়টাতে ভ্রুণ কুসুম থেকে পুষ্টি উপাদান (অ্যামনিয়োটিক ফ্লুইড)গ্রহণ করে,যা ভ্রুণকে বিভিন্ন অনুজীবের আক্রমণ থেকে রক্ষা করে।

#তাই পাখিকে ব্রিডে দেওয়ার আগে আমাদের অবশ্য অবশ্যই পর্যাপ্ত রেস্ট এবং পুষ্টিকর খাবার দিতে হবে। কারণ পাখি পুষ্টিকর খাবার খেলেই পুষ্টিকর ডিম এবং কুসুম উতপাদন করবে।ফলে সালমোনেলা বা ক্ল্যামিডিয়া ভ্রুণের কোন ক্ষতি করতে পারবে না।💪

িন

এই শেষের কয়েকদিনে বাচ্চা মারা যাওয়ার কারণ হলো শ্বসনে ব্যাঘাত ঘটা।কারণ এই সময়ে ডিমের ভেতরে একটি পরিপূর্ণ ভ্রুণ অবস্থান করে,এবং এই সময়ে এটিকে ভ্রুণ না বলে বাচ্চাও বলা যেতে পারে।এই সময়ে বাচ্চাটি তার আশেপাশের ঝিল্লির সাহায্যে শ্বাসকার্য চালায় এবং কুসুম থলি থেকে পুষ্টিগ্রহণ করে।অর্থাৎ এক কথায় শ্বসনকার্য সংঘটিত হয়।এই শ্বসনকে কোরিওল্যান্টিক শ্বসন বলে।এই সময় বাচ্চা ডিমের যে প্রান্তে বায়ুপূর্ণ চেম্বার বা থলি থাকে সেটিকে ছিদ্র করে সেখান থেকে শ্বাসপ্রশ্বাস নেওয়া শুরু করে এবং যথারীতি #অ্যামনিয়োটিক_ফ্লুইড কুসুম থেকে গ্রহণ করে ।এই সময়ে ভালোভাবে খেয়াল করলে ডিমের ভেতর থেকে আওয়াজ পাওয়া যায়। এবং ১৮ তম দিনে বাচ্চাটি ডিমের খোসা ভেংগে বাইরে আসে এবং বাহ্যিক বাতাস গ্রহণ করে। এই শ্বসনকার্য প্রক্রিয়াটির জন্য যথাযথ তাপমাত্রা(২০°-২৫°সেলসিয়াস এবং ৭০% আদ্রতা)প্রয়োজন। যদি এই তাপমাত্রায় বা আর্দ্রতায় ভুল হয় তবে পুরো শ্বসন প্রক্রিয়াটি নষ্ট হয় এবং বাচ্চা মারা যায়।এছাড়াও এই সময় যদি তাপমাত্রা জনিত সমস্যা যেমন তাপমাত্রা কম বা বেশি আবার আর্দ্রতা কম বেশি হয় তাহলে ডিমের খোসা শক্ত হয়ে যায় ফলে বাচ্চা ডিমের খোসা ভাংতে পারে না ফলে অনেক সুস্থ বাচ্চাও ডিমের ভেতর মারা যায়।

#এখন আমরা পয়েন্ট আকারে জানার চেষ্টা করি ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার কারণ -

১)দুর্বল শুক্রাণু কারণে।

২)ইনব্রিডিং তথা পাখির দুটোর ব্লাড লাইন একই হলে।

৩)ব্রিডিং এর আগে পাখিকে যথেষ্ট রেস্ট এবং পুষ্টিকর খাবার না দিলে।

৪)অল্প বয়সে পাখিকে ব্রিডে দিলে।

৫)নিরিবিলি পরিবেশ না দিলে,, অর্থাৎ পাখি বিরক্ত হবে এমন স্থানে রাখলে পাখি ডিমে তা নাও দিতে পারে, ফলে বাচ্চা মারা যাবে।

৬)ডিমের আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক না থাকলে।(২০°-২৫° সেলসিয়াস এবং ৭০% আর্দ্রতা সঠিক পরিবেশ)

৭)ডিমের গায়ে পায়খানা লেগে থাকলে অর্থাৎ বক্স বা হাড়ির পরিবেশ অপরিষ্কার হলে।

৮)পাখির ব্রিডিং বক্স বা হাড়ির আকৃতি বা অবস্থান পছন্দ না হলে।

৯)খাচার সেটআপ পাখির পছন্দ না হলে।

১০)অণুজীব যেমন ঃসালমোনেলা না ক্ল্যামিডিয়া এদের সংক্রমণেও মারা যাতে পারে।তবে মাত্র ৫%ক্ষেত্রে অণুজীবের সংক্রমণের কারণে ডিমের ভেতর বাচ্চা মারা যায়।

১১)ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও ডিমের ভেতর বাচ্চা মারা যায়।

১২)অতিরিক্ত ক্যালশিয়াম এবং তাপমাত্রা ও আর্দ্রতার গড়মিলের জন্য ডিমের খোসা শক্ত হয়ে যায় ফলে বাচ্চা ডিমের ভেতরেই মারা যায়।

#এখন কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা এই সমস্যাটিকে প্রতিরোধ করতে পারবো?

চলুন জানার চেষ্টা করি -

১)সেম ব্লাড লাইনের পাখি দিয়ে ব্রিড করানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

২)৮ মাস বয়সের আগে কোনভাবেই পাখিকে ব্রিডে দেওয়া যাবে না।এবং প্রতিবার ব্রিডে দেওয়ার আগে কমপক্ষে ৩ মাস রেস্টে দিতে হবে এবং সেইসাথে পুষ্টিকর খাবার দিতে হবে।

৩)নিরিবিলি পরিবেশ দিতে হবে পাখিকে,,এবং ডিম দেওয়ার পর পাখিকে ডিস্টার্ব করা যাবেনা।

৪)হাড়ি বা বক্সের ভেতরের আর্দ্রতা ঠিক রাখার জন্য ৭ম দিন এবং ১৫ তম দিনে হাড়ির ভেতর খুবই সামান্য পরিমাণে পানি স্প্রে করতে পারেন।

৫)পাখিকে ব্রিডে দেওয়ার আগে হাড়ি বা বক্স অবশ্যই পরিষ্কার করে দিবেন।

৬)খাচার সেটআপ অবশ্যই সঠিক হতে হবে এবং এভিয়ারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

৭)পাখিকে পর্যাপ্ত পরিমাণে এমাইনো এসিড ও ভিটামিন বি সমৃদ্ধ খাবার দিতে হবে।

৮)ডিমের গায়ে পুপ্স লেগে থাকলে তা পরিষ্কার করে দিতে হবে।

৯)ডিম নিয়ে বেশি নাড়াচাড়া বা ঝাকি দেওয়া যাবেনা।

১০)ব্রিডিং বক্স বা হাড়ির সাইজ এবং পরিবেশ অবশ্যই ভালো হতে হবে।

ভালো থাকুক সবার পাখি💕
ধন্যবাদ ❤
তথ্যসূত্র ঃ ইন্টারনেট

:Rakib Al Hasan Nahin

18/01/2021
24/12/2020
18/12/2020
18/12/2020

Alhamdulillah babies come out..

Albino cokatiel red eye breeding pair....
18/12/2020

Albino cokatiel red eye breeding pair....

New members....
10/12/2020

New members....

06/12/2020
04/12/2020

All Types Of Mites Treatment | Budgies | Lovebirds | Cockateil | Java | Finches | All of Birds. # how to get rid of bird...

পছন্দের একটি পেয়ার।।
18/11/2020

পছন্দের একটি পেয়ার।।

Address

Dhaka
1207

Telephone

+8801682207000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvro's Birds Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Dhaka

Show All