পে*নি*সে ম্যা*গট বাচ্চাটাকে খুজা হচ্ছে
আপনারা কী মানুষ???
নাকি মানুষের রুপে কোনো অমানুষ??
রাত ১:৩০ দুইটা বাচ্চা বস্তায় করে ফেলে দিয়ে গেসে
কুকুরের মুখে দুইটা বাচ্চা বিড়াল কি ভাবে পারে
মানুষ ফেলে দিতে??
এই খানে এক সাথে ৭ টা কুকুর আছে
প্রতিটা কুকুর বড় ৫/৬ বছর বয়সের
কে করেছে এইটা জানা নেই পাশের বাসার
ছোট বাচ্চা একটা বাচ্চা দেখে সে রাখবে
নিয়ে এসেছে আরেক টা বস্তায় রাস্তায় পাশে
কুকুরের ভয়ে চুপ করে বস্তায় পরে আছে
মায়ের থেকে আলাদা করেছে
রমজান মাসে মানুষ এমন কাজ করতে পারে
একটা বার কী তার বুক কাপে নী যে হিসাব দিতে হবে
বাচ্চা দুইটা মায়ের থেকে আলাদা করে কুকুরের সামনে কি ভাবে পারে ফেলে দিতে
আপডেট বাচ্চাটা মারা গিয়েছে
#ইমারজেন্সী শেল্টার প্রয়োজন
বাচ্চাটাকে কুকুর কামুর দিয়েছে পেছনের মাজা
হয়তো ভেঙ্গে গিয়েছে আমরা যদি না দারাই তাদের পাশে কে দারাবে
বাচ্চা গুলো অসহায় হয়ে রাস্তায় পরে থাকে
শুধু একটু বাচার আশায় সাহায্য পাবার আশায় একটু
আশ্রয় খুজে বেড়ায় কেও যদি একটু শেল্টার দেয় আমরা রেস্কিউ করে
দিয়ে আসবো ঢাকা যে কোনো জায়গা লোকেশন হইলে
দেয়া যাবে
বাসার বিড়াল যদি কেও বের করে দেয়
আগে ভেবে নিয়েন যে বাচ্চাটা রাস্তায় থাকতে পারবে কি না কারন বাসার বাচ্চা কখনো রাস্তায় থাকতে পারে না
বাচ্চাটার পায়ের উপর দিয়ে গাড়ি উঠেযায়
আমাদের কাছে এসে দিয়ে গেলে আমরা ট্রিটমেন্ট শুরু করি কিন্তু রক্ত এতো যায় বলার মত না
আমরা প্রতিদিন চেষ্টা করি যাদের ট্রিটমেন্ট চলে
ট্রিটমেন্ট অবস্থায় আমরা ঝড় বৃষ্টি সব সময় ট্রিটমেন্ট দেই
অনেক সময় রাত পার হয়ে যায় কিন্তু ট্রিটমেন্ট বন্ধ করি না
#আপডেট রাজশাহী
বাচ্চাটা ক্যান্সার হয়েছে মুখে যা পরে আরো বড় হয়ে উঠতে পারে কিন্তু এইটা হইতে দেয়া যাবে না আমরা রাজশাহী থেকে ঢাকা নিয়ে এসেছি
আলহামদুলিল্লাহ্ রাজশাহী বাচ্চাটা আমরা ঢাকা নিয়ে এসে শেল্টার দেয়া হয়েছে প্রতিটা প্রানী বাচার অধিকার রয়েছে পৃথিবীর বুকে সবাই ভালো থাকুক
আপনারা অসাধারণ মানুষ হয় তো আপনারা না থাকলে আমরা বাচ্চাটাকে ঢাকা নিয়ে আসতে পারতাম না
300 কি.মি. দূরে থেকে নিয়ে আসা অনেক টা কষ্ট কর
কিন্তু আপনারা আরো সহজ করে দিয়েছেন আমাদের কে
নিয়ে আসার জন্য
#আপডেট রাজশাহী
মোট ফান্ড উঠে ৭৫০০ টাকা
বাস ঢাকা কল্যাণপুর থেকে রাজশাহী ৩০০০ টাকা মোট
গাড়ি করে রাজশাহী থেকে ঢাকা শেল্টার ৯০০০ টাকা
মোট ১২০০০ টাকা খরচ হয়
অনেকে বলেছিলেন এইটা ইনফেকশন মেডিসিন খাইয়ে দেন ঠিক হয়ে যাবে
ভাই আপনি ভেট না যে না দেখে মেডিসিন
সাজেশন করছেন আগে সামনে গিয়ে দেখবেন বুঝবেন পরে মেডিসিন দিবেন
আলহামদুলিল্লাহ্ আপনারা না থাকলে হয়তো বাচ্চাটা রেস্কিউ করা
হয়ে উঠতো না আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ 🖤
গাড়ি ভেতরে প্রথম তাকে নিয়ে আব্দুল্লাহপুর প্রজন্ত খুব সুন্দর করে আমরা আসি
প্রব্লেম টা হয় আব্দুল্লাহপুর এসে সে বমি পটি পি এক সাথে করে দেয় যে খানে
গাড়ি ভেতরে বেশী ভাগ অংশ ভিজে ময়লা হয়ে যায়
সাইডে গাড়ি রেখে বাচ্চাটাকে শুকনো যায়গা দেই পেছনে
কারন তার শরির এমনি ভালো না যদি ভেজা উপরে থাকে
আরো খারাপ হবে
চার দিন ধরে বাচ্চাটা নিয়ে পোষ্ট হয় কিন্তু কেও যায় না
স্বপ্নে লিটারে পি করতেছি কেও দেখবে কিন্তু
বাচ্চাটার লোকেশন জানা থাকলে একটু আমাদের জানাবেন আমরা তাকে রেস্কিউ করে ট্রিটমেন্ট ব্যাবস্থা এবং শেল্টার ব্যাবস্থা করে দিবো
পেছনের দুই পা অচল হয়ে পরেছে চলতে চলতে
হার গুলো ক্ষয় হয়ে যাবে ধিরে ধিরে পায়ের ব্যাথা
পোকা হয়ে ইনফেকশন হয়ে পচন ধরে
মারা যাবে এই মৃত্যু থেকে ভালো শেষ সময় দেখে যাক
এক দল মানুষ তাদের বাচাতে ছুটে যায়
বাচ্চাটার আপডেট জানা আমাদের দরকার যদি রেস্কিউ না হয়
এই বাচ্চাটা রেস্কিউ করার জন্য আমরা শ্যামলী যাবো
একটু কষ্ট করে আমাদেকে আপডেট জানাবেন
এখনো একটা মা কুকুর পাওয়া যায় নি
মায়ের লাশ নিচে আর বাচ্চা গুলো দুধের জন্য কান্না করে
মা মারা যায় জন্ম দেয়ার কিছু ঘন্টার ভেতরে
একটা মা কুকুর পাইনি আমরা বাচ্চা গুলো বাচানোর জন্য
বাচ্চাগুলো রাখা খাবার দেয়া বাসায় না থাকার কারনে বাচ্চা গুলোকে খাবার ঠিক মত দেয়া হয় না
কারো কাছে একটা মা কুকুর হবে কী
#মা_কুকুর @followers
#ইমারজেন্সী শেল্টার
#ইমারজেন্সী মা কুকুর
৩ টা বাচ্চা কে জন্ম দেয়ার পর মা মারা যায়
সকালে ভেট দেখানোর সময় আমাদের দেয় নি
বাচ্চা গুলো যদি মা কুকুর না পাওয়া যায় বাচানো যাবে না
কারন রাখার মত কোনো যায়গা নেই
মা কুকুর পেলে হয়তো বাচ্চা গুলো বাচানো সম্ভব হবে
বড় হইলে আমরা নিয়ে আসবো আবার কিন্তু একটা মা কুকুর দকার
না হইলে বাচ্চা গুলো বাচবে না
#ইমারজেন্সী মা কুকুর #saveamimal @followers @
স্পে জন্য কালি আর মিকি কে নেয়া হচ্ছে
একটা রোগ হলে ট্রিটমেন্ট করানো সম্ভব ৩/৪ টা হইলে এইটা চ্যালেঞ্জিং হয়ে উঠে
আনন্দ আপনাদের আর কষ্ট তাদের
আরো তিন বছর আগে তার এক পা কেটে ফেলতে হয় আমাদের
একটা পা পচন ধরেছিলো
বিজয় সরণী তে থাকে মানুষ গুলো হয়তো
ভিক্ষা করে খায় কিন্তু তাকে অনেক ভালোবাসা আর আদর যত্নে রাখে
ভয়ে ফার্মগেট চলে গিয়েছে চোখের সামনে
পরার সাথে সাথে তাকে আবার ফিরিয়ে দেয়া হয়েছে
চিরোচেনা কোলে
বুড়ি এখন নেই কিন্তু মৃত্যুর আগেও তার যত্নের কোনো কিছুই আমরা বাকি রাখি নি দুই বছর ধরে টানা
সে অসুস্থ হইতো কিন্তু কখনো বিরক্ত হইনি আমরা
বুড়ো বয়সে মানুষ তো বাচ্চাদের মত করে অনেক যত্নশীল করে রাখতে হয় সে বোবা বলে কি আমরা যত্ন নিবো না
তা কি করে হয় আমাদের কাছে প্রতিটা জীবনের দাম সমান
#বুড়ি #আপডেট @followers
সে এমন কি ভুল করেছে যে বাচ্চা গুলো ফেলে দিলেন মায়ের কাছে থেকে নিয়ে মা কে মেরে পা টা ভেঙ্গে দিলেন জেনো হাটতে না পারে
দিন দিন মানুষের মানবতা হারিয়ে যাচ্ছে
মায়ের কোল থেকে বাচ্চা গুলো ফেলে দেয় আবার মা কে মেরে পা ভেঙ্গে দেয়
#hhfp @followers
লক্ষি বাচ্চা দুইটা স্পে করানো শেষ এখন বাসায় ফেরা পালা