Dhaka Pigeon Breeders Alliance

Dhaka Pigeon Breeders Alliance Together we care.
(1)

21/04/2023
জেনে রাখুন, আপনার কবুতরের জন্য কোন সাইজের লেগ ব্যান্ড ব্যবহার করবেন।
24/03/2023

জেনে রাখুন, আপনার কবুতরের জন্য কোন সাইজের লেগ ব্যান্ড ব্যবহার করবেন।

বিষয়: প্রজনন কাল/ব্রিডিং সিজন।বিশ্বব্যাপী বেশিরভাগ শো ডিসেম্বর থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে  শেষ হয়। শ...
22/03/2023

বিষয়: প্রজনন কাল/ব্রিডিং সিজন।

বিশ্বব্যাপী বেশিরভাগ শো ডিসেম্বর থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হয়। শো শেষ হলে আপনার কবুতরকে অন্তত চৌদ্দ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখুন। যখন আপনি নিশ্চিত হচ্ছেন যে তারা সব ঠিক আছে এবং প্রজননের জন্য প্রস্তুত: আপনার পছন্দসই কোয়ালিটি এবং রঙ অর্জনের লক্ষ্য নির্ধারণ করুন। তাদের একযোগে জোড়া দিন। আমাদের গ্রুপ থেকে সহায়তা নিন যদি আপনি কীভাবে পেয়ারআপ করবেন তা নিশ্চিত না হন। আমরা আপনাকে আপনার রঙ এবং কোয়ালিটি বিকাশের উপর ভিত্তি করে জোড়া সেট করতে সহায়তা করব।

সেখান থেকে শুধুমাত্র আপনার প্রজনন মৌসুম শুরু হচ্ছে। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরু থেকে পেয়ারিং শুরু করুন যাতে মার্চের মাঝামাঝি বা শেষে ডিম ফুটতে শুরু করে।

তাদের থেকে দুই জোড়া বাচ্চা নিন এবং তারপর অন্তত 15 থেকে 30 দিন বিশ্রামের জন্য রাখুন। এর মধ্যে, তাদের ভাল করে যত্ন নিন। প্রয়োজনীয় মাল্টি ভিটামিন, মিনারেল, জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি সহ প্রজনন কোর্স সম্পূর্ণ করুন।

তারপর আবার জুনের শুরুতে আপনার কবুতর জোড়া দেয়া শুরু করুন এবং তাদের থেকে আরও দুই জোড়া বাচ্চা নিন। এক্ষেত্রে আপনি চাইলে নর ও মাদি ঘুরিয়ে ঘুরিয়ে পেয়ার করতে পারেন। আগস্টের মধ্যে আবার দুই জোড়া বাচ্চা নেয়া শেষ হবে। এবং তখন থেকে কবুতরের মল্টিং শুরু হবে। জোড়া ভেঙ্গে আবার বিশ্রামের জন্য রাখুন। এবং যদি আপনি ভবিষ্যতে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা চান তবে বছরের বাকি সময়ে আর কোনও বাচ্চা নেবেন না। ভুলেও ফস্টারিং করতে যাবেন না। মনে রাখবেন, এটি আপনার কবুতর নষ্ট করে দেবে।

আপনি যদি শো ফোকাস করেন তবে এই সময়ের মধ্যে আপনার হাতে পর্যাপ্ত কবুতর থাকা উচিত। প্রতিটি শো এর কবুতর আলাদা আলাদা খাঁচায় রাখুন এবং প্রদর্শনের জন্য প্রস্তুত করুন। শো অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পরে আলোচনা করা হবে।

নোট: কিছু স্টক বার্ড জানুয়ারীর মাঝামাঝিতেই জোড়া বসিয়ে দিতে হবে। আর ব্রিডিং সিজন শেষ হলে, সেকেন্ডারি যে ব্রিড থাকবে তার উপর ফোকাস করে বেবি নিতে হবে। যা দিয়ে খামার পরিচালনা খরচ আসবে।

ঢাকা পিজিয়ন ব্রিডার এলাইয়েন্স।
DPBA

Dhaka Pigeon Breeders Alliance
22/03/2023

Dhaka Pigeon Breeders Alliance

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Pigeon Breeders Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Pet Breeders in Dhaka

Show All