28/08/2021
✅✅ পাখি কেনার সময় কিছু কাজ করা থেকে বিরত থাকবেন।
🔸কখনো অযাচিত দাম বলবেন না। লাইক আপনিও জানেন, ব্রিডারও জানে পাখির দাম 800/- হওয়া উচিত। এখন ব্রিডার চাইলো 900/- আর আপনি বলে বসলেন 300/400/-। এসব করলে প্রথমেই ভালো ব্রিডাররা রিপ্লে দেয়া বন্ধ করে দেয়।
🔹পাখির দাম ব্রিডার টু ব্রিডার ভ্যারি করে। সেইম পাখি বাচ্চা একজনের কাছে 550/- আবার আরেকজন 300-400/- এ সেল দিচ্ছে। এর কারণও থাকে। দেখা যায় 550/- পিসে যিনি সেল দিচ্ছেন তিনি খাওয়ায় সব ইমপোর্টেড ফুড , আর 300-400/- এ যিনি সেল দেন তিনি খাওয়ায় দেশি খাবার। সুতরাং আপনারাই বলেন কার পাখির কোয়ালিটি ভালো হবে?
🔸হ্যান্ডফিড করাতে না পারলে বাচ্চা কিনবেন না। কারণ বেশিরভাগ সময়ই হ্যান্ডফিড করাতে না পারলে বাচ্চা মারা যায়।
🔹 অনেকে কেনা পাখি সেল করে দেয়। সে পাখি কত দিয়ে কিনেছেন তা জিজ্ঞেস করাটা খুবই অযাচিত একটা কথা। আপনি তার কাছ থেকে পাখি কিনবেন, এখানে আপনার কেন জানার প্রয়োজন যে সে কত দিয়ে কিনেছে?
🔸 পাখির ডিম বাচ্চার গ্যারান্টি চাওয়া। কিন্তু কোন কিছুর গ্যারান্টি দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি সর্বোচ্চ ব্রিডিং প্রুফ অর্থাৎ বাচ্চা সহ পাখি ছবি/ভিডিও দেখে কিনতে পারেন। এখন বাসায় আনার পর ব্রিড করানোর দায়িত্ব তো আপনার।
🔹 "আমি সেইম পাখি ৮০০ দিয়ে কিনসি, আপনার যদি এ দামে দিতে পারেন তবে জানাবেন।" এ জিনিসটা মনে হয় সবচেয়ে বিরক্তিকর একটা লাইন প্রতিটা সেলারের কাছে। আরে ভাই আপনি কোথা থেকে কি কত দিয়ে কিনসেন সেটা তো আপনার মেটার৷ তা আরেকজনকে বলার কি দরকার? দামে না পোষলে কেটে পড়ুন। এসব করেন দেখে ভালো কোন ব্রিডারের সাথে সম্পর্ক রাখতে পারেন না।
🔸 পাখি বুক করেও না নেওয়া। এটা মনে হয় প্রায় সবাই ই ফেস করেছেন। আজিব একটা সমস্যা। পাখি বুক করবে আর বিক্রেতাকে বলে দিবে সবাইকে না করে দিতে। তারপর নেয়ার দিন সে হাওয়া। কোন খোঁজ নাই, ভুলে যায়। শেষে দেখা যায় পাখি নেয় না। উটকো এক ঝামেলা। পরে আবার পোস্ট দেয়া লাগে। এসব করা থেকে একদমই বিরত থাকুন। পাখি নিতে চাইলে আগে নিজে নিজে ১০ বার ভাবুন। দরকার পরলে কারো সাথে কথা বলে শিওর হয়ে তারপর কনফার্ম করুন। না হলে বাদ দেন। পাখি কনফার্ম করে না নেয়া একটা বেয়াদবি।
🔹পোস্ট পুরোপুরি না পড়েই ইনবক্সে নক দিবেন না। অনেক সময় অনেক কথা পোস্টে সেলার লিখে দেয়। তা না দেখেই সেইম কথা যখন আবার পোস্ট বলা হয় তখন জিনিসটা ভালো দেখায় না।
🔸হোম ডেলিভারি সবাই দেয় না। এবং অনেকে আগে থেকে বলে দেয়, হোম ডেলিভারি সম্ভব না। তারপরও কিছু মানুষ শেষে একটা কথা লাগিয়ে দেয়, হোম ডেলিভারি দিতে হবে।
🔹 সবশেষে পোস্ট দেখলেই প্রাইস প্রাইস বলে কমেন্ট সেকশন ভরিয়ে ফেলা। ফেসবুকে নিয়ম অনুযায়ী পশু পাখি কেনা বেচা করা নিষেধ। তারপরও কিছু মানুষ বার বার প্রাইস/Pp/Price বিভিন্ন শব্দ ব্যবহার করে বিধায় কিছুদিন পর পর দেখা যায় গ্রুপ ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দিয়েছে। তাই পোস্ট দেখলে ডাইরেক্ট বিক্রেতাকে ইনবক্সে নক দেয়াটা একটা ভদ্রতা। বিক্রেতা না দেখলে কমেন্ট জানিয়ে দিন ইনবক্স চেক করতে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ফোন নম্বর এবং ইনবক্সে যোগাযোগ করার ওয়ে থাকা সত্তেও যারা কমেন্টে প্রাইস প্রাইস করে, এরা কখনোই পাখি নেয় না কিংবা নিতে পারে না। কারণ নেয়ার আগ্রহ থাকলে ঠিকই ফোন দিতো অথবা ইনবক্সে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতো।
পাখি নিতে হলে সব সময় এ কাজগুলে করা থেকে বিরত থাকবেন। কোন প্রশ্ন থাকলে ভদ্রভাবে জানতে চাইবেন। কোন বাজে কথা বলবেন না। তাহলে দেখবেন ভালো রেসপন্স পাবেন।
dnj bird aviary
Munshipara,dinajpur sadar
01784445555