Aymaan Aviary

Aymaan Aviary Different types of cage birds breeding & selling zone

হাত বদলের জন্য ফুল এডাল্টমেল ফিমেল জানা নেইপিস ৩০০০ টাকা
02/11/2023

হাত বদলের জন্য
ফুল এডাল্ট
মেল ফিমেল জানা নেই
পিস ৩০০০ টাকা

300 / -
15/03/2023

300 / -

বয়স ২ মাসমালিকানা পরিবর্তন হবেঢাকায় ডেলিভারি সম্ভব
08/03/2023

বয়স ২ মাস
মালিকানা পরিবর্তন হবে
ঢাকায় ডেলিভারি সম্ভব

এঙ্গোরা মিক্স ব্রীড মেলবয়স ২ মাস৫৫০ /-  মাত্রঢাকায় ক্যাশ অন ডেলিভারি সম্ভবচার্জ প্রযোজ্য পি আপ পয়েন্ট মতিঝিল, বৌদ্ধমন্দি...
27/02/2023

এঙ্গোরা মিক্স ব্রীড মেল
বয়স ২ মাস
৫৫০ /- মাত্র
ঢাকায় ক্যাশ অন ডেলিভারি সম্ভব
চার্জ প্রযোজ্য
পি আপ পয়েন্ট মতিঝিল, বৌদ্ধমন্দির,বাসাবো

২৫০ /-জেন্ডারঃ মেলবয়স ৬ মাস
03/01/2023

২৫০ /-
জেন্ডারঃ মেল
বয়স ৬ মাস

 #ককাটেলফিমেলবয়স ৪ মাস২২০০ /-ঢাকা সিটি তে ডেলিভারি সম্ভব (চার্জ প্রযোজ্য)
31/12/2022

#ককাটেল
ফিমেল
বয়স ৪ মাস
২২০০ /-
ঢাকা সিটি তে ডেলিভারি সম্ভব (চার্জ প্রযোজ্য)

02/11/2022
300 / -
16/08/2022

300 / -

250 / -
13/08/2022

250 / -

300/- each
11/08/2022

300/- each

দারুণ দুটো চোখমায়াবি চাহনি আলহামদুলিল্লাহ
16/05/2022

দারুণ দুটো চোখ
মায়াবি চাহনি
আলহামদুলিল্লাহ

শুভ কামনা সবার জন্য ভাল থাকুক সবার পাখি
12/05/2022

শুভ কামনা সবার জন্য
ভাল থাকুক সবার পাখি

এই ঝড় বৃষ্টিতে পাখির দিকে খেয়াল রাখুন।
খাঁচাগুলো প্রয়োজনে একটি আরকেটির সাথে বেঁধে জানালা/দরজার গ্রিল কিংবা পিলার এর সাথে শক্ত করে বেঁধে রাখুন।

খেয়াল রাখুন পাখির গায়ে বৃষ্টির পানি যেন না লাগে।এতে পাখি অসুস্থ হতে পারে।

পাখির খাঁচায় বৃষ্টির পানি / ঝাপটা না লাগলে খাঁচা ঢেকে দেয়ার প্রয়োজন নেই এতে বাতাসের তোড়ে খাঁচা পড়ে গিয়ে ক্ষতি হতে পারে।

সম্ভব হলে পাখিকে কুসুম গরম আদা পানির সাথে মধু মিশিয়ে খেতে দিন।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।নিজে সুস্হ ও নিরাপদ থাকুন।পাখিদের নিরাপদ রাখুন।

ভাল থাকুক সবার পাখি 💚💚

04/05/2022

Gullo

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
02/05/2022

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

02/05/2022

#অতিরিক্ত_গরমে_পাখিদের_জন্য_করণীয়

পাখিদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ১০৪ ডিগ্রি থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে অর্থাৎ ৪০ ডিগ্রি থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস । শরীরের স্বাভাবিক তাপমাত্রা ছাড়াও বিভিন্ন কারণে পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আমরা জানি যে পাখিদের ঘাম গ্রন্থির অভাব রয়েছে। তাদের শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় দ্রুত ও খোলা মুখের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এবং গোসল কিংবা পানীয়ের মাধ্যমে।
প্রচন্ড এই গরমে কিছু সতর্কতা আপনাকে আপনার প্রিয় পাখিটি হারানোর শোক থেকে বাঁচাতে পারে। পাখির জন্য পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু গ্রীষ্মের কড়া রোদ থেকে পাখি কে বাঁচাতে হবে।গ্রীষ্মের সকালের রোদ এবং সন্ধ্যার রোদ ছাড়া সরাসরি সূর্য থেকে পাখির সুরক্ষা প্রয়োজন।

#পাখির_বাসস্থানঃ
পাখির বাসস্থান অবশ্যই ছায়া বিশিষ্ট স্থানে হতে হবে। খাঁচা গুলো এমন এমন অবস্থানে থাকবে যেখানে আলো-বাতাস পর্যাপ্ত পরিমাণে পাবে।অবশ্যই যেন শেষ করার মত সরাসরি না পরে। পাখির ঘরে একটি এক্সস্ট ফ্যান বা মুভিং সিলিং ফ্যান লাগাতে হবে।
গ্রীষ্মে নানাবিধ পোকা আক্রমণ করতে পারে আপনার পাখির ঘরে। এই থেকে বাঁচতে অবশ্যই পাখির ঘটে প্রতিদিন পরিষ্কার করুন।
যদি পাখির জোড়া দেয়া বা ব্রিডিং এ থাকে তাহলে পাখির বিডিং এর হাড়ি কিংবা বক্স প্রতিদিন চেক করুন এবং হাঁড়ির নিচে পানি স্প্রে করুন। এতে করে হাড়ি বেশি উত্তপ্ত হবে না এবং ডিম নষ্ট হওয়া কিংবা বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কমে যাবে। কেননা অধিক উত্তাপে কিংবা গরমে পাখির বাচ্চা মারা যেতে পারে এবং ডিম নষ্ট হয়ে যেতে পারে। সবচাইতে উত্তম যদি গরমে পাখিকে ব্রিডিং এ ই না দেওয়া হয়।

#গোসলঃ গ্রীষ্মে পাখিকে প্রতিদিন আলাদা বাটিতে গোসলের পানি দেওয়া উচিত। গোসল করুক বা না করুক গোসলের পানির বাটি টি অবশ্যই আধা ঘন্টা পর
খাঁচা থেকে নামিয়ে নিবেন।
যদি পাখি গোসল না করে, গোসল করার অভ্যাস না থাকে তাহলে গোসলের পানির বাটিতে যেকোনো একটি সবজি যা আপনার পাখি পছন্দ করে খায় সেটি দিয়ে দিবেন। সবজি খাওয়ার জন্য পাখি পানিতে নামলে গোসল করবে।
তবে সবচাইতে উত্তম পাখিকে গোসলের পানি না দিয়ে পাখির গায়ে হালকা করে পানি স্প্রে করে দেওয়া। এতে পাখি অতিরিক্ত ভিজবে না এবং ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না।
হাড়িতে ডিম কিংবা বাচ্চা নিয়ে থাকা জোড়াকে গোসলের পানি না দেওয়াই ভাল।এর পরিবর্তে হালকা করে পানি স্প্রে করে দিবেন।

#খাবারঃ গ্রীষ্মে পাখির স্বাভাবিক খাবারে তৈলবীজ কমিয়ে দিন। প্রতিদিন পাখিকে একটি সবুজ শাক বা সবজি কিংবা ফল দিন।
পাখিকে সপ্তাহে দুদিন লেবু পানি দিন।
সপ্তাহে দুদিন ডাবের পানি দিন।
দুদিন অ্যালোভেরা মিশ্রিত পানি দিন।
একদিন পাখির স্যালাইন মিশ্রিত পানি দিন।
পাখির খাবারে ভিটামিন-সি বাড়িয়ে দিন এবং পুদিনাপাতা যোগ করুন।
অতিরিক্ত গরমে পাখিকে এগ ফুড বা ডিম মিশ্রিত খাবার দিবেন না। এসময় সপ্তাহে একদিন বা দুদিন এগ ফুড দিন। কিংবা এগফুড এর পরিবর্তে ঘরে তৈরি নরম খাবার সরবরাহ করুন।
এসব খাবার বা পানীয় পাখির খাঁচায় দু'ঘণ্টার বেশি রাখবেন না। কেননা গ্রীষ্মে এসব খাবার খুব দ্রুতই পচন ধরে যায়, নষ্ট হয়ে যাওয়া খাবার পাখি খেলে পাখি অসুস্থ হবে।

পাখির স্বাভাবিক সিডমিক্স বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে,ধুয়ে, রোদে শুকিয়ে পাখিকে খেতে দিন।
পাখিকে পরিষ্কার পানি খেতে দিন।

আজ এ পর্যন্তই
ভালো থাকুক সবার পাখি ❤💚

Lutino Red eyeAge 27daysPerfect for taming2000/
19/04/2022

Lutino Red eye
Age 27days
Perfect for taming
2000/

বাজেরিগার ফিমেল কেন ব্রিডিং করে না????এ প্রশ্নটা বেশিরভাগ পাখালের কেননা,সব পাখালরাই কমবেশি এ সমস্যার সম্মুখীন হোন।আমার অ...
22/03/2022

বাজেরিগার ফিমেল কেন ব্রিডিং করে না????
এ প্রশ্নটা বেশিরভাগ পাখালের কেননা,সব পাখালরাই কমবেশি এ সমস্যার সম্মুখীন হোন।

আমার অভিজ্ঞতায় এর কিছু কারণ আর সমাধান নিয়ে হাজির হলাম।

★★প্রথমত বলবো ফিমেল ব্রিডিং এ আগ্রহী হয় না ছোট থেকেই সম্বৃদ্ধ খাবার না খেয়ে বড় হয়ে থাকলে।কারণ পুষ্টিকর খাবার বা সম্বৃদ্ধ সিডমিক্স ছোট না খেয়ে বড় হলে শারীরিক ভাবে অনেক পুষ্টির খাটতি নিয়ে বড় হয়। এক্ষেত্রে পাখির বয়স হয় ঠিকই কিন্তু পাখি ব্রিডিং এর জন্য উপযোগী বা প্রস্তুুত হয়ে উঠে না।
তাই আমাদের পাখির খাবার সম্বৃদ্ধ করতে হবে।ভালো সিডমিক্সের সাথে সপ্তাহে ২/৩দিন এগফুড আর ২/৩দিন শাক সবজি খেতে দেয়া উচিত।সেই সাথে ক্যাটেল বোন,মিনারেল ব্লক,ভিটামিন সাপ্লিমেন্ট তো আছেই।
★★আমরা অনেকেই বাচ্চা পাখি সব একই খাঁচায় রাখি।মেল ফিমেল পুরোপুরি বুঝার পর কিংবা ৮/১০ মাস বয়সে ব্রিডিং এ দেয়ার সময় হলে মেল ফিমেল আলাদা খাঁচায় কিছুদিন রাখি এরপর ব্রীডে দিই।কিন্তু,ফিমেল পাখি ছোট থেকেই মেল এর সাথে বড় হলে ব্রীড করতে চায় না।সেক্ষেত্রে অপরিচিত মেলের সাথে ব্রীডে দেয়া যেতে পারে।
★★যে মেল এর সাথে পেয়ার দেয়া হলো সে মেলকে পছন্দ না হলে ফিমেল ব্রীড করবে না।মেলকে আক্রমণ করবে বা কাছেই আসতে দেবেনা।এমন হলে মেল পাল্টে দিন।তবে একবার মেল পাল্টে দেয়ার ১৫/২০ দিন পর নতুন মেল এর সাথে পেয়ার দিন।★★বাজেরিগার যেহেতু অনুকরণ প্রিয় পাখি সেহেতু পাখির সংখ্যা কম থাকলে/২/১পেয়ার পাখি হলে বা ব্রিডিং করছে এমন পেয়ার না থাকলেও অনেক সময় ব্রিড করে না।তাই ব্রীড করে এমন পেয়ার থাকাটা বাড়তি সম্ভবনা যোগ করে।
★★ব্রীড না করা ফিমেলকে যদি একটি অভিজ্ঞ মেল মানে যে মেল সব ধরনের ফিমেল পাখির সাথে ব্রীড করে এমন মেল দেয়া হয় তাহলে ব্রীড করানো অনেকটাই সম্ভন।এমতাবস্হায় মেলকে ৭/৮দিন আগে ব্রিডিং খাঁচায় রাখার পর সে খাঁচায় ফিমেলকে দিন।
★★পাখি ব্রীড করার উপযুক্ত পরিবেশ না পেলেও ব্রীড করে না।যেমনঃ পাখিকে ব্রীডে দিয়ে বার বার দেখা,কুকুর, বিড়ালের বা অন্য কোন প্রাণীর আনাগোনা বা পাখি ভয় পায় এমন বিষয়।খাঁচার মাপ,হাঁড়ি বা পার্চের অবস্হান বা মাপ,অপরিচ্ছন্ন পরিবেশ, নতুন পাখি এনে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর আগেই ব্রীডে দেয়া অর্থাৎ পাখির যদি পরিবেশ পছন্দ না হয়,খাপ খাওয়াতে না পারে সেক্ষেত্রেও পাখি ব্রীড করবে না।তাই পাখি রাখার পরিবেশটি পাখিদের জন্য উত্তম হওয়া জরুরি।
★★আবার যদি পাখির শরীরে চর্বি জমে থাকে,তাহলে অনেক সময় পাখি ব্রীড করে না।এমতাবস্থায় পাখির শরীরে চর্বি কাটানোর পর পাখিকে ব্রীডে দেয়া ভালো।

আমার মতে পাখি ব্রিড না করলে সময় দেয়া উত্তম। এক সময় নিজেরাই ব্রিড করে এবং নিজ থেকে ব্রিড করা পাখিগুলো ভালো পেয়ার হয়।

ভিন্ন মত হতেই পারে,পোস্ট ভালো নাও লাগতে পারে।ভাল না লাগলে এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ রইলো।

ভাল থাকুক সবার পাখি ❤️🧡💛💚💙💜

24/02/2022

ঝড় শুরু হলো
বারান্দায় পাখিগুলোর জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছেন তো???

Ready to shift
25/01/2022

Ready to shift

ককাটেল বয়স ৩ মাসফোন ০১৯৭৯৬৮৬৭৭৮
13/01/2022

ককাটেল
বয়স ৩ মাস
ফোন ০১৯৭৯৬৮৬৭৭৮

ককাটেল বাচ্চা বয়স ২৭/২৮ দিনদাম ২৫০০ টাকা প্রতিটি ঢাকায় ক্যাশ অন ডেলিভারিতে দেয়া যাবে ডেলিভারি চার্জ বিকাশ/নগদ এর মাধ্যমে...
12/12/2021

ককাটেল বাচ্চা
বয়স ২৭/২৮ দিন
দাম ২৫০০ টাকা প্রতিটি
ঢাকায় ক্যাশ অন ডেলিভারিতে দেয়া যাবে
ডেলিভারি চার্জ বিকাশ/নগদ এর মাধ্যমে এডভান্স দিতে হবে

1500/ pieceAge 2months016794796544pcs (6000/)Fixed
05/12/2021

1500/ piece
Age 2months
01679479654

4pcs (6000/)
Fixed

Address

Sabujbag
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Aymaan Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aymaan Aviary:

Videos

Share

Category


Other Pet Breeders in Dhaka

Show All