13/11/2024
কিছুদিন আগে Nadim Ali ভাই আমার কাছে একটা Yellow Collared এর ফিমেল বুকিং করেছিলেন এর আগেও বেশ কয়েকবার আমার কাছ থেকে পাখি নিয়েছেন কিন্তু আমার সাথে দেখা হয়মি, গত শুক্রবার উনি পাখি নিতে আসার আগে বল্লেন ভাই আমার ছেলেটা আপনার অনেক বড় ফ্যান, সারাদিন শুধু আপনার ভিডিও দেখে তার অনেক ইচ্ছা আপনার সাথে দেখা করার, আপনার কি সময় হবে ফার্মে থাকবেন, সেইদিন সব মিলিয়ে অনেক ব্যাস্ত ছিলাম, তারপরেও বল্লাম ভাই কি বল্লেন আপনার ছেলে আমার সাথে দেখা করতে চাচ্ছে আমার যতো ব্যাস্ততাই থাকুক শুক্রবারে ফার্মে আসবো ইনশাআল্লাহ।
Nadim Ali ভাই এর একমাত্র ছেলে Abdullah Omran Azim আমার সাথে দেখা করে অনেক খুশি, আমার ও Abdullah এর সাথে দেখা করতে পেরে অসম্ভব ভালো লেগেছে, এই ভালোবাসাগুলা সত্যি অনেক পরিচ্ছন্ন এবং সুন্দর, কোটি টাকা দিয়েও এমন জিনিস পাবেন না, পাখি পালন করে আমার প্রাপ্তি এখানেই, এমন অনেক ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি। আল্লাহ Nadim Ali ভাই এবং তার পরিবারকে সবসময় ভালো রাখুক।