22/03/2022
বাজেরিগার ফিমেল কেন ব্রিডিং করে না????
এ প্রশ্নটা বেশিরভাগ পাখালের কেননা,সব পাখালরাই কমবেশি এ সমস্যার সম্মুখীন হোন।
আমার অভিজ্ঞতায় এর কিছু কারণ আর সমাধান নিয়ে হাজির হলাম।
★★প্রথমত বলবো ফিমেল ব্রিডিং এ আগ্রহী হয় না ছোট থেকেই সম্বৃদ্ধ খাবার না খেয়ে বড় হয়ে থাকলে।কারণ পুষ্টিকর খাবার বা সম্বৃদ্ধ সিডমিক্স ছোট না খেয়ে বড় হলে শারীরিক ভাবে অনেক পুষ্টির খাটতি নিয়ে বড় হয়। এক্ষেত্রে পাখির বয়স হয় ঠিকই কিন্তু পাখি ব্রিডিং এর জন্য উপযোগী বা প্রস্তুুত হয়ে উঠে না।
তাই আমাদের পাখির খাবার সম্বৃদ্ধ করতে হবে।ভালো সিডমিক্সের সাথে সপ্তাহে ২/৩দিন এগফুড আর ২/৩দিন শাক সবজি খেতে দেয়া উচিত।সেই সাথে ক্যাটেল বোন,মিনারেল ব্লক,ভিটামিন সাপ্লিমেন্ট তো আছেই।
★★আমরা অনেকেই বাচ্চা পাখি সব একই খাঁচায় রাখি।মেল ফিমেল পুরোপুরি বুঝার পর কিংবা ৮/১০ মাস বয়সে ব্রিডিং এ দেয়ার সময় হলে মেল ফিমেল আলাদা খাঁচায় কিছুদিন রাখি এরপর ব্রীডে দিই।কিন্তু,ফিমেল পাখি ছোট থেকেই মেল এর সাথে বড় হলে ব্রীড করতে চায় না।সেক্ষেত্রে অপরিচিত মেলের সাথে ব্রীডে দেয়া যেতে পারে।
★★যে মেল এর সাথে পেয়ার দেয়া হলো সে মেলকে পছন্দ না হলে ফিমেল ব্রীড করবে না।মেলকে আক্রমণ করবে বা কাছেই আসতে দেবেনা।এমন হলে মেল পাল্টে দিন।তবে একবার মেল পাল্টে দেয়ার ১৫/২০ দিন পর নতুন মেল এর সাথে পেয়ার দিন।★★বাজেরিগার যেহেতু অনুকরণ প্রিয় পাখি সেহেতু পাখির সংখ্যা কম থাকলে/২/১পেয়ার পাখি হলে বা ব্রিডিং করছে এমন পেয়ার না থাকলেও অনেক সময় ব্রিড করে না।তাই ব্রীড করে এমন পেয়ার থাকাটা বাড়তি সম্ভবনা যোগ করে।
★★ব্রীড না করা ফিমেলকে যদি একটি অভিজ্ঞ মেল মানে যে মেল সব ধরনের ফিমেল পাখির সাথে ব্রীড করে এমন মেল দেয়া হয় তাহলে ব্রীড করানো অনেকটাই সম্ভন।এমতাবস্হায় মেলকে ৭/৮দিন আগে ব্রিডিং খাঁচায় রাখার পর সে খাঁচায় ফিমেলকে দিন।
★★পাখি ব্রীড করার উপযুক্ত পরিবেশ না পেলেও ব্রীড করে না।যেমনঃ পাখিকে ব্রীডে দিয়ে বার বার দেখা,কুকুর, বিড়ালের বা অন্য কোন প্রাণীর আনাগোনা বা পাখি ভয় পায় এমন বিষয়।খাঁচার মাপ,হাঁড়ি বা পার্চের অবস্হান বা মাপ,অপরিচ্ছন্ন পরিবেশ, নতুন পাখি এনে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর আগেই ব্রীডে দেয়া অর্থাৎ পাখির যদি পরিবেশ পছন্দ না হয়,খাপ খাওয়াতে না পারে সেক্ষেত্রেও পাখি ব্রীড করবে না।তাই পাখি রাখার পরিবেশটি পাখিদের জন্য উত্তম হওয়া জরুরি।
★★আবার যদি পাখির শরীরে চর্বি জমে থাকে,তাহলে অনেক সময় পাখি ব্রীড করে না।এমতাবস্থায় পাখির শরীরে চর্বি কাটানোর পর পাখিকে ব্রীডে দেয়া ভালো।
আমার মতে পাখি ব্রিড না করলে সময় দেয়া উত্তম। এক সময় নিজেরাই ব্রিড করে এবং নিজ থেকে ব্রিড করা পাখিগুলো ভালো পেয়ার হয়।
ভিন্ন মত হতেই পারে,পোস্ট ভালো নাও লাগতে পারে।ভাল না লাগলে এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ রইলো।
ভাল থাকুক সবার পাখি ❤️🧡💛💚💙💜