17/09/2023
#বিড়ালের_জ্বর (Fever in Cat)
জ্বর কোনো রোগ নয়; এটি রোগের উপসর্গ মাত্র।
জ্বর পাইরেক্সিয়া নামেও পরিচিত। বিড়ালের জ্বর হচ্ছে শারীরিক অসুস্থতার অন্যতম প্রধান লক্ষ্মণ, যা শরীরের স্বাভাবিক তাপমাত্রা সীমার (১০০.৪ থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট) অধিক তাপমাত্রা নির্দেশ করে। বিড়ালের শরীরের সাধারন টেম্পারেচার হলো ১০০.৪ থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট। যখন টেম্পারেচার ১০২.৫ ডিগ্রীর চেয়ে বেশী হয় তখনই তাকে জ্বর বলা হয়। অত্যাধিক জ্বরের কারনে ভাইটাল অর্গান নষ্ট হওয়ার দরুন বিড়াল মারা যেতে পারে।
➤কারনসমূহঃ
☞ব্যাকটেরিয়াল ইনফেকশন
☞ভাইরাল ইনফেকশন
☞ফানগাল ইনফেকশন
☞বিভিন্ন প্যারাসাইটের আক্রমণ
☞টিউমার বা ক্যান্সার জনিত কারন
☞ভিতরগত ইনজুরি (Internal injury)
☞টক্সিন ও পয়জন (Toxin & poison)
☞ইমিউন ডিজিজ
☞মেটাবলিক সমস্যা (Metabolic disorder)
☞বিভিন্ন ওষুধপ্রয়োগের কারনে
☞প্রকৃতিগত কারনে
➤লক্ষন সমূহঃ
☞ইলিভেটেড বডি টেম্পারেচার
☞শুষ্ক লোম এবং মুখ
☞পানিশূন্যতা
☞মুখ হা করে শ্বাস নেওয়া
☞শ্বাস-প্রশাসের হার বেড়ে যাওয়া
☞পালস রেট বেড়ে যাওয়া
☞খাবারে অনিহা
☞ওজন হারানো
☞দুর্বলতা
☞ঝিমুনি
➤কঠিন (Severe) লক্ষনসমূহঃ
☞স্বাভাবিক স্বভাবের পরিবর্তন
☞গড়বড় (Confusion)
☞শক
☞হৃদরোগ (Seizure)
☞মৃত্যু
➤জ্বর নির্ণয়ঃ
জ্বর নির্ণয়ের জন্য শরীরের তাপমাত্রা নিতে হয়। থার্মোমিটারের মাধ্যমে রেক্টাম থেকে তাপমাত্রা নেয়া লাগে। সেক্ষেত্রে রেক্টামের ভিতর থার্মোমিটারটি এমনভাবে রাখতে হবে যেন ভিতরের মিউকাস মেমব্রেনকে স্পর্শ করে।১/২মিনিট রেখেই থার্মোমিটার বের করে তাপমাত্রা দেখতে হবে।
➤চিকিৎসাঃ
জ্বরের চিকিৎসার আগে জ্বরের কারন নির্ণয় করা জরুরী। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল থাকলে এবং সাধারন কোন কারনে জ্বর আসলে বিড়ালকে পূর্ণ বিশ্রাম দিলে এবং শরীর কিছুক্ষণ পরপর পানি দিয়ে মুছে দিলে এমনেতেই জ্বর সেরে যায়। তবে জটিল কোনো কারনে জ্বর আসলে অবশ্যই ভেটের শরণাপন্ন হতে হবে। সেক্ষত্রে সাধারন কিছু চিকিৎসা নিন্মরুপঃ
☞পানিশূন্যতা ও দুর্বলতা রোধ করার জন্য শিরাতে সেলাইন দিতে হবে।
☞নন স্টেরয়েডাল এন্টিইনফ্লামেটরি ড্রাগ ব্যবহার করতে হবে।
☞ ইনফেকশনের জন্য জ্বর হলে এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে।
☞টিউমার জন্য জ্বর হলে সার্জারি করিয়ে নিতে হবে।
[সতর্কতা : কোনোক্রমেই প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া যাবে না।]
অনুগ্রহ করে লেখাটি কপি করবেন না।
যোগাযোগ : Dr. Md. Abdullah Somair, DVM
পেইজ: বিড়ালের রোগ ও চিকিৎসা