VetPets Point, Savar

VetPets Point, Savar Pet service, Pet treatment and management.

MoizzaVaccination Complete   flu
21/12/2023

Moizza
Vaccination Complete

flu

  Positive
20/12/2023

Positive

     flu
19/12/2023



flu

19/12/2023

Choco, Candy, Chocolate     + cat flu
19/12/2023

Choco, Candy, Chocolate

+ cat flu

Vaccination Rabies + cat flu
19/12/2023

Vaccination
Rabies + cat flu

" বিড়ালের ভ্যাকসিন বা টিকা"-যে কোন প্রানির জন্য  ভ্যাকসিন বা টিকা প্রয়োগ খুবই গুরত্বপূর্ণ বিষয়। টিকা প্রদানের মাধ্যমে...
12/11/2023

" বিড়ালের ভ্যাকসিন বা টিকা"-
যে কোন প্রানির জন্য ভ্যাকসিন বা টিকা প্রয়োগ খুবই গুরত্বপূর্ণ বিষয়। টিকা প্রদানের মাধ্যমে আপনার পোষা বিড়ালের ' ফ্লু' সহ বেশ কিছু মারাত্বক প্রাণঘাতী রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব ।
টিকা একটি সঠিক প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।

আমাদের কাছে পাবেন -:
১. শুধুমাত্র Nobivac cat flu vaccine.
২. শুধুমাত্র Rabies ভ্যাকসিন। ( Only for Rabies).

ভ্যাকসিন পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

আপনার পোষা বিড়ালকে রোগের হাত থেকে মুক্তি পেতে আজই ভ্যাকসিন প্রয়োগের উপর গুরুত্ব দিন ।

" বিড়ালের ভ্যাকসিন বা টিকা"-যে কোন প্রানির জন্য  ভ্যাকসিন বা টিকা প্রয়োগ খুবই গুরত্বপূর্ণ বিষয়। টিকা প্রদানের মাধ্যমে...
04/10/2023

" বিড়ালের ভ্যাকসিন বা টিকা"-
যে কোন প্রানির জন্য ভ্যাকসিন বা টিকা প্রয়োগ খুবই গুরত্বপূর্ণ বিষয়। টিকা প্রদানের মাধ্যমে আপনার পোষা বিড়ালের ' ফ্লু' সহ বেশ কিছু মারাত্বক প্রাণঘাতী রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব ।
টিকা একটি সঠিক প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।

আমাদের কাছে পাবেন -:
১. শুধুমাত্র ফ্লু ভ্যাকসিন। ( Only for cat flu)
২. শুধুমাত্র Rabies ভ্যাকসিন। ( Only for Rabies)
৩. ফ্লু ও Rabies দুইটাই একত্রে ভ্যাকসিন। (Cat flu+ Rabies)

ভ্যাকসিন পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

আপনার পোষা বিড়ালকে রোগের হাত থেকে মুক্তি পেতে আজই ভ্যাকসিন প্রয়োগের উপর গুরুত্ব দিন ।

বিষয়:কুকুর ও বিড়াল এর ভ্যাক্সিনেশন।ছোট বয়সে ( ৬ মাস বয়সের আগে) কুকুরে পার্ভো এবং বিড়ালে প্যানলিউকোপেনিয়া (যেটা সবার কাছে...
05/09/2023

বিষয়:কুকুর ও বিড়াল এর ভ্যাক্সিনেশন।

ছোট বয়সে ( ৬ মাস বয়সের আগে) কুকুরে পার্ভো এবং বিড়ালে প্যানলিউকোপেনিয়া (যেটা সবার কাছে ফ্লু হিসেবে সর্বাধিক পরিচিত) ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই বয়সে ফ্লুতে আক্রান্ত হলে বাচ্চা বয়সে মারা যাওয়ার হার বয়স্কদের তুলনায় কয়েকগুণ বেশি। তাই ছোট বয়সে ভ্যাক্সিন দেওয়ার একটা ডোজ দেওয়ার ২১/২৮ দিনের মধ্যে বুস্টার করা উচিত।

আর যদি ৬ মাসের উপর কোনো কুকুর বা বিড়ালে ভ্যাক্সিনেশন করা হয়। তাহলে ১ বছর পর পর বুস্টার করতে হবে।

#বিঃদ্রঃ ২মাস বয়স থেকেই কুকুর বিড়ালে কম্বাইন্ড ভ্যাক্সিন (র‍্যাবিস ভ্যাক্সিন ছাড়া) দেওয়া যায়। ৩মাস বয়স থেকে ফুল কোর্স ভ্যাক্সিন (র‍্যাবিস সহ) দেওয়া যায়।

বিষয় : বিড়াল এর ফ্লু। সাধারণত বিড়াল শীতকালে বেশি ফ্লুতে আক্রান্ত হয়। এছাড়া বছরের অন্য সময় বিড়াল কম বেশি ফ্লুতে আক্রান্ত ...
04/09/2023

বিষয় : বিড়াল এর ফ্লু।

সাধারণত বিড়াল শীতকালে বেশি ফ্লুতে আক্রান্ত হয়। এছাড়া বছরের অন্য সময় বিড়াল কম বেশি ফ্লুতে আক্রান্ত হয়। বিড়াল ফ্লুতে (Feline Panleucopenia Virus) আক্রান্ত হলে রোগীকে মুখে কোনো খাবারেই দেওয়া যাবেনা আক্রান্ত হওয়ার প্রথম ৩-৪দিন পর্যন্ত (কিংবা বমি বন্ধ হওয়ার আগ পর্যন্ত) এমনকি মুখে স্যালাইন কিংবা স্টক ও দেওয়া যাবেনা। জোর করে খাওয়াতে গেলে বমি করতে করতে দুর্বল হয়ে যাবে কিংবা শ্বাসনালীর মধ্যে ঔষধ কিংবা খাবার ঢুকে Aspiration Pneumonia হয়েও যেতে পারে। অর্থাৎ ইঞ্জেক্টেবল মেডিসিনের কোনো বিকল্প নেই।

এক্ষেত্রে অবশ্যই আপনার বিশ্বস্থ ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসা শুরু করবেন। যদি কারো আশেপাশে ক্লিনিক না থাকে তবে টেলিমেডিসিন সেবা গ্রহণ করে হলেও চিকিৎসা শুরু করবেন।

 # বিষয়: বিড়ালের নখ কাটা । # কারণঃ বিড়াল ৬ মাস বয়স পর্যন্ত অনেক বেশি লাফালাফি করে। যেহেতু তারা জানালার গ্রিল কিংবা পর্দা...
15/08/2023

# বিষয়: বিড়ালের নখ কাটা ।

# কারণঃ বিড়াল ৬ মাস বয়স পর্যন্ত অনেক বেশি লাফালাফি করে। যেহেতু তারা জানালার গ্রিল কিংবা পর্দা বেয়ে উঠার সময় অথবা একজায়গা থেকে অন্য জায়গায় লাফ দেওয়ার সময় নখ কাটা থাকলে হঠাৎ করে উল্টাপাল্টা পজিশনিং করে পড়ে যায়। এতে ব্যাথা পাওয়ার পর সেটা নিউরোলজিকাল ডিসওর্ডার / নার্ভের সমস্যাতে রূপ নেয়। এজন্য বিড়ালকে ৬ মাস পর্যন্ত নখ কাটা যাবে না।

# বিঃদ্রঃ এই রোগের পার্মানেন্ট কোনো সলিউশন নাই। অনেকদিন চিকিৎসা দিতে হয় এতে অনেক সময় সুস্থ হয়। তাই সবসময় সতর্ক থাকবেন।

Address

Dhaka
1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when VetPets Point, Savar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby pet stores & pet services


Other Pet Services in Dhaka

Show All