Kalua's Homes

Kalua's Homes Its a Animal Shelter & Rescue Center. Its a non-profit organization. Sick, Injured, Aged & abandoned
(9)

04/01/2024

ঘোড়াটির নাম রাখা হয়েছে পঙ্খিরাজ। ওকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় 31 এ ডিসেম্বর 2023 এ। ওর বাপ পায়ের নিচের অংশ পচে অর্ধেক খুর নেই, আর প্রচুর ম্যাগট ও ছিলো। আমরা ভেটের পরামর্শে চিকিৎসা শুরু করি। ওর বয়স কম ও দীর্ঘদিন প্রায় অনাহারে থাকায় প্রচুর খাবার লাগে। ওকে প্রতিদিন প্রায় 700 টাকার মেডিসিন ও খাবার দেয়া হয়। ওকে আরো 10 দিন মেডিসিন ও 3 মাস খুড়ের বিশেষ পরিচর্যা করতে হবে। ওর রক্ষণাবেক্ষণ খরচ মাসে অলমোস্ট ৮/৯ হাজার মতো। কেউ যদি ওর মাসিক ব্যায় আমাদের স্পন্সর করতো তবে আমাদের চাপ কমতো। আশা করবো আপনারা সাহায্যের হাত বাড়াবেন।

To help the poore soul, donate us:
Bkash/Nagad/Rocket: 01736460557

কথিত ক্রাইস্ট ইয়ার উদযাপনের নামে বেলেল্লাপনা আর বোমাবাজি শুরু। পথ ও পালা প্রাণীদের অনেকে ভয়ে তটস্থ। আমার কুকুর বেশ কিছু ...
31/12/2023

কথিত ক্রাইস্ট ইয়ার উদযাপনের নামে বেলেল্লাপনা আর বোমাবাজি শুরু। পথ ও পালা প্রাণীদের অনেকে ভয়ে তটস্থ। আমার কুকুর বেশ কিছু ভয়ে উদভ্রান্ত। এসব প্রতিবন্ধীদের মাঝে কিছু লোক দেখানো প্রাণী প্রেমী আছে।

05/12/2023

প্রিয় প্রাণিপ্রেমীরা,
আমাদের এমন ক্রিটিক্যাল রেসকিউ ই বেশি। গত মাসে দুই লক্ষ টাকার কাছে গেসে চিকিৎসা ব্যায়।বার বার বলছি চিকিৎসা ও খাদ্য ব্যায় অনেক বেড়ে যাওয়ায় আমি হিমশিম খাচ্ছি। মোট খরচের অতি সামান্য একটা অংশ আসে ডোনেশন থেকে। আপনারা কি অনুগ্রহ করে একটু সাহায্য করতে পারেন আমাদের!!!

বিকাশ/নগদ/রকেট 01736460557

02/12/2023

প্রিয় প্রাণী প্রেমীগন, বার বার বলছি চিকিৎসা ও খাদ্য ব্যায় অনেক বেড়ে যাওয়ায় আমি হিমশিম খাচ্ছি। মোট খরচের অতি সামান্য একটা অংশ আসে ডোনেশন থেকে। আপনারা কি অনুগ্রহ করে একটু সাহায্য করতে পারেন আমাদের!!!

বিকাশ/নগদ/রকেট 01736460557

22/11/2023

এটা গত রাত ভোর ৪ ঘটিকার দৃশ্য। কি পরিমান ঠান্ডা না থাকলে এখানে বোঝা যাবে না।

আমাদের কম্বল, টেরপল প্রয়োজন সাথে দরকার আর্থিক সাহায্য।

যদি মন চায় কারো
রকেট/বিকাশ/ নগদ 01736460557

17/11/2023

বারবার অনুরোধ করছি অতিরিক্ত চিকিৎসা ব্যায় আর খাবার খরচ আমি কুলিয়ে উঠতে পারছি না সাথে আছে অপারেটিং কস্ট। এই মুহূর্তে প্রায় ৭ টি কুকুর বিড়াল পূর্বাচল নিয়ে ডায়াগনসিস জরুরি, যাতে সম্ভবনা 10/15 হাজার ও খরচ হতে পারে। সব গুলাই ক্রিটিক্যাল কেইস। অনুগ্রহ করে কি আপনার প্লিজ, একটু হাতটা বাড়াবেন। করোজোর অনুরোধ।

যদি মন চায় সাহায্য পাঠাতে:
রকেট/নগদ/ বিকাশ : 01736460557

16/11/2023

আমার এখানে ফসটার করছেন বিড়াল কুকুর একটু হাত তোলেন তো। অর্থাৎ নির্দিষ্ট টাকার বিনিময়ে রেখেছেন এমন ☺️. সবার ধারণা প্রায় দেড়শ প্রাণীর ই ফসটার ফি নেই, অন্যদের মতোই ডাবল ইনকাম ☺️

প্রতিদিন কি পরিমান ওষুধ লাগে আপনাদের ধারণা নেই। আজকে কিছু ওষুধ আনলাম। যা মাত্র দু তিনদিনের। আরো স্টক আছে। আর অনেক রকম লাগে মেডিসিন। খাবার, মেডিসিন, ইউটিলিটি, প্রিমিসেস, মেইন্টেনেস , স্যালারি কত খরচ ☺️

যদি মনে হয় সাহায্য করা দরকার:
বিকাশ/রকেট/নগদ: ০১৭২৬৪৬০৫৫৭
To help more soul, donate us:
Bkash/Nagad/Rocket: 01736460557

04/11/2023

চলে গেলো, মনু বুড়া নেয়া হলো না আর পূর্বাচল।
অনেক অসুস্থের চিকিৎসা চলছে, 6/7 ক্রিটিক্যাল। ওদের জন্য বারবার ফান্ড পোস্ট দিয়ে উঠে 1900 যেখানে দরকার ১০ থেকে ১৫ হাজার টাকা শুধু নেয়া আর বিভিন্ন ডায়াগনসিস করতে।


যদি ইচ্ছে হয় , যদি দায়িত্ববোধ হয় তবে সাহায্য পাঠাবেন:
রকেট/বিকাশ/নগদ 01736460557

23/10/2023

চিকিৎসা ব্যায়, যারা খাবার ব্যায় দৈনিক ১০ হাজারের উপরে চলে গেসে। তার উপর এইসব বাড়তি কষ্ট 😢 ভাই আমি এখানে নিজেও খুব স্বাচ্ছন্দ্য জীবন জাপন করি না। অনুগ্রহ করে আপনারা একটু সাহায্যের হাত বাড়ান প্লিজ 😢

To help more soul, donate us:
Bkash/Nagad/Rocket: 01736460557

21/10/2023

এই বাচ্চাটার নাম নয়ন। ৯ দিন আগে রেশকিউড, ম্যাগট চোখ নাকের উপর পর্যন্ত খেয়ে ফেলসে। পরে ছিলো রাস্তায় কাদা পানিতে। গতকাল থেকে খাওয়া স্টার্ট করছে। তার চিকিৎসা অনেক ব্যায়বহুল। এমন বা এই টাইপ আরো 5 জন আছে। টোটাল শেল্টার ও বাইরে মিলিয়ে ৩৩ জনের চিকিৎসা চলে। প্রতিদিন এপ্রোক্স ৫০০০ প্লাস প্লাস চিকিৎসা ব্যায়। 6000 প্লাস টাকার খাবার লাগে 70 কুকুর আর 65 বিড়ালের। আমি হিমশিম খাচ্ছি। আপনারা একটু সাহায্যের হাত বাড়ান।

To help more soul, donate us:
Bkash/Nagad/Rocket: 01736460557

06/10/2023

যদি মনে করেন আপনি মানবিক ও প্রাণবিক এবং আপনার করার কিছু আছে ☺️
Share it if you like, it will help a lot
Donate us if you want and capable
Bkash/nagad/rocket: 01736460557
Kalua's Homes

05/10/2023

যদি মনে করেন আপনি মানবিক ও প্রাণবিক এবং আপনার করার কিছু আছে ☺️
Share it if you like, it will help a lot
Donate us if you want and capable
Bkash/nagad/rocket: 01736460557

Address

Kaluas Homes, Animal Shelter, Bosila Garden City, Block G, Road 2, Near Glass Factory, , Bosila, Mohammadpur
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Kalua's Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalua's Homes:

Videos

Share

Category

এক নজরে কালুয়া’স হোমস

কালুয়াস হোমস- আদি দ্য গুরুর ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে গড়ে ওঠা বিড়াল ও কুকুরের আশ্রয় কেন্দ্র। সাধারণত এখানে রাস্তায় পড়ে থাকা আহত ও অসুস্থ বিড়ালদের তুলে আনা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা করা হয়। পরবর্তীতে আশ্রয়ের স্থান না পাওয়া গেলে শেল্টারের নিজস্ব খরচে পঙ্গু, প্রতিবন্ধী, বয়ষ্ক ও অসুস্থ বিড়ালদের এখানে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়। তাদের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের সকল কাজ করা হয়।

কালুয়াস হোমস-এর দুটি শাখা রয়েছে। ঢাকা ও চিটাগঙ। ঢাকার শেল্টার-এ এই মুহূর্তে ৩৩ টা বিড়াল কে দেখাশোনা করা হচ্ছে। যার বেশিরভাগই বয়ষ্ক। তাছাড়া কুকুরের কামড়ে আক্রান্ত এবং আঘাতপ্রাপ্ত বিড়ালও আছে। ১৭টি প্যারালাইসড বিড়াল এই শেল্টার থেকে চিকিৎসা এবং ফিজিওথেরাপি পেয়ে এখন হাটতে পারছে। চিটাগং-এর শাখায় ৫ টি কুকুর আছে। যার মধ্যে দুইজন হাটতে পারেনা এবং একজন অন্ধ। আর বিড়াল আছে ৪১ টা।

প্রতিনিয়ত এই দুই শেল্টার-এ এইসব অবুঝ বোবা প্রাণীদের সকলপ প্রয়োজন মিটিয়ে তাদেরকে স্বাভাবিক জীবন দেয়ার আপ্রান চেষ্টা চলছে।

এছাড়া রাস্তার কুকুরদের ভ্যাক্সিন, স্প্রে ও নিউটার খাওয়ানো হয়।