20/09/2013
একটি সুইট গল্প -
একটা মেয়ের অনেক গুলো লাল নীল চুড়ি ছিল।
একদিন সে চুড়ি গুলো সব পরল।
তাদের বাড়ির পাশে একটা ছোট রেল লাইন ছিল।
সেই
রেলের পথ ঘেঁসে সে একা একা হাঁটতে বেরুত যখন
তার.. মন খুব খারাপ থাকত।
সেদিন সে চুড়ি পড়ে বেরুল।
অনেক ক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে সে একটা গাছের
নিচে বসে পরল।
খুব মন খারাপ করে কাঁদতে কাঁদতে এক সময় তার ঘুম
চলে এলো।
অনেক ক্ষণ পর যখন তার ঘুম ভাঙ্গল,
মেয়েটা দেখল
সে একটা বাগানে শুয়ে আছে একটা নীল
চাদরের ওপর,
আকাশে অনেক গুলো পাখি উড়ছে।
আর তার মাথার পাশে রাখা অনেক গুলো নাম
না জানা ফুল।
একটু পরে সেখানে একটা ছেলে এসে বসল তার পাশে,
ছেলে টার কপালে রক্তের দাগ। ছেলে টা চুপ
করে বসে ছিল।
মেয়ে টা বলল, তোমার কপালে কিসের দাগ ?
কি হয়েছে তোমার?
ছেলে টা বলল, তুমি ওভাবে ট্রেনের
সামনে মরতে যাচ্ছিলে কেন ? আমি না হয় একটু রাগ
ই করেছিলাম।
মেয়েটি বলল, আমি মরতে যাচ্ছিলাম না,
তোমার দেয়া চুড়ি গুলো দেখে কষ্ট হচ্ছিল। তাই
ওগুলো পরে হাঁটতে বের হয়ে ছিলাম।
ছেলেটি বলল, তোমার বাসায়
এসে তোমাকে না পেয়ে এখানে খুজতে এসে দেখি তুমি একা
ওপর হাঁটছ, আর সামনে ট্রেন।
আর একটু হলেই আমাকে সারা জীবন কাঁদতে হত
মেয়ে টা ছেলেটার কোলে মাথা রেখে বলল,
'আমাকে আর কোন দিন কষ্ট দেবে না ত ?'
ছেলেটা পাশে রাখা ফুল গুলো তার হাতে দিয়ে বলল,
'এই ফুল গুলোর মত হাসি খুশি রাখব সারা জীবন ...
এমন করে আমার পাশে থেকো সব সময়'
মেয়েটার নাম ছিল নীলা
আর ছেলেটার ...
_নীল_