নিসর্গ - Nisarga

নিসর্গ - Nisarga Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিসর্গ - Nisarga, Animal shelter, Johnson Road, Old Dhaka, Dhaka.
(2)

ঢাকা দায়রা জর্জ কোর্ট, ভিক্টোরিয়া পার্ক ( বাহাদুর শাহ পার্ক), সেন্ট থমাস গীর্জা, জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয়, পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বাংলা বাজার সরকারি মহিলা স্কুল, মুসলিম গভর্নমেন্ট স্কুল, কবি নজরুল কলেজ এবং পাটুয়াটুলিতে অবস্থিত ব্রাহ্ম সমাজ জুড়ে থাকা গাছাপালায় পাখি এবং জীববৈচিত্র্য রক্ষার্থে কাজ করছে "নিসর্গ"।

শুরুতে "নিসর্গ" থেকে পাখিদের উদ্দেশ্য প্রতিদিন ১কেজি খাবার দেয়া হত। এখন প্রতি

দিন ৫কেজি খাবার দিতে হচ্ছে এবং নিসর্গ নিয়ে কাজ করা প্রতিটি সদস্য এমন পরিবর্তন লক্ষ্য করতে পেরে আনন্দিত।

পুরান ঢাকার এই অংশের বাসিন্দা'রা এখন বেশ ভালোই দোয়েল টুনটুনির মধুর সুরে ডাকাডাকি শুনতে পাচ্ছে। জালালি কবুতরের ছুটোছুটি নজরে আসতে শুরু করেছে। ঘুঘু, ময়না, টিয়া, কাঠঁ-ঠোকড়া, শালিক, বুলবুলি সহ নানান প্রজাতির পাখি বিচরণ করতে শুরু করেছে। প্রতিদিন দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় কোকিলের কুহু সুরে।

কিন্তুু "নিসর্গ" দলের সকলের প্রতি দাবি একটাই পাখির যেই রাজ্যটি তৈরি হচ্ছে সেই জন্য অন্তত আমরা সকলে এদের যত্ন নেবো এবং এদের ভয়-ভীতির কারণ হবো নাহ।

ঢাকা জেলা দায়রা জর্জ কোর্ট, কোর্ট সংলগ্ন গীর্জা, ভিক্টোরিয়া পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক পাখি'দের নিয়ে কার্যক্রম চলমান আছে। আশা করি নিকট অদূরে হয়ত ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী'রা ঢাকার বুকে এমন পাখির জগৎ অবলোকন করতে আসবে সেই স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি

একটি দল খাবার দিচ্ছে আসুন সম্ভব হলে পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা করি আমাদের এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য পরিবর্তনে একটু সময় ব্যয় করি। প্রতিটি শহরে আমরা চাইলেই পাখিদের জন্য পানিয় জলের ব্যবস্থা করে জীববৈচিত্র্য রক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে পরিবেশের যত্ন নিই। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কয়েক গুণ ফিরিয়ে দিবে আমাদের।

01/09/2022

❤️

11/08/2022
31/07/2022
( Greater Coucal ) বড় কানকুয়া বা কুবো পাখিঅঞ্চলভেদে এরা কানাকোকা, হাড়িকুড়ি, কুক্কা বা কুক্কাল নামেও পরিচিত।প্রতিবেশী পাখ...
23/07/2022

( Greater Coucal ) বড় কানকুয়া বা কুবো পাখি
অঞ্চলভেদে এরা কানাকোকা, হাড়িকুড়ি, কুক্কা বা কুক্কাল নামেও পরিচিত।

প্রতিবেশী পাখি। তবে বেশ হিংস্র আর আক্রমণাত্মক। পাখিরাজ্যে ‘ডাকাত পাখি’ নামে পরিচিত, বিশেষ করে ছোট পাখিদের যম! ছোট পাখিদের বাসার সন্ধান পেলে তচনছ করে, ডিম-বাচ্চা বের করে আনে। যারা গাছের কোটরে ডিম পাড়ে তারাও রেহাই পায় না!
ভালোভাবে উড়তে পারে না। খাবারের খোঁজে ডালে ডালে, ছোট খাটো ঝোপ-ঝাড়ে কিংবা মাটিতে চরে বেড়ায়। মাঝে মাঝেই 'কুব কুব' করে ডেকে ওঠে!

খাদ্য তালিকা বেশ লম্বা। পাখির ডিম-ছানা, ব্যাঙ, শামুক, ছোট সাপ, গিরগিটি, ইঁদুর, কেঁচো, গোসাপের বাচ্চা ইত্যাদি। খাদ্যাভাবে মাছও খায়। প্রজনন মৌসুম জুন থেকে সেপ্টেম্বর। বাসা বাঁধে বাঁশঝাড়, সুপারি কিংবা খেজুর জাতীয় গাছের মাথায়। এ ছাড়া অন্যান্য ঝোপ-জঙ্গলের ভিতরেও বাসা বাঁধে। উপকরণ হিসেবে ব্যবহার করে বাঁশপাতা, কাঁচা সুপারি পাতা, নারকেল পাতাসহ নানা ধরনের লতাপাতা।

একটি জরুরী বিজ্ঞপ্তি।নিসর্গ কর্তৃক বন্য কবুতর ও পাখিদের জন্য খাবার সরবরাহের কার্যক্রমে আপনাদের সামিল হবার জন্য অনুরোধ জা...
20/07/2022

একটি জরুরী বিজ্ঞপ্তি।
নিসর্গ কর্তৃক বন্য কবুতর ও পাখিদের জন্য খাবার সরবরাহের কার্যক্রমে আপনাদের সামিল হবার জন্য অনুরোধ জানাচ্ছি। পাখি খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের প্রতিদিনের খাবার বাজেটে ঘাটতি দেখা দিয়েছে। খাবারের যোগান ঠিক রাখার জন্য পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছি। আপনারা চাইলে আর্থিক অনুদান নাহ পাঠিয়ে খাবার কিনে ঢাকা দায়রা জর্জ আদালতের স্টাফ রুমে রেখে যেতে পারেন অথবা তৎ সংলগ্ন অঞ্চলে বসবাস করা নাগরিকগণ নিজ বাড়ির ছাদ, বারান্দা অথবা জানালায় পাখিদের খাবারের ব্যবস্থা করেও সহযোগিতা করতে পারেন।
সকলের সহযোগিতা কাম্য।

ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ সাগর অতল।

বি.দ্রঃ পৃথিবীর অন্যান্য মেগাসিটির মত এই শহরের নাগরিক ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি কবুতরের অভয়ারণ্য গড়ে তোলার কাজ করছে নিসর্গ।

16/07/2022

ধন্যবাদ somoynews.tv

19/06/2022

জলবায়ু পরিবর্তনের কারণে এই ভাবেই পরিবেশ প্রকৃতি বিনষ্ট হচ্ছে প্রাণীকূল মারা যাচ্ছে। কাল থেকে মানুষ নিজেরাই এভাবে মারা যাবে।

সময় ফুরিয়ে যাবার আগেই পদক্ষেপ নিন সচেতন হোন। জলবায়ু সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন। পবিত্রগিরি ছেড়ে পৃথিবীকে সবুজ করার অঙ্গীকার করুন। অতিবৃষ্টি - অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বজ্রপাত থেকে নিজেকে তথা সবাইকে বাঁচাতে এগিয়ে আসুন।

মনিপুর লিসিপ্রিয়া কাঙ্গুজামে বিশ্ব বিখ্যাত তরুণ পরিবেশ কর্মী দ্বারা শেয়ার করা ভিডিও।

যখন দেশের শেষ গাছটিও কাটা হয়ে যাবেযখন দেশের শেষ নদীটিও বিষাক্ত হয়ে যাবেযখন নদীর শেষ মাছটিও ধরা হয়ে যাবে।তখনই আমরা বুঝ...
16/06/2022

যখন দেশের শেষ গাছটিও কাটা হয়ে যাবে
যখন দেশের শেষ নদীটিও বিষাক্ত হয়ে যাবে
যখন নদীর শেষ মাছটিও ধরা হয়ে যাবে।
তখনই আমরা বুঝতে পার যে, টাকা খাওয়া যায় না।

07/04/2022

আমাদের সচেতনতা জরুরি। প্রতিটি পশু-পাখি পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। পশু-পাখি ছাড়া আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি নাহ আমরা সচেতন হতে পারি।

25/03/2022

আমাদের ঢাকা হবে কবুতর সহ সকল পাখিদের অভয়ারণ্য ❤️
ধন্যবাদ Prothom Alo

21/03/2022

❤️

20/03/2022

❤️

12/03/2022

❤️

11/03/2022

৫০ ধরনের পাখির ডাক, আশা করি শুনলে ভালো লাগবে সবার। স্রষ্টার অপূর্ব সৃষ্টি মানুষ পশু-পাখি ও প্রকৃতি। কিন্তুু যেই প্রকৃতি ব্যতীত আমরা এক মূহুর্ত বেঁচে থাকতে পারবো নাহ সেই প্রকৃতি ও প্রকৃতির অন্য সৃষ্টি গুলো ধংস করে যাচ্ছে নিজেদের স্বার্থে।

ভিডিও সংগ্রহীত

Red-billed Oxpecker (Buphagus erythrorhynchus) on a rhino.In South Africa by Zaheer Ali: Zali_Photo
07/03/2022

Red-billed Oxpecker (Buphagus erythrorhynchus) on a rhino.
In South Africa by Zaheer Ali: Zali_Photo

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডেরসম্মানিত কাউন্সিলর মহোদয়'কে নিসর্গের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জা...
05/03/2022

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের
সম্মানিত কাউন্সিলর মহোদয়'কে নিসর্গের পক্ষ থেকে
কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি।
আজ কাউন্সিলর মহোদয় পাখি খাদ্যের জন্য সহযোগিতা করার পাশাপাশি আমাদের চলমান কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন বলে আস্বস্ত করেছেন ❤️

28/09/2021

❤️

চাষিদের কর্মকাণ্ড দেখতে ছিলাম, তখন দূর থেকে আকাশ ভেঙ্গে কিছু আসছে। শব্দটা ধিরে ধিরে বাড়ছে, দূর থেকে দেখলাম একটা সরু রেখা...
15/09/2021

চাষিদের কর্মকাণ্ড দেখতে ছিলাম, তখন দূর থেকে আকাশ ভেঙ্গে কিছু আসছে। শব্দটা ধিরে ধিরে বাড়ছে, দূর থেকে দেখলাম একটা সরু রেখা পরে সেটা বেড়ে মোটা হচ্ছে, এক পর্যায়ে দেখলাম সারা আকাশ জুড়ে টিয়া আর টিয়া। হতভম্ব হয়ে ভিডিও করার কথা বেমালুম ভুলে গেলাম।

ধান চাষিরা উতকন্ঠায় থাকে কারন ধান পাকা শুরু হলে হাজার হাজার (তাদের ভাষায় লক্ষ) টিয়া পাখি দল বেঁধে আসে আর পাকা ধানের মাঠ উজার করে নিয়ে যায়, চাষিরা তাই ধানের জমিতে টিন বাজিয়ে পাহাড়া দেয়।

পোষ্ট সংগ্রহীত

💔
27/08/2021

💔

একটু খাবারের জন্য রাজধানীর মহাখালীতে একটি দেয়ালের ওপর বসে আছে বানরের দল

Pond HeronSuhrawardy UdyanAugust, 2021-মাহমুদুল বারী
21/08/2021

Pond Heron
Suhrawardy Udyan
August, 2021
-মাহমুদুল বারী

তাঁতীবাজারে একটা টিয়া রঙের বারজিগর পাখি পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে তাঁতিবাজার, প্রসন্ন পোদ্দার লেন অথবা পান্নি টোলা লে...
07/08/2021

তাঁতীবাজারে একটা টিয়া রঙের বারজিগর পাখি পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে তাঁতিবাজার, প্রসন্ন পোদ্দার লেন অথবা পান্নি টোলা লেনের কোন পাখি প্রমিকের। পাখিটি যত্ন সহকারে খাঁচায় রাখা আছে।

উপযুক্ত প্রমাণ দিয়ে পাখিটি নিয়ে যাওয়ার অনুরোধ করা হলো।

তারা আপন মনে নিজের ভুবন তৈরি করে চলেছে। নিসর্গ - Nisarga দলগত ভাবে শুধু খাবারের চাহিদা মিটিয়ে যাচ্ছে। সবার সচেতনতা ও সহয...
07/08/2021

তারা আপন মনে নিজের ভুবন তৈরি করে চলেছে।
নিসর্গ - Nisarga দলগত ভাবে শুধু খাবারের চাহিদা মিটিয়ে যাচ্ছে।

সবার সচেতনতা ও সহযোগিতা অব্যাহত থাকলে আশা করি অনেক সুন্দর কিছু দৃশ্যমান হবে। ❤️

29/07/2021

Sparrows are eating foods from Hand.
💝 Love Forever 💝
Video collected From YouTube

আজ বিশ্ব বাঘ দিবস। সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ, মানুষের গণপিটুনি, চোরা শিকার ও নানা কারণে বাঘের সংখ্যা দিন দিন কমে আ...
29/07/2021

আজ বিশ্ব বাঘ দিবস। সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ, মানুষের গণপিটুনি, চোরা শিকার ও নানা কারণে বাঘের সংখ্যা দিন দিন কমে আসছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেওয়া এক বিরল প্রজাতির সাদা বাঘ কৃত্রিম লেকের ধারে আরেকটি বাঘের সঙ্গে খেলায় মেতেছে। গাজীপুর, ঢাকা। ছবি: আশরাফুল আলম

পোষ্টটি Prothom Alo ফেইসবুক পেইজ থেকে সংগ্রহীত।

❤️
28/07/2021

❤️

রাঙামাটি: রাঙামাটির বৌদ্ধ ধর্মালম্বীদের তীর্থ স্থান রাঙামাটি শহরে অবস্থিত রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের মুখ....

শহর ও এলাকাবাসী'দের দৃষ্টি আকর্ষণ করছি।এই শহরের অনেকেই হয়ত ইচ্ছে থাকলেও সময়ের কারণে নিজ বাসার ছাদ কিংবা কোন খোলা স্থানে ...
26/07/2021

শহর ও এলাকাবাসী'দের দৃষ্টি আকর্ষণ করছি।

এই শহরের অনেকেই হয়ত ইচ্ছে থাকলেও সময়ের কারণে নিজ বাসার ছাদ কিংবা কোন খোলা স্থানে গিয়ে পাখিদের খাবার দিতে অসমর্থ। তাই ছবিতে থাকা পাখিদের খাবারের পাত্র টি যদি নিজের বারান্দা কিংবা জানালায় ঝুলিয়ে দিয়ে প্রতিদিন তাতে নিজেদের খাবারের কিছুটা অংশ চাল বা ভাত রেখে দিতে পারি এতে করে ঘরে বসেই প্রাণের শহরে পাখি ফিরিয়ে আনতে সমর্থ হবো।

প্রতিদিন এই পাখিদের খাবার দেয়ার ব্যাপার টি যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে উঠবে তখন আপনি ভেতর থেকে সতেজতা অনুভব করবেন। আপনার ঘরে থাকা শিশু সন্তান ও বাচ্চারা আপনার এই কাজ দেখতে দেখতে ওদের মধ্যে দয়ার মনোভাব ধারণ করতে শুরু করবে। একদিকে মানসিক শান্তি পাবেন অন্যদিকে এই শহরে পাখি ফিরিয়ে আনার কাজে শামিল হয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অসামান্য অবদান রাখতে পারবেন।

কত টাকাই তো আমরা নষ্ট করি প্রতিদিন। এই পাত্রটি ক্রয় করতে হয়ত একটু টাকা খরচ হবে।

আসুন সবাই নিজ অবস্থান থেকে একটু এগিয়ে আসি নিজের শহরের জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে অবদান রাখি।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরির জন্য চেষ্টা করি।

শিকারের অপেক্ষায় বৈদ্যুতিক তারে বসে আছে প্যাঁচা। নৈহাটি, রূপসা, খুলনা, ২৫ জুলাই। ছবি: সাদ্দাম হোসেনপোষ্ট Prothom Alo অফি...
26/07/2021

শিকারের অপেক্ষায় বৈদ্যুতিক তারে বসে আছে প্যাঁচা। নৈহাটি, রূপসা, খুলনা, ২৫ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
পোষ্ট Prothom Alo অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সংগ্রহীত।

তিলা ঘুঘুSpotted Dove Gulshan , Dhaka 26 April 2021Photo Credit :- Kamal Ahmed
25/07/2021

তিলা ঘুঘু
Spotted Dove
Gulshan , Dhaka
26 April 2021
Photo Credit :- Kamal Ahmed

24/07/2021

তুমি যদি প্রকৃতিকে সত্যই ভালোবাসো তবে সবত্রই এর সৌন্দর্য দেখতে পাবে।

প্রকৃতির গভীরে তাকাও তাহলে তুমি সবকিছু আরও ভাল করে বুঝতে পারবে।

ভিডিও ঃ- Ayon Mondol

💝

ভালোবাসাময় বিকেল ............. দেশি চাঁদিঠোট / Indian Silver bill©  S S Sifat Sharker
23/07/2021

ভালোবাসাময় বিকেল .............
দেশি চাঁদিঠোট / Indian Silver bill
© S S Sifat Sharker

22/07/2021

ঈদের দ্বিতীয় দিন।
বনের পশু পাখিদের ভালোবাসা নেবার জন্য আমাদের ঈদ, পূজা, লক-ডাউন, সাধারণ ছুটি বলতে কিছু নেই।
প্রকৃতির সাথে মানুষের ভালোবাসার বন্ধন দৃঢ় হবে সেই কামনা করি সব সময়।
ঢাকা শহর কবুতর ও পাখির অভয়ারণ্য হবে সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সকলের সহযোগিতা 🙏

খাবারের অপেক্ষায়......🙂
21/07/2021

খাবারের অপেক্ষায়......🙂

রোদ, ঝড় কিংবা বৃষ্টি ওদের বিশ্বাস খাবার আসবেই।তাই যে কোন কারণেই খাবার নিয়ে পৌছুতে দেরি হলেও অকৃত্রিম বিশ্বাস বুকে নিয়ে অ...
20/07/2021

রোদ, ঝড় কিংবা বৃষ্টি ওদের বিশ্বাস খাবার আসবেই।
তাই যে কোন কারণেই খাবার নিয়ে পৌছুতে দেরি হলেও অকৃত্রিম বিশ্বাস বুকে নিয়ে অপেক্ষারত থাকে।
ভালো থাকুক আমাদের প্রকৃতি 🙏

পাতাহীন গাছের ডালে ঘুঘু। দিঘি, মানিকগঞ্জ, ১৯ জুলাই। ছবি: আব্দুল মোমিনছবি উৎসঃ- Prothom Alo ফেইসবুক পেইজ।
19/07/2021

পাতাহীন গাছের ডালে ঘুঘু।
দিঘি, মানিকগঞ্জ, ১৯ জুলাই। ছবি: আব্দুল মোমিন
ছবি উৎসঃ- Prothom Alo ফেইসবুক পেইজ।

Indian Spotted Eagle (দেশি গুটি ঈগল)Banaripara, Barishal 18.07.2021Photo Credit :- Shafiullah Hares ❤️
18/07/2021

Indian Spotted Eagle (দেশি গুটি ঈগল)
Banaripara, Barishal
18.07.2021
Photo Credit :- Shafiullah Hares ❤️

একজন আনছে বাসা বানানোর সামগ্রী।  আরেকজন নির্মাণে ব্যস্ত।তিলা মুনিয়া।  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,  রংপুর। ৷জুলাই ২০২১Bird...
15/07/2021

একজন আনছে বাসা বানানোর সামগ্রী। আরেকজন নির্মাণে ব্যস্ত।
তিলা মুনিয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ৷
জুলাই ২০২১
Birds Bangladesh > তুহিন ওয়াদুদ

একজন দাতার অর্থায়নে আজ নিসর্গ দল কবুতরের বংশ বিস্তার ও বসবাস এর সুযোগ করে দেয়ার লক্ষ্যে ৮৫টি  মাটির সড়া ঢাকা দায়রা জর্জ ...
11/07/2021

একজন দাতার অর্থায়নে আজ নিসর্গ দল কবুতরের বংশ বিস্তার ও বসবাস এর সুযোগ করে দেয়ার লক্ষ্যে ৮৫টি মাটির সড়া ঢাকা দায়রা জর্জ কোর্ট এলাকার বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে।

আপনারা জেনে হয়তো অবাক হবেন নিসর্গের মাত্র ৭মাসের প্রচেষ্টায় এই এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির পাখির পাশাপাশি আনুমানিক প্রায় ৫ শত কবুতরের আবাস স্থল হয়ে উঠেছে।

দায়রা জর্জ কোর্টে নিয়মিত পাখিদের খাবার দেয়ায়, ব্যস্ততম তাঁতিবাজার মোড়, রায়সাহেব বাজার মোড় এবং ঢাকা দায়রা জর্জ কোর্ট এলাকা জুড়ে জ্বালালি কবুতর ও অন্যান্য পাখিদের বিচরণ বাড়তে থাকায় আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি পৃথিবীর অন্যতম বড় শহরগুলোর মতন আমাদের প্রাণের ঢাকা শহরও কবুতর ও অন্যান্য পাখিদের জন্য অভয়ারণ্য হয়ে উঠবে।

নিসর্গ টিম প্রতিটি ধাপে এক একটি গল্প বুনতে শুরু করেছে, তাই সমগ্র এলাকাবাসী ও শহরবাসীর প্রতি অনুরোধ সম্ভব হলে পাখিদের উদ্দেশ্যে খাবার দিন শহরের সকল পশু ও পাখি রক্ষায় আপনি/আপনারা সজাগ দৃষ্টি রাখুন। আপনার আমার সকলের ভবিষ্যতের জন্য সুন্দর প্রকৃতি গড়ার জন্য নিসর্গ কাজ করে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য।

ধন্যবাদ
-নিসর্গ

Address

Johnson Road, Old Dhaka
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when নিসর্গ - Nisarga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category